নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (প্রথম অধ্যায়) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে MCQ প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 1 mcq question answers.
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর (ফরাসি বিপ্লবের কয়েকটি দিক)
নবম শ্রেণী (প্রথম অধ্যায়) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে MCQ প্রশ্ন উত্তর
শ্রেণী | নবম |
অধ্যায় | প্রথম অধ্যায় |
Question Type | MCQ প্রশ্ন উত্তর |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন (MCQ প্রশ্ন উত্তর)
১। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল –
- (ক) ১৭৮৮ খ্রিস্টাব্দে
- (খ) ১৭৯০ খ্রিস্টাব্দে
- (গ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৭৯১ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৭৮৯ খ্রিস্টাব্দে।
২। কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল?
- (ক) ত্রয়োদশ লুই
- (খ) চতুর্দশ লুই
- (গ) পঞ্চদশ লুই
- (ঘ) ষোড়শ লুই
উত্তর:- (ঘ) ষোড়শ লুই।
৩। ফ্রান্সে কোন শ্রেণির অভিজাতদের ‘নবিলিটি অব দ্য সোর্ড’ বলা হত?
- (ক) পোশাকি
- (খ) উচ্চ
- (গ) বংশানুক্রমিক
- (ঘ) নিম্ন
উত্তর:- (গ) বংশানুক্রমিক।
৪। ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল –
- (ক) যাজকরা
- (খ) অভিজাতরা
- (গ) ধনী বুর্জোয়ারা
- (ঘ) সাঁকুলোৎতরা
উত্তর:- (গ) ধনী বুর্জোয়ারা।
৫। টাইলে ছিল –
- (ক) ভূমিকর
- (খ) ধর্মকর
- (গ) লবণকর
- (ঘ) বিবাহকর
উত্তর:- (ক) ভূমিকর।
৬। ফ্রান্সে ভাগচাষিদের বলা হত –
- (ক) সার্ফ
- (খ) মোতায়ের
- (গ) ভ্যাসাল
- (ঘ) পিজ্যান্ট
উত্তর:- (খ) মোতায়ের।
৭। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল –
- (ক) যাজকরা
- (খ) সাঁকুলোৎরা
- (গ) অভিজাতরা
- (ঘ) বুর্জোয়ারা
উত্তর:- (ঘ) বুর্জোয়ারা।
৮। ফ্রান্সে ধর্মকরের নাম ছিল –
- (ক) টাইলে
- (খ) গ্যাবেলা
- (গ) টাইদ
- (ঘ) ক্যাপিটেশন
উত্তর:- (গ) টাইদ।
৯। ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছেন –
- (ক) ভলতেয়ার
- (খ) অ্যাডাম স্মিথ
- (গ) মন্তেস্কু
- (ঘ) রুশো
উত্তর:- (খ) অ্যাডাম স্মিথ।
১০। ‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) মন্তেস্কু
- (খ) রুশো
- (গ) ভলতেয়ার
- (ঘ) অ্যাডাম স্মিথ
উত্তর:- (ক) মন্তেস্কু।
১১। ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) ভলতেয়ার
- (খ) রুশো
- (গ) মন্তেস্কু
- (ঘ) ডেনিস দিদেরো
উত্তর:- (গ) মন্তেস্কু।
১২। ‘একই ব্যক্তির হাতে সরকারের আইন, শাসন ও বিচারবিভাগের দায়িত্ব থাকলে ব্যক্তিস্বাধীনতা ধ্বংস হবে’ – এটি কার ধারণা?
- (ক) ডেনিস দিদেরো
- (খ) ভলতেয়ার
- (গ) রুশো
- (ঘ) মন্তেস্কু
উত্তর:- (ঘ) মন্তেস্কু।
১৩। ভলতেয়ারের লেখা গ্রন্থ হল –
- (ক) সামাজিক চুক্তি
- (খ) দ্য স্পিরিট অব লজ
- (গ) পার্সিয়ার পত্রাবলি
- (ঘ) কাঁদিদ
উত্তর:- (ঘ) কাঁদিদ।
১৪। ‘দার্শনিকের অভিধান’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) মন্তেস্কু
- (খ) রুশো
- (গ) ভলতেয়ার
- (ঘ) অ্যাডাম স্মিথ
উত্তর:- (গ) ভলতেয়ার।
১৫। ফরাসি বিপ্লবের জনক বলা হয় –
- (ক) রুশোকে
- (খ) মন্তেস্কুকে
- (গ) মিরাবোকে
- (ঘ) ভলতেয়ারকে
উত্তর:- (ক) রুশোকে।
১৬। ‘সামাজিক চুক্তি’ বা ‘সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) মন্তেস্কু
- (খ) রুশো
- (গ) ভলতেয়ার
- (ঘ) ডেনিস দিদেরো
উত্তর:- (খ) রুশো।
১৭। ‘অসাম্যের সূত্রপাত’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) মন্তেস্কু
- (খ) ডেনিস দিদেরো
- (গ) ভলতেয়ার
- (ঘ) রুশো
উত্তর:- (ঘ) রুশো।
১৮। ‘ফিজিওক্যাট’ মতবাদের একজন সমর্থক ছিলেন –
- (ক) কেনে
- (খ) ডি’ এলেমবার্ট
- (গ) ডেনিস দিদেরো
- (ঘ) রুশো
উত্তর:- (ক) কেনে।
১৯। ‘দি ওয়েলথ অব নেশনশ’ গ্রন্থের রচয়িতা হলেন –
- (ক) কেনে
- (খ) আবে সিইয়েস
- (গ) অ্যাডাম স্মিথ
- (ঘ) রোবসপিয়ার
উত্তর:- (গ) অ্যাডাম স্মিথ।
২০। ‘এসে অন প্রিভিলেজেস’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) আবে সিইয়েস
- (খ) কেনে
- (গ) মিরাবো
- (ঘ) জাঁ পল ম্যারাট
উত্তর:- (ক) আবে সিইয়েস।
২১। সূর্যরাজা কাকে বলা হত?
