নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 5 Short Question Answers.
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (বিশ শতকে ইউরোপ)
নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
শ্রেণী | নবম |
অধ্যায় | পঞ্চম অধ্যায় |
Question Type | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
Marks | 2 |
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১। ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয়েছিল ?
উত্তর:- ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে বলা হয় সামন্তপ্রভুদের অধীনতা থেকে ভূমিদাসরা মুক্তি পাবে, মুক্ত ভূমিদাসরা স্বাধীন নাগরিকের মর্যাদা ও অধিকার পাবে, প্রভুর জমির অর্ধাংশ তার অধীনতা থেকে মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের দেওয়া হবে, জমিদার তার হারানো জমির জন্য ক্ষতিপূরণ পাবেন।
২। রাসপুটিন কে ছিলেন?
উত্তর:- রাসপুটিন ছিলেন জর্জিয়া থেকে আগত এক ভণ্ড সন্ন্যাসী। তিনি রানি আলেকজান্দ্রার ওপর সীমাহীন প্রভাব বিস্তার করতে সক্ষম হন। দেশের শাসন পরিচালনা, কর্মচারী নিয়োগ প্রভৃতি বিষয়ে তিনি জারের দরবারে সীমাহীন আধিপত্য প্রতিষ্ঠা করেন।
৩। কবে, কোথায় ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ প্রতিষ্ঠিত হয় এবং কবে এই দলে বিভাজন ঘটে?
উত্তর:- ১৮৯৮ খ্রিস্টাব্দে রাশিয়ায় মার্কসবাদী ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ প্রতিষ্ঠিত হয়। ১৯০৩ খ্রিস্টাব্দে দুই ভাগে বিভক্ত হয় – সংখ্যাগরিষ্ঠ ‘বলশেভিক’ দল ও সংখ্যালঘিষ্ঠ ‘মেনশেভিক’ দল
৪। ফাদার গ্যাপন সম্পর্কে কী জান?
অথবা, ‘রক্তাক্ত রবিবার’ সম্পর্কে কী জান?
উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দের ৯ জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় ৬ হাজার শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। তাদের দাবি ছিল রাজনৈতিক বন্দিদের মুক্তিদান, সংবিধান সভা আহ্বান, শ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে ১ হাজারের বেশি শ্রমিক নিহত এবং ২ হাজারের বেশি আহত হয়। এই ঘটনা ‘রক্তাক্ত রবিবার’ নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে, তিনি পুলিশের চর ছিলেন।
৫। অক্টোবর ইস্তাহার বা ঘোষণাপত্র কী?
উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দের ভয়াবহ বিপ্লবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী কাউন্ট উইটি-র পরামর্শে জার দ্বিতীয় নিকোলাস ৩০ অক্টোবর এক ঘোষণাপত্র জারি করেন। এটি অক্টোবর ইস্তাহার’ বা ‘অক্টোবর ঘোষণাপত্র’ নামে পরিচিত। এই ঘোষণায় নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা, সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ডুমা গঠন, ডুমার হাতে সরকারি নীতি নির্ধারণের দায়িত্ব প্রদান প্রভৃতির কথা বলা হয়।
৬। ‘কালো সন্ত্রাসের রাজত্ব’ বা ‘স্টোলিপিন প্রতিক্রিয়া’ বলতে কী বোঝ ?
১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবের ব্যর্থতার পর রুশ জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী পিটার স্টোলিপিন দেশে এক ভয়াবহ সন্ত্রাসের শাসন কায়েম করেন। তিনি জেল থেকে ‘ব্ল্যাক হানড্রেড’ নামক কুখ্যাত অপরাধীদের মুক্তি দিয়ে তাদের সহায়তায় জার- বিরোধী শ্রমিক ও কৃষকদের ওপর চূড়ান্ত সন্ত্রাস শুরু করেন। এটি ‘কালো সন্ত্রাসের রাজত্ব’ বা ‘স্টোলিপিন প্রতিক্রিয়া’ নামে পরিচিত।
৭। এপ্রিল থিসিস’ কী?
উত্তর:- রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের দ্বারা বুর্জোয়া শ্রেণি শাসনক্ষমতা দখল করে। এই সময় বলশেভিক নেতা লেনিন নির্বাসন থেকে দেশে ফিরে বলশেভিক কর্মীদের সামনে ১৬ এপ্রিল তাঁর নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন। এটি ‘এপ্রিল থিসিস’ বা ‘এপ্রিল মতবাদ’ নামে পরিচিত। এই মতবাদে তিনি বুর্জোয়াদের হাত থেকে বলশেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন।
৮। নভেম্বর বিপ্লব বলতে কী বোঝ ? অথবা, অক্টোবর বিপ্লব বলতে কী বোঝ?
উত্তর:- কেরেনস্কির নেতৃত্বাধীন রাশিয়ার বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার জনপ্রিয়তা হারালে বলশেভিক নেতা লেনিনের নির্দেশে এবং ট্রটস্কির নেতৃত্বে ‘লাল ফৌজ’ নামে এক স্বেচ্ছাসেবক বাহিনী ৭ নভেম্বর ১৯১৭ খ্রিস্টাব্দে রাজধানী পেট্রোগ্রাড দখল করে নেয়। আতঙ্কিত কেরেনস্কি আমেরিকায় পালিয়ে যান এবং বলশেভিকরা প্রজাতান্ত্রিক সরকারের উচ্ছেদ ঘটিয়ে রাষ্ট্রের শাসনক্ষমতা দখল করে। এই ঘটনা ‘নভেম্বর বিপ্লব’ নামে পরিচিত। এটি রাশিয়ার পুরোনো ক্যালেন্ডার অনুসারে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ায় ঘটনাটি ‘অক্টোবর বিপ্লব’ নামেও পরিচিত।
৯। ইউরোপের ইতিহাসে ১৯১৭ খ্রিস্টাব্দের গুরুত্ব কী?
