২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 2 SAQ question answers.

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর (বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ)

নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর

শ্রেণী নবম
অধ্যায়দ্বিতীয় অধ্যায়
Question Typeঅতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর
Marks1

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর

১। নেপোলিয়ন কবে, কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:- ১৭৬৯ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট, ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন।

২। ফ্রান্সে ডাইরেক্টরির শাসনকালের সময়সীমা উল্লেখ করো।

উত্তর:- ফ্রান্সে ডাইরেক্টরির শাসনকালের সময়সীমা হল ১৭৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৩। কনসুলেটের শাসনকালে ৩ জন কনসালের নাম লেখো।

উত্তর:- কনসুলেটের শাসনকালে ৩ জন কনসালের মধ্যে প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন অপর দুজন কনসাল ছিলেন আবে সিয়েস ও রজার ডুকোস।

৪। কবে, কাদের মধ্যে ক্যাম্পো-ফর্মিও-এর সন্ধি স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৭৯৭ খ্রিস্টাব্দে (১৭ অক্টোবর) ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ক্যাম্পো-ফর্মিও-এর সন্ধি স্বাক্ষরিত হয়।

৫। কবে, কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়?

উত্তর:- ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়।

৬। কবে, কাদের মধ্যে নীলনদের যুদ্ধ হয়?

উত্তর:- ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীলনদের যুদ্ধ হয়।

৭। পিরামিডের যুদ্ধ এবং নীলনদের যুদ্ধে কারা জয় লাভ করে?

উত্তর:- পিরামিডের যুদ্ধে ফ্রান্স এবং নীলনদের যুদ্ধে ইংল্যান্ড জয় লাভ করে।

৮। কে, কবে ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান?

উত্তর:- নেপোলিয়ন, ১৭৯৯ খ্রিস্টাব্দে ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান।

৯। কে, কবে ‘ব্যাংক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- নেপোলিয়ন, ১৮০০ খ্রিস্টাব্দে ‘ব্যাংক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন।

১০। কে, কবে ‘ইউনিভার্সিটি অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- নেপোলিয়ন ১৮০৮ খ্রিস্টাব্দে ‘ইউনিভার্সিটি অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন।

১১। কবে, কাদের মধ্যে ‘কনকর্ডাট’ বা ধর্ম-মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৮০১ খ্রিস্টাব্দে ফরাসি শাসক নেপোলিয়ন ও পোপ সপ্তম পায়াস-এর মধ্যে ‘কনকর্ডাট’ বা ধর্ম-মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়।

১২। কে ‘লিজিয়ন অব অনার’ পুরস্কার প্রদানের ব্যবস্থা চালু করেন?

উত্তর:- নেপোলিয়ন বোনাপার্ট ‘লিজিয়ন অব অনার’ পুরস্কার প্রদানের ব্যবস্থা চালু করেন।

১৩। “আমিই বিপ্লব, আবার আমিই বিপ্লবকে ধ্বংস করেছি”- এটি কার উক্তি?

উত্তর:- আলোচ্য উক্তিটি হল নেপোলিয়নের।

১৪। কবে, কাদের নিয়ে ফ্রান্স-বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে?

উত্তর:- ১৭৯৯ খ্রিস্টাব্দে (১২ মার্চ) ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, নেপলস, পোর্তুগাল ও তুরস্ককে নিয়ে ফ্রান্স-বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে।

১৫। ম্যারেঙ্গোর যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ম্যারেঙ্গোর যুদ্ধ হয়েছিল।

১৬। হোহেনলিন্ডেনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে হোহেনলিন্ডেনের যুদ্ধ হয়েছিল।

১৭। কবে, কাদের মধ্যে লুনভিলের সন্ধি স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৮০১ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে লুনভিলের সন্ধি স্বাক্ষরিত হয়।

১৮। কে, কবে ও কোথায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন করেন?

উত্তর:- পোপ সপ্তম পায়াস ১৮০৪ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর নতোরদাম গির্জায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন করেন।

১৯। নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন?

উত্তর:- নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন ম্যাসেনা।

২০। কে, কবে ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তন করেন?

উত্তর:- ফরাসি সম্রাট নেপোলিয়ন, ১৮০৪ খ্রিস্টাব্দে ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তন করেন।

২১। কোন গ্রন্থকে ‘ফরাসি সমাজের বাইবেল’ বলা হয়?

উত্তর:- নেপোলিয়নের আইনসংহিতাকে ‘ফরাসি সমাজের বাইবেল’ বলা হয়।

২২। কাকে, কেন ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়?

উত্তর:- ফরাসি সম্রাট নেপোলিয়নকে, ‘কোড নেপোলিয়ন’ নামে আইনসংহিতা প্রণয়নের জন্য ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়।

২৩। কবে, কাদের উদ্যোগে ফ্রান্স-বিরোধী তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে?

উত্তর:- ১৮০৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেনের উদ্যোগে ফ্রান্স-বিরোধী তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে।

২৪। উলমের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:- ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে উলমের যুদ্ধ হয়েছিল।

২৫। ট্রাফালগারের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:- ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫ খ্রিস্টাব্দে (২১ অক্টোবর) ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল।

২৬। কবে, কাদের মধ্যে অস্টারলিৎজের যুদ্ধ হয়েছিল?

উত্তর:- ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্স এবং অস্ট্রো-বুশ যুগ্ম বাহিনীর মধ্যে অস্টারলিৎজের যুদ্ধ হয়েছিল।

২৭। কে, কবে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়?

