একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য থেকে বহুবৈকল্পিক MCQ প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য থেকে বহুবৈকল্পিক MCQ প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠক্রম (2024) অনুসারে।

একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য থেকে বহুবৈকল্পিক MCQ প্রশ্ন উত্তর

১। প্রাচীন রোমের শাসনব্যবস্থা ছিল – (ক) ধনতান্ত্রিক (খ) প্রজাতান্ত্রিক (গ) সমাজতান্ত্রিক (ঘ) একনায়কতান্ত্রিক

উত্তর – (খ) প্রজাতান্ত্রিক

২। তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে কাকে বোঝায়? – (ক) রোমান সাম্রাজ্য (খ) গ্রিক সাম্রাজ্য (গ) চৈনিক সাম্রাজ্য (ঘ) মিশরীয় সাম্রাজ্য

উত্তর – (ক) রোমান সাম্রাজ্য

৩। মিশরে নলখাগড়ার মতো দেখতে গাছের নাম কি ছিল? – (ক) হিরাস (খ) ফেরাস (গ) প্যাপিরাস (ঘ) স্ট্রেবলাস

উত্তর – (গ) প্যাপিরাস

৪। তিনটি মহাদেশ জুড়ে রোমানরা ছাড়া আর কারা শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল? – (ক) মিশরীয়রা (খ) ইরানীয়রা (গ) গ্রিকরা (ঘ) চিনারা

উত্তর – (খ) ইরানীয়রা

৫। রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করেছে কোন নদী? – (ক) টাইগ্রিস নদী (খ) নীলনদ (গ) রাইন নদী (ঘ) ইউফ্রেটিস নদী

উত্তর – (ঘ) ইউফ্রেটিস নদী

৬। ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কে? – (ক) ভূমধ্যসাগর (খ) কৃষ্ণসাগর (গ) আড্রিয়াটিক সাগর (ঘ) লোহিত সাগর

উত্তর – (ক) ভূমধ্যসাগর

৭। প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসনব্যবস্থা নিয়ন্ত্রণ করত – (ক) হেগেট (খ) সেনেট (গ) স্পার্টা (ঘ) ম্যান্ডারিন

উত্তর – (খ) সেনেট

৮। প্রাচীন রোমান সাম্রাজ্যে সেনাবাহিনীতে সৈনিক ছিল প্রায় – (ক) ৩ লক্ষ (খ) ৫ লক্ষ (গ) ৪ লক্ষ (ঘ) ৬ লক্ষ

উত্তর – (ঘ) ৬ লক্ষ

৯। প্রাচীন রোমান সাম্রাজ্যে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল? – (ক) সম্রাটের (খ) প্রজাদের (গ) সেনেটের (ঘ) পুরোহিতদের

উত্তর – (গ) সেনেটের

১০। প্রাচীন রোমান প্রজাতন্ত্রের সময়কাল হল – (ক) ৪০৯-১৭ খ্রি.পূ. (খ) ৬০৯-৩৭ খ্রি.পূ. (গ) ৫০৯-২৭ খ্রি.পূ. (ঘ) ৭০৯-৪৭ খ্রি.পূ.

উত্তর –  (গ) ৫০৯-২৭ খ্রি.পূ.

১১। জুলিয়াস সিজারের উত্তরাধিকারী এবং দত্তক পুত্রের নাম হল – (ক) অক্টোভিয়ান (খ) অগাস্টাস (গ) দারায়ুস (ঘ) কনস্টানটাইন

উত্তর – (ক) অক্টোভিয়ান

১২। সেনেটের সদস্যপদের সময়সীমা হল – (ক) ৯০ বছর (খ) ২০ বছর (গ) ১৫ বছর (ঘ) আজীবন

উত্তর – (ঘ) আজীবন

১৩। খ্রিস্টীয় তৃতীয় শতকে রোমান সরকার আদায় করা রাজস্ব দিয়ে কি করত? – (ক) সৈনিকদের খরচ চালাত (খ)  পুরোহিতদের ভাতা দিত (গ) দুঃস্থ প্রজাদের অভাব মেটাত (ঘ) প্রশাসনিক কাজ চালাত

উত্তর – (ক) সৈনিকদের খরচ চালাত

১৪। রোমান সম্রাট টাইবেরিয়াস-এর রাজত্বকালের সময়সীমা হল – (ক) ১০-২৭ খ্রি. (খ) ২৪-৪৭ খ্রি. (গ) ১৪-৩৭ খ্রি. (ঘ) ১৪-২৭ খ্রি.

