২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 5 SAQ question answers.

নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর (বিশ শতকে ইউরোপ)

নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর

শ্রেণী নবম
অধ্যায়পঞ্চম অধ্যায়
Question Typeঅতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর
Marks1

নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর

১। রাশিয়ায় কে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন?

উত্তর:- মিখাইল রোমানভ রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন।

২। কে, কবে ‘বাইবেল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- ১৮১২ খ্রিস্টাব্দে রুশ জার প্রথম আলেকজান্ডার ‘বাইবেল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।

৩। ‘প্রিটোরিয়ান গার্ড’ কী ?

উত্তর:- ‘প্রিটোরিয়ান গার্ড’ হল রাশিয়ায় জারের আমলের পুলিশবাহিনী।

৪। ঊনবিংশ শতকে রুশ সমাজ ক-টি ভাগে বিভক্ত ছিল ও কী কী ?

উত্তর:- ঊনবিংশ শতকে রুশ সমাজ দুইটি ভাগে বিভক্ত ছিল – অভিজাত ও কৃষক।

৫। ডিসেমব্রিস্ট বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো।

উত্তর:- ডিসেমব্রিস্ট বিদ্রোহের কয়েকজন নেতা হলেন পেস্টেল, ট্রুবেট্‌স্কি, মুরাভিয়ভ প্রমুখ।

৬। রাশিয়ায় কে, কবে ভূমিদাস প্রথার অবসান ঘটান ?

উত্তর:- জার দ্বিতীয় আলেকজান্ডার, ১৮৬১ খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটান।

৭। রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদের দাবি করেন এমন কয়েকজন বুদ্ধিজীবীর নাম কর।

উত্তর:- রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদের দাবি করেন পুশকিন, লারমন্টভ, তুর্গেনিভ, টলস্টয় প্রমুখ বুদ্ধিজীবী।

৮। ‘থার্ড সেকশন’ কী?

উত্তর:- রাশিয়ার কুখ্যাত পুলিশবাহিনী ‘থার্ড সেকশন’ নামে পরিচিত।

৯। মির’ কী?

রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি ‘মির’ নামে পরিচিত।

১০। জেম্‌স্টোভো’ কী?

উত্তর:- ‘জেস্টোভো’ হল রাশিয়ার স্থানীয় নির্বাচিত কাউন্সিল।

১১। জার দ্বিতীয় আলেকজান্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কোনটি ?

উত্তর:- জার দ্বিতীয় আলেকজান্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল ভূমিদাসদের মুক্তিদান (১৮৬১ খ্রি.)।

১২। রাশিয়ায় কবে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি হয় ?

উত্তর:- ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি হয়।

১৩। কাকে, কেন মুক্তিদাতা জার’ বলা হয়?

উত্তর:- ভূমিদাসদের মুক্তি দেওয়ার জন্য রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারকে ‘মুক্তিদাতা জার’ বলা হয়। 

১৪। জার দ্বিতীয় আলেকজান্ডার কবে, কাদের হাতে নিহত হন ?

উত্তর:- ১৮৮১ খ্রিস্টাব্দে নিহিলিস্ট আন্দোলনকারীদের বোমার আঘাতে জার দ্বিতীয় আলেকজান্ডার নিহত হন।

১৫। ‘ফাদার্স অ্যান্ড সন্স’ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর:- ‘ফাদার্স অ্যান্ড সন্স’গ্রন্থটি রচনা করেন তুর্গেনিভ।

১৬। রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো।

উত্তর:- রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতা হলেন ল্যাভরফ, মিখাইল, বাকুনিন প্রমুখ।

১৭। নারোদনিক’ শব্দের অর্থ কী?

উত্তর:- নারোদনিক’শব্দের অর্থ হল জনগণের আন্দোলন।

১৮। জার দ্বিতীয় নিকোলাসের আমলে কোন কোন বিদ্রোহ ঘটে ?

উত্তর:- জার দ্বিতীয় নিকোলাসের আমলে ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব এবং ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব সংঘটিত হয়।

১৯। নারোদনিক আন্দোলন ব্যর্থ হওয়ার মূল কারণ কী ?

উত্তর:- নারোদনিক আন্দোলন ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল জার তৃতীয় আলেকজান্ডারের নির্যাতনমূলক দমননীতি।

২০। ‘নারোদনিয়া ভলিয়া’ কী?

‘নারোদনিয়া ভলিয়া’ হল রাশিয়ার এক বিপ্লবী গুপ্ত সমিতি।

২১। কবে, কাদের মধ্যে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়।

২২। রানি আলেকজান্দ্রা কে ছিলেন ?

