২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন। নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন। Class 9 History Chapter 6 Selection of the Correct Alternative Statement.

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন (দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর)

নবম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন

শ্রেণী নবম
অধ্যায়ষষ্ঠ অধ্যায়
Question Typeসঠিক বিকল্প বক্তব্য নির্বাচন
Marks1

নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় থেকে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন

১। বিবৃতি : মুসোলিনি ১৯২৩ খ্রিস্টাব্দে গ্রিসের করফু দ্বীপটি দখল করে নেন।

ব্যাখ্যা : (ক) করফু দ্বীপটি ইতালির প্রাপ্য ছিল।

(খ) গ্রিসের হাতে কয়েকজন ইতালীয় প্রতিনিধি নিহত হওয়ার অভিযোগ এনে ইতালি করফু দ্বীপটি দখল করে।

(গ) প্যারিসের শান্তি সম্মেলনে (১৯১৯ খ্রি.) করফু দ্বীপটি লাভে ইতালিকে বঞ্চিত করা হয়েছিল।

উত্তর:- (খ) গ্রিসের হাতে কয়েকজন ইতালীয় প্রতিনিধি নিহত হওয়ার অভিযোগ এনে ইতালি করফু দ্বীপটি দখল করে।

২। বিবৃতি : জার্মান শাসক হিটলার সোভিয়েত রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি (১৯১৯ খ্রি.) স্বাক্ষর করেন।

ব্যাখ্যা : (ক) হিটলার একই সঙ্গে পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে যুদ্ধে জড়াতে চান নি।

(খ) হিটলার সোভিয়েত রাশিয়ার সঙ্গে আন্তরিক মিত্রতা চেয়েছিলেন।

(গ) হিটলার এই সময় থেকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন।

উত্তর:- (ক) হিটলার একই সঙ্গে পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে যুদ্ধে জড়াতে চান নি।

৩। বিবৃতি : জার্মানি ও জাপান ১৯৩৬ খ্রিস্টাব্দে কমিন্টার্ন- বিরোধী চুক্তি স্বাক্ষর করে।

ব্যাখ্যা : (ক) জার্মানি ও জাপান চিনের মাঞ্চুরিয়া দখল করার পরিকল্পনা করেছিল।

(খ) জার্মানি ও জাপান ইংল্যান্ডের বিরোধিতায় সরব ছিল।

(গ) জার্মানি ও জাপান সাম্যবাদ বা কমিউনিজমের অগ্রগতি রোধ করতে চেয়েছিল।

উত্তর:- (গ) জার্মানি ও জাপান সাম্যবাদ বা কমিউনিজমের অগ্রগতি রোধ করতে চেয়েছিল।

৪। বিবৃতি : মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া দখল করার বিশেষ প্রয়োজন বোধ করেছিলেন।

ব্যাখ্যা : (ক) আবিসিনিয়া ইতালির অধীনস্থ সোমালিল্যান্ড ও ইরিত্রিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

(খ) আবিসিনিয়া ইতালির সীমান্তে হামলা চালাত।

(গ) আবিসিনিয়া আগে ইতালির অধীনে ছিল।

উত্তর:- (ক) আবিসিনিয়া ইতালির অধীনস্থ সোমালিল্যান্ড ও ইরিত্রিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

৫। বিবৃতি : ইংল্যান্ড মিউনিখ চুক্তি স্বাক্ষরে আগ্রহী ছিল।

ব্যাখ্যা : (ক) ইংল্যান্ড সুদেতান অঞ্চল লাভ করতে চেয়েছিল।

(খ) ইংল্যান্ড ইউরোপে যুদ্ধের সম্ভাবনা দূর করতে চেয়েছিল।

(গ) ইংল্যান্ড ফ্রান্সকে মিত্রহীন করতে চেয়েছিল।

উত্তর:- (খ) ইংল্যান্ড ইউরোপে যুদ্ধের সম্ভাবনা দূর করতে চেয়েছিল।

৬। বিবৃতি : হিটলার চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চলটি দখলের পরিকল্পনা করেন।

