দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে ঠিক বা ভুল নির্ধারণ
দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে ঠিক বা ভুল নির্ধারণ
1. ব্রিটিশ আমলের বিভিন্ন সরকারি নথিপত্র দিল্লির জাতীয় মহাফেজখানায় সংরক্ষিত আছে।
উত্তর:- ঠিক।
2. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি ভাষায় অনুবাদ করেছেন সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ।
উত্তর:- ঠিক।
3. ফরেস্ট রচিত ‘হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি’ হল একটি গোয়েন্দা রিপোর্ট।
উত্তর:- ভুল, ফরেস্ট রচিত ‘হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি’ হল একটি প্রত্যক্ষ বিবরণী।
4. প্রথম যুগের একজন ভারতীয় ফটোগ্রাফার হলেন লীলা দীনদয়াল।
উত্তর:- ঠিক।
5. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হল দিগদর্শন।
উত্তর:- ভুল, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ।
6. ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রচনা করেন রজনীকান্ত সেন।
উত্তর:- ভুল, ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
7. কার্জনের আমলের কিছু চিঠিপত্র থেকে জানা যায় যে, ঐক্যবদ্ধ বাঙালি জাতিকে বিভক্ত করার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ সরকার ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলা ভাগ করেছিল।
উত্তর:- ঠিক।
8. ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়।
উত্তর:- ভুল, ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন মার্শম্যান।
9. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তর:- ঠিক।
10. ১৯১১ খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ক্লাব আইএফএ শিল্ড জয় করে।
উত্তর:- ভুল, ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে।
11. ক্রিকেট ‘খেলার রাজা’ নামে পরিচিত।
উত্তর:- ঠিক।
12. প্রাচীন ভারতে সংগীত ও নৃত্য সাধারণ মানুষের রোজকার জীবনের সঙ্গে খুবই যুক্ত ছিল।
উত্তর:- ভুল, প্রাচীন ভারতে সাধারণ মানুষের রোজকার জীবনে সংগীত ও নৃত্যের কোন ভূমিকা ছিল না।
13. কৌশিক বন্দ্যোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হল ক্রিকেট।
উত্তর:- ভুল, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হল সমাজতত্ত্ব।
14. নীরা দেশাই স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।
উত্তর:- ভুল, নীরা দেশাই নারী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত।
15. জে ডি বার্নাল নারী ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।
উত্তর:- ভুল, জে ডি বার্নাল বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত।
16. ‘এনভায়রনমেন্টাল হিস্ট্রি’ হল চিকিৎসা বিষয়ক একটি গ্ৰন্থ।
উত্তর:- ভুল, ‘এনভায়রনমেন্টাল হিস্ট্রি’ হল পরিবেশের ইতিহাসচর্চা বিষয়ক একটি গ্ৰন্থ।
17. ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রন্থিত ইতিহাস’ হল স্থানীয় ইতিহাসচর্চার একটি উদাহরণ।
উত্তর:- ঠিক।
18. ভারতে রেলপথের প্রতিষ্ঠা এদেশে ব্রিটিশদের সাম্রাজ্যের প্রসার ও ভারতীয়দের ওপর শোষণ চালানোর সুবিধা করে দিয়েছে।
উত্তর:- ঠিক।
19. ‘রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক।
উত্তর:- ঠিক।
20. খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ প্রভৃতি থেকে মানুষের আর্থসামাজিক অবস্থার আভাস পাওয়া যায়।
উত্তর:- ঠিক।
21. ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক।
উত্তর:- ভুল, ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের নির্মাতা সত্যজিৎ রায়
22. ডেভিড টমসন বলেছেন যে, বিশ শতকে ইউরোপীয় জীবনধারার গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস হল খেলাধুলা।
উত্তর:- ভুল, এরিক হবসবম বলেছেন যে, বিশ শতকে ইউরোপীয় জীবনধারার গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস হল খেলাধুলা।
23. নব্য প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য উৎপাদক।
উত্তর:- ঠিক।
24. দেবতার নৈবেদ্য হিসেবে ছানার তৈরি মিষ্টান্ন ব্যবহার করা হয় অন্ধ্রপ্রদেশে।
উত্তর:- ভুল, দেবতার নৈবেদ্য হিসেবে ছানার তৈরি মিষ্টান্ন শুধুমাত্র বাংলায় ব্যবহার করা হয়।
25. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
উত্তর:- ঠিক।
26. ‘থিওরিজ অব সিনেমা’ গ্রন্থটি রচনা করেন ফ্রান্সেসকো ক্যাসেটি।
উত্তর:- ঠিক।
27. ‘দ্য স্টোরি অব আর্কিটেকচার’ গ্রন্থটি রচনা করেন পার্সি ব্রাউন।
উত্তর:- ভুল, ‘দ্য স্টোরি অব আর্কিটেকচার’ গ্রন্থটি রচনা করেন জোনাথন গ্লান্সি।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে ঠিক বা ভুল নির্ধারণ