২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে শূন্যস্থান পূরণ

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে শূন্যস্থান পূরণ। নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে শূন্যস্থান পূরণ। Class 9 History Chapter 2 Fill in the Blank question answers. 

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে শূন্যস্থান পূরণ (বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ)

নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে শূন্যস্থান পূরণ

শ্রেণী নবম
অধ্যায়দ্বিতীয় অধ্যায়
Question Typeশূন্যস্থান পূরণ
Marks1

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ করো

১। নেপোলিয়ন মাত্র ১৭ বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর — পদে যোগ দেন।

  • (ক) মেজর জেনারেল
  • (খ) সাব-লেফটেন্যান্ট
  • (গ) ব্রিগেডিয়ার জেনারেল
  • (ঘ) ডিরেক্টর

উত্তর:- (খ) সাব-লেফটেন্যান্ট।

২। নেপোলিয়ন ব্রিটিশদের কাছ থেকে তুলোঁ বন্দর পুনরুদ্ধার করে যে সাফল্য দেখান তার ফলে তিনি — পদ লাভ করেন।

  • (ক) সাব-লেফটেন্যান্ট
  • (খ) মেজর জেনারেল
  • (গ) ব্রিগেডিয়ার জেনারেল
  • (ঘ) ডিরেক্টর

উত্তর:- (গ) ব্রিগেডিয়ার জেনারেল।

৩। কনসুলেটের শাসনে — ছিলেন সর্বশক্তিমান কনসাল।

  • (ক) নেপোলিয়ন
  • (খ) রজার ডুকোস
  • (গ) আবে সিয়েস
  • (ঘ) মিরাবো

উত্তর:- (ক) নেপোলিয়ন।

৪। নেপোলিয়ন যাবজ্জীবন কনসাল পদে নিযুক্ত হন — খ্রিস্টাব্দে।

  • (ক) ১৭৯৯
  • (খ) ১৮০০
  • (গ) ১৮০২
  • (ঘ) ১৮০৪

উত্তর:- (গ) ১৮০২

৫। ‘কোড নেপোলিয়ন’-এ বিধির সংখ্যা ছিল — টি।

  • (ক) ২০৭৬
  • (খ) ২১৭৬
  • (গ) ২১৯৭
  • (ঘ) ২২৮৭

উত্তর:- (ঘ) ২২৮৭

৬। নেপোলিয়ন — মিউজিয়াম-এর প্রতিষ্ঠা করেন।

  • (ক) ল্যুভর
  • (খ) প্যারিস
  • (গ) ন্যাশনাল
  • (ঘ) লন্ডন

উত্তর:- (ক) ল্যুভর।

৭। নীলনদের ও ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয় — কাছে।

  • (ক) অস্ট্রিয়ার
  • (খ) ইংল্যান্ডের
  • (গ) পোর্তুগালের
  • (ঘ) স্পেনের

উত্তর:- (খ) ইংল্যান্ডের।

৮। নেপোলিয়ন — বিরুদ্ধে বার্লিন, মিলান, ওয়ারশ ও ফঁতেনব্লু ডিক্রি জারি করেন।

  • (ক) পোর্তুগালের
  • (খ) স্পেনের
  • (গ) ইংল্যান্ডের
  • (ঘ) অস্ট্রিয়ার

উত্তর:- (গ) ইংল্যান্ডের।

৯। — মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন তাঁকে বন্দি করেন।

  • (ক) স্পেনের রাজা
  • (খ) পোর্তুগালের রাজা
  • (গ) রাশিয়ার জার
  • (ঘ) রোমের পোপ

উত্তর:- (ঘ) রোমের পোপ।

১০। নেপোলিয়ন — ভিতর দিয়ে সেনাবাহিনী পাঠিয়ে পোর্তুগালে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করেন।

  • (ক) অস্ট্রিয়ার
  • (খ) স্পেনের
  • (গ) প্রাশিয়ার
  • (ঘ) হল্যান্ডের

উত্তর:- (খ) স্পেনের।

১১। নেপোলিয়ন — -কে স্পেনের সিংহাসনে বসান।

  • (ক) জোসেফ বোনাপার্ট
  • (খ) চতুর্থ চার্লস
  • (গ) লুই
  • (ঘ) মুরাট

উত্তর:- (ক) জোসেফ বোনাপার্ট।

১২। নেপোলিয়ন — -কে নেপলসের সিংহাসনে বসান।

  • (ক) জোসেফ
  • (খ) চতুর্থ চার্লস
  • (গ) মুরাট
  • (ঘ) লুই

উত্তর:- (গ) মুরাট।

১৩। — বিরুদ্ধে ১৮১৩ খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট গড়ে ওঠে।

  • (ক) অস্ট্রিয়ার
  • (খ) ইংল্যান্ডের
  • (গ) রাশিয়ার
  • (ঘ) ফ্রান্সের

উত্তর:- (ঘ) ফ্রান্সের।

১৪। — নামে জ্বরের প্রকোপে রাশিয়ায় প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয়।

  • (ক) টাইফয়েড
  • (খ) কলেরা
  • (গ) টাইফাস
  • (ঘ) ম্যালেরিয়া

উত্তর:- (গ) টাইফাস।

১৫। “— অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত।”

  • (ক) মস্কো
  • (খ) স্পেন
  • (গ) পোর্তুগাল
  • (ঘ) অস্ট্রিয়া

উত্তর:- (ক) মস্কো।

১৬। প্রাশিয়ার নেতৃত্বে — নেপোলিয়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়।

  • (ক) ইটালিতে
  • (খ) পোর্তুগালে
  • (গ) জার্মানিতে
  • (ঘ) স্পেনে

উত্তর:- (গ) জার্মানিতে।

১৭। জাতিসমূহের যুদ্ধে ইউরোপের — দেশ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল।

  • (ক) ১০ টি
  • (খ) ১৩ টি
  • (গ) ১৫ টি
  • (ঘ) ১৬ টি

উত্তর:- (খ) ১৩ টি।

১৮। এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে নেপোলিয়ন — দিন রাজত্ব করতে সক্ষম হন।

  • (ক) ৫০
  • (খ) ৬০
  • (গ) ৭৫
  • (ঘ) ১০০

উত্তর:- (ঘ) ১০০

Leave a Comment