নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (প্রথম অধ্যায়) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 1 SAQ question answers.
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর (ফরাসি বিপ্লবের কয়েকটি দিক)
নবম শ্রেণী (প্রথম অধ্যায়) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর
শ্রেণী | নবম |
অধ্যায় | প্রথম অধ্যায় |
Question Type | অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর
১। ‘বিপ্লব’ বলতে কী বোঝায়?
উত্তর:- বিপ্লব বলতে বোঝায় প্রচলিত ব্যবস্থার খুব দ্রুত ও কার্যকরী পরিবর্তন।
২। ‘আমিই রাষ্ট্র’ – এটি কার উক্তি?
উত্তর:- ফরাসি সম্রাট চতুর্দশ লুই-এর উক্তি।
৩। “আমার পরেই আসবে প্লাবন” -এটি কার উক্তি?
উত্তর:- আলোচ্য ফরাসি সম্রাট পঞ্চদশ লুই-এর।
৪। “আমি যা ইচ্ছা করি তা-ই আইন”-এটি কার উক্তি?
উত্তর:- এটি ফরাসি সম্রাট ষোড়শ লুই-এর উক্তি।
৫। ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা কী নামে পরিচিত ছিল?
উত্তর:- ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা ‘নবিলিটি অব দ্য সৌর্ড’ নামে পরিচিত ছিল।
৬। কবে, কোন বংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে?
উত্তর:- ১৭৮৯ খ্রিস্টাব্দে বুরবোঁ রাজবংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে।
৭। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর:- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন বুরবোঁ বংশীয় ষোড়শ লুই।
৮। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি কে ছিলেন?
উত্তর:- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন বুরবোঁ বংশীয় মেরি আঁতোয়ানেত।
৯। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন মন্তেস্কু।
১০। কে প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’ বলে অভিহিত করেছেন?
উত্তর:- দার্শনিক ভলতেয়ার প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’ বলে অভিহিত করেছেন।
১১। কে প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে অভিহিত করেছেন?
উত্তর:- ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে অভিহিত করেছেন।
১২। ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম লেখো।
উত্তর:- ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি কর হল টাইদ বা ধর্মকর, মৃত্যুকর, বিবাহকর প্রভৃতি।
১৩। ফরাসি যাজকরা ক-টি শ্রেণিতে বিভক্ত ছিল?
উত্তর:- ফরাসি যাজকরা মূলত উচ্চ যাজক ও নিম্ন যাজক-এই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল।
১৪। ফ্রান্সের কোন কোন সম্প্রদায় সরকারকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল?
উত্তর:- যাজক ও অভিজাত সম্প্রদায় সরকারকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল।
১৫। সাঁকুলোৎ কাদের বলা হত?
উত্তর:- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শহর ও গ্রামের দরিদ্র, নিঃস্ব, ভবঘুরে প্রমুখ জনতাকে সাঁকুলোৎ বলা হত।
১৬। ‘তৃতীয় সম্প্রদায় কী?’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- ‘তৃতীয় সম্প্রদায় কী?’ গ্রন্থটি আবে সিইয়েস রচনা করেন।
১৭। ইনটেনডেন্টদের কী কাজ ছিল?
উত্তর:- আইনশৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আদায় করা ছিল ইনটেনডেন্টদের কাজ।
১৮। কে ‘স্পিরিট অব লজ’, ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থ দুটি রচনা করেন?
উত্তর:- মন্তেস্কু ‘স্পিরিট অব লজ’, ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থ দুটি রচনা করেন।
১৯। ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম হল ‘কাঁদিদ’ ও ‘ফিলোজফিকাল ডিকশনারি’ বা ‘দার্শনিকের অভিধান’।
২০। রুশোর লেখা দুটি গ্ৰন্থের নাম লেখো।
উত্তর:- ‘অসাম্যের সূত্রপাত’ ও ‘সামাজিক চুক্তি’ হল রুশোর লেখা দুটি গ্রন্থ।
২১। কারা ‘বিশ্বকোশ’-এর সংকলন করেন?
উত্তর:- ‘বিশ্বকোশ’-এর সংকলন করেন দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি’ এলেমবার্ট।
২১। আর্থিক সংকট দূর করার জন্য রাজা ষোড়শ লুই কাদের অর্থমন্ত্রী নিয়োগ করেন?
উত্তর:- আর্থিক সংকট দূর করার জন্য রাজা ষোড়শ লুই তুর্গো, নেকার, ক্যালোন ও ব্রিয়াঁ-কে অর্থমন্ত্রী নিয়োগ করেন।
২৩। ফরাসি জাতীয় সভার নাম কী ছিল?
উত্তর:- ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেটস জেনারেল।
২৪। পঞ্চদশ লুই কোন দুটি যুদ্ধে যোগ দিয়ে রাজকোশের বিপুল অর্থ ব্যয় করেন?