উত্তর:- ইউরোপের ইতিহাসে ১৯১৭ খ্রিস্টাব্দ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এই বছরে রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটে, রাশিয়ায় লেনিনের নেতৃত্বে নভেম্বর বিপ্লব সংঘটিত হয় এবং রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১০। নতুন অর্থনৈতিক নীতি’ বা নেপ (NEP) কী?
উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী রাষ্ট্রপতি লেনিন বিশুদ্ধ সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা (১৯২১ খ্রি.) করেন। এটি ‘নতুন অর্থনৈতিক নীতি’ বা নেপ (New Economic Policy বা NEP) নামে পরিচিত।
১১। প্যারিসের শান্তি সম্মেলনে প্রধান নেতৃত্বে কারা ছিলেন ?
উত্তর:- প্যারিসের শান্তি সম্মেলনে ৩২ টি দেশ অংশগ্রহণ করলেও মূলত চারটি বৃহৎ শক্তির রাষ্ট্রপ্রধান এই সম্মেলনের নীতি-নির্ধারণ ও কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এঁরা হলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লেমাঁশু এবং ইতালির প্রধানমন্ত্রী ভিক্টোরিও অর্লান্ডো।
১২। চোদ্দো দফা নীতি’ কী?
উত্তর:- বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট চোদ্দোটি শর্ত ঘোষণা করেন তা চোদ্দো দফা নীতি নামে পরিচিত।
১৩। ভার্সাই সন্ধির (১৯১৯ খ্রি.) মূল নীতিগুলি কী ছিল?
উত্তর:- ভার্সাই সন্ধির মূল নীতিগুলি হল প্রথম বিশ্বযুদ্ধের জন্য সার্বিকভাবে জার্মানিকে দায়ী করা, ভবিষ্যতে জার্মানি যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া, ইউরোপে শক্তিসাম্য প্রতিষ্ঠা করা, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপন করা প্রভৃতি।
১৪। পোলিশ করিডর’ কী?
উত্তর:- পোল্যান্ড যাতে সমুদ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে সে উদ্দেশ্যে ভার্সাই সন্ধির দ্বারা পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি ‘পোলিশ করিডর’ নামে পরিচিত।
১৫। ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দা কী?
উত্তর:- ১৯২৯ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় এবং তা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই সংকট ‘অর্থনৈতিক মহামন্দা’ বা ‘বিশ্ব অর্থনৈতিক মন্দা’ নামে পরিচিত। এই মন্দা ১৯২৯-৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবলভাবে বিদ্যমান ছিল।
১৬। হুভার স্থগিতকরণ’ কী ?
উত্তর:- ১৯২৯-৩৩ খ্রিস্টাব্দে আমেরিকা তথা বিশ্বে অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সংকট থেকে বিশ্বকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট ক্লার্ক হুভার ঘোষণা করেন যে, ১৯৩১ খ্রিস্টাব্দের ১লা জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপূরণ প্রদান ও মার্কিন ঋণশোধ স্থগিত থাকবে। এই ঘোষণা ‘হুভার স্থগিতকরণ’ বা ‘হুভার মরাটোরিয়াম’ নামে পরিচিত।
১৭। স্টর্ম ট্রুপার্স বা SA সম্পর্কে কী জান?
অথবা, কাদের, কেন ‘ব্রাউন শার্টস’ বলা হত?
উত্তর:- নাৎসি দলের আধা-সামরিক ঝটিকা বাহিনীর নাম ছিল ‘স্টর্ম ট্রুপার্স’ বা SA। এই বাহিনীর নেতৃত্ব ছিল হিটলারের বিশ্বস্ত এরনেস্ট রোমের হাতে। এই বাহিনী নাৎসি দলের সভা-সমিতিগুলি পাহারা দিত এবং হামলা চালিয়ে অন্য দলের সভা-সমিতি ভেঙে দিত। এই বাহিনীর সদস্যরা বাদামি রঙের পোশাক পরত বলে এদের ‘ব্রাউন শার্টস’ বলা হত।
১৮। কবে কাদের মধ্যে ‘রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি’ স্বাক্ষরিত হয়? এই চুক্তিভুক্ত জোটের নাম কী ছিল ?
উত্তর:- ১৯৩৭ খ্রিস্টাব্দে ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিভুক্ত জোটের নাম ছিল ‘অক্ষশক্তি’।
১৯। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান রণাঙ্গনগুলি কী ছিল?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের প্রধান রণাঙ্গন ছিল দুটি। পশ্চিম রণাঙ্গন – এখানে জার্মানির পশ্চিম সীমান্তে জার্মানির সঙ্গে ফ্রান্স-বেলজিয়ামের যুদ্ধ হয় এবং পূর্ব রণাঙ্গন – এখানে রাশিয়ার সঙ্গে জার্মানির যুদ্ধ হয়।
২০। স্পেনের গৃহযুদ্ধ কী?
উত্তর:- স্পেনের বিদ্রোহী নেতা জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সে দেশের তৎকালীন পপুলার ফ্রন্ট নামে প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ১৯৩৬ খ্রিস্টাব্দ থেকে ১৯৩৯ খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুদ্ধ চলে তা স্পেনের গৃহযুদ্ধ নামে পরিচিত।