২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে স্তম্ভ মেলাও

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে স্তম্ভ মেলাও। নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে স্তম্ভ মেলাও। Class 9 History Chapter 2 Pillar match.

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে স্তম্ভ মেলাও (বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ)

নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে স্তম্ভ মেলাও

শ্রেণী নবম
অধ্যায়দ্বিতীয় অধ্যায়
Question Typeস্তম্ভ মেলাও
Marks1

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে স্তম্ভ মেলাও

১।

         বামদিক                                           ডানদিক

(ক) নেপোলিয়নের জন্ম                   (১) নতোরদাম গির্জা

(খ) নেপোলিয়নের প্রথম নির্বাসন      (২) কর্সিকা দ্বীপ

(গ) নেপোলিয়নের মৃত্যু                   (৩) এলবা দ্বীপ

(ঘ) নেপোলিয়নের অভিষেক           (৪) সেন্ট হেলেনা দ্বীপ

উত্তর:- ক-২, খ-৩, গ-৪, ঘ-১

২।

       বামদিক                                    ডানদিক

(ক) লুই                                        (১) হল্যান্ড

(খ) জোসেফ                                 (২) রাশিয়া

(গ) পোপ                                      (৩) স্পেন

(ঘ) প্রথম আলেকজান্ডার                 (৪) রোম

উত্তর:- ক-১, খ-৩, গ-৪, ঘ-২

৩।

        বামদিক                                    ডানদিক

(ক) টলেন্টিনো-এর সন্ধি            (১) অস্ট্রিয়ার সঙ্গে

(খ) লুনভিলের সন্ধি                   (২) পোপের সঙ্গে

(গ) অ্যামিয়েন্সের সন্ধি               (৩) রাশিয়ার সঙ্গে

(ঘ) টিলসিটের সন্ধি                    (৪) ইংল্যান্ডের সঙ্গে

উত্তর:- ক-২, খ-১, গ-৪, ঘ-৩

৪।

         বামদিক                                 ডানদিক

(ক) পিরামিডের যুদ্ধ             (১) প্রাশিয়ার বিরুদ্ধে

(খ) ম্যারেঙ্গার যুদ্ধ                (২) অস্ট্রিয়ার বিরুদ্ধে

(গ) ফ্রিডল্যান্ডের যুদ্ধ            (৩) ইংল্যান্ডের বিরুদ্ধে

(ঘ) আওয়ারস্টাট-এর যুদ্ধ      (৪) রাশিয়ার বিরুদ্ধে

উত্তর:- ক-৩, খ-২, গ-৪, ঘ-১

৫।

            বামদিক                                   ডানদিক

(ক) অস্ট্রিয়ার রাজকন্যা          (১) আবে সিয়েস

(খ) আর্থার ওয়েলেসলি            (২) নেপোলিয়ন

(গ) দ্বিতীয় জাস্টিনিয়ান           (৩) ডিউক অব ওয়েলিংটন

(ঘ) আইন বিশারদ                   (৪) মেরি লুইসা

উত্তর:- ক-৪, খ-৩, গ-২, ঘ-১

৬।

              বামদিক                                  ডানদিক

(ক) পোড়ামাটি নীতি                              (১) জার্মানি

(খ) লাইপজিগের যুদ্ধ                             (২) রাশিয়া

(গ) অর্ডার্স-ইন-ল                                   (৩) ইংল্যান্ড

(ঘ) অর্ডার্স-ইন-কাউন্সিল                         (৪) ফ্রান্স

উত্তর:- ক-২, খ-১, গ-৪, ঘ-৩

৭।

            বামদিক                               ডানদিক

(ক) প্রথম শক্তিজোট                (১) ১৮০৪-০৫ খ্রি.

(খ) দ্বিতীয় শক্তিজোট               (২) ১৭৯৩ খ্রি.

(গ) তৃতীয় শক্তিজোট                (৩) ১৮১৩ খ্রি.

(ঘ) চতুর্থ শক্তিজোট                  (৪) ১৭৯৯ খ্রি.

উত্তর:- ক-২, খ-৪, গ-১, ঘ-৩

৮।

    বামদিক                                   ডানদিক

(ক) ১৮০১ খ্রি.                       (১) বার্লিন ডিক্রি

(খ) ১৮০৬ খ্রি.                        (২) মিলান ডিক্রি

(গ) ১৮০৭ খ্রি.                         (৩) ফঁতেনব্লু ডিক্রি

(ঘ) ১৮১০ খ্রি.                          (৪) কনকর্ডাট চুক্তি

উত্তর:- ক-৪, খ-১, গ-২, ঘ-৩

৯।

     বামদিক                                ডানদিক

(ক) ১৭৯৯ খ্রি.         (১) নেপোলিয়নের ‘সম্রাট’ পদ লাভ

(খ) ১৮০৪ খ্রি.          (২) কনসুলেটের শাসন প্রবর্তন

(গ) ১৮০৭ খ্রি.           (৩) শতদিবসের রাজত্ব

(ঘ) ১৮১৫ খ্রি.          (৪) ‘কোড নেপোলিয়ন’-এর নামকরণ

উত্তর:- ক-২, খ-১, গ-৪, ঘ-৩

১০‌।

 বামদিক                                      ডানদিক

(ক) ১৭৯৮ খ্রি.                     (১) বেলেনের যুদ্ধ

(খ) ১৮০৫ খ্রি.                     (২) ফ্রিডল্যান্ডের যুদ্ধ

(গ) ১৮০৬ খ্রি.                     (৩) অস্টারলিৎজের যুদ্ধ

(ঘ) ১৮০৮ খ্রি.                      (৪) নীলনদের যুদ্ধ

উত্তর:- ক-৪, গ-৩, গ-২, ঘ-১

১১।

     বামদিক                                ডানদিক

(ক) ১৮০৯ খ্রি.                     (১) লাইপজিগের যুদ্ধ

(খ) ১৮১২ খ্রি.                     (২) ওয়াগ্রামের যুদ্ধ

(গ) ১৮১৩ খ্রি.                     (৩) ওয়াটারলু-এর যুদ্ধ

(ঘ) ১৮১৫ খ্রি                       (৪) বোরোডিনোর যুদ্ধ

উত্তর:- ক-২, খ-৪, গ-১, ঘ-৩

১২।

   বামদিক                                  ডানদিক

(ক) কুটুজভ                      (১) ফরাসি সেনাপতি

(খ) মণ্টজেলার্ড                 (২) ব্রিটিশ সেনাপতি

(গ) আর্থার ওয়েলেসলি       (৩) রুশ সেনাপতি

(ঘ) ব্লুকার                          (৪) প্রাশীয় সেনাপতি

উত্তর:- ক-৩, খ-১, গ-২, ঘ-৪

Leave a Comment