দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে ঠিক বা ভুল নির্ধারণ
দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে ঠিক বা ভুল নির্ধারণ
১. সরকারি ভাষা কমিশন দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয়।
উত্তর:- ঠিক।
২. দেশীয় রাজ্যগুলি যে দলিলে স্বাক্ষরের দ্বারা ভারত থেকে বেরিয়ে যেতে পারত তার নাম ছিল ‘ইন্সট্রুমেন্ট অব অ্যাকসেশন’ বা ‘ভারতভুক্তির দলিল’।
উত্তর:- ভুল, দেশীয় রাজ্যগুলি যে দলিলে স্বাক্ষরের দ্বারা ভারতের অন্তর্ভুক্ত হতে পারত তার নাম ছিল ‘ইন্সট্রুমেন্ট অব অ্যাকসেশন’ বা ‘ভারতভুক্তির দলিল’।
৩. দেশভাগের পর গঠিত পাকিস্তানের মূলত দুটি অংশ ছিল – পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান।
উত্তর:- ঠিক।
৪. ভারতের স্বাধীনতা লাভের সময় আয়তনে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ।
উত্তর:- ঠিক।
৫. ৬১টি দেশীয় রাজ্যকে নিয়ে ভারতের ৫টি বড়ো প্রদেশ গড়ে ওঠে।
উত্তর:- ভুল, ৬১টি দেশীয় রাজ্যকে নিয়ে ভারতের ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত করা হয়।
৬. যেসব উদ্বাস্তু মহিলার স্বামী বা প্রাপ্তবয়স্ক পুত্র সন্তান ছিল না তাদের ট্রানজিট ক্যাম্পে রাখা হত।
উত্তর:- ভুল, যেসব উদ্বাস্তু মহিলার স্বামী বা প্রাপ্তবয়স্ক পুত্র সন্তান ছিল না তাদের পার্মানেন্ট লায়াবিলিটি (পি এল) ক্যাম্পে রাখা হত।
৭. ভাষাভিত্তিক প্রদেশ কমিশন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের পক্ষে অভিমত দেয়।
উত্তর:- ভুল, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে আপত্তি জানায়।
৮. কমিউনিস্ট পার্টি হায়দ্রাবাদের ভারতভুক্তির বিরোধিতা করেছিল।
উত্তর:- ঠিক।
৯. নেহরু-লিয়াকৎ চুক্তি সম্পাদনের পর পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের আগমন বন্ধ হয়েছিল।
উত্তর:- ভুল, নেহরু-লিয়াকৎ চুক্তি সম্পাদনের পর পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের আগমন বৃদ্ধি পেয়েছিল।
১০. জে ভি পি কমিটি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের পক্ষে অভিমত দেয়।
উত্তর:- ভুল, জে ভি পি কমিটি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিপক্ষে মত দেয়।
১১. তিনটি দেশীয় রাজ্য জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীর ভারতে যোগ দিতে অস্বীকার করে।
উত্তর:- ঠিক।
১২. দক্ষিণারঞ্জন বসুর লেখা ‘ছেড়ে আসা গ্রাম’ হল একটি গবেষণামূলক গ্রন্থ।
উত্তর:- ভুল, দক্ষিণারঞ্জন বসুর লেখা ‘ছেড়ে আসা গ্রাম’ হল একটি স্মৃতিকথামূলক গ্রন্থ।
১৩. সরকারি ভাষা কমিশন সিদ্ধান্ত নেয় যে, ১৯৬৫ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি পর্যন্ত সরকারি কাজে ইংরেজি ভাষার ব্যবহার চলবে।
উত্তর:- ঠিক।
১৪. জুনাগড়ের শাসক ছিলেন জুলফিকার আলি ভুট্টো।
উত্তর:- ভুল, জুনাগড়ের শাসক ছিলেন তৃতীয় মহম্মদ মহবত খানজী।
১৫. রিমেম্বারিং পার্টিশন’ গ্রন্থটি রচনা করেছেন সাদাত হাসান মান্টো।
উত্তর:- ভুল, রিমেম্বারিং পার্টিশন’ গ্রন্থটি রচনা করেছেন জ্ঞানেন্দ্র পাণ্ডে।
১৬. ১৯৬৩ খ্রিস্টাব্দের ‘সরকারি ভাষা আইন’ অনুসারে রাজ্য বিধানসভাগুলি নিজ নিজ রাজ্যের জন্য সরকারি ভাষা নির্ধারণ করার অধিকার পায়।
উত্তর:- ঠিক।
১৭. প্রথমদিকে কাশ্মীরের মহারাজা হরি সিং কাশ্মীরকে ভারতের সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিলেন।
উত্তর:- ভুল, প্রথমদিকে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত বা পাকিস্তানে যোগদান না করে কাশ্মীরের স্বাধীনতা রক্ষায় আগ্রহী ছিলেন।
১৮. ‘গড় শ্রীখণ্ড’ গ্রন্থটি অমিয়ভূষণ মজুমদার এবং ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটি দক্ষিণারঞ্জন বসু রচনা করেন।
উত্তর:- ঠিক।
১৯. ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে সরকারি ভাষা হিসেবে ১৮টি ভাষা স্থান পায়।
উত্তর:- ভুল, ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে সরকারি ভাষা হিসেবে ১৪টি ভাষা স্থান পায়।
২০. পোর্তুগাল তাদের ভারতীয় ভূখণ্ডের উপনিবেশগুলি প্রথমেই ছেড়ে দিতে রাজি ছিল।
উত্তর:- ভুল, পোর্তুগিজ সরকার উপনিবেশগুলি স্বাধীন ভারত সরকারের হাতে ছেড়ে দিতে রাজি ছিল না।
২১. ‘সেদিনের কথা’ ও ‘যতদূর মনে পড়ে’ গ্রন্থ দুটি রচনা করেন যথাক্রমে জ্যোতি বসু ও মণিকুন্তলা সেন।
উত্তর:- ভুল, ‘সেদিনের কথা’ ও ‘যতদূর মনে পড়ে’ গ্রন্থ দুটি রচনা করেন যথাক্রমে মণিকুন্তলা সেন ও জ্যোতি বসু।
২২. দেশভাগ নিয়ে বাংলা ভাষায় ঋত্বিক ঘটকের লেখা একটি গল্প হল ‘স্ফটিক পাত্র’।
উত্তর:- ঠিক।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ঠিক বা ভুল নির্ধারণ
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে ঠিক বা ভুল নির্ধারণ