নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে MCQ প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 6 mcq question answers. 

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর (দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর)

নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে MCQ প্রশ্ন উত্তর

শ্রেণী নবম
অধ্যায়ষষ্ঠ অধ্যায়
Question TypeMCQ প্রশ্ন উত্তর
Marks1

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন (MCQ প্রশ্ন উত্তর)

১। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হয় –

  • (ক) গণতন্ত্রের মড়ক
  • (খ) সমাজতন্ত্রের প্রসার
  • (গ) ধনতন্ত্রের পতন
  • (ঘ) একনায়কতন্ত্রের পতন

উত্তর:- (ক) গণতন্ত্রের মড়ক।

২। ইতালি ১৯৩৫ খ্রিস্টাব্দে আক্রমণ করে –

  • (ক) আবিসিনিয়া
  • (খ) আলবেনিয়া
  • (গ) করফু
  • (ঘ) ফিউম

উত্তর:- (ক) আবিসিনিয়া।

৩। মুসোলিনি ফ্রান্সের কাছ থেকে কোন্ স্থানটি দাবি করেছিল?

  • (ক) মেমেল
  • (খ) ফিউম
  • (গ) ট্যাঞ্জির
  • (ঘ) ডানজিগ

উত্তর:- (গ) ট্যাঞ্জির।

৪। করফু দ্বীপটি দখল করেছিল –

  • (ক) জার্মানি
  • (খ) জাপান
  • (গ) গ্রিস
  • (ঘ) ইতালি

উত্তর:- (ঘ) ইতালি।

৫। ইতালিকে ‘আক্রমণকারী’ বলে ঘোষণ করে –

  • (ক) আবিসিনিয়া
  • (খ) জাতিপুঞ্জ
  • (গ) জাতিসংঘ
  • (ঘ) ইংল্যান্ড

উত্তর:- (গ) জাতিসংঘ।

৬। রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

উত্তর:- (ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে।

৭। ১৯৩৭ খ্রিস্টাব্দে কমিন্টার্ন-বিরোধী জোটে যোগ দেয় –

  • (ক) ইতালি
  • (খ) জার্মানি
  • (গ) জাপান
  • (ঘ) অস্ট্রিয়া

উত্তর:- (ক) ইতালি।

৮। ইতালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে –

  • (ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯৩৮ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৯৩৭ খ্রিস্টাব্দে।

৯। কোন দেশ আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ?

  • (ক) চেকোস্লোভাকিয়া
  • (খ) অস্ট্রিয়া
  • (গ) পোল্যান্ড
  • (ঘ) রাইনল্যান্ড

উত্তর:- (গ) পোল্যান্ড।

১০। ‘এশিয়াটিক মনরো নীতি’ ঘোষণা করে –

  • (ক) আমেরিকা
  • (খ) জার্মানি
  • (গ) চিন
  • (ঘ) জাপান

উত্তর:- (ঘ) জাপান।

১১। ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে গড়ে ওঠা জোট ছিল –

  • (ক) অক্ষশক্তি
  • (খ) কমিন্টার্ন চুক্তি
  • (গ) অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি
  • (ঘ) মিত্রশক্তি

উত্তর:- (ক) অক্ষশক্তি।

১২। জার্মানি ১৯৩৬ খ্রিস্টাব্দে কোন্ স্থান দখল করে?

  • (ক) চেকোস্লোভাকিয়া
  • (খ) অস্ট্রিয়া
  • (গ) পোল্যান্ড
  • (ঘ) রাইন ভূখণ্ড

উত্তর:- (ঘ) রাইন ভূখণ্ড।

১৩। ‘তোষণনীতির’ উদ্ভাবক ছিলেন –

  • (ক) ফ্রাঙ্কো
  • (খ) রিবেনট্রপ
  • (গ) নেভিল চম্বারলেন
  • (ঘ) মলোটভ

উত্তর:- (গ) নেভিল চম্বারলেন।

১৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক –

  • (ক) পোল্যান্ড আক্রমণ
  • (খ) ইঙ্গ-ফরাসি তোষণ নীতি
  • (গ) ভার্সাই সন্ধির অবিচার
  • (গ) জাতিসংঘের ব্যর্থতা

উত্তর:- (ক) পোল্যান্ড আক্রমণ।

১৫। কোন্‌ চুক্তির গোপন শর্তে পোল্যান্ড ভাগাভাগির কথা বলা হয়?

