দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

মাধ্যমিক দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

১. কোন ধর্মের মাধ্যমে নমঃশূদ্ররা ঐক্যবন্ধনে আবদ্ধ হয়?

উত্তর:- মতুয়া ধর্মের মাধ্যমে নমঃশূদ্ররা ঐক্যবন্ধনে আবদ্ধ হয়।

২. “হাতে কাম, মুখে নাম”-এই আদর্শ কে প্রচার করেন?

উত্তর:- “হাতে কাম, মুখে নাম”-এই আদর্শটি গুরুচাঁদ ঠাকুর প্রচার করেন।

৩. “যার দল নেই, তার বল নেই”-এই উপদেশ কে দেন?

উত্তর:- “যার দল নেই, তার বল নেই”-এই উপদেশটি গুরুচাঁদ ঠাকুর দেন।

৪. নমঃশূদ্রদের আন্দোলনের বার্তা প্রচারের উদ্দেশ্যে কী পদক্ষেপ নেওয়া হয়?

উত্তর:- নমঃশূদ্রদের আন্দোলনের বার্তা প্রচারের উদ্দেশ্যে যাত্রাগান, সাপ্তাহিক ‘মুষ্ঠি’ সংগ্রহ প্রভৃতি পদক্ষেপ নেওয়া হয়।

৫. কার সভাপতিত্বে নিখিল বঙ্গ নমঃশূদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়?

উত্তর:- গুরুচাঁদ ঠাকুরের সভাপতিত্বে ১৮৮১ খ্রিস্টাব্দে খুলনা জেলায় নিখিল বঙ্গ নমঃশূদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়।

 ৬. নমঃশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- গুরুচাঁদ ঠাকুর নমঃশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।

৭. বঙ্গীয় দলিত শ্রেণি সমিতি-র প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর:- বঙ্গীয় দলিত শ্রেণি সমিতি-র প্রথম সভাপতি ছিলেন মুকুন্দবিহারী মল্লিক।

৮. নমঃশূদ্রদের সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে ১৯০৭ খ্রিস্টাব্দে কে সরকারের কাছে দরবার করেন?

উত্তর:- নমঃশূদ্রদের সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে ১৯০৭ খ্রিস্টাব্দে গুরুচাঁদ ঠাকুর সরকারের কাছে দরবার করেন।

৯. কবে, কারা ইনডিপেন্ডেন্ট সিডিউলড কাস্ট পার্টি গঠন করে?

উত্তর:- ১৯৩৮ খ্রিস্টাব্দে যোগেন্দ্রনাথ মন্ডল, প্রমথরঞ্জন ঠাকুর প্রমুখ ইনডিপেন্ডেন্ট সিডিউলড কাস্ট পার্টি গঠন করেন।

১০. নিখিল ভারত দলিতশ্রেণি সমিতি-তে বাংলার দলিত প্রতিনিধি কে ছিলেন?

উত্তর:- নিখিল ভারত দলিতশ্রেণি সমিতি-তে বাংলার দলিত প্রতিনিধি ছিলেন বিরাটচন্দ্র মণ্ডল।

১১. বর্তমানে মতুয়া ধর্মাবলম্বীদের প্রধান তীর্থক্ষেত্র কোনটি?

উত্তর:- বর্তমানে মতুয়া ধর্মাবলম্বীদের প্রধান তীর্থক্ষেত্র হল উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরের মতুয়া মহাধাম।

১২. ড. আম্বেদকর কোন্ দলিত সম্প্রদায়ের সন্তান ছিলেন?

উত্তর:- ড. আম্বেদকর দলিত মাহার সম্প্রদায়ের সন্তান ছিলেন।

১৩. যোগেন্দ্রনাথ মণ্ডল ও প্রমথরঞ্জন ঠাকুর কোন দলিত সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন?

উত্তর:- যোগেন্দ্রনাথ মণ্ডল ও প্রমথরঞ্জন ঠাকুর নমঃশূদ্র দলিত সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন।

১৪. বয়কট আন্দোলন বলতে কী বোঝায়?

উত্তর:- বয়কট আন্দোলন বলতে বোঝায় বিলিতি দ্রব্য বর্জন ও বিদেশি সরকারের সঙ্গে অসহযোগিতা।

১৫. স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়?

উত্তর:- স্বদেশি আন্দোলন বলতে বোঝায় বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশে উৎপাদিত পণ্যসামগ্রীর ব্যবহার এবং সেই উপলক্ষে স্বদেশি শিল্পকারখানার প্রসার।

১৬. জাতীয় শিক্ষা বলতে কী বোঝায়?

