নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে MCQ প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 5 mcq question answers.
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর (বিশ শতকে ইউরোপ)
নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে MCQ প্রশ্ন উত্তর
শ্রেণী | নবম |
অধ্যায় | পঞ্চম অধ্যায় |
Question Type | MCQ প্রশ্ন উত্তর |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন (MCQ প্রশ্ন উত্তর)
১। রাশিয়ার কোন্ বংশের রাজারা ‘জার’ উপাধি গ্রহণ করতেন?
- (ক) রোমানভ
- (খ) হ্যাপ্সবার্গ
- (গ) বুরবোঁ
- (ঘ) স্যাভয়
উত্তর:- (ক) রোমানভ।
২। ‘উদারনৈতিক জার’ নামে পরিচিত ছিলেন –
- (ক) দ্বিতীয় নিকোলাস
- (খ) প্রথম আলেকজান্ডার
- (গ) দ্বিতীয় আলেকজান্ডার
- (ঘ) প্রথম নিকোলাস
উত্তর:- (খ) প্রথম আলেকজান্ডার।
৩। অষ্টাদশ শতকে রাশিয়ার গ্রামীণ সংগঠনগুলির নাম ছিল –
- (ক) ম্যানর
- (খ) ক্লাব
- (গ) শেভিচ
- (ঘ) মির
উত্তর:- (ঘ) মির।
৪। কোন্ রুশ জার ‘আধুনিক রাশিয়ার জনক’ নামে পরিচিত?
- (ক) চতুর্থ আইভান
- (খ) মিখাইল রোমানভ
- (গ) পিটার দ্য গ্রেট
- (ঘ) দ্বিতীয় ক্যাথারিন
উত্তর:- (গ) পিটার দ্য গ্রেট।
৫। রাশিয়ার ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল –
- (ক) ১২ বছর
- (খ) ২৮ বছর
- (গ) ৩৯ বছর
- (ঘ) ৪৯ বছর
উত্তর:- (ঘ) ৪৯ বছর।
৬। বলশেভিক দল গঠিত হয় –
- (ক) ১৮৯৮ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০৩ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯০৩ খ্রিস্টাব্দে।
৭। বলশেভিক বিপ্লব নামে পরিচিত ছিল –
- (ক) নিহিলিস্ট আন্দোলন
- (খ) নারোদনিক আন্দোলন
- (গ) ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব
- (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লব
উত্তর:- (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লব।
৮। মুক্ত ভূমিদাসদের ক্ষতিপূরণের অর্থের ওপর বার্ষিক সুদের হার ছিল –
- (ক) ৫%
- (খ) ৬.৫%
- (গ) ৮.৫%
- (ঘ) ১০%
উত্তর:- (খ) ৬.৫%
৯। ১৯০৫ খ্রিস্টাব্দের জানুয়ারিতে সেন্ট পিটার্সবার্গে শ্রমিকদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন –
- (ক) ফাদার গ্যাপন
- (খ) রাসপুটিন
- (গ) তুর্গেনিভ
- (ঘ) টলস্টয়
উত্তর:- (ক) ফাদার গ্যাপন।
১০। রুশ বিপ্লবের যে কটি পর্যায় লক্ষ্য করা যায় –
- (ক) ৩টি
- (খ) ৪টি
- (গ) ৫টি
- (ঘ) ৬টি
উত্তর:- (ক) ৩টি।
১১। রুশ পার্লামেন্ট ডুমার প্রথম অধিবেশন বসে –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে।
১২। রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে ১৯০৫ খ্রিস্টাব্দের –
- (ক) ৩ জানুয়ারি
- (খ) ৯ জানুয়ারি
- (গ) ৬ জানুয়ারি
- (ঘ) ২৩ জানুয়ারি
উত্তর:- (খ) ৯ জানুয়ারি।
১৩। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯১১ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে (মার্চ)
- (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে (নভেম্বর)
উত্তর:- (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে (নভেম্বর)।
১৪। রাশিয়ার নৈরাজ্যবাদী চিন্তাবিদ ছিলেন –
- (ক) বুকানিন
- (খ) টলস্টয়
- (গ) কার্ল মার্কস
- (ঘ) তুর্গেনিভ
উত্তর:- (ক) বুকানিন।
১৫। কার নেতৃত্বে রাশিয়ায় ‘কালো সন্ত্রাসের রাজত্ব’ শুরু হয় ?
