নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (তৃতীয় অধ্যায়) ঊনবিংশ শতকের ইউরোপ- রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে MCQ প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 3 mcq question answers. 

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর (ঊনবিংশ শতকের ইউরোপ)

নবম শ্রেণী (তৃতীয় অধ্যায়) ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে MCQ প্রশ্ন উত্তর

শ্রেণী নবম
অধ্যায়তৃতীয় অধ্যায়
Question TypeMCQ প্রশ্ন উত্তর
Marks1

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন (MCQ প্রশ্ন উত্তর)

১। প্রথম কোন দেশে জাতীয়তাবাদ সর্বাধিক তীব্র হয়?

  • (ক) ইটালি
  • (খ) ফ্রান্স
  • (গ) রাশিয়া
  • (ঘ) জার্মানি

উত্তর:- (খ) ফ্রান্স।

২। ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন –

  • (ক) মেটারনিখ
  • (খ) তালিরঁ
  • (গ) প্রথম আলেকজান্ডার
  • (ঘ) ক্যাসালরি

উত্তর:- (ক) মেটারনিখ।

৩। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় –

  • (ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮০৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮১২ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে

উত্তর:- (ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দে।

৪। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন –

  • (ক) লুই ফিলিপ
  • (খ) লুই নেপোলিয়ন
  • (গ) নেপোলিয়ন বোনাপার্ট
  • (ঘ) তৃতীয় নেপোলিয়ন

উত্তর:- (গ) নেপোলিয়ন বোনাপার্ট।

৫। কূটনীতির যাদুকর বলা হয় –

  • (ক) বিসমার্ককে
  • (খ) মেটারনিখকে
  • (গ)  নেপোলিনয়কে
  • (ঘ) কাভুরকে

উত্তর:- (খ) মেটারনিখকে।

৬। ক্ষতিপূরণ নীতির দ্বারা স্যাক্সনির উত্তরাংশ, পোজেন, থর্ন, ডানজিগ প্রভৃতি লাভ করে –

  • (ক) রাশিয়া
  • (খ) প্রাশিয়া
  • (গ) অস্ট্রিয়া
  • (ঘ) ইংল্যান্ড

উত্তর:- (খ) প্রাশিয়া।

৭। ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় –

  • (ক) পঞ্চদশ লুইকে
  • (খ) সপ্তদশ লুইকে
  • (গ) ষোড়শ লুইকে
  • (ঘ) অষ্টাদশ লুইকে

উত্তর:- (ঘ) অষ্টাদশ লুইকে।

৮। ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন –

  • (ক) নেপোলিয়ন
  • (খ) অষ্টাদশ লুই
  • (গ) দশম চার্লস
  • (ঘ) তালিরঁ

উত্তর:- (ঘ) তালিরঁ।

৯। শক্তিসাম্য নীতির দ্বারা কোন্ দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয় ?

  • (ক) প্রাশিয়ার
  • (খ) অস্ট্রিয়ার
  • (গ) ফ্রান্সের
  • (ঘ) রাশিয়ার

উত্তর:- (গ) ফ্রান্সের।

১০। ইউরোপের শক্তি-সমবায় প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৮০১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮২০ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে।

১১। “রাজত্ব করুন, কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না” –এটি কার উক্তি?

  • (ক) লুই ফিলিপের
  • (খ) লুই নেপোলিয়নের
  • (গ) নেপোলিয়নের
  • (ঘ) মেটারনিখের

উত্তর:- (ঘ) মেটারনিখের।

১২। কে নিজেকে ‘নেপোলিয়ন-বিজেতা’ বলে দাবি করতেন?

  • (ক) মেটারনিখ
  • (খ) প্রথম আলেকজান্ডার
  • (গ) ক্যাসালরি
  • (ঘ) পোপ

উত্তর:- (ক) মেটারনিখ।

১৩। শক্তি সমবায়ের মোট কটি অধিবেশন বসে?

  • (ক) ২ টি
  • (খ) ৩ টি
  • (গ) ৪ টি
  • (ঘ) ৫ টি

উত্তর:- (ঘ) ৫ টি।

১৪। জুলাই অর্ডিন্যান্সে দমনমূলক বিধির সংখ্যা ছিল –

  • (ক) ৪ টি
  • (খ) ৫ টি
  • (গ) ৬ টি
  • (ঘ) ৭ টি

উত্তর:- (ক) ৪ টি।

১৫। ট্রপোর বৈঠক অনুষ্ঠিত হয় –

  • (ক) ১৮০১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮২০ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮২০ খ্রিস্টাব্দে।

১৬। কার্লসবাড ডিক্রি ঘোষিত হয় –

  • (ক) ১৮১৫ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮১৯ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮২৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮১৯ খ্রিস্টাব্দে।

১৭। কোন্ বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত ?