উত্তর:- জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী ছিলেন রানি আলেকজান্দ্রা।

২৩। কোন্ ঘটনার দ্বারা রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটে ?

উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের দ্বারা রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটে।

২৪। রাশিয়ার ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ কোন কোন দলে বিভক্ত হয়ে যায় ?

উত্তর:- ১৯০৩ খ্রিস্টাব্দে রাশিয়ার ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ বলশেভিক ও মেনশেভিক দলে বিভক্ত হয়ে যায়।

২৫। কোন্ ঘটনাকে কেন্দ্র করে রুশ-জাপান যুদ্ধ (১৯০৪-০৫ খ্রি.) হয় ?

উত্তর:- রাশিয়া কর্তৃক কোরিয়া ও মাঞ্চুরিয়া দখলকে কেন্দ্র করে রুশ-জাপান যুদ্ধ হয়।

২৬। জার দ্বিতীয় নিকোলাস কবে পদত্যাগ করেন?

উত্তর:- জার দ্বিতীয় নিকোলাস ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ মার্চ পদত্যাগ করেন।

২৭। ‘ব্ল্যাক হানড্রেড’ কী?

উত্তর:- ‘ব্ল্যাক হানড্রেড’ হল রাশিয়ার কুখ্যাত অপরাধী গোষ্ঠী।

২৮। কোন্ বিপ্লব ‘সমাজতান্ত্রিক বিপ্লব’ নামে পরিচিত ?

উত্তর:- রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সংঘটিত বিপ্লব ‘সমাজতান্ত্রিক বিপ্লব’ নামে পরিচিত।

২৯। নভেম্বর বিপ্লবের পশ্চাদে ভূমিকা ছিল এমন কয়েকজন রুশ বুদ্ধিজীবীর নাম লেখো।

উত্তর:- নভেম্বর বিপ্লবের পশ্চাদে গোর্কি, তুর্গেনিভ, টলস্টয়, পুশকিন, ডস্টয়েভস্কি প্রমুখ বুদ্ধিজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৩০। রাশিয়ায় কবে কোন্ জারের আমলে বলশেভিক বা নভেম্বর বিপ্লব ঘটে ?

উত্তর:- রাশিয়ায় জার দ্বিতীয় নিকোলাসের আমলে, ১৯১৭ খ্রিস্টাব্দে বলশেভিক বা নভেম্বর বিপ্লব ঘটে।

৩১। রাশিয়ায় কবে জারতন্ত্রের অবসান ঘটে ?

উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ মার্চ রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে।

৩২। ‘প্রাভদা’ কী?

উত্তর:- ১৯১২ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘প্রাভদা’ হল বলশেভিক দলের মুখপত্র।

৩৩। কে, কবে এপ্রিল থিসিস প্রকাশ করেন ?

উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল লেনিন এপ্রিল থিসিস প্রকাশ করেন।

৩৪। আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন?

উত্তর:- আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন মেনশেভিক দলের নেতা এবং বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী।

৩৫। প্রিন্স লুভভ কে ছিলেন?

উত্তর:- প্রিন্স লুভভ ছিলেন রাশিয়ার বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের (১৯১৭ খ্রি.) প্রধান।

৩৬। বলশেভিক দলের ক্ষমতা দখলের পর লেনিন সৈনিক, কৃষক ও শ্রমিকদের কী কী পাওয়ার আশ্বাস দেন?

উত্তর:- বলশেভিক দলের ক্ষমতা দখলের পর লেনিন আশ্বাস দেন যে সৈনিকরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে এবং শ্রমিকরা রুটি পাবে।

৩৭। লেনিন কে ছিলেন?

উত্তর:- লেনিন ছিলেন বলশেভিক দলের প্রধান নেতা এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপতি।

৩৮। রাশিয়ার সকল সোভিয়েতগুলির প্রথম সম্মেলন অর্থাৎ প্রথম ‘নিখিল রুশ সোভিয়েত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর:- রাশিয়ার সকল সোভিয়েতগুলির প্রথম সম্মেলন অর্থাৎ প্রথম ‘নিখিল রুশ সোভিয়েত সম্মেলন’ অনুষ্ঠিত হয় ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ জুন।

৩৯। লাল ফৌজ কী?

উত্তর:- লাল ফৌজ হল রাশিয়ার বলশেভিক দলের স্বেচ্ছাসেবক সেনাবাহিনী।

৪০। ট্রটস্কি কে ছিলেন?