  • (ক) টিরানা চুক্তি
  • (খ) রোম চুক্তি
  • (গ) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি
  • (ঘ) মিউনিখ চুক্তি

উত্তর:- (গ) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি।

১৬। হিটলার বিনা যুদ্ধে চেকোস্লোভাকিয়ার কোন স্থান দখল করেন?

  • (ক) ফিউম বন্দর
  • (খ) সার অঞ্চল
  • (গ) রাইন অঞ্চল
  • (ঘ) সুদেতান অঞ্চল

উত্তর:- (ঘ) সুদেতান অঞ্চল।

১৭। ইঙ্গ-ফরাসি শক্তি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ১৯৩৯ খ্রিস্টাব্দের –

  • (ক) ১ সেপ্টেম্বর
  • (খ) ২ সেপ্টেম্বর
  • (গ) ৩ সেপ্টেম্বর
  • (ঘ) ৪ সেপ্টেম্বর

উত্তর:- (গ) ৩ সেপ্টেম্বর।

১৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাছে ফ্রান্স আত্মসমর্পণ করে ১৯৪০ খ্রিস্টাব্দের

  • (ক) ২১ মার্চ
  • (খ) ২১ আগস্ট
  • (গ) ২১ মে
  • (ঘ) ২১ নভেম্বর

উত্তর:- (ঘ) ২১ নভেম্বর।

১৯। ফ্রান্সের মার্শাল পেতাঁ সরকারের রাজধানী ছিল –

  • (ক) ভিচি
  • (খ) প্যারিস
  • (গ) লইয়ঁ
  • (ঘ) বোর্দো

উত্তর:- (ক) ভিচি।

২০। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্লিৎসক্রিগ’ যুদ্ধপদ্ধতি ব্যবহার করে –

  • (ক) ইংল্যান্ড
  • (খ) ফ্রান্স
  • (গ)  ইতালি
  • (ঘ) জার্মানি

উত্তর:- (ঘ) জার্মানি।

২১। নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করে –

  • (ক) জাপান
  • (খ) জার্মানি
  • (গ) ইতালি
  • (ঘ)  আমেরিকা

উত্তর:- (খ) জার্মানি।

২২। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দূরপ্রাচ্যে ব্যাপক আগ্রাসন চালায় –

