নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় হতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (চতুর্থ অধ্যায়) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 4 Short Question Answers.
নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় হতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ)
নবম শ্রেণী (চতুর্থ অধ্যায়) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
শ্রেণী | নবম |
অধ্যায় | চতুর্থ অধ্যায় |
Question Type | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
Marks | 2 |
নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১। শিল্প বিপ্লব বলতে কি বোঝায়?
উত্তর:- কোনে ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণভাবে বিপ্লব বলা হয়। আর শিল্প বিপ্লব হল শিল্পের ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তন। ওস্তাদের সাথে কি দ্বিতীয়ার্ধে দৈহিক সমীর পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শিল্পের ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি ঘটেছিল তা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত।
২। ইংল্যান্ডে কবে শিল্পবিপ্লবের ‘উড়ান’ বা উড্ডয়ন ঘটে?
উত্তর:- শিল্পবিপ্লবের সূচনাকালকে সাধারণত শিল্পবিপ্লবের ‘উড়ান’বা ‘উড্ডয়ন’বলা হয়। ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনাকাল নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে ১৭৬০ থেকে ১৭৮০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনা হয়।
৩। ফ্যাক্টরি প্রথা’ কী?
উত্তর:- শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্পকারখানা গড়ে ওঠে। এই সব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানাভিত্তিক এই ব্যবস্থা ‘ফ্যাক্টরি প্রথা’ নামে পরিচিত।
৪। ঘেটো কী?
উত্তর:- শহরের কোনো নির্দিষ্ট অঞ্চল যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে, তাকে ঘেটো বলা হয়। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহার করা হয়। পরবর্তীতে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়।
৫। শ্রমবিভাজন নীতি বলতে কী বোঝায় ?
উত্তর:- ইউরোপে শিল্পবিপ্লব সংঘটনের পর শিল্পকারখানাগুলির উৎপাদন ক্ষেত্রে এক-একজন শ্রমিক কোনো কাজের এক-একটি অংশ তৈরিতে নিযুক্ত থাকত। এটিই ‘শ্রমবিভাজন নীতি’ নামে পরিচিত।
৬। লুডাইট দাঙ্গা’ কী?
উত্তর:- ইংল্যান্ডের শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু মনে করতে থাকে। এই মেশিনগুলিই তাদের দুর্দশার কারণ। এজন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডে ১৮১১-১৮১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই মেশিন ভাঙার আন্দোলন ‘লুডাইট দাঙ্গা’ নামে পরিচিত।
৭। ‘কম্বলধারীদের অভিযান’ কী?
উত্তর:- ‘হেবিয়াস করপাস’ আইনের দ্বারা ব্রিটিশ সরকার শ্রমিকদের সভাসমিতি নিষিদ্ধ করলে ১৮১৯ খ্রিস্টাব্দে প্রায় ৫০ হাজার শ্রমিক এর প্রতিবাদে ম্যাঞ্চেস্টারের সেন্ট পিটারের ময়দানে সমবেত হয়। শীতকালীন এই জমায়েতে প্রতিবাদী শ্রমিকরা সঙ্গে কম্বল নিয়ে এসেছিল। তাই এই সভা ‘কম্বলধারীদের অভিযান’ নামে পরিচিত।
৮। ‘পিটারলু-র হত্যাকাণ্ড’ কী?
উত্তর:- ‘হেবিয়াস করপাস’ আইনের দ্বারা ব্রিটিশ সরকার শ্রমিকদের সভাসমিতি নিষিদ্ধ করলে প্রায় ৫০ হাজার শ্রমিক এর প্রতিবাদে ম্যাঞ্চেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে ১১ জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা ‘পিটারলু-র হত্যাকাণ্ড’ নামে পরিচিত।
৯। ‘জনগণের সনদ’ কী ?
উত্তর:- চার্টিস্ট আন্দোলনকারীরা যে সব দাবিপত্র প্রচার করে সেগুলি ‘জনগণের সনদ’ নামে পরিচিত। এই সনদের দাবিগুলি ছিল প্রতিবছর পার্লামেন্টের নির্বাচন, সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকারের নীতি বাতিল, গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন, সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি প্রভৃতি।
১০। প্যারি কমিউন কী ?
উত্তর:- ফ্রান্সের প্যারিস শহরের বিপ্লবী শ্রমিকরা ১৮৭১ খ্রিস্টাব্দে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তুলে প্যারিসের শাসনক্ষমতা দখল করে নেয়। এই কমিউন প্রায় ২ মাস প্যারিসের শাসনক্ষমতা পরিচালনা করে।
১১। রক্তাক্ত মে সপ্তাহ’ কী?
উত্তর:- ফ্রান্সের শ্রমিকরা প্যারিসের শাসন পরিচালনার জন্য ১৮৭১ খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠন করলে সরকারি সেনাবাহিনী এক সপ্তাহ (২২-২৯ মে, ১৮৭১ খ্রি.) শ্রমিকদের ওপর নির্মম হত্যালীলা চালায়। এই ঘটনা ‘রক্তাক্ত মে সপ্তাহ’ নামে পরিচিত।
১২। কাদের কল্পনাবিলাসী (স্বপ্নবিলাসী) বা ‘ইউটোপিয়ান’ সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়?
