নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে স্তম্ভ মেলাও। নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে স্তম্ভ মেলাও। Class 9 History Chapter 6 Pillar match.
নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে স্তম্ভ মেলাও (দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর)
নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে স্তম্ভ মেলাও
শ্রেণী | নবম |
অধ্যায় | ষষ্ঠ অধ্যায় |
Question Type | স্তম্ভ মেলাও |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় থেকে বাম দিক ও ডান দিক স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলাও
১।
বামদিক ডানদিক
(i) লুসানের সন্ধি (১৯২৩ খ্রি.) (a) ইতালি ও যুগোস্লাভিয়া
(ii) নেটিউনো চুক্তি (১৯২৫ খ্রি.) (b) ইতালি ও গ্রিস
(iii) টিরানা চুক্তি (১৯২৬ খ্রি.) (c) ইতালি ও ফ্রান্স
(iv) রোম চুক্তি (১৯৩৫ খ্রি.) (d) ইতালি ও আলবেনিয়া
উত্তর:- i-b, ii-a, iii-d, iv-c
২।
বামদিক ডানদিক
(i) এল-আলামিনের যুদ্ধ (a) জার্মানি ও রাশিয়া
(ii) স্ট্যালিনগ্রাডের যুদ্ধ (b) ইংল্যান্ড ও ইতালি
(iii) ব্রিটেনের যুদ্ধ (c) ইতালি-জার্মান জোট ও ইংল্যান্ড
(iv) বেনগাজির যুদ্ধ (d) ব্রিটেন ও জার্মানি
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b
৩।
বামদিক ডানদিক
(i) আলেকজান্ডার (a) যুগোস্লাভিয়া
(ii) ফ্রাঙ্কো (b) আবিসিনিয়া
(iii) হাইলে সেলাসি (c) আলবেনিয়া
(iv) আহম্মদ জগু (d) স্পেন
উত্তর:- i-a, ii-d, iii-b, iv-c
৪।
বামদিক ডানদিক
(i) হোর-লাভাল চুক্তি (১৯৩৫ খ্রি.) (a) ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালি
(ii) কমিন্টার্ন-বিরোধী চুক্তি (১৯৩৬ খ্রি.) (b) জার্মানি ও জাপান
(iii) রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি (১৯৩৭ খ্রি.) (c) ইঙ্গ-ফরাসি পক্ষ ও ইতালি
(iv) মিউনিখ চুক্তি (১৯৩৮ খ্রি.) (d) ইতালি, জার্মানি ও জাপান
উত্তর:- i-c, ii-b, iii-d, iv-a
৫।
বামদিক ডানদিক
(i) চেম্বারলেন (a) অস্ট্রিয়ার চ্যান্সেলর
(ii) দালাদিয়ের (b) জার্মান চ্যান্সেলর
(iii) হিটলার (c) ফরাসি প্রধানমন্ত্রী
(iv) ডলফাস (d) ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তর:- i-d, ii-c, iii-b, iv-a
৬। বামদিক ডানদিক
(i) ম্যাক আর্থার (a) রুশ পররাষ্ট্রমন্ত্রী
(ii) ভন পাউলাস (b) মার্কিন সেনাপতি
(iii) গোয়েবলস (c) হিটলারের প্রচারমন্ত্রী
(iv) মলোটভ (d) জার্মান সেনাপতি
উত্তর:- i-b, ii-d, iii-c, iv-a
৭।
