নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে শূন্যস্থান পূরণ। নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে শূন্যস্থান পূরণ। Class 9 History Chapter 5 Fill in the Blank question answers.
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে শূন্যস্থান পূরণ (বিশ শতকে ইউরোপ)
নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে শূন্যস্থান পূরণ
শ্রেণী | নবম |
অধ্যায় | পঞ্চম অধ্যায় |
Question Type | শূন্যস্থান পূরণ |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ করো
১। রাশিয়ায় প্রথম ‘জার’ উপাধি গ্রহণ করেন — ।
- (ক) চতুর্থ আইভান
- (খ) মিখাইল রোমানভ
- (গ) পিটার দ্য গ্রেট
- (ঘ) দ্বিতীয় ক্যাথারিন
উত্তর:- (ক) চতুর্থ আইভান।
২। ১৮৫৭ খ্রিস্টাব্দে — ভূমিদাসদের মুক্তি দেওয়া হয়।
- (ক) সাইবেরিয়ার
- (খ) এস্তোনিয়ার
- (গ) লাতভিয়ার
- (ঘ) লিথুয়ানিয়ার
উত্তর:- (ঘ) লিথুয়ানিয়ার।
৩। — খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথার বিলোপ ঘটে।
- (ক) ১৮২৫
- (খ) ১৮৫৫
- (গ) ১৮৬১
- (ঘ) ১৮৮১
উত্তর:- (গ) ১৮৬১।
৪। রাশিয়ার আইনসভার নাম ছিল — ।
- (ক) পার্লামেন্ট
- (খ) ডুমা
- (গ) করটেস
- (ঘ) রাইখস্ট্যাড
উত্তর:- (খ) ডুমা।
৫। — কে ‘মুক্তিদাতা জার’ বলা হয়।
- (ক) প্রথম আলেকজান্ডার
- (খ) দ্বিতীয় আলেকজান্ডার
- (গ) প্রথম নিকোলাস
- (ঘ) দ্বিতীয় নিকোলাস
উত্তর:- (খ) দ্বিতীয় আলেকজান্ডার।
৬। রুশ জার — বোমার আঘাতে নিহত হন।
- (ক) প্রথম আলেকজান্ডার
- (খ) দ্বিতীয় আলেকজান্ডার
- (গ) প্রথম নিকোলাস
- (ঘ) দ্বিতীয় নিকোলাস
উত্তর:- (খ) দ্বিতীয় আলেকজান্ডার।
৭। রাশিয়ায় মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের জমির মালিকানা ছিল — হাতে।
- (ক) মহাজনদের
- (খ) ভূস্বামীদের
- (গ) ‘মির’-এর
- (ঘ) ম্যানরের
উত্তর:- (গ) ‘মির’-এর।
৮। জমিদার ও মুক্ত ভূমিদাসদের মধ্যে জমি বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছিল — -এর হাতে।
- (ক) ল্যান্ড ম্যাজিস্ট্রেট
- (খ) মির
- (গ) কমিউন
- (ঘ) সামন্তপ্রভু
উত্তর:- (ক) ল্যান্ড ম্যাজিস্ট্রেট।
৯। রাশিয়ায় ‘প্রথম বিপ্লব’ নামে পরিচিত — বিপ্লব ।
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দের
- (খ) ১৯১১ খ্রিস্টাব্দের
- (গ) ১৯১৭ খ্রিস্টাব্দের (মার্চ)
- (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দের (নভেম্বর)
উত্তর:- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দের।
১০। — আন্দোলনের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদের মাধ্যমে জারতন্ত্রের উচ্ছেদ ঘটানো।
- (ক) বুদ্ধিজীবী
- (খ) নারোদনিক
- (গ) বলশেভিক
- (ঘ) নিহিলিস্ট
উত্তর:- (খ) নারোদনিক।
১১। রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লব ঘটে — আমলে।
- (ক) দ্বিতীয় আলেকজান্ডারের
- (খ) তৃতীয় আলেকজান্ডারের
- (গ) প্রথম নিকোলাসের
- (ঘ) দ্বিতীয় নিকোলাসের
উত্তর:- (ঘ) দ্বিতীয় নিকোলাসের।
১২। রাশিয়ায় ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ঘটে — আমলে।
- (ক) দ্বিতীয় আলেকজান্ডারের
- (খ) প্রথম নিকোলাসের
