২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন। নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন। Class 9 History Chapter 2 Selection of the Correct Alternative Statement.

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন (বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ)

নবম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়) বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন

শ্রেণী নবম
অধ্যায়দ্বিতীয় অধ্যায়
Question Typeসঠিক বিকল্প বক্তব্য নির্বাচন
Marks1

নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে সঠিক বিকল্প বক্তব্যটি নির্বাচন করো

১। বিবৃতি : নেপোলিয়ন ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান।

ব্যাখ্যা : (ক) ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত।

(খ) ডাইরেক্টরির শাসন বিপ্লবের বিরোধী ছিল।

(গ) ডাইরেক্টরির শাসকরা নেপোলিয়নের শত্রু ছিল।

উত্তর:- (ক) ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত।

২। বিবৃতি : নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেটের শাসন চালু করেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন ফ্রান্সে বিপ্লব আনার চেষ্টা করেন।

(খ) নেপোলিয়ন ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন।

(গ) নেপোলিয়ন দেশে নতুন চিন্তাধারা প্রসারের চেষ্টা করেন।

উত্তর:- (খ) নেপোলিয়ন ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন।

৩। বিবৃতি : নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দে ‘সম্রাট’ উপাধি গ্রহণ করেন।

ব্যাখ্যা : (ক) ‘সম্রাট’ উপাধি গ্রহণের মাধ্যমে নেপোলিয়ন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।

(খ) ‘সম্রাট’ উপাধি গ্রহণের ফলে ফ্রান্সে বিপ্লবের অগ্রগতি ঘটে।

(গ) ‘সম্রাট’ উপাধি গ্রহণ বিপ্লবের বিরোধী ছিল।

উত্তর:- (খ) ‘সম্রাট’ উপাধি গ্রহণের ফলে ফ্রান্সে বিপ্লবের অগ্রগতি ঘটে।

৪। বিবৃতি : ইতালি ও জার্মানির কাছে নেপোলিয়ন ছিলেন ‘মুক্তির দূত’।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন অস্ট্রিয়ার শাসন থেকে ইতালি ও জার্মানিকে মুক্ত করেছিলেন।

(খ) নেপোলিয়ন ইতালি ও জার্মানির জেল থেকে বন্দিদের মুক্ত দিয়েছিলেন।

(গ) নেপোলিয়ন ইতালি ও জার্মানি দখল করেছিলেন।

উত্তর:- (ক) নেপোলিয়ন অস্ট্রিয়ার শাসন থেকে ইতালি ও জার্মানিকে মুক্ত করেছিলেন।

৫। বিবৃতি : অস্ট্রিয়া ফ্রান্সের সঙ্গে প্রেসবার্গের সন্ধি (১৮০৫ খ্রি.) স্বাক্ষর করে।

ব্যাখ্যা : (ক) অস্ট্রিয়া জেনার যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।

(খ) অস্ট্রিয়া আওয়ারস্টাটের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।

(গ) অস্ট্রিয়া অস্টারলিৎজের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।

উত্তর:- (গ) অস্ট্রিয়া অস্টারলিৎজের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।

৬। বিবৃতি : নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দে ‘কোড নেপোলিয়ন’ নামে এক আইনসংহিতার প্রবর্তন করেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন ফরাসিদের শায়েস্তা করতে চেয়েছিলেন।

(খ) নেপোলিয়ন ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন।

(গ) নেপোলিয়ন সম্রাট হিসেবে নিজের যোগ্যতার পরিচয় দিতে চেয়েছিলেন।

উত্তর:- (খ) নেপোলিয়ন ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন।

৭।  বিবৃতি : রুশ জার প্রথম আলেকজান্ডার নেপোলিয়নের সঙ্গে টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন।

ব্যাখ্যা : (ক) রাশিয়া অস্টারলিৎজের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।

(খ) রাশিয়া ফ্রিডল্যান্ডের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।

(গ) রাশিয়া উপসাগরীয় যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।

উত্তর:- (খ) রাশিয়া ফ্রিডল্যান্ডের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়।

৮। বিবৃতি : নেপোলিয়ন ১৮০১ খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্ম-মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন পোপ-এর সঙ্গে সমস্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছিলেন।

(খ) নেপোলিয়ন দেশ-শাসনের জন্য পোপ-এর সাহায্য চেয়েছিলেন।

(গ) নেপোলিয়ন শাসন পরিচালনার জন্য পোপকে নিযুক্ত করতে চেয়েছিলেন।

উত্তর:- (ক) নেপোলিয়ন পোপ-এর সঙ্গে সমস্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছিলেন।

