নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ। নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে ভুল বা ঠিক নির্ধারণ। Class 9 History Chapter 6 Determining Error or Right.
নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ (দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর)
নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে ভুল বা ঠিক নির্ধারণ
শ্রেণী | নবম |
অধ্যায় | ষষ্ঠ অধ্যায় |
Question Type | ভুল বা ঠিক নির্ধারণ |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় থেকে ভুল বা ঠিক নির্ধারণ
১। ইতালির কবি ডান্নুনৎসিওর ‘ব্ল্যাক শার্টস’ বাহিনী ১৯১৯ খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার কাছ থেকে ফিউম বন্দরটি দখল করে।
উত্তর:- ঠিক।
২। জার্মানির শাসক হিটলার ইতালির আবিসিনিয়া আক্রমণের বিরোধিতা করেন।
উত্তর:- ভুল, জার্মানির শাসক হিটলার ইতালির আবিসিনিয়া আক্রমণকে সমর্থন করেন।
৩। রোম চুক্তির (১৯৩৫ খ্রি.) দ্বারা ফ্রান্সের কাছ থেকে ইতালি বেশ কিছু স্থান লাভ করে।
উত্তর:- ঠিক।
৪। যুগোস্লাভিয়ার রাজা আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনায় যুগোস্লাভিয়া ফ্রান্সকে দায়ী করে।
উত্তর:- ভুল, যুগোস্লাভিয়ার রাজা আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনায় যুগোস্লাভিয়া ইতালিকে দায়ী করে।
৫। জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনে (১৯৩৩ খ্রি.) জার্মানি সামরিক শক্তি বৃদ্ধির দাবি জানায়।
উত্তর:- ঠিক।
৬। অক্ষশক্তির প্রধান সদস্যগুলি হল ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া।
উত্তর:- ভুল, অক্ষশক্তির প্রধান সদস্যগুলি হল ইতালি, জার্মানি ও জাপান।
৭। জার্মানি ১৯৩৯ খ্রিস্টাব্দে ইতালির সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল।
উত্তর:- ভুল, জার্মানি ১৯৩৯ খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল।
৮। জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলিকে ইতালির সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধের নির্দেশ দিলে ইংল্যান্ড ও ফ্রান্স এই নির্দেশ বাস্তবায়িত করে।
উত্তর:- ভুল, জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলিকে ইতালির সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধের নির্দেশ দিলে ইংল্যান্ড ও ফ্রান্স এই নির্দেশ এড়িয়ে চলে।
৯। অক্ষজোটের ‘অক্ষ’ কথাটি প্রথম ব্যবহার করেন মুসোলিনি।
উত্তর:- ঠিক।
১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানি ও রাশিয়া পোল্যান্ড দখল করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
উত্তর:- ঠিক।
১১। চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চলের ওপর হিটলারের দাবির পরিপ্রেক্ষিতে মিউনিখ চুক্তি (১৯৩৮ খ্রি.) স্বাক্ষরিত হয়।
উত্তর:- ভুল, পোল্যাণ্ডের ওপর হিটলারের দাবির পরিপ্রেক্ষিতে মিউনিখ চুক্তি (১৯৩৮ খ্রি.) স্বাক্ষরিত হয়।
১২। মুসোলিনি মিউনিখ চুক্তি স্বাক্ষরের ৬ মাস পরই সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করে নেন।
উত্তর:- ভুল, হিটলার মিউনিখ চুক্তি স্বাক্ষরের ৬ মাস পরই সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করে নেন।
১৩। আমেরিকা পার্ল হারবার ঘাঁটিতে বোমা বর্ষণ করলে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
উত্তর:- ভুল, জাপান পার্ল হারবার ঘাঁটিতে বোমা বর্ষণ করলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
১৪। ইংল্যান্ড জয়ে ব্যর্থতার পর হিটলার ফ্রান্স অভিযানের পরিকল্পনা করেন।
উত্তর:- ভুল, ইংল্যান্ড জয়ে ব্যর্থতার পর হিটলার রাশিয়া অভিযানের পরিকল্পনা করেন।
১৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমদিকে ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, হল্যান্ড, লাক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্র জার্মানি দখল করে নেয়।
উত্তর:- ঠিক।
১৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমদিকে ফিনল্যান্ড, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া প্রভৃতি রাষ্ট্র রাশিয়া দখল করে নেয়।
উত্তর:- ঠিক।
১৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা মিত্রপক্ষীয় দেশগুলিকে অস্ত্র দিয়ে সাহায্য করলে আমেরিকার সঙ্গে জার্মানি ও জাপানের সম্পর্কের অবনতি ঘটে।
উত্তর:- ঠিক।
১৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর আফ্রিকার যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন আর্চিবল্ড ওয়াভেল ও মন্টগোমারি, জার্মান সেনাপতি ছিলেন রোমেল এবং মার্কিন সেনাপতি ছিলেন প্যাটন।
উত্তর:- ঠিক।
১৯। ১৯৪১ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর আমেরিকার বিরুদ্ধে জাপান যুদ্ধ ঘোষণা করলে প্রাচ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে।
উত্তর:- ভুল, ১৯৪১ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর জাপানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করলে প্রাচ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে।
২০। খনিজ তেলের প্রয়োজনে জাপান ১৯৪১ খ্রিস্টাব্দে দক্ষিণ ইন্দোচিন দখল করে নেয়।
উত্তর:- ঠিক।
২১। ইতালি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে ১৯৪৩ খ্রিস্টাব্দের ৩ সেপ্টেম্বর।
উত্তর:- ঠিক।
২২। জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ, ‘মার্শাল পরিকল্পনা’-কে ‘ডলার সাম্রাজ্যবাদ’-এর পরিবর্তিত রূপ বলে অভিহিত করেন।
উত্তর:- ভুল, রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ ‘মার্শাল পরিকল্পনা’-কে ‘ডলার সাম্রাজ্যবাদ’-এর পরিবর্তিত রূপ বলে অভিহিত করেন।
২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রশক্তি ইয়াল্টা সম্মেলন ও পোটসডাম সম্মেলনে মিলিত হয়।
উত্তর:- ঠিক।
২৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং, সিঙ্গাপুর, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, মালয়, শ্যাম, ব্রহ্মদেশ প্রভৃতি স্থান দখল করে ফ্রান্স।
উত্তর:- ভুল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং, সিঙ্গাপুর, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, মালয়, শ্যাম, ব্রহ্মদেশ প্রভৃতি স্থান দখল করে জাপান।
২৫। উগ্র জাতীয়তাবাদীরা নিজের জাতি, সভ্যতা ও সংস্কৃতিকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং অন্যান্য জাতিকে নিকৃষ্ট ঘোষণা করে তাদের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য বলপ্রয়োগ করে।
উত্তর:- ঠিক।
২৬। ‘লিটল আঁতাত’ স্বাক্ষরিত হয় চেকোস্লোভাকিয়া, রোমেনিয়া ও যুগোস্লাভিয়ার মধ্যে।
উত্তর:- ঠিক।
২৭। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ প্রতিটি জাতি নিজেদের দেশ ও জাতির প্রতি ভালবাসার তাগিদ অনুভব করে এবং নিজেদের পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবি জানায়৷
উত্তর:- ঠিক।
২৮। আন্তর্জাতিকতাবাদ সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, যুদ্ধ, সন্ত্রাসবাদ প্রভৃতি প্রগতি-বিরোধী নীতিকে সমর্থন করে।
উত্তর:- ভুল, উগ্ৰ জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, যুদ্ধ, সন্ত্রাসবাদ প্রভৃতি প্রগতি-বিরোধী নীতিকে সমর্থন করে।