ব্যাখ্যা : সুদেতান অঞ্চল ছিল খনিজ সম্পদে পূর্ণ।

(খ) সুদেতান অঞ্চলের বেশিরভাগ মানুষ ছিল জাতিতে জার্মান।

(গ) সুদেতেন অঞ্চল ভবিষ্যতে ফ্রান্সের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল।

উত্তর:- (খ) সুদেতান অঞ্চলের বেশিরভাগ মানুষ ছিল জাতিতে জার্মান।

৭। বিবৃতি : হিটলার অস্ট্রিয়ার চ্যান্সেলর সুশনিগ-কে এক চরমপত্র পাঠান।

ব্যাখ্যা : (ক) সুশনিগকে দুর্বল করা হিটলারের উদ্দেশ্য ছিল।

(খ) সুশনিগকে নিজ দলে আনা হিটলারের উদ্দেশ্য ছিল।

(গ) অস্ট্রিয়ার নাৎসিদের সেদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হিটলারের উদ্দেশ্য ছিল।

উত্তর:- (গ) অস্ট্রিয়ার নাৎসিদের সেদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হিটলারের উদ্দেশ্য ছিল।

৮। বিবৃতি : মিউনিখ চুক্তি (১৯৩৯ খ্রি.) ব্যর্থ হয়।

ব্যাখ্যা : (ক) ফ্রান্স মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না।

(খ) ইংল্যান্ড মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না।

(গ) হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করলে মিউনিখ চুক্তি ভেঙে যায়।

উত্তর:- (গ) হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করলে মিউনিখ চুক্তি ভেঙে যায়।

৯। বিবৃতি : ইঙ্গ-ফরাসি শক্তি চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চলটি জার্মানিকে প্রদানের পরামর্শ দেয়।

ব্যাখ্যা : (ক) ইঙ্গ-ফরাসি শক্তি হিটলারের দাবি পূরণ করে যুদ্ধ প্রতিরোধ করতে চেয়েছিল।

(খ) ইঙ্গ-ফরাসি শক্তি চেকোস্লোভাকিয়াকে দুর্বল করতে চেয়েছিল।

(গ) ইঙ্গ-ফরাসি শক্তি জার্মান জাতিকে চেকোস্লোভাকিয়া থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল।

উত্তর:- (ক) ইঙ্গ-ফরাসি শক্তি হিটলারের দাবি পূরণ করে যুদ্ধ প্রতিরোধ করতে চেয়েছিল।

১০। বিবৃতি : হিটলার ১৯৪১ খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন।

ব্যাখ্যা : (ক) হিটলার কমিউনিস্ট রাশিয়ার তীব্র বিরোধী ছিলেন।

(খ) জার্মানির সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটেছিল

(গ) রাশিয়া ইঙ্গ-ফরাসি শক্তির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন।

উত্তর:- (ক) হিটলার কমিউনিস্ট রাশিয়ার তীব্র বিরোধী ছিলেন।

১১। বিবৃতি : রাশিয়া ১৯৩৯ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।

ব্যাখ্যা :

(ক) রাশিয়া এস্টোনিয়া দখল করলে জাতিসংঘ আপত্তি জানায়।

(খ) রাশিয়া লিথুয়ানিয়া দখল করলে জাতিসংঘ আপত্তি জানায়।

(গ) রাশিয়া ফিনল্যান্ড দখল করলে জাতিসংঘ আপত্তি জানায়।

উত্তর:- (গ) রাশিয়া ফিনল্যান্ড দখল করলে জাতিসংঘ আপত্তি জানায়।

১২। বিবৃতি : উপনিবেশের বিস্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল।

ব্যাখ্যা : (ক) উপনিবেশগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল।

(খ) বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ দখলের জন্য যুদ্ধে অগ্রসর হয়েছিল।

(গ) জাতিসংঘ উপনিবেশ দখল নিষিদ্ধ করেছিল।

উত্তর:- (খ) বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ দখলের জন্য যুদ্ধে অগ্রসর হয়েছিল।

১৩। বিবৃতি : রাশিয়া মিত্রশক্তির কাছে পশ্চিম ইউরোপে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলার আবেদন করে।