উত্তর:- জাতীয় শিক্ষা বলতে বোঝায় বিদেশি প্রভাবমুক্ত ও জাতীয় আদর্শে উদ্বুদ্ধ এবং দেশীয় নিয়ন্ত্রণে শিক্ষাব্যবস্থার প্রতিষ্ঠা ও প্রসার।

১৭. দলিতদের স্বার্থে পরিচালিত গান্ধিজির আন্দোলনের নাম কী?

উত্তর:- দলিতদের স্বার্থে পরিচালিত গান্ধিজির আন্দোলনের নাম ছিল হরিজন আন্দোলন।

১৮. কোন সম্প্রদায়ের মধ্যে মতুয়া ধর্মের সর্বাধিক প্রসার ঘটে?

উত্তর:- নমঃশূদ্র সম্প্রদায়ের মধ্যে মতুয়া ধর্মের সর্বাধিক প্রসার ঘটে।

১৯. ব্রিটিশ শাসনকালে ভারতের একটি প্রধান দলিত সম্প্রদায়ের নাম উল্লেখ করো।

উত্তর:- ব্রিটিশ শাসনকালে ভারতে দলিত সম্প্রদায়গুলি ছিল মাহার, নাদার, চামার, হরিজন, নমঃশূদ্র, ইঝাভা প্রভৃতি।

২০. বাংলার নমঃশূদ্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন নেতার নাম লেখো।

উত্তর:- বাংলার নমঃশূদ্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন গুরুচাঁদ ঠাকুর।

২১. কারা ‘মনুস্মৃতি’ গ্রন্থটি প্রকাশ্যে দাহ করেন?

উত্তর:- ড. আম্বেদকরের অনুগামীরা ‘মনুস্মৃতি’ গ্রন্থটি প্রকাশ্যে দাহ করেন।

২২. মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর।

২৩. প্রথম কবে নমঃশূদ্র আন্দোলন শুরু হয়?

উত্তর:- ১৮৭২-৭৩ খ্রিস্টাব্দে প্রথম নমঃশূদ্র আন্দোলন শুরু হয়।

২৪. কবে গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৯৩২ খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধি ও দলিত হিন্দু নেতা ড. ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।

২৫. পূর্ববঙ্গের যেসব জেলায় নমঃশূদ্র সম্প্রদায়ের অধিক বসতি ছিল তাদের মধ্যে একটি জেলার নাম করো।

উত্তর:- পূর্ববঙ্গের ঢাকা, ময়মনসিংহ, খুলনা, যশোহর, ফরিদপুর, বাখরগঞ্জ প্রভৃতি জেলায় নমঃশূদ্রদের অধিক বসতি ছিল।

২৬. প্রথম কোথায় নমঃশূদ্র আন্দোলন শুরু হয়?

উত্তর:- প্রথম নমঃশূদ্র আন্দোলন শুরু হয় ফরিদপুর-বাখরগঞ্জ অঞ্চলে।

২৭. কোন বৈঠকে দলিত অধিকার নিয়ে আম্বেদকর ও গান্ধিজির মতভেদ তীব্র হয়?

উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে দলিত অধিকার নিয়ে আম্বেদকর ও গান্ধিজির মতভেদ তীব্র হয়।

২৮. কে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?

উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন।

২৯. গান্ধিজি কোন ঘটনার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন?

উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড কর্তৃক ঘোষিত সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির (১৯৩২ খ্রি.) প্রতিবাদে গান্ধিজি যারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন।

৩০. বেঙ্গল ভলান্টিয়ার্স-এর মেজর ও প্রধান পরিচালক কে ছিলেন?

উত্তর:- বেঙ্গল ভলান্টিয়ার্স-এর মেজর ও প্রধান পরিচালক ছিলেন সত্য গুপ্ত।

৩১. বেঙ্গল ভলান্টিয়ার্স-এর প্রধান নির্দেশক বা জিওসি (GOC) কে ছিলেন?

উত্তর:- বেঙ্গল ভলান্টিয়ার্স-এর প্রধান নির্দেশক বা জিওসি (GOC) ছিলেন সুভাষচন্দ্র বসু।

৩২. কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে?

উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে।

৩৩. বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্যরা পরবর্তীকালে কোন দলে যোগ দেন?

উত্তর:- বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্যরা পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক দলে যোগ দেন।

৩৪. কার বিশ্বাসঘাতকতায় সূর্য সেন ধরা পড়েন?

উত্তর:- নেত্র সেনের বিশ্বাসঘাতকতায় সূর্য সেন ধরা পড়েন।

৩৫. কবে রশিদ আলি দিবস পালিত হয়?

উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি রশিদ আলি দিবস পালিত হয়।

৩৬. কবে আজাদ হিন্দের বন্দি সেনাদের বিচার শুরু হয়?

উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দে দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের বিচার শুরু হয়।

৩৭. কোন ঘটনার প্রতিবাদে আজাদ হিন্দ সপ্তাহ এবং আজাদ হিন্দ দিবস পালিত হয়?

উত্তর:- আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের বিচারের প্রতিবাদে আজাদ হিন্দ সপ্তাহ এবং আজাদ হিন্দ দিবস পালিত হয়।

৩৮. ভারতে কোন সময় ব্রিটিশবিরোধী মুক্তিসংগ্রামে বিপ্লবী কার্যাবলি শুরু হয়?

উত্তর:- স্বদেশি আন্দোলনের শেষের দিকে ব্রিটিশবিরোধী মুক্তিসংগ্রামে বিপ্লবী কার্যাবলি শুরু হয়।

৩৯. বিশ শতকে কোন কোন রাজ্যে বিপ্লবী আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে?

উত্তর:- বিশ শতকে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাবে বিপ্লবী আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে।

৪০. কে, কবে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?

উত্তর:- সতীশচন্দ্র বসু, ১৯০২ খ্রিস্টাব্দে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন।

৪১. কলকাতা অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন?

উত্তর:- কলকাতা অনুশীলন সমিতির সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র।

৪২. রাসবিহারী বসু কী ছদ্মনামে জাপানে পালিয়ে যান?

উত্তর:- রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান।

৪৩. কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন?

উত্তর:- সতীশচন্দ্র মুখোপাধ্যায় ১৯০২ খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন।

৪৪. কবে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- কলকাতার বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিরা ১৯০৫ খ্রিস্টাব্দে (৩১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম কমিটি প্রতিষ্ঠা করে।

৪৫. কোন মামলায় বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের ফাঁসি হয়?

উত্তর:- ১৯২৫ খ্রিস্টাব্দে কাকোরি ষড়যন্ত্র মামলায় বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের ফাঁসি হয়।

৪৬. কে, কবে পুলিশ ইনস্পেকটর লোম্যানকে হত্যা করেন?

উত্তর:- বিপ্লবী বিনয় বসু, ১৯৩০ খ্রিস্টাব্দে পুলিশ ইনস্পেকটর লোম্যানকে হত্যা করেন।

৪৭. কোন বিপ্লবী দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন?

উত্তর:- বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ১৯২৯ খ্রিস্টাব্দে দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন।

৪৮. লাহোর ষড়যন্ত্র মামলায় (১৯২৯ খ্রি.) কাদের শাস্তি হয়?

উত্তর:- লাহোর ষড়যন্ত্র মামলায় (১৯২৯ খ্রি.) বিপ্লবী ভগত সিং, শুকদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত প্রমুখের ফাঁসি (১৯৩১ খ্রি.) হয়।

৪৯. কবে অলিন্দ যুদ্ধ সংগঠিত হয়?

উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর অলিন্দ যুদ্ধ সংগঠিত হয়।

৫০. রাইটার্স বিল্ডিং আক্রমণ করে বিনয়-বাদল-দীনেশ কাকে হত্যা করেন?

উত্তর:- রাইটার্স বিল্ডিং আক্রমণ করে বিনয়-বাদল-দীনেশ কুখ্যাত কারা অধিকর্তা সিম্পসনকে হত্যা করেন।

৫১. অহিংস অসহযোগ আন্দোলনের সময় কোথায় ছাত্র আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে?

উত্তর:- অহিংস অসহযোগ আন্দোলনের সময় বাংলায় ছাত্র আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে।

৫২. জাতীয় কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণের অব্যবহিত পরে সরকার কী পদক্ষেপ নেয়?

উত্তর:- জাতীয় কংগ্রেস ৮ আগস্টের (১৯৪২ খ্রি.) রাতে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণের পরের দিন সকালেই ব্রিটিশ সরকার গান্ধিজি, জওহরলাল, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ প্রমুখ প্রথম সারির কংগ্রেস নেতাদের গ্রেফতার করে।

৫৩. ভারতে বিপ্লবী আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- ভারতে বিপ্লবী আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হিংসাত্মক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে ভারতের স্বাধীনতা অর্জন করা।

৫৪. বারীন ঘোষ কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর:- বারীন ঘোষ ‘যুগান্তর’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

৫৫. বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নারীর নাম লেখো।

উত্তর:- বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন উল্লেখযোগ্য নারী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার।

৫৬. কল্পনা দত্ত কোন বিপ্লবী দলে যোগ দেন?

