২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে MCQ প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 2 mcq question answers. 

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর (বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ)

নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে MCQ প্রশ্ন উত্তর

শ্রেণী নবম
অধ্যায়দ্বিতীয় অধ্যায়
Question TypeMCQ প্রশ্ন উত্তর
Marks1

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন (MCQ প্রশ্ন উত্তর)

১। নেপোলিয়ন কোন শক্তির অবরোধ থেকে তুলোঁ বন্দর পুনরুদ্ধার করেন?

  • (ক) রাশিয়া
  • (খ) অস্ট্রিয়া
  • (গ) স্পেন
  • (ঘ) ইংল্যান্ড

উত্তর:- (ঘ) ইংল্যান্ড।

২। কোন দেশের অধীনতা থেকে ইটালিকে মুক্ত করে নেপোলিয়ন ‘মুক্তিদাতা’ নামে পরিচিত হন?

  • (ক) ইংল্যান্ডের
  • (খ) রাশিয়ার
  • (গ) অস্ট্রিয়ার
  • (ঘ) স্পেনের

উত্তর:- (গ) অস্ট্রিয়ার।

৩। নেপোলিয়ন ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন –

  • (ক) ১৭৯৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮০১ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮০৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮০৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৭৯৯ খ্রিস্টাব্দে।

৪। নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন?

  • (ক) ৫ বছর
  • (খ) ১০ বছর
  • (গ) ১৫ বছর
  • (ঘ) আজীবন

উত্তর:- (খ) ১০ বছর।

৫। কনসুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন –

  • (ক) আবে সিয়েস
  • (খ) ম্যারাট
  • (গ) রজার ডুকোস
  • (ঘ) নেপোলিয়ন

উত্তর:- (ক) আবে সিয়েস।

৬। নেপোলিয়ন কবে ‘ফরাসি জাতির সম্রাট’ উপাধি গ্রহণ করেন?

  • (ক) ১৭৯৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮০১ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮০৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮০৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮০৪ খ্রিস্টাব্দে।

৭। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন?

  • (ক) ৭০ টি
  • (খ) ৮৩ টি
  • (গ) ১৫০ টি
  • (ঘ) ৩০০ টি

উত্তর:- (খ) ৮৩ টি।

৮। শাসন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি হল –

  • (ক) ধর্মীয় সংস্কার
  • (খ) শিক্ষা সংস্কার
  • (গ) অর্থনৈতিক সংস্কার
  • (ঘ) আইনসংহিতা প্রবর্তন

উত্তর:- (ঘ) আইনসংহিতা প্রবর্তন।

৯। ফরাসি বিপ্লবের ‘অগ্নিময় তরবারি’ বলা হয় –

  • (ক) রুশোকে
  • (খ) ভলতেয়ারকে
  • (গ) নেপোলিয়নকে
  • (ঘ) রোবসপিয়ারকে

উত্তর:- (গ) নেপোলিয়নকে।

১০। ম্যারেঙ্গোর যুদ্ধ হোহেনলিন্ডেনের যুদ্ধ ও উলমের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় –

  • (ক) অস্ট্রিয়া
  • (খ) স্পেন
  • (গ) পোর্তুগাল
  • (ঘ) রাশিয়া

উত্তর:- (ক) অস্ট্রিয়া।

১১। কোন সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়?

  • (ক) লুনভিলের
  • (খ) প্রেসবার্গের
  • (গ) টিলসিটের
  • (ঘ) অ্যামিয়েন্সের

উত্তর:- (গ) টিলসিটের।

১২। ১৮০৭ খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে কোন যুদ্ধ সংঘটিত হয়?

  • (ক) অস্টারলিৎজের
  • (খ) পিরামিডের
  • (গ) নীলনদের
  • (ঘ) ফ্রিডল্যান্ডের

উত্তর:- (ঘ) ফ্রিডল্যান্ডের।

১৩। কারা নেপোলিয়নের সঙ্গে টিলসিটের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়?

  • (ক) ইংল্যান্ড
  • (খ) রাশিয়া
  • (গ) অস্ট্রিয়া
  • (ঘ) প্রাশিয়া

উত্তর:- (খ) রাশিয়া।

১৪। নেপোলিয়ন জার্মানির ৩০০টি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য গড়ে তোলেন?