৯। বিবৃতি : নেপোলিয়ন ৩০০টি জার্মান রাজ্য ভেঙে ৩৯টি রাজ্য গঠন করেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন জার্মানিতে সুশাসন প্রবর্তনের চেষ্টা করেন।

(খ) নেপোলিয়ন জার্মানিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন।

(গ) নেপোলিয়ন জার্মানির প্রশাসন ভাঙার পরিকল্পনা করেন।

উত্তর:- (ক) নেপোলিয়ন জার্মানিতে সুশাসন প্রবর্তনের চেষ্টা করেন।

১০। বিবৃতি : নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন মহাদেশীয় ভূখণ্ডে ইংল্যান্ডের প্রভাব সহ্য করতে পারেন নি।

(খ) নেপোলিয়ন যুদ্ধে ইংল্যান্ডকে ধ্বংস করতে পারেন নি।

(গ) মহাদেশীয় রাষ্ট্রগুলি নেপোলিয়নকে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্ষিপ্ত করে।

উত্তর:- (খ) নেপোলিয়ন যুদ্ধে ইংল্যান্ডকে ধ্বংস করতে পারেন নি।

১১। বিবৃতি : নেপোলিয়ন ইউরোপের প্রায় সব শক্তিকে পদানত করতে সক্ষম হলেও ইংল্যান্ডকে পদানত করতে তিনি ব্যর্থ হন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল।

(খ) নেপোলিয়ন ইংল্যান্ডকে তুচ্ছ মনে করেছিলেন।

(গ) নেপোলিয়নের সেনাবাহিনীতে প্রচুর ইংরেজ সৈনিক ছিল।

উত্তর:- (ক) নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল।

১২। বিবৃতি : নেপোলিয়ন বার্লিন ডিক্রি জারি করেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন মহাদেশীয় ভূখণ্ডে ইংল্যান্ডের পণ্য প্রবেশ বন্ধ করতে চেয়েছিলেন।

(খ) নেপোলিয়ন ফরাসি পণ্য বিদেশে পাঠাতে চেয়েছিলেন।

(গ) নেপোলিয়ন প্রশাসনের অগ্রগতি ঘটাতে চেয়েছিলেন।

উত্তর:- (ক) নেপোলিয়ন মহাদেশীয় ভূখণ্ডে ইংল্যান্ডের পণ্য প্রবেশ বন্ধ করতে চেয়েছিলেন।

১৩। বিবৃতি : মহাদেশীয় অবরোধ ঘোষণা নেপোলিয়নের ক্ষতি করে।

ব্যাখ্যা : (ক) ইংল্যান্ডের পণ্য না পেয়ে ফরাসিরা ক্ষুব্ধ হয়।

(খ) ফরাসি পণ্য ইংল্যান্ডে প্রবেশ করতে ব্যর্থ হয়।

(গ) নেপোলিয়ন বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন।

উত্তর:- (গ) নেপোলিয়ন বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন।

১৪। বিবৃতি : নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করতে চেয়েছিলেন।

(খ) নেপোলিয়ন ইংল্যান্ডের নৌশক্তি ধ্বংস করতে চেয়েছিলেন।

(গ) নেপোলিয়ন ইংল্যান্ডের সাম্রাজ্যের সম্প্রসারণ রোধ করতে চেয়েছিলেন।

উত্তর:- (ক) নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করতে চেয়েছিলেন।

১৫। বিবৃতি : নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যর্থ হয়।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়নের স্থলবাহিনী দুর্বল ছিল।

(খ) নেপোলিয়নের শক্তিশালী নৌবাহিনীর অভাব ছিল।

(গ) নেপোলিয়নের সেনাবাহিনী সহযোগিতা করে নি।

উত্তর:- (খ) নেপোলিয়নের শক্তিশালী নৌবাহিনীর অভাব ছিল।

১৬। বিবৃতি : নেপোলিয়ন পোর্তুগাল অভিযান করেন।

ব্যাখ্যা : (ক) পোর্তুগাল মহাদেশীয় অবরোধ মানতে অস্বীকার করেছিল।

(খ) পোর্তুগালের সিংহাসনে নেপোলিয়ন নিজের ভাইকে বসাতে চেয়েছিলেন।

(গ) ইংল্যান্ড অভিযানের জন্য নেপোলিয়ন পোর্তুগাল অভিযানের প্রয়োজন অনুভব করেন।

উত্তর:- (ক) পোর্তুগাল মহাদেশীয় অবরোধ মানতে অস্বীকার করেছিল।

১৭। বিবৃতি : নেপোলিয়নের গ্রাঁদ আর্মি (গ্ৰ্যাণ্ড আর্মি) রাশিয়া অভিযানে গিয়ে ধ্বংস হয়।