- (গ) দ্বিতীয় নিকোলাসের
- (ঘ) তৃতীয় আলেকজান্ডারের
উত্তর:- (গ) দ্বিতীয় নিকোলাসের।
১৩। পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয় — যুদ্ধের পর।
- (ক) রুশ-চিন
- (খ) চিন-জাপান
- (গ) রুশ-জাপান
- (ঘ) ইঙ্গ-রুশ
উত্তর:- (গ) রুশ-জাপান।
১৪। বিদ্রোহীদের হাতে দ্বিতীয় নিকোলাসের — গ্রান্ড ডিউক সারগাস নিহত হন।
- (ক) পুত্র
- (খ) পিতা
- (গ) পিতৃব্য
- (ঘ) বন্ধু
উত্তর:- (গ) পিতৃব্য।
১৫। ‘রক্তাক্ত রবিবারের’ ঘটনা ঘটেছিল — ।
- (ক) সেন্ট পিটার্সবার্গে
- (খ) সাইবেরিয়ায়
- (গ) মস্কোতে
- (ঘ) রিগায়
উত্তর:- (ক) সেন্ট পিটার্সবার্গে।
১৬। ১৯০৫ খ্রিস্টাব্দে (৩ জানুয়ারি) — জারের বিরুদ্ধে প্রথম শ্রমিকরা বিদ্রোহ শুরু করে।
- (ক) মস্কোর
- (খ) লিথুয়ানিয়ার
- (গ) সেন্ট পিটার্সবার্গের
- (ঘ) সাইবেরিয়ার
উত্তর:- (ঘ) সাইবেরিয়ার।
১৭। — খ্রিস্টাব্দের বিপ্লব ছিল ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া বা ড্রেস রিহার্সাল।
- (ক) ১৯০৩
- (খ) ১৯০৫
- (গ) ১৯১১
- (ঘ) ১৯১৪
উত্তর:- (খ) ১৯০৫
১৮। লেনিন তাঁর এপ্রিল থিসিসে দাবি করেন যে, দেশের সব ক্ষমতা তুলে দিতে হবে — হাতে।
- (ক) শ্রমিকের
- (খ) কৃষকের
- (গ) সোভিয়েতের
- (ঘ) বুর্জোয়ার
উত্তর:- (গ) সোভিয়েতের।
১৯। কেরেনস্কি — দলের সহায়তায় কর্নিলভের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করেন।
- (ক) বলশেভিক
- (খ) মেনশেভিক
- (গ) সোশ্যালিস্ট
- (ঘ) ডেমোক্র্যাটিক
উত্তর:- (ক) বলশেভিক।
২০। রুশ বিপ্লবীরা ১৯১৭ খ্রিস্টাব্দে প্রথম খাদ্যের দাবিতে মিছিল করে — শহরে।
- (ক) ক্রিমিয়া
- (খ) মস্কো
- (গ) লেনিনগ্রাড
- (ঘ) পেট্রোগ্রাড
উত্তর:- (ঘ) পেট্রোগ্রাড।
২১। বসনিয়া ও হারজেগোভিনা নামক স্থান দুটি — সঙ্গে যুক্ত হতে চাইত।
- (ক) সার্বিয়ার
- (খ) অস্ট্রিয়ার
- (গ) প্রাশিয়ার
- (ঘ) ফ্রান্সের
উত্তর:- (ক) সার্বিয়ার।
২২। ভার্সাই সন্ধির দ্বারা — ডানজিগ বন্দরটি ‘উন্মুক্ত বন্দর’ হিসেবে ঘোষণা করা হয়।
- (ক) ইংল্যান্ডের
- (খ) পোল্যান্ডের
- (গ) জার্মানির
- (ঘ) অস্ট্রিয়ার
উত্তর:- (গ) জার্মানির।
২৩। ভার্সাই সন্ধির দ্বারা মেমেল বন্দরটি দেওয়া হয় — ।
- (ক) রাশিয়াকে
- (খ) লাতভিয়াকে
- (গ) এস্তোনিয়াকে
- (ঘ) লিথুয়ানিয়াকে
উত্তর:- (ঘ) লিথুয়ানিয়াকে।
২৪। ১৮৭৮ খ্রিস্টাব্দে বার্লিন চুক্তির দ্বারা বসনিয়া ও হারজেগোভিনা নামক স্থান দুটিতে — কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ৷
- (ক) সার্বিয়ার
- (খ) অস্ট্রিয়ার
- (গ) প্রাশিয়ার
- (ঘ) ফ্রান্সের
উত্তর:- (খ) অস্ট্রিয়ার।
২৫। সেরাজেভোর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে — সার্বিয়া আক্রমণ করে।
- (ক) অস্ট্রিয়া
- (খ) ফ্রান্স
- (গ) ইংল্যান্ড
- (ঘ) জার্মানি
উত্তর:- (ক) অস্ট্রিয়া।
২৬। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় — সন্ধি।
- (ক) নিউলির
- (খ) ট্রিয়াননের
- (গ) ভার্সাই
- (ঘ) সেন্ট জার্মেইন
উত্তর:- (গ) ভার্সাই।
২৭। জাতিসংঘ প্রতিষ্ঠা কথা বলা হয়েছে উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের — শর্তে।
- (ক) ১১ নম্বর
- (খ) ১২ নম্বর
