২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে শূন্যস্থান পূরণ

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে শূন্যস্থান পূরণ। নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে শূন্যস্থান পূরণ। Class 9 History Chapter 6 Fill in the Blank question answers.

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে শূন্যস্থান পূরণ (দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর)

নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে শূন্যস্থান পূরণ

শ্রেণী নবম
অধ্যায়ষষ্ঠ অধ্যায়
Question Typeশূন্যস্থান পূরণ
Marks1

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ

১। — চুক্তি দ্বারা ইটালি আলবেনিয়ায় চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠা করে।

  • (ক) টিরানা
  • (খ) নেটিউনো
  • (গ)  লুসানের
  • (ঘ) প্যারিসের

উত্তর:- (ক) টিরানা।

২। আহম্মদ জগু — প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।

  • (ক) বুলগেরীয়
  • (খ) আবিসিনিয়া
  • (গ) ইতালীয়
  • (ঘ) আলবেনিয়া

উত্তর:- (ঘ) আলবেনিয়া।

৩। মুসোলিনি — এর সঙ্গে বুলগেরিয়ার সংযুক্তি বাতিল করতে আন্দোলনে ইন্ধন দেন।

  • (ক) হাঙ্গেরি
  • (খ) আবিসিনিয়া
  • (গ) যুগোস্লাভিয়া
  • (ঘ) আলবেনিয়া

উত্তর:- (গ) যুগোস্লাভিয়া।

৪। মুসোলিনি যুগোস্লাভিয়ার কাছ থেকে — বন্দরটি অধিকার করে।

  • (ক) ডানজিগ
  • (খ) ফিউম
  • (গ) মেমেল
  • (ঘ) ওডেসা

উত্তর:- (খ) ফিউম।

৫। কমিন্টার্ন-বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় — ও জাপানের মধ্যে।

  • (ক) জার্মানি
  • (খ) ইটালি
  • (গ) অস্ট্রিয়া
  • (ঘ) চিন

উত্তর:- (ক) জার্মানি।

৬। — মধ্যস্থতার দ্বারা মিউনিখ চুক্তি (১৯৩৮ খ্রি.) স্বাক্ষরিত হয়।

  • (ক) মুসোলিনির
  • (খ) হিটলারের
  • (গ) দালাদিয়েরের
  • (ঘ) চেম্বারলেনের

উত্তর:- (ক) মুসোলিনির।

৭। হিটলার অস্ট্রিয়ার নাৎসি নেতা — কে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগের দাবি জানান।

  • (ক) সুশনিগ
  • (খ) সিয়েস ইনকর্ট
  • (গ) লর্ড হ্যালিফ্যাক্স
  • (ঘ) লুই বার্থু

উত্তর:- (খ) সিয়েস ইনকর্ট।

৮। গণভোটের দ্বারা জার্মানির সঙ্গে যুক্ত হয়।

  • (ক) রাইন ভূখণ্ড
  • (খ) পোল্যান্ড
  • (গ) সার অঞ্চল
  • (ঘ) অস্ট্রিয়া

উত্তর:- (গ) সার অঞ্চল।

৯। মিউনিখ চুক্তিতে — প্রতি অবিচার করা হয়।

  • (ক) চেকোস্লোভাকিয়ার
  • (খ) আবিসিনিয়ার
  • (গ) পোল্যান্ডের
  • (ঘ) আলবেনিয়ার

উত্তর:- (ক) চেকোস্লোভাকিয়ার।

১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির প্রতি ইংল্যান্ড ও ফ্রান্স — নীতি গ্রহণ করেছিল।