বামদিক ডানদিক
(i) মার্শাল ঝুকভ (a) জার্মান সেনাপতি
(ii) আইজেনহাওয়ার (b) রুশ সেনাপতি
(iii) রোমেল (c) ব্রিটিশ সেনাপতি
(iv) মন্টগোমারি (d) মার্কিন সেনাপতি
উত্তর:- i-b, ii-d, iii-a, iv-c
৮।
বামদিক ডানদিক
(i) মুসোলিনি (a) অস্ট্রিয়ার চ্যান্সেলর
(ii) সুশনিগ (b) জাপানের প্রধানমন্ত্রী
(iii) হিদেকি তোজো (c) ফ্রান্সের ক্রীড়ানক শাসক
(iv) ফিলিপ পেতাঁ (d) ইতালির শাসক
উত্তর:- i-d, ii-a, iii-b, iv-c
৯।
বামদিক ডানদিক
(i) পিয়ের লাভাল (a) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
(ii) স্যামুয়েল হোর (b) রুশ পররাষ্ট্রমন্ত্রী
(iii) রিবেনট্রপ (c) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
(iv) মলোটভ (d) জার্মান পররাষ্ট্রমন্ত্রী
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b
১০।
বামদিক ডানদিক
(i) সম্মানজনক শান্তি (a) হিটলারের ইংল্যান্ড আক্রমণ
(ii) জবরদস্তিমূলক সন্ধি (b) ইতালি
(iii) ‘সমুদ্রসিংহ অভিযান’ (c) মিউনিখ চুক্তি
(iv)‘আক্রমণকারী’ (d) ভার্সাই সন্ধি
উত্তর:- i-c, ii-d, iii-a, iv-d
১১।
বামদিক ডানদিক
(i) ইতালীয় পূর্ব আফ্রিকা (a) ফিলিপ পেতাঁ
(ii) ভিচি সরকার (b) মুসোলিনি
(iii) মরুভূমির শৃগাল (c) হিটলার
(iv) উগ্র জাতীয়তাবাদ (d) রোমেল
উত্তর:- i-b, ii-a, iii-d, iv-c
১২।
বামদিক ডানদিক
(i) নিউরামবার্গ বক্তৃতা (a) ফ্রাঙ্কো
(ii) সুদেতান-জার্মান হোমল্যান্ড ফ্রন্ট (b) হিটলার
(iii) স্পেনের গৃহযুদ্ধ (c) রোমেল
(iv) মরুভূমির শৃগাল (d) কনরাড হেনলিন
উত্তর:- i-b, ii-d, iii-a, iv-c
১৩।
বামদিক ডানদিক
(i) করফু (a) জার্মানি-চেকোস্লোভাকিয়া বিরোধ
(ii) ট্যাঞ্জির (b) জার্মানি-ফ্রান্স বিরোধ
(iii) সার অঞ্চল (c) ফ্রান্স-ইতালি বিরোধ
(iv) সুদেতান অঞ্চল (d) গ্রিস-ইতালি বিরোধ
উত্তর:- i-d, ii-c, iii-b, iv-a
১৪।
বামদিক ডানদিক
(i) আলবেনিয়া আক্রমণ (a) রাশিয়া
(ii) পোল্যান্ড আক্রমণ (b) ইতালি
(iii) লেন্ড-লিজ আইন (c) আমেরিকা
(iv) পোড়ামাটি নীতি (d) জার্মানি
উত্তর:- i-b, ii-d, iii-c, iv-a
১৫।
বামদিক ডানদিক
(i) আবিসিনিয়া আক্রমণ (a) আমেরিকা
(ii) গৃহযুদ্ধ (১৯৩৬ খ্রি.) (b) ইংল্যান্ড ও ফ্রান্স
(iii) তোষণ নীতি (c) ইতালি
(iv) ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ (d) স্পেন
উত্তর:- i-c, ii-d, iii-b, iv-a
১৬।
বামদিক ডানদিক
(i) ফিউম (a) ইতালি ও আবিসিনিয়ার খণ্ডযুদ্ধ
(ii) ওয়াল ওয়াল (b) জার্মানি
(iii) লেনিনগ্রাড অবরুদ্ধ (c) আমেরিকা
(iv) ‘দেখামাত্র গুলি’ (d) যুগোস্লাভিয়া-ইতালি বিরোধ