- (গ) ১৩ নম্বর
- (ঘ) ১৪ নম্বর
উত্তর:- (ঘ) ১৪ নম্বর।
২৮। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ খ্রিস্টাব্দে শান্তি সম্মেলন বসে — শহরে।
- (ক) ভার্সাই
- (খ) বার্লিন
- (গ) প্যারিস
- (ঘ) মিলান
উত্তর:- (গ) প্যারিস।
২৯। — সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলা হয়।
- (ক) নিউলির
- (খ) ভার্সাই
- (গ) সেন্ট জার্মেইন
- (ঘ) ট্রিয়াননের
উত্তর:- (খ) ভার্সাই।
৩০। ‘কালো বৃহস্পতিবার’ হিসেবে চিহ্নিত ১৯২৯ খ্রিস্টাব্দের — ।
- (ক) ২৪ অক্টোবর
- (খ) ৩১ অক্টোবর
- (গ) ৩১ নভেম্বর
- (ঘ) ২৪ নভেম্বর
উত্তর:- (ক) ২৪ অক্টোবর।
৩১। মহামন্দার ফলে ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় — ।
- (ক) ইংল্যান্ড
- (খ) অস্ট্রিয়া
- (গ) ফ্রান্স
- (ঘ) জার্মানি
উত্তর:- (ঘ) জার্মানি।
৩২। ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা প্রথম শুরু হয় — ।
- (ক) ইংল্যান্ডে
- (খ) জার্মানিতে
- (গ) আমেরিকায়
- (ঘ) রাশিয়ায়
উত্তর:- (গ) আমেরিকায়।
৩৩। ঐতিহাসিক ই এইচ কার — খ্রিস্টাব্দকে ‘বিপর্যয়ের বছর’ বলে অভিহিত করেছেন।
- (ক) ১৯২৯
- (খ) ১৯৩০
- (গ) ১৯৩১
- (ঘ) ১৯৩২
উত্তর:- (গ) ১৯৩১
৩৪। ফ্যাসিস্ট দলের সদস্যরা — নামে পরিচিত ছিল।
- (ক) ব্ল্যাক শার্টস
- (খ) লাল ফৌজ
- (গ) ব্রাউন শার্টস
- (ঘ) ব্লু শার্টস
উত্তর:- (ক) ব্ল্যাক শার্টস।
৩৫। হিটলার ১৯৩৬ খ্রিস্টাব্দে — দখল করেন।
- (ক) সার অঞ্চল
- (খ) পোল্যান্ড
- (গ) অস্ট্রিয়া
- (ঘ) রাইনল্যান্ড
উত্তর:- (ঘ) রাইনল্যান্ড।
৩৬। ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মন্দার ফলে — ক্রেডিট আনস্টাল্ট নামক ব্যাংকটি দেউলিয়া হয়ে পড়ে।
- (ক) কানাডার
- (খ) অস্ট্রিয়ার
- (গ) আমেরিকার
- (ঘ) জার্মানির
উত্তর:- (খ) অস্ট্রিয়ার।
৩৭। ১৯২২ খ্রিস্টাব্দে — ইতালির শাসন ক্ষমতা দখল করেন।
- (ক) তৃতীয় ভিক্টর ইমান্যুয়েল
- (খ) লুইজি ফ্যাক্টা
- (গ) মুসোলিনি
- (ঘ) হিটলার
উত্তর:- (গ) মুসোলিনি।
৩৮। মুসোলিনি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে — খ্রিস্টাব্দে।
- (ক) ১৯৩৫
- (খ) ১৯৩৩
- (গ) ১৯৩৭
- (ঘ) ১৯৩৮
উত্তর:- (গ) ১৯৩৭
৩৯। মুসোলিনি আবিসিনিয়া বা ইথিওপিয়া দখল করে — খ্রিস্টাব্দে।
- (ক) ১৯৩৫
- (খ) ১৯৩৬
- (গ) ১৯৩৩
- (ঘ) ১৯৩৪
উত্তর:- (খ) ১৯৩৬
৪০। মুসোলিনি ১৯২৩ খ্রিস্টাব্দে — করফু দ্বীপটি দখল করেন।
- (ক) গ্রিসের
- (খ) আফ্রিকার
- (গ) ইতালির
- (ঘ) স্পেনের
উত্তর:- (ক) গ্রিসের।
৪১। রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় — খ্রিস্টাব্দে।
- (ক) ১৯৩৩
- (খ) ১৯৩৫
- (গ) ১৯৩৬
- (ঘ) ১৯৩৯
উত্তর:- (ঘ) ১৯৩৯
৪২। ‘স্বস্তিক’ ছিল — দলের প্রতীক চিহ্ন।
- (ক) কমিউনিস্ট
- (খ) সোশ্যালিস্ট
- (গ) নাৎসি
- (ঘ) ফ্যাসিস্ট
উত্তর:- (গ) নাৎসি।
৪৩। নাৎসি দলের আধা-সামরিক বাহিনী — নামে পরিচিত।
- (ক) রেড ফোর্স
- (খ) স্টর্ম ট্রুপার্স
- (গ) ব্রাউন শার্টস
- (ঘ) ব্ল্যাক শার্টস
উত্তর:- (খ) স্টর্ম ট্রুপার্স।
৪৪। ইহুদি জাতি — চরম অত্যাচারের শিকার হয়।
- (ক) হিটলারের
- (খ) মুসোলিনির
- (গ) ফ্রাঙ্কোর
- (ঘ) দ্বিতীয় উইলিয়ামের
উত্তর:- (ক) হিটলারের।