২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (চতুর্থ অধ্যায়) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে MCQ প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 4 mcq question answers. 

নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর (শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ)

নবম শ্রেণী (চতুর্থ অধ্যায়) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে MCQ প্রশ্ন উত্তর

শ্রেণী নবম
অধ্যায়চতুর্থ অধ্যায়
Question TypeMCQ প্রশ্ন উত্তর
Marks1

নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন (MCQ প্রশ্ন উত্তর)

১। ‘শিল্পবিপ্লব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন –

  • (ক) অগাস্ত ব্লাঙ্কি
  • (খ) লুই ব্লাঁ
  • (গ) আর্নল্ড টয়েনবি
  • (ঘ) ফিলিস ডিন

উত্তর:- (ক) অগাস্ত ব্লাঙ্কি।

২। ফ্লাইং শাটল আবিষ্কার করেন –

  • (ক) ক্রম্পটন
  • (খ) আব্রাহাম ডারবি
  • (গ) জন কে
  • (ঘ) জেমস ওয়াট

উত্তর:- (গ) জন কে।

৩। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন –

  • (ক) জন কে
  • (খ) কার্টরাইট
  • (গ) হারগ্রিস
  • (ঘ) আর্করাইট

উত্তর:- (ঘ) আর্করাইট।

৪। শিল্পবিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয় –

  • (ক)  ফ্রান্সে
  • (খ) ইংল্যান্ডে
  • (গ) রাশিয়ায়
  • (ঘ) জার্মানিতে

উত্তর:- (খ) ইংল্যান্ডে।

৫। ফ্রান্সের শিল্পায়নে প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা নেন –

  • (ক) ক্যালোন
  • (খ) ক্যাভিগন্যাক
  • (গ) পলিগন্যাক
  • (ঘ) ব্রিয়াঁ

উত্তর:- (ক) ক্যালোন।

৬। ‘ফ্যাক্টরি প্রথা’ বলতে বোঝায় –

  • (ক) ঔপনিবেশিক বাজার দখল
  • (খ) শ্রমবিভাজন
  • (গ) বৃহৎ কলকারখানার প্রতিষ্ঠা
  • (ঘ) মূলধন বিনিয়োগ

উত্তর:- (গ) বৃহৎ কলকারখানার প্রতিষ্ঠা।

৭। ইংল্যান্ডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার স্বীকৃত হয় –

  • (ক) ১৮৬১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৭১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৭১ খ্রিস্টাব্দে।

৮। ‘জোলভেরাইন’ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিল –

  • (ক) স্যাক্সনি
  • (খ) অস্ট্রিয়া
  • (গ) ব্যাভেরিয়া
  • (ঘ) প্রাশিয়া

উত্তর:- (ঘ) প্রাশিয়া।

৯। ‘শ্রমিকশ্রেণি’ কথাটি প্রথম ব্যবহৃত হয় –

  • (ক) ১৮১৫ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮২৫ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৮১৫ খ্রিস্টাব্দে।

১০। ব্রিটিশ সরকার শ্রমিক-শোষণমূলক ‘কম্বিনেশন আইন’ বাতিল করে –

  • (ক) ১৮২৪ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮২৮ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৩২ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৮২৪ খ্রিস্টাব্দে।

১১। ‘কম্বলধারীদের অভিযান’ কোন্ দেশে হয়?

  • (ক) রাশিয়ায়
  • (খ) ইংল্যান্ডে
  • (গ) জার্মানিতে
  • (ঘ) ফ্রান্সে

উত্তর:- (খ) ইংল্যান্ডে।

১২. কোন্ দেশে লুডাইট দাঙ্গা শুরু হয় ?

  • (ক) রাশিয়ায়
  • (খ) জার্মানিতে
  • (গ) ফ্রান্সে
  • (ঘ) ইংল্যান্ডে

উত্তর:- (ঘ) ইংল্যান্ডে।

১৩। শ্রমিকসহ ইংল্যান্ডের অধিকাংশ মানুষ ভোটাধিকার লাভ করে –

  • (ক) ১৮৬১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৭১ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

১৪। জাতীয় কর্মশালা’ বা ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ফ্রান্সে
  • (খ) ইংল্যান্ডে
  • (গ) জার্মানিতে
  • (ঘ) বেলজিয়ামে

উত্তর:- (ক) ফ্রান্সে।

১৫। ‘অর্গানাইজেশন অব লেবার’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) ফিশার
  • (খ) আর্নল্ড টয়েনবি
  • (গ) অগাস্ত ব্লাঙ্কি
  • (ঘ) লুই ব্লাঁ

উত্তর:- (ঘ) লুই ব্লাঁ।

১৬। রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় –

  • (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৭১ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৮১ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৬১ খ্রিস্টাব্দে।

১৭। ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন –

  • (ক) শার্ল ফুরিয়ের
  • (খ) সাঁ সিমোঁ
  • (গ) রবার্ট ওয়েন
  • (ঘ) আর্নল্ড টয়েনবি

উত্তর:- (গ) রবার্ট ওয়েন।

১৮। ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি প্রকাশিত হয় –

  • (ক) ১৮৪৮ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

১৯। কার্ল মার্কস ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ গ্রন্থটি প্রকাশ করেন –