উত্তর:- রবার্ট আওয়েন, শার্ল ফুরিয়ের, সাঁ সিমোঁ, লুই ব্লাঁ, প্রুধোঁ প্রমুখ আদি পর্বের সমাজতন্ত্রীদের কল্পনাবিলাসী বা ‘ইউটোপিয়ান’ সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়।
১৩। বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন কোনটি ? এটি কবে, কার উদ্যোগে গড়ে ওঠে?
উত্তর:- বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন হল ‘কমিউনিস্ট লিগ’। ১৮৪৭ খ্রিস্টাব্দে কার্ল মার্কসের উদ্যোগে কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠিত হয় ।
১৪। নব্য সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ কী ?
উত্তর:- ১৮৭০ খ্রিস্টাব্দের পরবর্তীকালে ইউরোপের শিল্পোন্নত জাতিগুলি পণ্য বিক্রি এবং কাঁচামাল সংগ্রহের জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে আধিপত্য প্রতিষ্ঠা করে। এই ঘটনা নব্য সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ নামে পরিচিত।
১৫। চিনা তরমুজের খণ্ডীকরণ বলতে কী বোঝ ? অথবা, চিনের কোন্ কোন্ অংশে বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- বিভিন্ন বিদেশি শক্তি চিনের বিভিন্ন অংশ দখল করে অর্থাৎ তরমুজের মতো খণ্ড খণ্ড করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ফ্রান্স চিনের অভ্যন্তরভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়। ইংল্যান্ড ওয়াইহ্যাওয়ে, রাশিয়া লিয়াও-টুং উপদ্বীপ ও পোর্ট আর্থার বন্দর এবং জার্মানি কিয়াওচাও বন্দর ও শাংটুং প্রদেশ দখল করে। ঐতিহাসিক ভিনাক এই ঘটনাকে ‘চিনা তরমুজের খণ্ডীকরণ’ বলে অভিহিত করেছেন।
১৬। ‘মুক্তদ্বার নীতি’ কী?
অথবা, মুক্তদ্বার নীতি কী উদ্দেশ্যে কে ঘোষণা করেন?
উত্তর:- ঊনবিংশ শতকের মধ্যে চিনের বিভিন্ন অংশে ইউরোপীয় শক্তিগুলির আধিপত্য প্রতিষ্ঠিত হলে আমেরিকা আশঙ্কিত হয় যে, তাদের হয়তো চিনে বাণিজ্য করার আর সুযোগ থাকবে না। এই উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেন।
১৭। সম্পদের নির্গমন’ বলতে কী বোঝ ? | অথবা, ‘পলাশির লুণ্ঠন’ কী?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বাংলার বিপুল পরিমাণ অর্থসম্পদ বিলেতে নিয়ে যায়। এই ঘটনা ‘সম্পদের নির্গমন’ নামে পরিচিত। ঐতিহাসিক ব্রুক্স অ্যাডামস এই ঘটনাকে ‘পলাশির লুণ্ঠন’ বলে অভিহিত করেছেন।
১৮। তিন সম্রাটের চুক্তি কী?
উত্তর:- বিসমার্ক কূটনৈতিক ক্ষেত্রে তার শত্রু ফ্রান্সকে মিত্রহীন রাখা এবং জার্মানির নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে ১৮৭৩ খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে এক মিত্রজোট গড়ে তোলেন। এটি তিন সম্রাটের চুক্তি বা ‘ড্রেইকাইজারবুন্ড’ নামে পরিচিত।
১৯। জার্মানির ‘ওয়েল্ট পলিটিক’ বা ‘বিশ্বরাজনীতি’ বলতে কী বোঝ ?
উত্তর:- জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বরাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ ও হস্তক্ষেপের নীতি গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি নৌশক্তি বৃদ্ধি, উপনিবেশ দখল প্রভৃতির মাধ্যমে জার্মানির শক্তিবৃদ্ধির উদ্যোগ নেন। কাইজারের এই সক্রিয় নীতি ‘ওয়েল্ট পলিটিক’ নামে পরিচিত।
২০। কারা, কী উদ্দেশ্যে বলকান লিগ গঠন করে ?
উত্তর:- তুর্কি সুলতানের অত্যাচার থেকে জাতীয়তাবাদী বলকানদের রক্ষা করার উদ্দেশ্যে গ্রিস, সার্বিয়া, মন্টিনেগ্রো ও বুলগেরিয়া ১৯১২ খ্রিস্টাব্দে বলকান লিগ গঠন করে।
২১। সেরাজেভোর হত্যাকাণ্ড কী?
উত্তর:- ১৯১৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহর পরিভ্রমণে এলে ২৮ জুন সন্ত্রাসবাদী সংগঠন ‘ব্ল্যাক হ্যান্ড’ বা ‘ইউনিয়ন অব ডেথ’-এর সদস্য ন্যাভরিলো প্রিন্সেপ নামে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। এই ঘটনা ‘সেরাজেভোর হত্যাকাণ্ড’ নামে পরিচিত।