  • (ক) শত্রুতাপূর্ণ
  • (খ) বন্ধুত্বপূর্ণ
  • (গ) তোষণ
  • (ঘ) মিত্রতা

উত্তর:- (গ) তোষণ।

১১। ইস্পাতের চুক্তি’ (১৯৩৯ খ্রি.) স্বাক্ষরিত হয় জার্মানি ও — -এর মধ্যে।

  • (ক) রাশিয়া
  • (খ) ইতালি
  • (গ) জাপান
  • (ঘ) স্পেন

উত্তর:- (খ) ইতালি।

১২। রুশ-জার্মান অনাক্রমণ (১৯৩৯ খ্রি.) চুক্তির দ্বারা ঠিক হয় যে, — রাশিয়া ও জার্মানি নিজেদের মধ্যে ভাগ করে নেবে।

  • (ক) আলবেনিয়া
  • (খ) অস্ট্রিয়া
  • (গ) চেকোস্লোভাকিয়া
  • (ঘ) পোল্যান্ড

উত্তর:- (ঘ) পোল্যান্ড।

১৩। হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করেন ১৯৩৯ খ্রিস্টাব্দের — ।

  • (ক) ১৫ ফেব্রুয়ারি
  • (খ) ১৫ মার্চ
  • (গ) ১৫ মে
  • (ঘ) ১৫ জুন

উত্তর:- (খ) ১৫ মার্চ।

১৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড — জোটের অন্তর্ভুক্ত ছিল।

  • (ক) ত্রিশক্তি চুক্তি
  • (খ) অক্ষশক্তি
  • (গ) ত্রিশক্তি মৈত্রী
  • (ঘ) মিত্রশক্তি

উত্তর:- (ঘ) মিত্রশক্তি।

১৫। হিটলার মিউনিখ চুক্তিতে জানান যে, —  অঞ্চলই ইউরোপের কাছে তাঁর শেষ দাবি।

  • (ক) সার
  • (খ) রাইন
  • (গ) সুদেতান
  • (ঘ) পোল্যান্ড

উত্তর:- (গ) সুদেতান।

১৬। ১৯৪০ খ্রিস্টাব্দের ১০ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় — ।

  • (ক) ইতালি
  • (খ) জাপান
  • (গ) আমেরিকা
  • (ঘ) অস্ট্রিয়া

উত্তর:- (ক) ইতালি।

১৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানি — জোটের অন্তর্ভুক্ত ছিল।

  • (ক) ত্রিশক্তি মৈত্রী
  • (খ) ত্রিশক্তি চুক্তি
  • (গ) অক্ষশক্তি
  • (ঘ) মিত্রশক্তি

উত্তর:- (গ) অক্ষশক্তি।

১৮। মুক্তি দিবস’-এর ঘটনাটি — সঙ্গে যুক্ত।

  • (ক) ফ্রান্সের পতনের
  • (খ) ফ্রান্সের পুনরুদ্ধারের
  • (গ) জার্মানির আত্মসমর্পণের
  • (ঘ) জাপানের আত্মসমর্পণের

উত্তর:- (খ) ফ্রান্সের পুনরুদ্ধারের।

১৯। ইতালি অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় জার্মানির — অভিযানের সময়।

  • (ক) ইংল্যান্ড
  • (খ) রাশিয়া
  • (গ) বেলজিয়াম
  • (ঘ) ফ্রান্স

উত্তর:- (ঘ) ফ্রান্স।

২০। জার্মানি ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর — আক্রমণ করে।

  • (ক) পোল্যান্ড
  • (খ) অস্ট্রিয়া
  • (গ) চেকোস্লোভাকিয়া
  • (ঘ) রাইন অঞ্চল

উত্তর:- (ক) পোল্যান্ড।

২১। হিটলার তাঁর — অভিযানের নামকরণ করে ‘সমুদ্রসিংহ অভিযান’।

  • (ক) ডেনমার্ক
  • (খ) রাশিয়া
  • (গ) ফ্রান্স
  • (ঘ) ইংল্যান্ড

উত্তর:- (ঘ) ইংল্যান্ড।

২২। ‘লালফৌজ’ ছিল — সেনাবাহিনীর নাম।

  • (ক) ইংল্যান্ডের
  • (খ)  ফ্রান্সের
  • (গ) আমেরিকার
  • (ঘ) রাশিয়ার

উত্তর:- (ঘ) রাশিয়ার।

২৩। — যুদ্ধ হয় রাশিয়া ও জার্মানির মধ্যে।

  • (ক) স্ট্যালিনগ্রাডের
  • (খ) ব্রিটেনের
  • (গ) পার্ল হারবারের
  • (ঘ) উত্তর আফ্রিকার