উত্তর:- অস্ট্রারলিজের যুদ্ধে অস্ট্রো-রুশ বাহিনী ফ্রান্সের কাছে পরাজিত হলে অস্ট্রিয়া ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়।

২৮। কে, কবে স্কলব্রান-এর সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়?

উত্তর:- জেনা ও আওয়ারস্টাট-এর যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে প্রাশিয়া ১৮০৬ খ্রিস্টাব্দে স্কলব্রান-এর সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়।

২৯। নেপোলিয়ন ইউরোপের কোন দুটি দেশের পুনর্গঠনে সর্বাধিক ভূমিকা নেন?

উত্তর:- জার্মানি ও ইতালি-এই দুটি দেশের পুনর্গঠনে নেপোলিয়ন সর্বাধিক ভূমিকা নেন।

৩০। কে, কাদের ‘দোকানদারের জাত’ বলে বিদ্রূপ করতেন?

উত্তর:- নেপোলিয়ন বোনাপার্ট, ইংরেজদের ‘দোকানদারের জাত’ বলে বিদ্রুপ করতেন।

৩১। কে নেপোলিয়নকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের প্রস্তাব দেন?

উত্তর:- নেপোলিয়নের সেনাপতি মন্টজেলার্ড নেপোলিয়নকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের প্রস্তাব দেন।

৩২। কে, কবে ও কার বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন?

উত্তর:- ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮০৬ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন।

৩৩। প্রথমে কোন কোন দেশ নেপোলিয়নের বার্লিন ডিক্রি মেনে নিতে রাজি হয়?

উত্তর:- প্রথমে রাশিয়া, অস্ট্রিয়া, স্পেন ও পোর্তুগাল নেপোলিয়নের বার্লিন ডিক্রি মেনে নিতে রাজি হয়।

৩৪। কে, কবে, কার বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করেন?

উত্তর:- ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করেন।

৩৫। টিলসিটের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৮০৭ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রুশ জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়

৩৬। বেলেনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়?

উত্তর:- ১৮০৮ খ্রিস্টাব্দে স্পেন ও ফ্রান্সের মধ্যে বেলেনের যুদ্ধ হয়।

৩৭। নেপোলিয়ন কবে, কোন বাহিনী নিয়ে রাশিয়া বা মস্কো আক্রমণ করেন?

উত্তর:- নেপোলিয়ন ১৮১২ খ্রিস্টাব্দে গ্রাঁদ আর্মি (গ্ৰ্যাণ্ড আর্মি) বাহিনী নিয়ে রাশিয়া বা মস্কো আক্রমণ করেন।

৩৮। কোন গ্রন্থে নেপোলিয়নের রুশ অভিযানের বিবরণ পাওয়া যায়?

উত্তর:- লিও টলস্টয়-এর ‘ওয়ার অ্যান্ড পিস’ গ্রন্থে নেপোলিয়নের রুশ অভিযানের বিবরণ পাওয়া যায়।

৩৯। রাশিয়া কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ‘পোড়ামাটি নীতি’ গ্রহণ করে?

উত্তর:- রাশিয়া নেপোলিয়নের ফরাসি সেনাবাহিনীর আক্রমণের পরিপ্রেক্ষিতে ‘পোড়োমাটি নীতি’ গ্রহণ করে।

৪০। প্রথমে কারা, কার বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে?

উত্তর:- প্রথমে স্পেন ও পোর্তুগাল, ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে।

৪১। আর্থার ওয়েলেসলি কে ছিলেন?

উত্তর:- আর্থার ওয়েলেসলি ছিলেন একজন ব্রিটিশ সেনাপতি।

৪২। উপদ্বীপের কোন যুদ্ধে ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে?

উত্তর:- উপদ্বীপের ভিত্তোরিয়ার যুদ্ধে (১৮১৩ খ্রি.) ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে।

৪৩। নেপোলিয়ন কবে, কোন সন্ধির দ্বারা সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যান?

উত্তর:- নেপোলিয়ন ১৮১৪ খ্রিস্টাব্দে ফন্টেনব্লু-এর সন্ধি দ্বারা সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যান।

৪৪। নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়?

উত্তর:- প্রথমে এলবা দ্বীপে এবং সবশেষে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়।

৪৫। বোরোডিনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:- ১৮১২ খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে বোরোডিনের যুদ্ধ হয়েছিল।

৪৬। চতুর্থ শক্তিজোটের কয়েকজন সেনাপতির নাম লেখো।

উত্তর:- উইটগেনস্টাইন, ইয়র্ক, বুলো, ব্লকার প্রমুখ ছিলেন চতুর্থ শক্তিজোটের কয়েকজন সেনাপতি।

৪৭। কবে, কাদের মধ্যে ড্রেসডেনের যুদ্ধ হয়েছিল?.

উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ড্রেসডেনের যুদ্ধ হয়েছিল।

৪৮। লাইপজিগের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দে ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের বিভিন্ন দেশের মধ্যে লাইপজিগের যুদ্ধ হয়েছিল।

৪৯। ‘শতদিবসের রাজত্ব’-এর সময়কাল উল্লেখ করো।

উত্তর:- ‘শতদিবসের রাজত্ব’-এর সময়কাল হল ১৮১৫ খ্রিস্টাব্দের ২০ মার্চ থেকে ২৯ জুন।

৫০। কবে, কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে?

উত্তর:- ১৮১৫ খ্রিস্টাব্দে (১৮ জুন) ওয়াটারলু-এর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পজায় ঘটে।

Leave a Comment