২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ। নবম শ্রেণী (প্রথম অধ্যায়) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে ভুল বা ঠিক নির্ধারণ। Class 9 History Chapter 1 Determining Error or Right.

Table of Contents

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ (ফরাসি বিপ্লবের কয়েকটি দিক)

নবম শ্রেণী (প্রথম অধ্যায়) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে ভুল বা ঠিক নির্ধারণ

শ্রেণী নবম
অধ্যায়প্রথম অধ্যায়
Question Typeভুল বা ঠিক নির্ধারণ
Marks1

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় থেকে ভুল বা ঠিক নির্ধারণ করো

১। বিপ্লবের আগে ফরাসি সমাজে যাজক ও বুর্জোয়ারা বিশেষ অধিকার ভোগ করত।

উত্তর:- ভুল, বিপ্লবের আগে ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা বিশেষ অধিকার ভোগ করত।

২। ফ্রান্সে অধিকারহীন মানুষ ছিল প্রায় ৯৬ শতাংশ।

উত্তর:- ঠিক।

৩। ফ্রান্সের গির্জা থেকে যাজকদের প্রতি বছর আয় হত ২০ কোটি লিভ্র।

উত্তর:- ভুল, ফ্রান্সের গির্জা থেকে যাজকদের প্রতি বছর আয় হত ১০ কোটি লিভ্র।

৪। ফরাসি গির্জা টাইদ বা ধর্মকর হিসেবে আয়ের ১০ শতাংশ অর্থ আদায় করত।

উত্তর:- ঠিক।

৫। ফ্রান্সের বুর্জোয়াদের সাঁকুলোৎ বলা হত।

উত্তর:- ভুল, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের নিঃস্ব চালচুলোহীন ভবঘুরেদের সাঁকুলোৎ বলা হত।

৬। ভলতেয়ার ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক।

উত্তর:- ভুল, মন্তেস্কু ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক।

৭। ডেনিস দিদেরো ও ডি’ এলেমবার্ট সতেরো খণ্ডের একটি বিশ্বকোশ রচনা করেন।

উত্তর:- ঠিক।

৮। রাইকার, তেইন, রুস্তান, সেতোব্রিয়াঁ, মাদেলাঁ, জোরেস মাতিয়ে প্রমুখ ঐতিহাসিক ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন।

উত্তর:- ঠিক।

৯। ফরাসি রাজা পঞ্চদশ লুই বলতেন, ‘আমিই রাষ্ট্র’।

উত্তর:- ভুল, ফরাসি রাজা চতুর্দশ লুই বলতেন, ‘আমিই রাষ্ট্র’।

১০। ১৭৮৯ খ্রিস্টাব্দের মে মাসে অভিজাত বিদ্রোহ এবং জুন মাসে বুর্জোয়া বিপ্লব সংঘটিত হয়।

উত্তর:- ঠিক।

১১। আন্দোলনকারী নারীদের ফরাসি রাজপ্রাসাদে ঢুকে রাজপরিবারকে প্যারিসে আসতে বাধ্য করার (১৭৮৯ খ্রি.) ঘটনা ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ নামে পরিচিত।

উত্তর:- ভুল, আন্দোলনকারী নারীদের ফরাসি রাজপ্রাসাদে ঢুকে রাজপরিবারকে প্যারিসে আসতে বাধ্য করার (১৭৮৯ খ্রি.) ঘটনা ‘রাজতন্ত্রের শবযাত্রা’ নামে পরিচিত।

১২। ১৭৯২ খ্রিস্টাব্দে গঠিত ফরাসি আইনসভা ‘জাতীয় মহাসভা’ বা ‘ন্যাশনাল কনভেনশন’ নামে পরিচিত।

উত্তর:- ঠিক।

১৩। গিলোটিন যন্ত্রটি তৈরি করেন রোবসপিয়ার।

উত্তর:- ভুল, গিলোটিন যন্ত্রটি তৈরি করেন ডক্টর গিলোটিন।

১৪। ফ্রান্সে মদ, তামাক প্রভৃতির ওপর ধার্য করের নাম ছিল তেরাজ।

উত্তর:- ভুল, ফ্রান্সে মদ, তামাক প্রভৃতির ওপর ধার্য করের নাম ছিল এইদস।

১৫। ফরাসি কৃষকরা শস্য ভাঙানোর জন্য ‘বানালিতে’ নামক কর দিতে বাধ্য হত।

উত্তর:- ঠিক।

১৬। রাজা ষোড়শ লুই তাঁর ভাই ডিউক অব অর্লিয়েন্স-কে পার্লামেন্ট থেকে নির্বাসিত করেন।

উত্তর:- ঠিক।

১৭। ফরাসি রাজা সন্দেহের আইন প্রয়োগ করে পার্লামেন্ট প্রণীত আইন সাময়িকভাবে নাকচ করতে পারতেন।

উত্তর:- ভুল, ফরাসি রাজা ‘ভিটো’ প্রয়োগ করে পার্লামেন্ট প্রণীত আইন সাময়িকভাবে নাকচ করতে পারতেন।

১৮। বাস্তিল দুর্গের পতনের (১৭৮৯ খ্রি.) ঘটনা ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ নামে পরিচিত।

উত্তর:- ভুল, রাজাকে ক্ষমতাচ্যুত করে (১৭৯২) টেম্পল দুর্গে বন্দী করার ঘটনা দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত।

১৯। সংবিধান সভার কার্যাবলির একটি উল্লেখযোগ্য ত্রুটি ছিল ‘নিষ্ক্রিয়’ নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা।

উত্তর:- ঠিক।

২০। ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে সংবিধান সভা।

উত্তর:- ভুল, ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে জাতীয় মহাসভা‌।

২১। জন-নিরাপত্তা সমিতি ও সাধারণ নিরাপত্তা সমিতি সন্ত্রাসের শাসনের দুটি সংগঠন ছিল।

উত্তর:- ঠিক।


নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর (Class 9 History Forashi Biplober Koyekti Dik Question and Answer)

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর (সঠিক বিকল্প নির্বাচন)

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় SAQ প্রশ্ন উত্তর (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ভুল বা ঠিক নির্ধারণ প্রশ্ন উত্তর

  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় স্তম্ভ মেলাও প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর

  1. ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।
  2. ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রি.) ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো।
  3. সন্ত্রাসের শাসনের ফলাফল সম্পর্কে আলোচনা করো। বিপ্লবের সময়ে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। অথবা, সন্ত্রাসের শাসনের গুরুত্ব কী ছিল? সন্ত্রাসের রাজত্বকে কি সমর্থন করা যায়?
  4. বিপ্লবের আগে ফ্রান্সের বিভিন্ন সামাজিক শ্রেণি ও সামাজিক বৈষম্য সম্পর্কে আলোচনা কর।
  5. ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
  6. ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। অথবা, ফরাসি দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
  7. ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো।
  8. ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।
  9. ফ্রান্সের নতুন আইনসভার (১৭৯১-১৭৯২ খ্রি.) পরিচয় দাও।
  10. ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল? সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো।
  11. ফ্রান্সে সন্ত্রাসের শাসন পরিচালনা সম্পর্কে আলোচনা করো। সন্ত্রাসের শাসনের বিভিন্ন কৃতিত্ব বা সাফল্যগুলি উল্লেখ করো।

Leave a Comment