ব্যাখ্যা : (ক) গ্রাঁদ আর্মির সামরিক দুর্বলতা ছিল।

(খ) গ্রাঁদ আর্মি সেনাপতির নির্দেশ অমান্য করেছিল।

(গ) রাশিয়ার প্রতিকূল পরিবেশে গ্রাঁদ আর্মি রুশ বাহিনীর আক্রমণের শিকার হয়।

উত্তর:- (গ) রাশিয়ার প্রতিকূল পরিবেশে গ্রাঁদ আর্মি রুশ বাহিনীর আক্রমণের শিকার হয়।

১৮। বিবৃতি : স্পেনের মানুষ নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন স্পেনের বাণিজ্য ধ্বংস করে দেন।

(খ) নেপোলিয়ন পোর্তুগাল অভিযানের সময় হঠাৎ স্পেন দখল করে নেন।

(গ) নেপোলিয়ন স্পেনের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিলেন।

উত্তর:- (খ) নেপোলিয়ন পোর্তুগাল অভিযানের সময় হঠাৎ স্পেন দখল করে নেন।

১৯। বিবৃতি : নেপোলিয়ন রাশিয়া অভিযান করেন।

ব্যাখ্যা : নেপোলিয়ন ইঙ্গ-রুশ মৈত্রী ধ্বংস করতে চেয়েছিলেন।

(খ) নেপোলিয়ন রাশিয়ায় ফরাসি সাম্রাজ্যে প্রসারের চেষ্টা চালান।

(গ) রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা অমান্য করেছিল।

উত্তর:- (গ) রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা অমান্য করেছিল।

২০। বিবৃতি : রুশ বাহিনী ‘পোড়ামাটি নীতি’ গ্রহণের মাধ্যমে খেতখামার পুড়িয়ে ক্রমাগত পিছু হটতে শুরু করে।

ব্যাখ্যা : (ক) তারা ফরাসি বাহিনীকে দুর্বল করতে চেয়েছিল।

(খ) তারা পরাজিত হওয়ার ভয়ে উন্মাদ হয়ে গিয়েছিল।

(গ) তারা কোনোমতে ফরাসি বাহিনীর থেকে আত্মরক্ষার চেষ্টা করছিল।

উত্তর:- (ক) তারা ফরাসি বাহিনীকে দুর্বল করতে চেয়েছিল।

২১। বিবৃতি : লাইপজিগের যুদ্ধ ‘জাতিসমূহের যুদ্ধ’ নামে পরিচিত।

ব্যাখ্যা : এই যুদ্ধে সমগ্র ফরাসি জাতি যোগ দেয়।

(খ) এই যুদ্ধে ফরাসি জাতির পরাজয় ঘটে।

(গ) এই যুদ্ধে ইউরোপের ১৩টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়।

উত্তর:- (গ) এই যুদ্ধে ইউরোপের ১৩টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়।

২২। বিবৃতি : নেপোলিয়ন নির্বাসন থেকে ফিরে এসে পুনরায় সিংহাসনে বসেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলেন।

(খ) নেপোলিয়ন তার হারানো ক্ষমতা ফিরে পেতে চেয়েছিলেন।

(গ) নেপোলিয়ন শেষবারের মতো ফ্রান্সের সম্রাট হতে চেয়েছিলেন।

উত্তর:- (খ) নেপোলিয়ন তার হারানো ক্ষমতা ফিরে পেতে চেয়েছিলেন।

২৩। বিবৃতি : ১৮০৭ খ্রিস্টাব্দের পর থেকে নেপোলিয়ন বিভিন্ন যুদ্ধে ক্রমাগত পরাজিত হতে থাকেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়নের সামরিক ক্ষমতা দুর্বল ছিল।

(খ) নেপোলিয়ন একইসঙ্গে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।

(গ) নেপোলিয়ন অদূরদর্শী সম্রাট ছিলেন।

উত্তর:- (খ) নেপোলিয়ন একইসঙ্গে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।

২৪। বিবৃতি : নেপোলিয়ন বিপ্লবের সন্তান ছিলেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন।

(খ) নেপোলিয়ন বিপ্লবের স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন।

(গ) নেপোলিয়ন বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ বাস্তবায়িত করেছিলেন।

উত্তর:- (গ) নেপোলিয়ন বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ বাস্তবায়িত করেছিলেন।

২৫। বিবৃতি : নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী ছিলেন।

ব্যাখ্যা : (ক) নেপোলিয়ন বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করেছিলেন।

(খ) নেপোলিয়ন বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ ধ্বংস করেছিলেন।

(গ) নেপোলিয়ন বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ধ্বংস করেছিলেন।

উত্তর:- (ক) নেপোলিয়ন বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করেছিলেন।

Leave a Comment