দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে স্তম্ভ মেলাও

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে স্তম্ভ মেলাও

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে স্তম্ভ মেলাও

1. 

বামদিকডানদিক
(ক)  ১৯২৯ খ্রি.(১) চিপকো আন্দোলন
(খ) ১৯৭৪ খ্রি.(২) নর্মদা বাঁচাও আন্দোলন
(গ) ১৯৮৫ খ্রি.(৩) দ্য অ্যাসোসিয়েশন অব ড্রেস হিস্টোরিয়ানস
(ঘ) ১৯৯১ খ্রি.(৪) অ্যানাল গোষ্ঠী

উত্তর:- (ক) – (৪)  (খ) – (১)  (গ) – (২) (ঘ) – (৩)

2.

বামদিকডানদিক
(ক) জওহরলাল নেহরু(১) দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ
(খ) নিরোদ সি চৌধুরি(২) অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম
(গ) মহাত্মা গান্ধী(৩) লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার
(ঘ) সুভাষচন্দ্র বসু(৪) অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান

উত্তর:- (ক) – (৩)  (খ) – (৪)  (গ) – (১) (ঘ) – (২)

3.

বামদিকডানদিক
(ক) গিরিশচন্দ্র ঘোষ(১) সংবাদপত্র
(খ) পঙ্কজকুমার মল্লিক(২) ফোটোগ্রাফ
(গ) আহমেদ আলি খান(৩) সংগীত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ(৪) নাটক

উত্তর:- (ক) – (৪)  (খ) – (৩)  (গ) – (২)  (ঘ) – (১)

4.

বামদিকডানদিক
(ক) যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাসচর্চা(১)  সতীশচন্দ্র মিত্র
(খ) স্থানীয় ইতিহাসচর্চা(২) নারায়ণী গুপ্ত
(গ) শহরের ইতিহাসচর্চা(৩) রজার স্পিলার
(ঘ) সামরিক ইতিহাসচর্চা(৪) ইয়ান কের

উত্তর:- (ক) – (৪)  (খ) – (১)  (গ) – (২)  (ঘ) – (৩)

5.

বামদিকডানদিক
(ক) গ্রিন ইম্পিরিয়ালিজম(১) সুবোধ ঘোষ
(খ) চিকিৎসাবিজ্ঞানের আজব কথা(২) জন আর্মস্ট্রং
(গ) ট্রান্সপোর্ট হিস্ট্রি(৩) পার্থসারথি চক্রবর্তী
(ঘ) ভারতীয় ফৌজের ইতিহাস(৪) রিচার্ড গ্রোভ

উত্তর:- (ক) – (৪)  (খ) – (৩)  (গ) – (২)  (ঘ) – (১)

6.

বামদিকডানদিক
(ক) পোশাকের ইতিহাস(১) মান্না দে
(খ) বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা(২)  ক্যারল ওয়েলস
(গ) জীবনের জলসাঘরে(৩) কার্ল কোহলার
(ঘ) ডান্স-এ ভেরি সোশ্যাল হিস্ট্রি(৪) মলয় রায়

উত্তর:- (ক) – (৩)  (খ) – (৪)  (গ) – (১)  (ঘ) – (২)

7.

বামদিকডানদিক
(ক) আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি(১) প্রভাষচন্দ্র লাহিড়ী
(খ) সেদিনের কথা(২) মুজাফফর আহমেদ
(গ) পাক-ভারতের রূপরেখা(৩) দক্ষিণারঞ্জন বসু
(ঘ) ছেড়ে আসা গ্রাম(৪) মণিকুন্তলা সেন

উত্তর:- (ক) – (২)  (খ) – (৪)  (গ) – (১)  (ঘ) – (৩)

8.

বামদিকডানদিক
(ক) স্থানীয় ইতিহাসচর্চা(১) কলিকাতা দর্পণ
(খ) শহরের ইতিহাসচর্চা(২) ভারতীয় ফৌজের ইতিহাস
(গ) সামরিক ইতিহাসচর্চা(৩) মুর্শিদাবাদ কাহিনি
(ঘ) পরিবেশের ইতিহাসচর্চা(৪) ইকোলজি অ্যান্ড ইকুইটি

উত্তর:- (ক) – (৩)  (খ) – (১)  (গ) – (২)  (ঘ) – (৪)

9.

বামদিকডানদিক
(ক) সোমপ্রকাশ(১) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(খ) বঙ্গদর্শন(২) বালগঙ্গাধর তিলক
(গ) যুগান্তর(৩) বারীন্দ্রকুমার ঘোষ
(ঘ) কেশরী(৪) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর:- (ক) – (১)  (খ) – (৪)  (গ) – (৩)  (ঘ) – (২)

10.

বামদিকডানদিক
(ক) নতুন সামাজিক ইতিহাস(১) জে এ ম্যাসান
(খ) নিম্নবর্গের ইতিহাসচর্চা(২) কে টি আচয়
(গ) খেলাধুলার ইতিহাসচর্চা(৩) মার্ক ব্লখ
(ঘ) খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চা(৪) রণজিৎ গুহ

উত্তর:- (ক) – (৩)  (খ) – (৪)  (গ) – (১)  (ঘ) – (২)

আরোও পড়ুন

Leave a Comment