উত্তর:- ট্রটস্কি ছিলেন বলশেভিক দলের নেতা এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম বিদেশমন্ত্রী।

৪১। বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম কী হয়?

উত্তর:- বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম হয় ‘ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক’ (USSR)।

৪২। রাশিয়ায় কে, কবে ‘নতুন অর্থনৈতিক চিন্তা’ ঘোষণা করেন ?

উত্তর:- লেনিন, ১৯২১ খ্রিস্টাব্দে রাশিয়ায় ‘নতুন অর্থনৈতিক চিন্তা’ ঘোষণা করেন।

৪৩। লেনিন প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের নাম কী ?

উত্তর:- লেনিন প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের নাম ছিল ‘নতুন অর্থনৈতিক নীতি’ বা NEP।

৪৪। লেনিনের পুরো নাম কী ছিল ?

উত্তর:- লেনিনের পুরো নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।

৪৫। কোন্ সময়কালকে ‘সশস্ত্র শান্তির যুগ’ নামে অভিহিত করা হয় ?

উত্তর:- ১৮৭১-১৯১৩ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কে ‘সশস্ত্র শান্তির যুগ’ নামে অভিহিত করা হয়৷

৪৬। ত্রিশক্তি চুক্তি বা ‘ট্রিপল এলায়েন্স-এর প্রধান সদস্য কারা ছিল?

উত্তর:- ত্রিশক্তি চুক্তি বা ‘ট্রিপল এলায়েন্স’-এর প্রধান সদস্য ছিল জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি।

৪৭। প্রথম বিশ্বযুদ্ধের আগে কয়েকজন উগ্র জাতীয়তাবাদী ভাবধারা প্রচারকের নাম লেখো।

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের আগে কয়েকজন উগ্র জাতীয়তাবাদী ভাবধারা প্রচারক হলেন ট্রিটস্কি, বার্নহার্ডি, হেগেল, হোমার লি প্রমুখ।

৪৮। বসনিয়া ও হারজেগোভিনায় কোন্ জাতির বসবাস ছিল ?

উত্তর:- বসনিয়া ও হারজেগোভিনায় স্লাভ জাতির বসবাস ছিল।

৪৯। ত্রিশক্তি মৈত্রী বা ‘ট্রিপল আঁতাত’-এর প্রধান সদস্য কারা ছিল?

উত্তর:- ত্রিশক্তি মৈত্রী বা ‘ট্রিপ্‌ল আঁতাত’-এর প্রধান সদস্য ছিল ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া।

৫০। সেরাজেভোর হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল ?

উত্তর:- ‘ব্ল্যাক হ্যান্ড’ বা ‘ইউনিয়ন অব ডেথ’ নামে এক সন্ত্রাসবাদী সংস্থার সদস্য ন্যাভরিলো প্রিন্সেপ সেরাজেভোর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

৫১। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী কয়েকটি আন্তর্জাতিক সংকটের নাম উল্লেখ করো।

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী কয়েকটি আন্তর্জাতিক সংকটের হল মরক্কো সংকট, আগাদির ঘটনা ও বলকান সংকট।

৫২। সেরাজেভোর হত্যাকাণ্ডে কবে, কাকে হত্যা করা হয় ?

উত্তর:- সেরাজেভোর হত্যাকাণ্ডে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়াকে হত্যা করা হয়।

৫৩। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রশক্তিভুক্ত প্রধান দেশগুলির নাম লেখো।

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রশক্তিভুক্ত প্রধান দেশগুলির নাম ছিল ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, চিন, জাপান প্রভৃতি।

৫৪। প্রথম বিশ্বযুদ্ধে পূর্ব রণাঙ্গনের কোন্ যুদ্ধে জার্মানির কাছে রাশিয়া পরাজিত হয় ?

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধে পূর্ব রণাঙ্গনের টোটেনবার্গের যুদ্ধে জার্মানির কাছে রাশিয়া পরাজিত হয়।

৫৫। প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিম রণাঙ্গনের কোন্ কোন্ যুদ্ধে জার্মানি পরাজিত হয় ?

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিম রণাঙ্গনের মার্নে ও সোমের যুদ্ধে জার্মানি পরাজিত হয়।

৫৬। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী অক্ষশক্তিভুক্ত প্রধান দেশগুলির নাম লেখো।

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী অক্ষশক্তিভুক্ত প্রধান দেশগুলি ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি।

৫৭। কে, কবে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন ?

উত্তর:- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ১৯১৮ খ্রিস্টাব্দে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন।

৫৮। ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির ওপর কী পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চাপানো হয় ?