  • (ক) ১৮৪৮ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৮৪৮ খ্রিস্টাব্দে।

২০। সমাজতন্ত্রবাদ’ কথাটি সর্বপ্রথম প্রচলন করেন –

  • (ক) আর্নল্ড টয়েনবি
  • (খ) শার্ল ফুরিয়ের
  • (গ) রবার্ট আওয়েন
  • (ঘ) সাঁ সিমোঁ

উত্তর:- (গ) রবার্ট আওয়েন।

২১। মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের শ্রেণিসংগ্রামের কথা বলেছেন –

  • (ক) শার্ল ফুরিয়ের
  • (খ) কার্ল মার্কস
  • (গ) সাঁ সিমোঁ
  • (ঘ) রবার্ট আওয়েন

উত্তর:- (খ) কার্ল মার্কস।

২২। ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বা ‘সাদা চামড়ার দায়বদ্ধতা’ (হোয়াইট মেস বার্ডেন) কবিতার লেখক –

  • (ক) জুলে ফেরি
  • (খ) গ্যামবেটা
  • (গ) সিলি
  • (ঘ) রুডইয়ার্ড কিপলিং

উত্তর:- (ঘ) রুডইয়ার্ড কিপলিং।

২৩। ‘সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) লেনিন
  • (খ) হবসন
  • (গ) কার্ল মার্কস
  • (ঘ) রবার্ট আওয়েন

উত্তর:- (ক) লেনিন।

২৪। সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন –

  • (ক) রবার্ট আওয়েন
  • (খ) সাঁ সিমোঁ
  • (গ) কার্ল মার্কস
  • (ঘ) শার্ল ফুরিয়ের

উত্তর:- (গ) কার্ল মার্কস।

২৫। আফ্রিকা মহাদেশে সর্ববৃহৎ ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল –

  • (ক) ফ্রান্সের
  • (খ) ইংল্যান্ডের
  • (গ) জার্মানির
  • (ঘ) পোর্তুগালের

উত্তর:- (খ) ইংল্যান্ডের।

২৬। দ্বিতীয় অহিফেন যুদ্ধে চিনের প্রতিপক্ষ ছিল –

  • (ক) রাশিয়া ও জাপান
  • (খ) ফ্রান্স ও রাশিয়া
  • (গ) ফ্রান্স ও জার্মানি
  • (ঘ) ইংল্যান্ড ও ফ্রান্স

উত্তর:- (ঘ) ইংল্যান্ড ও ফ্রান্স।

২৭। প্রথম অহিফেন যুদ্ধে চিনের প্রতিপক্ষ ছিল –

  • (ক) রাশিয়া
  • (খ) ফ্রান্স
  • (গ) ইংল্যান্ড
  • (ঘ) জার্মানি
  • উত্তর:- (গ) ইংল্যান্ড।

২৮। হবসনের ‘সাম্রাজ্যবাদ: একটি সমীক্ষা’ গ্রন্থটি প্রকাশিত হয় –

  • (ক) ১৯০২ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯১৬ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯১২ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৯০২ খ্রিস্টাব্দে।

২৯। চিনের ইয়াংসি উপত্যকায় কোন্ দেশের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ?

  • (ক) রাশিয়ার
  • (খ) জার্মানির
  • (গ) ইংল্যান্ডের
  • (ঘ) ফ্রান্সের

উত্তর:- (গ) ইংল্যান্ডের।

৩০। সুয়েজ খাল খনন করে –

  • (ক) স্পেন
  • (খ) ইংল্যান্ড
  • (গ) ফ্রান্স
  • (ঘ) জার্মানি

উত্তর:- (গ) ফ্রান্স।

৩১। ফরাসি ইন্দোচিন গঠিত হয় –

  • (ক) ১৮৭৭ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৮০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৮৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৮৭ খ্রিস্টাব্দে।

৩২। চিনের শাংটুং প্রদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে –

  • (ক) জার্মানি
  • (খ) রাশিয়া
  • (গ) ইংল্যান্ড
  • (ঘ) ফ্রান্স

উত্তর:- (ক) জার্মানি।

৩৩। ‘কঙ্গো ফ্রি স্টেট’ গঠন করে –

  • (ক) জার্মানি
  • (খ) ফ্রান্স
  • (গ) ইংল্যান্ড
  • (ঘ) বেলজিয়াম

উত্তর:- (ঘ) বেলজিয়াম।

৩৪। আফ্রিকার অভ্যন্তরভাগ সম্পর্কে প্রথম সর্বাধিক তথ্য সংগ্রহ করে –

  • (ক) জার্মানি
  • (খ) বেলজিয়াম
  • (গ) ইংল্যান্ড
  • (ঘ) ফ্রান্স

উত্তর:- (খ) বেলজিয়াম।

৩৫। কোন্ ঘটনাকে কেন্দ্র করে ১৯১৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় ?

  • (ক) বলকান সংকট
  • (খ) মরক্কো সংকট
  • (গ) সেরাজেভোর হত্যাকাণ্ড
  • (ঘ) সেডানের যুদ্ধ

উত্তর:- (গ) সেরাজেভোর হত্যাকাণ্ড।

Leave a Comment