নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে ভুল বা ঠিক নির্ধারণ

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ। নবম শ্রেণী (তৃতীয় অধ্যায়) ঊনবিংশ শতকের ইউরোপ- রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে ভুল বা ঠিক নির্ধারণ। Class 9 History Chapter 3 Determining Error or Right.

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ (ঊনবিংশ শতকের ইউরোপ)

নবম শ্রেণী (তৃতীয় অধ্যায়) ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে ভুল বা ঠিক নির্ধারণ

শ্রেণী নবম
অধ্যায়তৃতীয় অধ্যায়
Question Typeভুল বা ঠিক নির্ধারণ
Marks1

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে ভুল বা ঠিক নির্ধারণ

১। ফরাসি বিপ্লব জাতীয়তাবাদের প্রসারে বাধার সৃষ্টি করে।

উত্তর:- ভুল, ফরাসি বিপ্লব জাতীয়তাবাদের প্রসারে সহায়তা করে।

২। ডেভিড টমসন ১৮১৫ ও ১৮৪৯ খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগকে ‘শান্তির যুগ’ বলে অভিহিত করেছেন।

উত্তর:- ভুল, ডেভিড টমসন ১৮১৫ ও ১৮৪৯ খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগকে ‘অন্তর্বিপ্লবের যুগ’ বলে অভিহিত করেছেন।

৩। নিরঙ্কুশ রাজতন্ত্র ও জাতীয়তাবাদের চূড়ান্ত লড়াইয়ে গণতন্ত্র জয় লাভ করে।

উত্তর:- ঠিক।

৪। উনিশ শতকে ইউরোপে স্বৈরাচারী রাজতন্ত্র ও জাতীয়তাবাদের মধ্যে সংঘাত দেখা দেয়।

উত্তর:- ঠিক।

৫। ন্যায্য অধিকার নীতির দ্বারা মধ্য ইটালিতে অস্ট্রিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

উত্তর:- ভুল, ন্যায্য অধিকার নীতির দ্বারা মধ্য ইটালিতে পোপের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

৬। ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ‘মেটারনিখের যুগ’ নামে পরিচিত।

উত্তর:- ঠিক।

৭। ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ গণতন্ত্র ও জাতীয়তাবাদের সমর্থক ছিলেন।

উত্তর:- ভুল, ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিরোধী ছিলেন।

৮। ক্ষতিপূরণ নীতির দ্বারা লম্বার্ডি, ভিনিশা, পোল্যান্ডের অংশবিশেষ, টারইল, ইলিরিয়া প্রভৃতি লাভ করে প্রাশিয়া।

উত্তর:- ভুল, ক্ষতিপূরণ নীতির দ্বারা লম্বার্ডি, ভিনিশা, পোল্যান্ডের অংশবিশেষ, টারইল, ইলিরিয়া প্রভৃতি লাভ করে অস্ট্রিয়া।

৯। পুরাতনতন্ত্র টিকিয়ে রাখার উদ্দেশ্যে মেটারনিখের উদ্যোগে ইউরোপীয় শক্তি-সমবায় গঠিত হয়।

উত্তর:- ঠিক।

১০। জুলাই বিপ্লবের পর বিপ্লবীরা অর্লিয় বংশীয় লুই ফিলিপকে ফ্রান্সের রাজা হিসেবে ঘোষণা করেন।

উত্তর:- ঠিক।

১১। ষোড়শ লুই-এর মৃত্যুর পর উগ্র রাজতন্ত্রী দলের নেতা কাউন্ট অব আর্টয়েস দশম চার্লস নাম গ্রহণ করে ফ্রান্সের সিংহাসনে বসেন।

উত্তর:- ভুল, অষ্টাদশ লুই-এর মৃত্যুর পর উগ্র রাজতন্ত্রী দলের নেতা কাউন্ট অব আর্টয়েস দশম চার্লস নাম গ্রহণ করে ফ্রান্সের সিংহাসনে বসেন।

১২। ইউরোপীয় শক্তি-সমবায়ের ট্রপোর ঘোষণাপত্রে বলা হয় যে, প্রজাদের সরকার পরিবর্তনের কোনো অধিকার নেই। কোনো দেশে বিপ্লব সংঘটিত হলে শক্তি-সমবায় সেখানে হস্তক্ষেপ করবে।

উত্তর:- ঠিক।

১৩। জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত রাজতন্ত্র ‘জুলাই রাজতন্ত্র’ নামে পরিচিত।

উত্তর:- ঠিক।

১৪। লুই ফিলিপ তৃতীয় নেপোলিয়ন নাম গ্রহণ করে (১৮৫২ খ্রি.) নিজেকে ‘ফরাসিদের সম্রাট’ বলে ঘোষণা করেন।

উত্তর:- ভুল, লুই নেপোলিয়ন তৃতীয় নেপোলিয়ন নাম গ্রহণ করে (১৮৫২ খ্রি.) নিজেকে ‘ফরাসিদের সম্রাট’ বলে ঘোষণা করেন।

১৫। লুই নেপোলিয়ন ১৮৫২ খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

উত্তর:- ঠিক।

১৬। প্রধানমন্ত্রী পলিগন্যাকের বাসভবনের সামনে রক্ষীদের গুলিতে ২৩ জন নিহত হন।

উত্তর:- ভুল, প্রধানমন্ত্রী গিজোর বাসভবনের সামনে রক্ষীদের গুলিতে ২৩ জন নিহত হন।

১৭। ভিয়েনা ব্যবস্থার দ্বারা ইটালিকে ৮টি রাজ্যে ভাগ করা হয়।

উত্তর:- ঠিক।

১৮। ইয়ং ইটালি দলের পতাকার একদিকে ‘গণতন্ত্র, সাম্য ও মানবতা’ এবং অন্যদিকে ‘স্বাধীনতা ও ঐক্য’ লেখা ছিল।