উত্তর – (গ) ১৪-৩৭ খ্রি.

১৫। প্যাট্রিসিয়ানরা হল – (ক) রোমের (খ) ফ্রান্সের (গ) গ্রিসের (ঘ) ইটালির

উত্তর – (ক) রোমের

১৬। পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে-ওঠা বিখ্যাত দাস বাজারের নাম হল – (ক) রোম (খ) এথেন্স (গ) ডেলোস (ঘ) স্পার্টা

উত্তর – (গ) ডেলোস

১৭। রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কি বলা হত? – (ক) ভার্নি (খ) প্যাট্রিসিয়ান (গ) গ্ল্যাডিয়েটর (ঘ) ম্যানুমিসিও

উত্তর – (ঘ) ম্যানুমিসিও

১৮। কোনো রোমান ক্রীতদাস তার প্রভুর প্রাণরক্ষা করলে ক্রীতদাসটি পেত – (ক) প্রচুর অর্থ (খ) দাসত্ব থেকে মুক্তি (গ) বড়ো পুরস্কার (ঘ) গ্ল্যাডিয়েটর হিসেবে গণ্য হত

উত্তর – (খ) দাসত্ব থেকে মুক্তি

১৯। রোমের বাইরে অবস্থিত এফিসাস ও ডেলোস ছিল – (ক) চিকিৎসালয় (খ) শিক্ষাপ্রতিষ্ঠান (গ) বন্দর (ঘ) দাস বাজার

উত্তর – (ঘ) দাস বাজার

২০। কোথায় প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? – (ক) সিসিলিতে (খ) ফ্লোরেন্সে (গ) মিশরে (ঘ) ইটালিতে

উত্তর – (ক) সিসিলিতে

২১। দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায় প্রাচীন – (ক) হরপ্পা সভ্যতায় (খ) ব্যাবিলনীয় সভ্যতায় (গ) সুমেরীয় সভ্যতায় (ঘ) মিশরীয় সভ্যতায়

উত্তর – (ঘ) মিশরীয় সভ্যতায়

২২। দাসপ্রথার অস্তিত্ব বেশি ছিল – (ক) জার্মানিতে (খ) ইংল্যান্ডে (গ) রোমে (ঘ) ফ্রান্সে

উত্তর – (গ) রোমে

২৩। প্রথম দাসপ্রথার কথা উল্লেখিত হয়েছে – (ক) জাস্টিনিয়ান কোডে (খ) কোড নেপোলিয়ানে (গ) হামুরাবির আইনবিধিতে (ঘ) দাস ক্যাপিটালে

২৪। রোমের দাসপ্রথার বিস্তারিত বিবরণ পাওয়া যায় – (ক) ইলিয়াড মহাকাব্যে (খ) দ্য প্রিন্স গ্রন্থে (গ) ওডিসি মহাকাব্যে (ঘ) ক ও গ উভয়ই

উত্তর – (ঘ) ক ও গ উভয়ই

২৫। রোমে উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে বলা হয় – (ক) থিয়েটার (খ) সিনেট (গ) অ্যাম্পিথিয়েটার (ঘ) এরিনা

উত্তর – (ঘ) এরিনা

২৬। প্রাচীনকালে বসরা (ইরাক) ছিল – (ক) ধর্মীয় কেন্দ্র (খ) দাস বাজার (গ) রাজনৈতিক কেন্দ্র (ঘ) সাংস্কৃতিক কেন্দ্র

উত্তর – (খ) দাস বাজার

২৭। রোমের ইতিহাসে ‘দাসব্যবসায়ী’ নামে পরিচিত ছিল কারা? – (ক) প্যাট্রিসিয়ানরা (খ) মেটিকরা (গ) প্লেবিয়ানরা (ঘ) হেলটরা