উত্তর:- ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির ওপর ৬৬০ কোটি পাউন্ড আর্থিক ক্ষতিপূরণ চাপানো হয়৷

৫৯। ভার্সাই সন্ধির দ্বারা কে ‘পোলিশ করিডর’ লাভ করে?

উত্তর:- ভার্সাই সন্ধির দ্বারা পোল্যান্ড ‘পোলিশ করিডর’ লাভ করে।

৬০। কবে, কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন, মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

৬১। ‘হুভার স্থগিতকরণ’ কবে থেকে কার্যকরী হয় ?

উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে পরবর্তী ১ বছরের জন্য ‘হুভার স্থগিতকরণ’ কার্যকরী হয়।

৬২। হিটলার কোন্ শাসনের পতন ঘটিয়ে কবে জার্মানির শাসনক্ষমতা দখল করেন ?

উত্তর:- হিটলার ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে, ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানির শাসনক্ষমতা দখল করেন।

৬৩। কে, কবে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- ফ্রেডরিখ ইবার্ট, ১৯১১ খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।

৬৪। জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় ছিল?

উত্তর:- জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

৬৫। ফ্রেডরিখ ইবার্ট কে ছিলেন ?

উত্তর:- ফ্রেডরিখ ইবার্ট ছিলেন জার্মানির সমাজতান্ত্রিক নেতা ও ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা।

৬৬। গুস্তাভ স্ট্রেসম্যান কে ছিলেন ?

উত্তর:- গুস্তাভ স্ট্রেসম্যান ছিলেন জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের চ্যান্সেলর এবং বিদেশমন্ত্রী।

৬৭। ফ্যাসিস্ট দলের প্রতীক কী ছিল ?

উত্তর:- ফ্যাসিস্ট দলের প্রতীক ছিল দড়িবাঁধা কাষ্ঠদণ্ড।

৬৮। মুসোলিনি কে ছিলেন ?

উত্তর:- মুসোলিনি ছিলেন ফ্যাসিস্ট দলের নেতা এবং ইতালির একনায়কতান্ত্রিক শাসক।

৬৯। কে, কবে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- মুসোলিনি ১৯১৯ খ্রিস্টাব্দে ইতালির মিলান শহরে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন।

৭০। হিটলার কে ছিলেন ?

উত্তর:- হিটলার ছিলেন নাৎসি দলের নেতা এবং জার্মানির একনায়কতান্ত্রিক শাসক।

৭১। কবে, কাদের মধ্যে ‘কমিন্টার্ন-বিরোধী চুক্তি’ স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে ‘কমিন্টার্ন- বিরোধী চুক্তি’ স্বাক্ষরিত হয়।

৭২। ‘ইতালীয় পূর্ব আফ্রিকা’ রাষ্ট্রটি কে, কবে গঠন করেন?

উত্তর:- মুসোলিনি, ১৯৩৬ খ্রিস্টাব্দে ‘ইতালীয় পূর্ব আফ্রিকা’ রাষ্ট্রটি গঠন করেন।

৭৩। নাৎসি দলের পুরো নাম কী ছিল ?

উত্তর:- নাৎসি দলের পুরো নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি।

৭৪। ‘গেস্টাপো’ কী?

উত্তর:- ‘গেস্টাপো’ ছিল নাৎসি দলের গুপ্ত পুলিশবাহিনী।

৭৫। হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?

উত্তর:- হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি হল ‘মেইন ক্যাম্ফ’৷

৭৬। নাৎসি দল কার লেখা কোন্ গানটিকে জাতীয় সংগীতের মর্যাদা দেয় ?

নাৎসি দল ভাগনার-এর লেখা ‘জাগ্রত জার্মানি’ গানটিকে জাতীয় সংগীতের মর্যাদা দেয়।

৭৭। জার্মান বিমানবাহিনীর নাম কী ছিল ?

উত্তর:- জার্মান বিমানবাহিনীর নাম ছিল ‘লুয়াফা’।

৭৮। নাৎসি দলের মুখপত্রের নাম কী ছিল ?

উত্তর:- নাৎসি দলের মুখপত্র ছিল ‘পিপলস অবজারভার’।

৭৯। কোন্ ঘটনা ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ নামে পরিচিত ? 

উত্তর:- স্পেনের গৃহযুদ্ধ ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ নামে পরিচিত।

৮০। জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন ?

উত্তর:- জেনারেল ফ্রাঙ্কো ছিলেন স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা।

Leave a Comment