  • (ক) ৩৯ টি
  • (খ) ৬৭ টি
  • (গ) ১৫০ টি
  • (ঘ) ২৫০ টি

উত্তর:- (ক) ৩৯ টি।

১৫। নেপোলিয়ন প্রথম কবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন?

  • (ক) ১৮০৪ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮০৫ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮০৬ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮০৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮০৬ খ্রিস্টাব্দে।

১৬। কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়?

  • (ক) অস্ট্রিয়ার
  • (খ) পোর্তুগালের
  • (গ) ইংল্যান্ডের
  • (ঘ) স্পেনের

উত্তর:- (গ) ইংল্যান্ডের।

১৭। বার্লিন ডিক্রি জারি করেন –

  • (ক) আবে সিয়েস
  • (খ) নেপোলিয়ন
  • (গ) মন্টজেলার্ড
  • (ঘ) ব্রান্সউইক

উত্তর:- (খ) নেপোলিয়ন।

১৮। নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে –

  • (ক) মিলান ডিক্রি
  • (খ) অর্ডার্স-ইন-ল
  • (গ) অর্ডার্স-ইন-কাউন্সিল
  • (ঘ) ওয়ারশ ডিক্রি

উত্তর:- (গ) অর্ডার্স-ইন-কাউন্সিল।

১৯। স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি ছিলেন –

  • (ক) মার্শাল জুনো
  • (খ) নেলসন
  • (গ) নেপোলিয়ন
  • (ঘ) দুঁপ

উত্তর:- (ঘ) দুঁপ।

২০। বোরোডিনোর যুদ্ধে ফরাসি বাহিনীর বিরুদ্ধে সাফল্য দেখান রুশ সেনাপতি –

  • (ক) নেলসন
  • (খ) বাগ্রাসি
  • (গ) বার্কলে
  • (ঘ) কুটুজভ

উত্তর:- (ঘ) কুটুজভ।

২১। নেপোলিয়নের সর্বশেষ উল্লেখযোগ্য যুদ্ধ-জয় হল –

  • (ক) স্যালামাস্কার যুদ্ধ
  • (খ) বেলেনের যুদ্ধ
  • (গ) ড্রেসডেনের যুদ্ধ
  • (ঘ) ভিত্তোরিয়ার যুদ্ধ

উত্তর:- (গ) ড্রেসডেনের যুদ্ধ।

২২। কোন যুদ্ধ ‘জাতিসমূহের যুদ্ধ’ নামে পরিচিত?

  • (ক) লাইপজিগের যুদ্ধ
  • (খ) ওয়াটারলু-এর যুদ্ধ
  • (গ) উপদ্বীপের যুদ্ধ
  • (ঘ) বোরোডিনোর যুদ্ধ

উত্তর:- (ক) লাইপজিগের যুদ্ধ।

২৩। নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হলে জার্মানি তাঁর অধীনতা-মুক্ত হয়?

  • (ক) বোরোডিনোর যুদ্ধ
  • (খ) ভিত্তোরিয়ার যুদ্ধ
  • (গ) লাইপজিগের যুদ্ধ
  • (ঘ) ড্রেসডেনের যুদ্ধ

উত্তর:- (গ) লাইপজিগের যুদ্ধ।

২৪। ওয়াটারলু-এর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন –

  • (ক) ডিউক অব ওয়েলিংটন
  • (খ) ইয়র্ক
  • (গ) ব্লুকার
  • (ঘ) নেলসন

উত্তর:- (ক) ডিউক অব ওয়েলিংটন।

২৫। নেপোলিয়নের মৃত্যু হয় ৫ মে, –

  • (ক) ১৮১৫ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮১৯ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে

উত্তর:- (ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে।

২৬। কাকে ‘ইউরোপের মুক্তিদাতা’ বলা হয়?

  • (ক) ষোড়শ লুইকে
  • (খ) নেপোলিয়নকে
  • (গ) রুশোকে
  • (ঘ) ভলতেয়ারকে

উত্তর:- (খ) নেপোলিয়নকে।

২৭। কাকে ‘ইউরোপীয় জাতীয়তাবাদের শত্রু’ বলা হয়?

  • (ক) নেপোলিয়নকে
  • (খ) পঞ্চদশ লুইকে
  • (গ) ষোড়শ লুইকে
  • (ঘ) অষ্টাদশ লুইকে

উত্তর:- (ক) নেপোলিয়নকে।

Leave a Comment