ব্যাখ্যা : (ক) রাশিয়া পূর্ব ও পশ্চিম দু-দিক থেকে জার্মানিতে আক্রমণ চালাতে চেয়েছিল।

(খ) রাশিয়া পশ্চিম ইউরোপে ইঙ্গ-ফরাসি শক্তিকে চাপে রাখতে চেয়েছিল।

(গ) রুশ সরকার সেদেশে জার্মান আক্রমণের চাপ কমাতে চেয়েছিল।

উত্তর:- (গ) রুশ সরকার সেদেশে জার্মান আক্রমণের চাপ কমাতে চেয়েছিল।

১৪। বিবৃতি : জার্মানির আক্রমণে ফ্রান্সের পতন আসন্ন হলে জার্মানির পক্ষে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় ৷

ব্যাখ্যা :

(ক) ইতালি ফ্রান্স বিজয়ের অংশীদার হতে চেয়েছিল।

(খ) যুদ্ধের প্রথমদিকে ইতালির সঙ্গে জার্মানির বিরোধ ছিল।

(গ) ফ্রান্সের ভয়ে ইতালি আগে যুদ্ধে যোগ দিতে চায়নি।

উত্তর:- (ক) ইতালি ফ্রান্স বিজয়ের অংশীদার হতে চেয়েছিল।

১৫। বিবৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়।

ব্যাখ্যা :

(ক) যুদ্ধের পর উভয় শক্তির মধ্যে পারস্পরিক সন্দেহ বৃদ্ধি পেয়েছিল।

(খ) ঠান্ডা লড়াই ছিল বিশ্বযুদ্ধের অনিবার্য পরিণতি।

(গ) আমেরিকা ও রাশিয়া আর প্রত্যক্ষ লড়াইয়ে রাজি ছিল না।

উত্তর:- (ক) যুদ্ধের পর উভয় শক্তির মধ্যে পারস্পরিক সন্দেহ বৃদ্ধি পেয়েছিল।

১৬। বিবৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা মিত্রপক্ষীয় গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে সমর্থন করে।

ব্যাখ্যা :

(ক) আমেরিকা যুদ্ধে অক্ষশক্তির অগ্রগতিতে আতঙ্কিত ছিল।

(খ) আমেরিকার সঙ্গে মিত্রপক্ষের চুক্তি ছিল।

(গ) আমেরিকা অস্ত্র বিক্রির কৌশল খুঁজছিল।

উত্তর:- (ক) আমেরিকা যুদ্ধে অক্ষশক্তির অগ্রগতিতে আতঙ্কিত ছিল।

১৭। বিবৃতি : ১৯৪৫ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল হিটলারের মৃত্যু ঘটে।

ব্যাখ্যা :

(ক) মিত্রবাহিনী জার্মানি দখল করে হিটলারকে হত্যা করেন।

(খ) জার্মানির পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়লে হিটলার আত্মহত্যা করেন।

(গ) জার্মানির বিদ্রোহীরা হিটলারকে হত্যা করে।

উত্তর:- (খ) জার্মানির পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়লে হিটলার আত্মহত্যা করেন।

১৮। বিবৃতি : আমেরিকা ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর দিনটি ‘একটি কলঙ্কিত দিন’ হিসেবে ঘোষণা করে ৷

ব্যাখ্যা :

(ক) ওই দিন জার্মানির আক্রমণে ফ্রান্সের পতন ঘটে।

(খ) ওই দিন মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার জাপানের আক্রমণে ধ্বংস হয়।

(গ) ওই দিন জার্মানি ইংল্যান্ড আক্রমণ করে।

উত্তর:- (খ) ওই দিন মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার জাপানের আক্রমণে ধ্বংস হয়।

১৯। বিবৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ‘ওয়ারশ চুক্তি’ স্বাক্ষর করে।

ব্যাখ্যা :

(ক) সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে কোণঠাসা করতে চেয়েছিল।

(খ) সোভিয়েত রাশিয়া আমেরিকার সঙ্গে মিত্রতা স্থাপনের উদ্যোগ নেয়।

(গ) সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমি আগ্রাসন রোধ করতে চেয়েছিল।

উত্তর:- (গ) সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমি আগ্রাসন রোধ করতে চেয়েছিল।

Leave a Comment