নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় হতে স্তম্ভ মেলাও। নবম শ্রেণী (সপ্তম অধ্যায়) জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে স্তম্ভ মেলাও। Class 9 History Chapter 7 Pillar match.
নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় হতে স্তম্ভ মেলাও (জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ)
নবম শ্রেণী (সপ্তম অধ্যায়) জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে স্তম্ভ মেলাও
শ্রেণী | নবম |
অধ্যায় | সপ্তম অধ্যায় |
Question Type | স্তম্ভ মেলাও |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় থেকে বাম দিক ও ডান দিক স্তম্ভ মেলাও
১।
বামদিক ডানদিক
(i) চোদ্দো দফা শর্ত (a) ফ্রাঙ্ক কেলগ
(ii) জাতিসংঘের প্রথম মহাসচিব (b) স্যার এরিক ড্রামন্ড
(iii) মার্কিন স্বরাষ্ট্রসচিব (c) উড্রো উইলসন
(iv) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী (d) আরিস্তিদ ব্রিয়াঁ
উত্তর:- i-c, ii-b, iii-a, iv-d
২। বামদিক ডানদিক
(i) মাঞ্চুরিয়া (a) জাতিপুঞ্জের ঘোষণাপত্র
(ii) আবিসিনিয়া (b) আটলান্টিক সনদ
(iii) প্রিন্স অব ওয়েলস (c) লিটন কমিশন
(iv) ওয়াশিংটন সম্মেলন (d) ইতালির আক্রমণ
উত্তর:- i-c, ii-d, iii-b, iv-a
৩।
বামদিক ডানদিক
(i) হেগ (a) জাতিপুঞ্জের সনদ
(ii) জেনেভা (b) জাতিপুঞ্জের সদর দপ্তর
(iii) নিউ ইয়র্ক (c) জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থা
(iv) সানফ্রান্সিসকো (d) জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়
উত্তর:- i-d, ii-c, iii-b, iv-a
৪।
বামদিক ডানদিক
(i) জাতিপুঞ্জের প্রথম মহাসচিব (a) রুজভেল্ট
(ii) ‘জাতিপুঞ্জ’-এর নামকরণ (b) ট্রিগভি লি
(iii) আটলান্টিক সনদ (c) লর্ড বায়রন
(iv) ‘ইউনাইটেড নেশন্স’ (d) রুজভেল্ট ও চার্চিল
উত্তর:- i-b, ii-a, iii-d, iv-c
৫। বামদিক ডানদিক
(i) লিগের চুক্তিপত্র (a) জাতিপুঞ্জ
(ii) মিত্রশক্তিভুক্ত দেশ (b) লিগের আদি সদস্য
(iii) বিজিত দেশ (c) লিগ কভেনান্ট
(iv) অছি পরিষদ (d) লিগের সাধারণ সদস্য
উত্তর:- i-c, ii-b, iii-d, iv-a
৬। বামদিক ডানদিক
(i) ১৯৩৩ খ্রি. (a) রাশিয়া কর্তৃক জাতিসংঘের সদস্যপদ লাভ
(ii) ১৯৩৪ খ্রি. (b) সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা
(iii) ১৯৩৫ খ্রি. (c) জাপান ও জার্মানির জাতিসংঘ ত্যাগ
(iv) ১৯৪৫ খ্রি. (d) ইতালির জাতিসংঘ ত্যাগ
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b
৭।
বামদিক ডানদিক
(i) ১৯১৮ খ্রি. (a) জাতিসংঘের আনুষ্ঠানিক বিলুপ্তি
(ii) ১৯২৬ খ্রি. (b) নিরস্ত্রীকরণ সম্মেলন
(iii) ১৯৩২ খ্রি. (c) জার্মানি কর্তৃক জাতিসংঘের সদস্যপদ লাভ
(iv) ১৯৪৬ খ্রি. (d) চোদ্দো দফা শর্ত
উত্তর:- i-d, ii-b, iii-c, iv-a
৮।
বামদিক ডানদিক
(i) ১৯১৯ খ্রি. (a) জাতিসংঘের প্রথম অধিবেশন
(ii) ১৯২০ খ্রি. (b) কেলগ-ব্রিয়াঁ চুক্তি
(iii) ১৯২৫ খ্রি. (c) জাতিসংঘের প্রতিষ্ঠা
(iv) ১৯২৮ খ্রি. (d) লোকার্নো চুক্তি
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b