উত্তর:- i-d, ii-a, iii-b, iv-c
১৭।
বামদিক ডানদিক
(i) ব্লিৎসক্রিগ যুদ্ধপদ্ধতি (a) জাপান
(ii) লালফৌজ (b) জার্মানি
(iii) ক্যাশ অ্যান্ড ক্যারি (c) রাশিয়া
(iv) পার্ল হারবারে আক্রমণ (d) আমেরিকা
উত্তর:- i-b, ii-c, iii-d, iv-a
১৮।
বামদিক ডানদিক
(i) ১৯৩৪ খ্রি. (a) অক্ষজোট গঠন
(ii) ১৯৩৬ খ্রি. (b) ইতালি কর্তৃক আলবেনিয়া দখল
(iii) ১৯৩৭ খ্রি. (c) জার্মানি কর্তৃক রাইন ভূখণ্ড দখল
(iv) ১৯৩৯ খ্রি. (d) পোল-জার্মান অনাক্রমণ চুক্তি
উত্তর:- i-d, ii-c, iii-a, iv-b
১৯।
বামদিক ডানদিক
(i) ১৯৩৩ খ্রি. (a) ওয়াল ওয়াল গ্রামে খণ্ডযুদ্ধ
(ii) ১৯৩৪ খ্রি. (b) ইতালি কর্তৃক আবিসিনিয়া দখল
(iii) ১৯৩৫ খ্রি. (c) জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন
(iv) ১৯৩৬ খ্রি. (d) ইঙ্গ-জার্মান নৌচুক্তি
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b
২০।
বামদিক ডানদিক
(i) ১৯৩৩ খ্রি. (a) জার্মানি কর্তৃক জাতিসংঘ ত্যাগ
(ii) ১৯৩৩ খ্রি. (১৪ অক্টোবর) (b) রাশিয়া কর্তৃক জাতিসংঘ ত্যাগ
(iii) ১৯৩৭ খ্রি. (c) জাপান কর্তৃক জাতিসংঘ ত্যাগ
(iv) ১৯৩৯ খ্রি. (d) ইতালি কর্তৃক জাতিসংঘ ত্যাগ
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b
২১।
বামদিক ডানদিক
(i) ১৯৩৮ খ্রি. (a) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি
(ii) ১৯৩৯ খ্রি. (b) হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণ
(iii) ১৯৪০ খ্রি. (c) মিউনিখ চুক্তি
(iv) ১৯৪১ খ্রি. (d) ফ্রান্সের পতন
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b
২২।
বামদিক ডানদিক
(i) ৩ সেপ্টেম্বর (১৯৪৩ খ্রি.) (a) জার্মানির আত্মসমর্পণ
(ii) ৭ মে (১৯৪৫ খ্রি.) (b) বিজয় দিবস
(iii) ২ সেপ্টেম্বর (১৯৪৫ খ্রি.) (c) ইতালির আত্মসমর্পণ
(iv) ৮ মে (১৯৪৫ খ্রি.) (d) জাপানের আত্মসমর্পণ
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b
২৩।
বামদিক ডানদিক
(i) ৬ জুন (a) ডি-ডে বা মুক্তি দিবস
(ii) ২২ জুন (b) পার্ল হারবারের ঘটনা
(iii) ৩ সেপ্টেম্বর (c) জার্মানি কর্তৃক রাশিয়া আক্রমণ
(iv) ৭ ডিসেম্বর (d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা
উত্তর:- i-a, ii-c, iii-d, iv-b
২৪।
বামদিক ডানদিক
(i) ১৯৩৯ খ্রি. (a) ইয়াল্টা সম্মেলন
(ii) ১৯৪২ খ্রি. (b) লেনিনগ্রাড অবরোধ-মুক্ত
(iii) ১৯৪২ খ্রি. (c) এল-আলামিনের যুদ্ধ
(iv) ১৯৪৫ খ্রি. (d) হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ
উত্তর:- i-d, ii-b, iii-c, iv-a