- (ক) রাসপুটিনের
- (খ) স্টোলিপিনের
- (গ) কাউন্ট উইটির
- (ঘ) ফাদার গ্যাপনের
উত্তর:- (খ) স্টোলিপিনের।
১৬। জারিনা আলেকজান্দ্রার ওপর সীমাহীন প্রভাব ছিল –
- (ক) লেনিনের
- (খ) রাসপুটিনের
- (গ) দ্বিতীয় নিকোলাসের
- (ঘ) ফাদার গ্যাপনের
উত্তর:- (খ) রাসপুটিনের।
১৭। ‘ইসক্রা’ পত্রিকা প্রকাশ করেন –
- (ক) প্রিন্স লুভভ
- (খ) ট্রটস্কি
- (গ) স্তালিন
- (ঘ) লেনিন
উত্তর:- (ঘ) লেনিন।
১৮। রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে গঠিত অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের বিচারবিভাগের দায়িত্ব পান –
- (ক) প্রিন্স লুভভ
- (খ) কেরেনস্কি
- (গ) লেনিন
- (ঘ) স্টোলিপিন
উত্তর:- (খ) কেরেনস্কি।
১৯। রুশ আইনসভার বুর্জোয়া নেতারা শাসনক্ষমতা দখল করে –
- (ক) মার্চ মাসে
- (খ) মে মাসে
- (গ) নভেম্বর মাসে
- (ঘ) অক্টোবর মাসে
উত্তর:- (ক) মার্চ মাসে।
২০। রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড বিদ্রোহীদের দখলে চলে যায় ১৯১৭ খ্রিস্টাব্দের –
- (ক) ৮ মার্চ
- (খ) ১১ মার্চ
- (গ) ১২ মার্চ
- (ঘ) ১৩ মার্চ
উত্তর:- (গ) ১২ মার্চ।
২১। রাশিয়ায় বলশেভিক বিপ্লব সম্পন্ন হয় –
- (ক) মার্চ মাসে
- (খ) জুলাই মাসে
- (গ) সেপ্টেম্বর মাসে
- (ঘ) নভেম্বর মাসে
উত্তর:- (ঘ) নভেম্বর মাসে।
২২। রাশিয়ার বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন –
- (ক) প্রিন্স লুভভ
- (খ) কেরেনস্কি
- (গ) লেনিন
- (ঘ) ট্রটস্কি
উত্তর:- (খ) কেরেনস্কি।
২৩। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয় –
- (ক) নভেম্বর মাসে
- (খ) সেপ্টেম্বর মাসে
- (গ) জুলাই মাসে
- (ঘ) মার্চ মাসে
উত্তর:- (ক) নভেম্বর মাসে।
২৪। নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন –
- (ক) প্রিন্স লুভভ
- (খ) কেরেনস্কি
- (গ) লেনিন
- (ঘ) ট্রটস্কি
উত্তর:- (গ) লেনিন।
২৫। লাল ফৌজ প্রতিষ্ঠা করেন –
- (ক) দ্বিতীয় নিকোলাস
- (খ) স্ট্যালিন
- (গ) লেনিন
- (ঘ) ট্রটস্কি
উত্তর:- (ঘ) ট্রটস্কি।
২৬। সোভিয়েত রাশিয়ার প্রথম বিদেশমন্ত্রী হন –
- (ক) ট্রটস্কি
- (খ) লেনিন
- (গ) প্রিন্স জর্জ লুভভ্
- (ঘ) কেরেনস্কি
উত্তর:- (ক) ট্রটস্কি।
২৭। সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন –
- (ক) লেনিন
- (খ) প্রিন্স জর্জ লুভভ
- (গ) ট্রটস্কি
- (ঘ) কেরেনস্কি
উত্তর:- (ক) লেনিন।
২৮। ৭ নভেম্বর (১৯১৭ খ্রি.) পেট্রোগ্রাড়ে লাল ফৌজের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন –
- (ক) প্রিন্স লুভভ
- (খ) ট্রটস্কি
- (গ) কেরেনস্কি
- (ঘ) লেনিন
উত্তর:- (খ) ট্রটস্কি।
২৯। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল –
- (ক) চেকোস্লোভাকিয়া
- (খ) পোল্যান্ড
- (গ) আমেরিকা
- (ঘ) সোভিয়েত রাশিয়া
উত্তর:- (ঘ) সোভিয়েত রাশিয়া।
৩০। সর্ব-স্লাভ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল –
- (ক) রাশিয়া
- (খ) অস্ট্রিয়া
- (গ) প্রাশিয়া
- (ঘ) সার্বিয়া
উত্তর:- (ঘ) সার্বিয়া।
৩১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯১১ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে।
৩২। ‘নতুন অর্থনৈতিক নীতি’ ঘোষণা করেন –
- (ক) লেনিন
- (খ) স্ট্যালিন