  • (ক) ফরাসি বিপ্লব
  • (খ) জুলাই বিপ্লব
  • (গ) ফেব্রুয়ারি বিপ্লব
  • (ঘ) নভেম্বর বিপ্লব

উত্তর:- (খ) জুলাই বিপ্লব।

১৮। জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে –

  • (ক) ১৮২৪ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৩০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৪৮ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৫২ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৪৮ খ্রিস্টাব্দে।

১৯। ফ্রান্সের সর্বশেষ বুরবোঁ রাজা ছিলেন –

  • (ক) ষোড়শ লুই
  • (খ) অষ্টাদশ লুই
  • (গ) দশম চার্লস
  • (ঘ) লুই ফিলিপ

উত্তর:- (খ) অষ্টাদশ লুই।

২০। জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন –

  • (ক) দশম চার্লস
  • (খ) লুই ফিলিপ
  • (গ) অষ্টাদশ লুই
  • (ঘ) লুই নেপোলিয়ন

উত্তর:- (ক) দশম চার্লস।

২১। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন –

  • (ক) তৃতীয় নেপোলিয়ন
  • (খ) লুই ফিলিপ
  • (গ) দশম চার্লস
  • (ঘ) লুই নেপোলিয়ন

উত্তর:- (খ) লুই ফিলিপ।

২২। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে চার বছরের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হন –

  • (ক) লুই নেপোলিয়ন
  • (খ) থিয়ার্স
  • (গ) মার্টিন
  • (ঘ) লা-মার্টিন

উত্তর:- (ক) লুই নেপোলিয়ন।

২৩। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন –

  • (ক) লা-মার্টিন
  • (খ) মার্টিন
  • (গ) থিয়ার্স
  • (ঘ) লুই নেপোলিয়ন

উত্তর:- (ক) লা-মার্টিন।

২৪। কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন ?

  • (ক) ২১ ফেব্রুয়ারি
  • (খ) ২২ ফেব্রুয়ারি
  • (গ) ২৩ ফেব্রুয়ারি
  • (ঘ) ২৪ ফেব্রুয়ারি

উত্তর:- (ঘ) ২৪ ফেব্রুয়ারি।

২৫। ঐক্যবদ্ধ হওয়ার আগে উত্তর ইটালি কার অধীনে ছিল ?

  • (ক) রাশিয়ার
  • (খ) ইংল্যান্ডের
  • (গ) অস্ট্রিয়ার
  • (ঘ) প্রাশিয়ার

উত্তর:- (গ) অস্ট্রিয়ার।

২৬। ইটালির ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা ছিল –

  • (ক) ইংল্যান্ড
  • (খ) অস্ট্রিয়া
  • (গ) প্রাশিয়া
  • (ঘ) রাশিয়া

উত্তর:- (খ) অস্ট্রিয়া।

২৭। কার্বোনারির উদ্যোগে ও সান্তা রোসা-র নেতৃত্বে ১৮২১ খ্রিস্টাব্দে বিদ্রোহ হয় –

  • (ক) পিডমন্টে
  • (খ) লম্বাৰ্ডিতে
  • (গ) সিসিলিতে
  • (ঘ) নেপলস-এ

উত্তর:- (ক) পিডমন্টে।

২৮। কার্বোনারির উদ্যোগে ও জেনারেল পেপ-এর নেতৃত্বে ১৮২০ খ্রিস্টাব্দে বিদ্রোহ হয় –

  • (ক) পিডমন্টে
  • (খ) লম্বাৰ্ডিতে
  • (গ) নেপলস-এ
  • (ঘ) সিসিলিতে

উত্তর:- (গ) নেপলস-এ।

২৯। ম্যাৎসিনি প্রথম জীবনে কোন্ সংগঠনে যোগ দেন?

  • (ক) ফেডারিটি
  • (খ) গুয়েলফি
  • (গ) ইয়ং ইটালি
  • (ঘ) কার্বোনারি

উত্তর:- (ঘ) কার্বোনারি।

৩০। নেপলস ও সিসিলি জয় করেন –

  • (ক) গ্যারিবল্ডি
  • (খ) ম্যাৎসিনি
  • (গ) ভিক্টর ইমান্যুয়েল
  • (ঘ) কাভুর

উত্তর:- (ক) গ্যারিবল্ডি।

৩১। ইটালির ঐক্যের প্রথম সোপান ছিল –

  • (ক) লম্বার্ডি
  • (খ) রোম
  • (গ) ভেনিস
  • (ঘ) সিসিলি

উত্তর:- (ক) লম্বার্ডি।

৩২। ইটালির ঐক্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল –

  • (ক) লম্বার্ডি
  • (খ) ভেনিস
  • (গ) পিডমন্ট-সার্ডিনিয়া
  • (ঘ) রোম

উত্তর:- (গ) পিডমন্ট-সার্ডিনিয়া।

৩৩। গ্যারিবল্ডির অনুগামীরা কী নামে পরিচিত ?

  • (ক) লালকোর্তা
  • (খ) ব্ল্যাক শার্ট
  • (গ) হোয়াইট হাউস
  • (ঘ) গেস্টাপো

উত্তর:- (ক) লালকোর্তা।

৩৪। ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট বসেছিল –

  • (ক) জার্মানিতে
  • (খ) অস্ট্রিয়ায়
  • (গ) রাশিয়ায়
  • (ঘ) ব্রিটেনে

উত্তর:- (ক) জার্মানিতে।

৩৫। ভিয়েনা ব্যবস্থার মাধ্যমে জার্মান রাজ্যগুলিতে কার আধিপত্য প্রতিষ্ঠিত হয় ?