উত্তর:- (ক) স্ট্যালিনগ্রাডের।

২৪। লেনিনগ্রাডের যুদ্ধ হয় রাশিয়া ও — -এর মধ্যে।

  • (ক) জাপান
  • (খ) জার্মানি
  • (গ) ইতালি
  • (ঘ) আমেরিকা

উত্তর:- (খ) জার্মানি।

২৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় — ‘গণতন্ত্রের অস্ত্রাগারে’ পরিণত হয়।

  • (ক) রাশিয়া
  • (খ) আমেরিকা
  • (গ) ইংল্যান্ড
  • (ঘ) ফ্রান্স

উত্তর:- (খ) আমেরিকা।

২৬। পার্ল হারবারের মার্কিন নৌঘাটি ধ্বংস করে ,–

  • (ক) জাপান
  • (খ) রাশিয়া
  • (গ) চিন
  • (ঘ) জার্মানি

উত্তর:- (ঘ) জার্মানি।

২৭। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম — জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।

  • (ক) টিউটনিক
  • (খ) অ্যাংলো-স্যাক্সন
  • (গ) লাতিন
  • (ঘ) আর্য

উত্তর:- (ক) টিউটনিক।

২৮। — বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।

  • (ক) রাশিয়ার
  • (খ) ইংল্যান্ডের
  • (গ) লিবিয়ার
  • (ঘ) ফ্রান্সের

উত্তর:- (ঘ) ফ্রান্সের।

২৯। ১৯৪৪ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট মিত্রবাহিনী দখল করে।

  • (ক) প্যারিস
  • (খ) লেনিনগ্রাড
  • (গ)  স্ট্যালিনগ্ৰাড
  • (ঘ) মস্কো

উত্তর:- (ক) প্যারিস।

৩০। — বিভিন্ন দেশ ও জাতির সহাবস্থানের কথা বলে। 

  • (ক) জাতীয়তাবাদ
  • (খ) আন্তর্জাতিকতাবাদ
  • (গ) উগ্র জাতীয়তাবাদ
  • (ঘ) নৈরাজ্যবাদ

উত্তর:- (খ) আন্তর্জাতিকতাবাদ।

৩১। হিটলার জার্মান জাতিকে খাঁটি — জাতির বংশধর বলে প্রচার করে।

  • (ক) শ্বেতাঙ্গ
  • (খ) খ্রিস্টান
  • (গ) ইহুদি
  • (ঘ) আর্য

উত্তর:- (ঘ) আর্য।

৩২। ইভা ব্রাউন ছিলেন — পত্নী।

  • (ক) মুসোলিনির
  • (খ) ফ্রাঙ্কোর
  • (গ) হিটলারের
  • (ঘ) হিদেকি তোজোর

উত্তর:- (গ) হিটলারের।

৩৩। জার্মনি প্রচার করত যে, — জাতি হল বিশ্বের শ্রেষ্ঠ জাতি।

  • (ক) টিউটনিক
  • (খ) লাতিন
  • (গ) অ্যাংলো-স্যাক্সন
  • (ঘ) আর্য

উত্তর:- (ক) টিউটনিক।

৩৪। মিত্রবাহিনী — খ্রিস্টাব্দের ৪ জুন ইতালির রাজধানী রোম দখল করে।

  • (ক) ১৯৪২
  • (খ) ১৯৪৩
  • (গ) ১৯৪৪
  • (ঘ) ১৯৪৫

উত্তর:- (গ) ১৯৪৪

Leave a Comment