- (গ) মলোটভ
- (ঘ) দ্বিতীয় নিকোলাস
উত্তর:- (ক) লেনিন।
৩৩। আগাদির বন্দরে ‘প্যান্থার’ নামক যুদ্ধজাহাজ পাঠায় –
- (ক) জার্মানি
- (খ) ফ্রান্স
- (গ) রাশিয়া
- (ঘ) ইংল্যান্ড
উত্তর:- (ক) জার্মানি।
৩৪। জার্মানির মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে ১৯১৮ খ্রিস্টাব্দের –
- (ক) ১১ সেপ্টেম্বর
- (খ) ১১ অক্টোবর
- (গ) ১১ নভেম্বর
- (ঘ) ১১ ডিসেম্বর
উত্তর:- (গ) ১১ নভেম্বর।
৩৫। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল –
- (ক) মরক্কো সংকট
- (খ) আগাদির ঘটনা
- (গ) বলকান সংকট
- (ঘ) সেরাজেভোর হত্যাকাণ্ড
উত্তর:- (ঘ) সেরাজেভোর হত্যাকাণ্ড।
৩৬। সেরাজেভোর হত্যাকাণ্ড সংঘটিত হয় ১৯১৪ খ্রিস্টাব্দের –
- (ক) ২৮ মে
- (খ) ২৮ জুন
- (গ) ১৪ জুলাই
- (ঘ) ১৪ আগস্ট
উত্তর:- (খ) ২৮ জুন।
৩৭। চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন –
- (ক) উড্রো উইলসন
- (খ) দ্বিতীয় উইলিয়াম
- (গ) লেনিন
- (ঘ) লয়েড জর্জ
উত্তর:- (ক) উড্রো উইলসন।
৩৮। ভার্সাই সন্ধির দ্বারা পোজেন ও পশ্চিম প্রাশিয়া লাভ করে –
- (ক) অস্ট্রিয়া
- (খ) ফ্রান্স
- (গ) পোল্যান্ড
- (ঘ) জার্মানি
উত্তর:- (গ) পোল্যান্ড।
৩৯। ভার্সাই সন্ধির দ্বারা আলসাস ও লোরেইন লাভ করে –
- (ক) জার্মানি
- (খ) ফ্রান্স
- (গ) প্রাশিয়া
- (ঘ) পোল্যান্ড
উত্তর:- (খ) ফ্রান্স।
৪০। কোন্ ঘোষণায় জাতিসংঘ প্রতিষ্ঠার উল্লেখ আছে?
- (ক) জাতিপুঞ্জের সনদে
- (খ) ক্ষতিপূরণ নীতিতে
- (গ) এপ্রিল থিসিসে
- (ঘ) চোদ্দো দফা শর্তে
উত্তর:- (ঘ) চোদ্দো দফা শর্তে।
৪১। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসে –
- (ক) আমেরিকা
- (খ) রাশিয়া
- (গ) ইংল্যান্ড
- (ঘ) ফ্রান্স
উত্তর:- (ক) আমেরিকা।
৪২। ‘গমের যুদ্ধ’ ঘোষণা করেন –
- (ক) উড্রো উইলসন
- (খ) রুজভেল্ট
- (গ) মুসোলিনি
- (ঘ) হিটলার
উত্তর:- (গ) মুসোলিনি।
৪৩। ‘ফ্যাসেস’ কথার অর্থ হল –
- (ক) সততা
- (খ) শক্তি
- (গ) নিয়মানুবর্তিতা
- (ঘ) নিষ্ঠা
উত্তর:- (খ) শক্তি।
৪৪। ‘আভান্তি’ পত্রিকাটির সম্পাদক ছিলেন –
- (ক) ইবার্ট
- (খ) জেনারেল ফ্রাঙ্কো
- (গ) হিটলার
- (ঘ) মুসোলিনি
উত্তর:- (ঘ) মুসোলিনি।
৪৫। ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় –
- (ক) জার্মানিতে
- (খ) প্রাশিয়ায়
- (গ) রাশিয়ায়
- (ঘ) পোল্যান্ডে
উত্তর:- (ক) জার্মানিতে।
৪৬। স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করেন –
- (ক) কুই রোগা
- (খ) জামোরা
- (গ) জেনারেল ফ্রাঙ্কো
- (ঘ) আজানা
উত্তর:- (গ) জেনারেল ফ্রাঙ্কো।
৪৭। নাৎসি দলের গুপ্ত পুলিশবাহিনীর (গেস্টাপো) প্রধান ছিলেন –
- (ক) গোয়েবলস
- (খ) হিমলার
- (গ) ইভা ব্রাউন
- (ঘ) এরনেস্ট রোমে
উত্তর:- (খ) হিমলার।
৪৮। হিটলার ১৯৩৫ খ্রিস্টাব্দে কোন্ স্থান দখল করেন ?
- (ক) চেকোস্লোভাকিয়া
- (খ) অস্ট্রিয়া
- (গ) রাইনল্যান্ড
- (ঘ) সার অঞ্চল
উত্তর:- (ঘ) সার অঞ্চল।
৪৯। স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা ছিলেন –
- (ক) জেনারেল ফ্রাঙ্কো
- (খ) কুই রোগা
- (গ) আজানা
- (ঘ) জামোরা
উত্তর:- (ক) জেনারেল ফ্রাঙ্কো।
৫০। হিটলারের প্রচার সচিব ছিলেন –
- (ক) গোয়েবলস
- (খ) হিমলার
- (গ) আইম্যান
- (ঘ) হেরেনভক
উত্তর:- (ক) গোয়েবলস।