উত্তর:- কল্পনা দত্ত সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি-তে যোগ দেন।

৫৭. কল্পনা দত্ত কাকে বিবাহ করেন?

উত্তর:- বিপ্লবী কল্পনা দত্ত কমিউনিস্ট নেতা পি সি জোশীকে বিবাহ করেন।

৫৮. হেমচন্দ্র কানুনগো কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর:- হেমচন্দ্র কানুনগো ‘যুগান্তর’ দলের সঙ্গে যুক্ত ছিলেন।

৫৯. কারা পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করেন?

উত্তর:- বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও আজাদ পুলিশ অফিসার সন্ডার্স- কে হত্যা (১৯২৮ খ্রি.) করেন।

৬০. কোন আন্দোলনের সময় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা হয়?

উত্তর:- আইন অমান্য আন্দোলনের (১৯৩০-৩৪ খ্রি.) সময় কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়।

৬১. আইন অমান্য আন্দোলনের সময় বাংলার একজন নারী বিপ্লবীর নাম লেখো।

উত্তর:- আইন অমান্য আন্দোলনের সময় বাংলার একজন নারী বিপ্লবী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার।

৬২. জাতীয় কংগ্রেস কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করে?

উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ৮ আগস্ট জাতীয় কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করে।

৬৩. কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন?

উত্তর:- কৃষ্ণ কুমার মিত্র প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন।

৬৪. কোন আন্দোলনের প্রেক্ষাপটে কলকাতায় ফেডারেশন হলের ভিত্তি প্রতিষ্ঠা হয়?

উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে কলকাতায় ফেডারেশন হলের ভিত্তি প্রতিষ্ঠা হয়।

৬৫. ‘ফেলে দাও রেশমি চুড়ি বঙ্গনারী’ গানটি কে রচনা করেন?

উত্তর:- ‘ফেলে দাও রেশমি চুড়ি বঙ্গনারী’ গানটি মুকুন্দ দাস রচনা করেন।

৬৬. কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে?

উত্তর:- ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে।

৬৭. উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর:- উষা মেহতা ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।।

৬৮. রাজকুমারী অমৃত কাউরের নেতৃত্বে কোন রাজ্যে আইন অমান্য আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে?

উত্তর:- রাজকুমারী অমৃত কাউরের নেতৃত্বে পাঞ্জাবে আইন অমান্য আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে।

৬৯. ‘জয়শ্রী’ পত্রিকাটি কে প্রকাশ করেন?

উত্তর:- বিপ্লবী লীলা নাগ (রায়) ‘জয়শ্রী’ পত্রিকাটি প্রকাশ করেন।

৭০. আদালতে বিস্ফোরণের উদ্দেশ্যে কে গান-কটন তৈরির পরিকল্পনা করেন?

উত্তর:- আদালতে বিস্ফোরণের উদ্দেশ্যে কল্পনা দত্ত গান-কটন তৈরির পরিকল্পনা করেন।

৭১. কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে কলকাতায় ছাত্রদের কোন সংগঠন গড়ে ওঠে?

উত্তর:- কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে কলকাতায় অ্যান্টি-সার্কুলার সোসাইটি নামক একটি ছাত্র সংগঠন গড়ে ওঠে।

৭২. লবণ আইন অমান্যকারী একজন নারীর নাম লেখো।

উত্তর:- লবণ আইন অমান্যকারী কয়েকজন নারী হলেন কমলাদেবী চট্টোপাধ্যায়, অবন্তিকা বাঈ গোখেল।

৭৩. ‘চট্টগ্রাম অভ্যুত্থান’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- বিপ্লবী কল্পনা দত্ত ‘চট্টগ্রাম অভ্যুত্থান’ গ্রন্থটি রচনা করেন।

৭৪. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কী ছিল?

উত্তর:- আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম ছিল ঝাঁসির রানি ব্রিগেড।

৭৫. লীলা নাগ (রায়) কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর:- লীলা নাগ (রায়) দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন।

৭৬. গান্ধিজির নেতৃত্বে কবে ডান্ডি অভিযান শুরু হয়?

উত্তর:- গান্ধিজির নেতৃত্বে ১২ মার্চ ১৯৩০ খ্রিস্টাব্দে ডান্ডি অভিযান শুরু হয়।

আরোও পড়ুন

Leave a Comment