- (ক) ত্রয়োদশ লুইকে
- (খ) চতুর্দশ লুইকে
- (গ) পঞ্চদশ লুইকে
- (ঘ) ষোড়শ লুইকে
উত্তর:- (খ) চতুর্দশ লুইকে।
২২। কাকে ‘প্রজাপতি রাজা’ বলা হত?
- (ক) পঞ্চদশ লুইকে
- (খ) ষোড়শ লুইকে
- (গ) সপ্তদশ লুইকে
- (ঘ) অষ্টাদশ লুইকে
উত্তর:- (ক) পঞ্চদশ লুইকে।
২৩। ফ্রান্সের জাতীয় সভা একদা মুলতুবি ছিল –
- (ক) ১০০ বছর
- (খ) ১৫০ বছর
- (গ) ১২৫ বছর
- (ঘ) ১৭৫ বছর
উত্তর:- (ঘ) ১৭৫ বছর।
২৪। ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে –
- (ক) অভিজাতরা
- (খ) বুর্জোয়ারা
- (গ) যাজকরা
- (ঘ) কৃষকরা
উত্তর:- (ক) অভিজাতরা।
২৫। কত তারিখে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল?
- (ক) ৪ আগস্ট
- (খ) ১৭ জুন
- (গ) ১৪ জুলাই
- (ঘ) ২০ জুন
উত্তর:- (ঘ) ২০ জুন।
২৬। কত সালে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়?
- (ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
- (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
- (গ) ১৭৯১ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৭৯৫ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৭৯১ খ্রিস্টাব্দে।
২৭। কত সালে রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত ও বন্দি হন?
- (ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
- (খ) ১৭৯১ খ্রিস্টাব্দে
- (গ) ১৭৯০ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৭৯১ খ্রিস্টাব্দে।
২৮। কার প্রাণদণ্ডের পর ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে?
- (ক) রোবসপিয়ারের
- (খ) ব্রিসোর
- (গ) দাঁতোঁর
- (ঘ) হিবার্টের
উত্তর:- (ক) রোবসপিয়ারের।
২৯। মহীশূরের রাজা টিপু সুলতানের সঙ্গে সংযোগ ছিল –
- (ক) জ্যাকোবিনদের
- (খ) ষোড়শ লুই-এর
- (গ) জিরন্ডিস্টদের
- (ঘ) বুর্জোয়াদের
উত্তর:- (ক) জ্যাকোবিনদের।
৩০। পাদুয়ার ঘোষণা জারি করেন –
- (ক) চতুর্দশ লুই
- (খ) ফ্রেন্ডরিখ দ্বিতীয় উইলিয়াম
- (গ) লিওপোল্ড
- (ঘ) রোবসপিয়ার
উত্তর:- (গ) লিওপোল্ড।
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর (Class 9 History Forashi Biplober Koyekti Dik Question and Answer)
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর (সঠিক বিকল্প নির্বাচন)
- নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর
- নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় SAQ প্রশ্ন উত্তর (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ভুল বা ঠিক নির্ধারণ প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় স্তম্ভ মেলাও প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর
- ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।
- ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রি.) ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো।
- সন্ত্রাসের শাসনের ফলাফল সম্পর্কে আলোচনা করো। বিপ্লবের সময়ে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। অথবা, সন্ত্রাসের শাসনের গুরুত্ব কী ছিল? সন্ত্রাসের রাজত্বকে কি সমর্থন করা যায়?
- বিপ্লবের আগে ফ্রান্সের বিভিন্ন সামাজিক শ্রেণি ও সামাজিক বৈষম্য সম্পর্কে আলোচনা কর।
- ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
- ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। অথবা, ফরাসি দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
- ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো।
- ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।
- ফ্রান্সের নতুন আইনসভার (১৭৯১-১৭৯২ খ্রি.) পরিচয় দাও।
- ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল? সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো।
- ফ্রান্সে সন্ত্রাসের শাসন পরিচালনা সম্পর্কে আলোচনা করো। সন্ত্রাসের শাসনের বিভিন্ন কৃতিত্ব বা সাফল্যগুলি উল্লেখ করো।