২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ

নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ। নবম শ্রেণী (সপ্তম অধ্যায়) জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে ভুল বা ঠিক নির্ধারণ। Class 9 History Chapter 7 Determining Error or Right.

নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ (জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ)

নবম শ্রেণী (সপ্তম অধ্যায়) জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে ভুল বা ঠিক নির্ধারণ

শ্রেণী নবম
অধ্যায়সপ্তম অধ্যায়
Question Typeভুল বা ঠিক নির্ধারণ
Marks1

নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় থেকে ভুল বা ঠিক নির্ধারণ

১। সানফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

উত্তর:- ভুল, সানফ্রান্সিসকো সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের  প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

২। জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের সিদ্ধান্ত মেনে চলা বাধ্যতামূলক ছিল।

উত্তর:- ভুল, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের সিদ্ধান্ত মেনে চলা বাধ্যতামূলক ছিল না।

৩। আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের সদস্যরা শুধু অর্থনৈতিক অবরোধ জারি করতে পারে।

উত্তর:- ভুল, আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের সদস্যরা অর্থনৈতিক অবরোধ জারি, প্রয়োজনে বলপ্রয়োগ করতেও পারে।

৪। জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল।

উত্তর:- ঠিক।

৫। জাতিসংঘের খসড়া সংবিধানটির নাম ছিল লিগ কভেনান্ট।

উত্তর:- ঠিক।

৬। আটলান্টিক সনদে বলা হয় যে, কোনো রাষ্ট্র ভবিষ্যতে বিস্তারনীতি গ্রহণ করবে না।

উত্তর:- ঠিক।

৭। জাপান আবিসিনিয়া আক্রমণ করে এবং ইতালি মাঞ্চুরিয়া আক্রমণ করে জাতিসংঘের ভিত্তি দুর্বল করে দেয়।

উত্তর:- ভুল, ইতালি আবিসিনিয়া আক্রমণ করে এবং জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে জাতিসংঘের ভিত্তি দুর্বল করে দেয়।

৮। ১৯২৫-৩০ খ্রিস্টাব্দ জাতিসংঘের সাফল্যের যুগ হিসেবে চিহ্নিত।

উত্তর:- ঠিক।

৯। কোনো নতুন রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য হতে গেলে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সকল সদস্যের সম্মতি বাধ্যতামূলক।

উত্তর:- ঠিক।

১০। সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে সাধারণ সভার অধিবেশন বসে।

উত্তর:- ভুল, সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে সাধারণ সভার অধিবেশন বসে।

১১। জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হল ৪ বছর।

উত্তর:- ভুল, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হল ৫ বছর।

১২। জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল নিরাপত্তা পরিষদ।

উত্তর:- ঠিক।

১৩। আন্তর্জাতিক বিচারালয়ের রায় মান্য করা সদস্যগুলির পক্ষে বাধ্যতামূলক।

উত্তর:- ঠিক।

১৪। ‘সাধারণ’ বিষয়ে ২/৩ অংশের, কিন্তু ‘গুরুত্বপূর্ণ’ বিষয়ে সংখ্যাগরিষ্ঠের ভোটে জাতিপুঞ্জের সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

উত্তর:- ভুল, ‘সাধারণ’ বিষয়ে সংখ্যাগরিষ্ঠের ভোটে কিন্তু ‘গুরুত্বপূর্ণ’ বিষয়ে ২/৩ অংশের ভোটে জাতিপুঞ্জের সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

১৫। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্যসংখ্যা ৪৫।

উত্তর:- ভুল, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্যসংখ্যা ৫৪।

Leave a Comment