  • (ক) ব্রিটেনের
  • (খ) রাশিয়ার
  • (গ) প্রাশিয়ার
  • (ঘ) অস্ট্রিয়ার

উত্তর:- (ঘ) অস্ট্রিয়ার।

৩৬। নেপোলিয়ন জার্মানিতে কতগুলি রাজ্য গড়ে তোলেন?

  • (ক) ৮ টি
  • (খ) ২২ টি
  • (গ) ৩৯ টি
  • (ঘ) ৩০০ টি

উত্তর:- (গ) ৩৯ টি।

৩৭। কে ‘রক্ত ও লৌহ নীতি’ গ্রহণ করেন?

  • (ক) ম্যাৎসিনি
  • (খ) বিসমার্ক
  • (গ) ক্যাভুর
  • (ঘ) গ্যারিবল্ডি

উত্তর:- (খ) বিসমার্ক।

৩৮। কোন সন্ধির দ্বারা স্যাডোয়ার যুদ্ধের অবসান ঘটে ?

  • (ক) প্লোমবিয়ের্সের
  • (খ) ভিল্লাফ্রাঙ্কার
  • (গ) প্রাগের
  • (ঘ) লণ্ডন

উত্তর:- (গ) প্রাগের।

৩৯। কোন্ চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ?

  • (ক) ভিল্লাফ্রাঙ্কার
  • (খ) প্লোমবিয়ের্সের
  • (গ) প্রাগের
  • (ঘ) গ্যাস্টিনের

উত্তর:- (ঘ) গ্যাস্টিনের।

৪০। জার্মানির ঐক্যের প্রয়োজনে বিসমার্ককে কটি যুদ্ধ করতে হয় ?

  • (ক) ৩ টি
  • (খ) ৪ টি
  • (গ) ৫ টি
  • (ঘ) ৬ টি

উত্তর:- (ক) ৩ টি।

৪১। স্যাডোয়ার যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় –

  • (ক) উত্তর জার্মানি
  • (খ) দক্ষিণ জার্মানি
  • (গ) উত্তর ইটালি
  • (ঘ) দক্ষিণ ইটালি

উত্তর:- (ক) উত্তর জার্মানি।

৪২। এমস টেলিগ্রামটি সংবাদপত্রে প্রকাশ করেন –

  • (ক) কাউন্ট বেনেদেত্তি
  • (খ) প্রথম উইলিয়াম
  • (গ) বিসমার্ক
  • (ঘ) তৃতীয় নেপোলিয়ন

উত্তর:- (গ) বিসমার্ক।

৪৩। কোন সন্ধির দ্বারা প্রাশিয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয়?

  • (ক) জুরিখের
  • (খ) প্রাগের
  • (গ) লন্ডনের
  • (ঘ) ফ্রাঙ্কফার্টের

উত্তর:- (ঘ) ফ্রাঙ্কফার্টের।

৪৪। সেডানের যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় –

  • (ক) উত্তর জার্মানি
  • (খ) দক্ষিণ জার্মানি
  • (গ) দক্ষিণ ইটালি
  • (ঘ) উত্তর ইটালি

উত্তর:- (খ) দক্ষিণ জার্মানি।

৪৫। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় –

  • (ক) তুরস্ককে
  • (খ) বলকান অঞ্চলকে
  • (গ) গ্রিসকে
  • (ঘ) মিশরকে

উত্তর:- (ক) তুরস্ককে।

৪৬। তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া দখল করে নেয় –

  • (ক) জার্মানি
  • (খ) রাশিয়া
  • (গ) ফ্রান্স
  • (ঘ) ইটালি

উত্তর:- (খ) রাশিয়া।

৪৭। বলকান অঞ্চলে ‘উষ্ণজল নীতি’ গ্রহণ করে –

  • (ক) ইংল্যান্ড
  • (খ) তুরস্ক
  • (গ) ফ্রান্স
  • (ঘ) রাশিয়া

উত্তর:- (ঘ) রাশিয়া।

৪৮। গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল –

  • (ক) জোলভেরাইন
  • (খ) ইয়ং ইটালি
  • (গ) হেটাইরিয়া ফিলিকে
  • (ঘ) কার্বোনারি

উত্তর:- (গ) হেটাইরিয়া ফিলিকে।

৪৯। ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ ছিল –

  • (ক) রাশিয়া
  • (খ) ফ্রান্স
  • (গ) পিডমন্ট
  • (ঘ) ইংল্যান্ড

উত্তর:- (ক) রাশিয়া।

৫০। তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলে আগ্রাসন চালায় –

  • (ক) ইংল্যান্ড
  • (খ) রাশিয়া
  • (গ) অস্ট্রিয়া
  • (ঘ) জার্মানি

উত্তর:- (খ) রাশিয়া।

Leave a Comment