  • (ক) আমেরিকা
  • (খ) রাশিয়া
  • (গ) জাপান
  • (ঘ) চিন

উত্তর:- (গ) জাপান।

২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সামরিক ঘাঁটি স্থাপন করে –

  • (ক) ইন্দোচিনে
  • (খ) চিনে
  • (গ) সিঙ্গাপুরে
  • (ঘ) মালয়ে

উত্তর:- (ক) ইন্দোচিনে।

২৪। ‘দেখমাত্র গুলি করার নির্দেশ দেন –

  • (ক) জার্মানি
  • (খ) আমেরিকা
  • (গ) জাপান
  • (ঘ) ইংল্যান্ড

উত্তর:- (খ) আমেরিকা।

২৫। মার্কিন নৌঘাঁটি অবস্থিত ছিল –

  • (ক) পার্ল হারবারে
  • (খ) নিশাপুরে
  • (গ) ইন্দোচিনে
  • (ঘ) চিনে

উত্তর:- (ক) পার্ল হারবারে।

২৬। উত্তর আফ্রিকায় এল-আলামিনের যুদ্ধে জার্মান সেনাপতি ছিলেন

  • (ক) প্যাটন
  • (খ) আর্চিবল্ড ওয়াভেল
  • (গ) মন্টোগোমারি
  • (ঘ) রোমেল

উত্তর:- (ঘ) রোমেল।

২৭। পার্ল হারবারে জাপানি নৌ ও বিমান আক্রমণ ঘটে ১৯৪১ খ্রিস্টাব্দের  –

  • (ক) ৭ জুলাই
  • (খ) ৭ ডিসেম্বর
  • (গ) ৭ অক্টোবর
  • (ঘ) ৭ মে

উত্তর:- (খ) ৭ ডিসেম্বর।

২৮। ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় ১৯৪০ খ্রিস্টাব্দের –

  • (ক) ২৫ মে
  • (খ) ১০ আগস্ট
  • (গ) ১০ সেপ্টেম্বর
  • (ঘ) ১০ জুন

উত্তর:- (ঘ) ১০ জুন।

২৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির সিসিলি দখল করে –

  • (ক) ইঙ্গ-মার্কিন বাহিনী
  • (খ) জাপান
  • (গ) জার্মানি
  • (ঘ) আবিসিনিয়া

উত্তর:- (ক) ইঙ্গ-মার্কিন বাহিনী।

৩০। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের কোন্ দেশ প্রথম জার্মানির রাজধানী বার্লিনে প্রবেশ করে ?

  • (ক) রাশিয়া
  • (খ) ইংল্যান্ড
  • (গ) আমেরিকা
  • (ঘ) ফ্রান্স

উত্তর:- (ক) রাশিয়া।

৩১। মিত্রপক্ষের প্রধান সেনাপতি ছিলেন –

  • (ক) প্যাটন
  • (খ) রোমেল
  • (গ) আইজেনহাওয়ার
  • (ঘ) মন্টগোমারি

উত্তর:- (গ) আইজেনহাওয়ার।

৩২। মিত্রশক্তি ফ্রান্স পুনরুদ্ধারের জন্য কোন্ স্থানে অবতরণ করে ?

  • (ক) প্যারিসে
  • (খ) নর্মান্ডি উপকূলে
  • (গ) লিয়ঁ-তে
  • (ঘ) বোর্দো-তে

উত্তর:- (খ) নর্মান্ডি উপকূলে।

৩৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে –

  • (ক) ত্রিশক্তি আঁতাত
  • (খ) ত্রিশক্তি চুক্তি
  • (গ) মিত্রশক্তি
  • (ঘ) অক্ষশক্তি

উত্তর:- (গ) মিত্রশক্তি।

৩৪। উগ্র জাতীয়তাবাদের উগ্র সমর্থক ছিলেন –

  • (ক) চার্চিল
  • (খ) রুজভেল্ট
  • (গ) হিটলার
  • (ঘ) স্ট্যালিন

উত্তর:- (গ) হিটলার।

৩৫। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণা করে—

  • (ক) রাশিয়া
  • (খ) ইংল্যান্ড
  • (গ) আমেরিকা
  • (ঘ) ফ্রান্স

উত্তর:- (গ) আমেরিকা।

৩৬। ব্রিটিশ লেখক হোমার লি কোন্ জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন?

  • (ক) টিউটনিক
  • (খ) লাতিন
  • (গ) অ্যাংলো-স্যাক্সন
  • (ঘ) আর্য

উত্তর:- (গ) অ্যাংলো-স্যাক্সন।

৩৭। ফুলটন বক্তৃতা করেন –

  • (ক) চার্চিল
  • (খ) রুজভেল্ট
  • (গ) ট্রুম্যান
  • (ঘ) জর্জ সি মার্শাল

উত্তর:- (ক) চার্চিল।

৩৮। প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় –

  • (ক) হিরোশিমায়
  • (খ) নাগাসাকিতে
  • (গ) পোখরানে
  • (ঘ) ইসলামাবাদে

উত্তর:- (ক) হিরোশিমায়।

Leave a Comment