উত্তর:- পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে (১৭৪০-৪৮) এবং সপ্তবর্ষের যুদ্ধে (১৭৫৭-৬৩) যোগ দিয়ে রাজকোশের বিপুল অর্থব্যয় করেন।
২৫। কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন?
উত্তর:- ফরাসি স্টেটস জেনারেলের তৃতীয় সম্প্রদায়ের নির্বাচিত সদস্যরা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন।
২৬। কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল?
উত্তর:- টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন।
২৭। কোন ঘটনার চাপে ষোড়শ লুই কবে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দেন?
উত্তর:- অভিজাত বিদ্রোহের চাপে ষোড়শ লুই ১৭৮৮ খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দেন।
২৮। কে, কবে ‘ব্যক্তি ও নাগরিকের অধিকার’ ঘোষণা করে?
উত্তর:- ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট ‘ব্যক্তি ও নাগরিকের অধিকার’ ঘোষণা করেন।
২৯। কে, কোন ঘটনাকে ‘পুরাতনতন্ত্রের মৃত্যু-পরোয়ানা’ বলে অভিহিত করেছেন?
উত্তর:- ঐতিহাসিক ওলার ‘ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র’-কে ‘পুরাতনতন্ত্রের মৃত্যু-পরোয়ানা’ বলে অভিহিত করেছেন।
৩০। কারা, কবে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়?
উত্তর:- জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ১৭৯২ খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়।
৩১। বিপ্লবের সময়ে ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম লেখো।
উত্তর:- বিপ্লবের সময়ে ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম হল জিরন্ডিস্ট ও জ্যাকোবিন।
৩২। সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম লেখো।
উত্তর:- সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম হল হিবার্ট, দাঁতো, রোবসপিয়ার প্রমুখ।
৩৩। ফ্রান্সে ‘লাল সন্ত্রাসের’ নেতা কে ছিলেন?
উত্তর:- ফ্রান্সে ‘লাল সন্ত্রাসের’ নেতা ছিলেন রোবসপিয়ার।
৩৪। রোবসপিয়ার কে ছিলেন?
উত্তর:- রোবসপিয়ার ছিলেন ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক।
৩৫। জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম লেখো।
উত্তর:- জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম হল রোবসপিয়ার, হিবার্ট ও দাঁতো।
৩৬। সন্ত্রাসের শাসনের দ্বারা মৃত্যুদণ্ড হয় এমন কয়েকজন ব্যক্তির নাম করো।
উত্তর:- সন্ত্রাসের শাসনের দ্বারা মৃত্যুদন্ড হয় এমন কয়েকজন ব্যক্তির নাম হল মেরি আঁতোয়ানেত, মাদাম রোলাঁ, ব্রিসো, বারনাভ, বেইলি, হিবার্ট, দাঁতো।
৩৭। বেবিউফ কে ছিলেন?
উত্তর:- জ্যাকোবিন দলের একজন নেতা ছিলেন বেবিউফ।
৩৮। এমিগ্রি কাদের বলা হত?
উত্তর:- দেশত্যাগী ফরাসি অভিজাতদের এমিগ্রি বলা হত।
৩৯। ফরাসি বিপ্লবের তিনটি নীতি কী ছিল?
উত্তর:- ফরাসি বিপ্লবের তিনটি নীতি ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
৪০। কে প্রথম ‘সাম্য, মৈত্রী ও স্বাধীনতার’ আদর্শের কথা বলেন?
উত্তর:- ফরাসি দার্শনিক রুশো প্রথম ‘সাম্য মৈত্রী ও স্বাধীনতার’ আদর্শের কথা বলেন।
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর (Class 9 History Forashi Biplober Koyekti Dik Question and Answer)
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর (সঠিক বিকল্প নির্বাচন)
- নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর
- নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় SAQ প্রশ্ন উত্তর (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)
- নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ভুল বা ঠিক নির্ধারণ প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় স্তম্ভ মেলাও প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর
- ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।
- ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রি.) ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো।
- সন্ত্রাসের শাসনের ফলাফল সম্পর্কে আলোচনা করো। বিপ্লবের সময়ে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। অথবা, সন্ত্রাসের শাসনের গুরুত্ব কী ছিল? সন্ত্রাসের রাজত্বকে কি সমর্থন করা যায়?
- বিপ্লবের আগে ফ্রান্সের বিভিন্ন সামাজিক শ্রেণি ও সামাজিক বৈষম্য সম্পর্কে আলোচনা কর।
- ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
- ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। অথবা, ফরাসি দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
- ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো।
- ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।
- ফ্রান্সের নতুন আইনসভার (১৭৯১-১৭৯২ খ্রি.) পরিচয় দাও।
- ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল? সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো।
- ফ্রান্সে সন্ত্রাসের শাসন পরিচালনা সম্পর্কে আলোচনা করো। সন্ত্রাসের শাসনের বিভিন্ন কৃতিত্ব বা সাফল্যগুলি উল্লেখ করো।