২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ। নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে ভুল বা ঠিক নির্ধারণ। Class 9 History Chapter 2 Determining Error or Right.

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ (বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ)

নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে ভুল বা ঠিক নির্ধারণ

শ্রেণী নবম
অধ্যায়দ্বিতীয় অধ্যায়
Question Typeভুল বা ঠিক নির্ধারণ
Marks1

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে ভুল বা ঠিক নির্ধারণ করো

১। নেপোলিয়নের বাবার নাম ছিল কার্লো বোনাপার্ট এবং মায়ের নাম ছিল লেটিজিয়া।

উত্তর:- ঠিক।

২। ‘ভঁদেমিয়ার ঘটনা’ বা ‘অক্টোবরের ঘটনা’-র পর নেপোলিয়ন ব্রিগেডিয়ার জেনারেল পদ লাভ করেন।

উত্তর:- ভুল, ‘ভঁদেমিয়ার ঘটনা’ বা ‘অক্টোবরের ঘটনা’-র পর নেপোলিয়ন মেজর জেনারেল পদ লাভ করেন।

৩। ফরাসি বিপ্লবের তৃতীয় বর্ষে রচিত হয়েছিল বলে কনসুলেটের সংবিধান ‘তৃতীয় বর্ষের সংবিধান’ নামে পরিচিত।

উত্তর:- ভুল, ফরাসি বিপ্লবের অষ্টম বর্ষে রচিত হয়েছিল বলে কনসুলেটের সংবিধান ‘অষ্টম বর্ষের সংবিধান’ নামে পরিচিত।

৪। কনসুলেটের শাসনকালে ফরাসি আইনসভা চারটি কক্ষে বিভক্ত হয় এবং নিম্নকক্ষ ছাড়া অন্য তিনটি কক্ষের সদস্যদের প্রথম কনসাল কর্তৃক মনোনয়নের ব্যবস্থা করা হয়।

উত্তর:- ঠিক।

৫। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্যনীতিকে বর্জন করেছিলেন।

উত্তর:- ভুল, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্যনীতিকে গ্ৰহণ করেছিলেন।

৬। নেপোলিয়ন জার্মানির ৩০০টি রাজ্যকে ভেঙে ৩৯টি রাজ্য গঠন করেন।

উত্তর:- ঠিক।

৭। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ গ্রহণ করলেও স্বাধীনতার আদর্শ গ্রহণ করেন নি।

উত্তর:- ঠিক।

৮। ১৮০২ খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়।

উত্তর:- ভুল, ১৮০২ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়।

৯। নেপোলিয়ন ইংল্যান্ড, রাশিয়া, স্পেন, পোর্তুগাল প্রভৃতি দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন।

উত্তর:- ভুল, নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন।

১০। নেপোলিয়ন কর্তৃক ঘোষিত মহাদেশীয় অবরোধের বিভিন্ন ঘোষণাগুলি একত্রে ‘অর্ডার্স-ইন-ল’ নামে পরিচিত।

উত্তর:- ঠিক।

১১। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা ঘোষণার পর প্রাশিয়া, রাশিয়া ও অস্ট্রিয়া এই প্রথা মেনে নিলেও হল্যান্ড, রোমের পোপ, পোর্তুগাল, সুইডেন প্রভৃতি দেশ তা মানতে অস্বীকার করে।

উত্তর:- ঠিক।

১২। স্পেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন পোর্তুগালের ওপর দিয়ে অভিযান পাঠিয়ে স্পেন দখল করেন।

উত্তর:- ভুল, পোর্তুগাল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন স্পেনের ওপর দিয়ে অভিযান পাঠিয়ে পোর্তুগাল দখল করেন।

১৩। পোর্তুগাল দখল করে ফেরার পথে নেপোলিয়নের বাহিনী স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নেপোলিয়ন নিজের ভাই জোসেফকে বসিয়ে দেন।

উত্তর:- ঠিক।

১৪। নেপোলিয়নের বাহিনী ভিত্তোরিয়ার যুদ্ধে পরাজিত হয়ে স্পেন ত্যাগে বাধ্য হয়।

উত্তর:- ঠিক।

১৫। নেপোলিয়নের পতনের পর ফ্রাঙ্কফার্টের সন্ধির দ্বারা বুরবোঁ বংশীয় অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন।

উত্তর:- ভুল, নেপোলিয়নের পতনের পর প্যারিসের প্রথম সন্ধি (১৮১৪) বুরবোঁ বংশীয় অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন।

Leave a Comment