উত্তর:- ঠিক।

১৯। ম্যাৎসিনির আদর্শ ছিল বিদেশি সাহায্য না নিয়ে যুবকদের আত্মত্যাগের মাধ্যমে ইটালিকে ঐক্যবদ্ধ করা।

উত্তর:- ঠিক।

২০। কার্বোনারি সমিতির উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ উপায়ে বিদেশিদের অধীনতা থেকে ইটালিকে মুক্ত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

উত্তর:- ভুল, কার্বোনারি সমিতির উদ্দেশ্য ছিল গুপ্ত হত্যা ও বিপ্লবের মাধ্যমে বিদেশিদের অধীনতা থেকে ইটালিকে মুক্ত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

২১। ১৮৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও পিডমন্ট-সার্ডিনিয়ার মধ্যে জুরিখের সন্ধি স্বাক্ষরিত হয়।

উত্তর:- ঠিক।

২২। ইটালির ঐক্য আন্দোলনের প্রথম পর্বে সর্ব-জার্মানবাদ ও জোলভেরাইন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

উত্তর:- ভুল, জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম পর্বে সর্ব-জার্মানবাদ ও জোলভেরাইন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

২৩। ভিক্টর ইমান্যুয়েল নেপলস ও সিসিলির আনুগত্য দাবি করলে গ্যারিবল্ডি তার বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হন।

উত্তর:- ভুল, ভিক্টর ইমান্যুয়েল নেপলস ও সিসিলির আনুগত্য দাবি করলে গ্যারিবল্ডি রাজ্য দুটি তার হাতে তুলে দিয়ে নিজে স্বেচ্ছা নির্বাসনে চলে যান।

২৪। ক্যাভুর ফরাসি সম্রাট লুই নেপোলিয়নের সঙ্গে প্লোমবিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন।

উত্তর:- ঠিক।

২৫। বিসমার্ক প্রাশিয়ার রাজতন্ত্রের নেতৃত্বে জার্মানির ঐক্যের পরিকল্পনা করেন।

উত্তর:- ঠিক।

২৬। বিয়ারিৎসের গোপন চুক্তির দ্বারা স্থির হয় যে, আসন্ন অস্ট্রো-প্রাশিয়া যুদ্ধে ফ্রান্স নিরপেক্ষ থাকবে, বিনিময়ে ফ্রান্স জার্মানির কিছু ভূখণ্ড পাবে।

উত্তর:- ঠিক।

২৭। লন্ডন প্রোটোকল (১৮৫২ খ্রি.) দ্বারা স্থির হয় যে, শ্লেসউইগ ও হলস্টাইন নামক ডাচি দুটি ডেনমার্কের অধীনে থাকবে, তবে তারা স্বায়ত্তশাসন ভোগ করবে।

উত্তর:- ঠিক।

২৮। ১৮৬৪ খ্রিস্টাব্দের আগে শ্লেসউইগ ও হলস্টাইন নামক স্থান দুটি ডেনমার্কের অন্তর্ভুক্ত ছিল।

উত্তর:- ভুল, ১৮৬৪ খ্রিস্টাব্দের আগে শ্লেসউইগ ও হলস্টাইন নামক স্থান দুটি ডেন রাজ্যের ব্যক্তিগত সম্পত্তি হলেও তার ডেনমার্কের অন্তর্ভুক্ত ছিল না।

২৯। প্রাশীয় রাজবংশের কেউ কখনও যাতে স্পেনের সিংহাসনে না বসে সে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন এমস নামক স্থানে প্রাশীয়-রাজের সঙ্গে সাক্ষাৎ করেন।

উত্তর:- ভুল, প্রাশীয় রাজবংশের কেউ কখনও যাতে স্পেনের সিংহাসনে না বসে সে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদিত্তি এমস নামক স্থানে প্রাশীয়-রাজের সঙ্গে সাক্ষাৎ করেন।

৩০। কুচুক কাইনারজির সন্ধি ও জারিস চুক্তি রাশিয়া ও প্রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।

উত্তর:- ভুল, কুচুক কাইনারজির সন্ধি ও জারিস চুক্তি রাশিয়া ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়।

৩১। তুর্কি ভাষায় ‘বলকান’ শব্দের অর্থ হল ‘নদী’।

উত্তর:- ভুল, তুর্কি ভাষায় ‘বলকান’ শব্দের অর্থ হল পর্বত।

৩২। সেডানের যুদ্ধের পর ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

উত্তর:- ঠিক।

৩৩। বিসমার্কের সভাপতিত্বে বার্লিন চুক্তি (১৮৭৮ খ্রি.) বলকান সমস্যা সমাধানের চেষ্টা করে।

উত্তর:- ঠিক।

৩৪। রাশিয়া গ্রিসের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করতে ইচ্ছুক থাকলেও মেটারনিখের চাপে তা করতে পারে নি।

উত্তর:- ঠিক।

৩৫। রাশিয়ার মুক্ত ভূমিদাসরা বিনা ক্ষতিপূরণে তাদের প্রভুর জমির অর্ধাংশ লাভ করে।

উত্তর:- ভুল, রাশিয়ার মুক্ত ভূমিদাসরা প্রভুর যে জমির অর্ধাংশ পায় তার ক্ষতিপূরণ আপাতত সরকার করলেও কৃষকরা ৪৯ বছরের কিস্তিতে বার্ষিক ৬.৫ শতাংশ সুদে তা সরকারকে মিটিয়ে দেয়।

Leave a Comment