উত্তর – (ক) প্যাট্রিসিয়ানরা

২৮। রোমে দাস যোদ্ধাদের নাম কি ছিল? – (ক) নাইট (খ) গ্ল্যাডিয়েটর (গ) প্যাট্রিসিয়ান (ঘ) প্লেবিয়ান

উত্তর – (খ) গ্ল্যাডিয়েটর

২৯। ‘গ্ল্যাডিয়েটর’ কথাটির অর্থ কি? – (ক) প্রভুর অনুগত্যকারী ভৃত্য (খ) তরবারিধারী বীরপুরুষ (গ) মুক্ত দাস (ঘ) সাধারণ মানুষ

উত্তর – (খ) তরবারিধারী বীরপুরুষ

৩০। রোমে দাস-ব্যাবসা দেখাশোনা করার কর্মচারী হল – (ক) কোয়েস্টার (খ) থেটিস (গ) ইমার (ঘ) হেলট

উত্তর – (ক) কোয়েস্টার

৩১। রোমে দাস বিদ্রোহে নেতৃত্ব দেন – (ক) স্পার্টাকাস (খ) ভার্নি (গ) কেল্ট (ঘ) হেলট

উত্তর – (ক) স্পার্টাকাস

৩২। প্রাচীন রোমের মোট জনসংখ্যার অর্ধেকই ছিল – (ক) শ্রমিক (খ) ক্রীতদাস (গ) কৃষক (ঘ) রাজকর্মচারী

উত্তর – (খ) ক্রীতদাস

৩৩। প্রাচীন রোমের অর্থনীতি ছিল প্রধানত – (ক) ব্যাবসানির্ভর (খ) কৃষিনির্ভর (গ) শিল্পনির্ভর (ঘ) দাসনির্ভর

উত্তর – (ঘ) দাসনির্ভর

৩৪। প্রাচীন রোমে ‘ডিসেম্বরের মুক্তি অনুষ্ঠান’ ছিল – (ক) দাসদের মুক্তির অনুষ্ঠান (খ) দাসদের সামাজিক উৎসব (গ) দাসদের ক্রীড়ানুষ্ঠান (ঘ) দাসদের সামরিক প্রশিক্ষণ

উত্তর – (খ) দাসদের সামাজিক উৎসব

৩৫। রোমের প্যাট্রিসিয়ানরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? – (ক) অভিজাত শ্রেণি (খ) শ্রমিক (গ) সাধারণ মানুষ (ঘ) কৃষক

উত্তর – (ক) অভিজাত শ্রেণি

৩৬। রোমের প্লেবিয়ানরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? – (ক) শ্রমিক (খ) সাধারণ মানুষ (গ) অভিজাত শ্রেণি (ঘ) কৃষক

উত্তর – (খ) সাধারণ মানুষ

৩৭। প্রথম ক্রীতদাস বিদ্রোহ কখন হয়? – (ক) ১৩৫-১৩২ খ্রিস্টপূর্বাব্দে (খ) ১৫৫-১৫২ খ্রিস্টপূর্বাব্দে (গ) ১৪৫-১৪২ খ্রিস্টপূর্বাব্দে (ঘ) ১৬৫-১৬২ খ্রিস্টপূর্বাব্দে

উত্তর – (ক) ১৩৫-১৩২ খ্রিস্টপূর্বাব্দে

৩৮। দ্বিতীয় ক্রীতদাস বিদ্রোহ কখন হয়েছিল? – (ক) ১০০-৯৬ খ্রিস্টপূর্বাব্দে (খ) ১০৪-১০০ খ্রিস্টপূর্বাব্দে (গ) ১১০-১০৬ খ্রিস্টপূর্বাব্দে (ঘ) ১১৫-১১০ খ্রিস্টপূর্বাব্দে

উত্তর – (খ) ১০৪-১০০ খ্রিস্টপূর্বাব্দে

৩৯। তৃতীয় ক্রীতদাস বিদ্রোহ কখন হয়েছিল? – (ক) ৫৩-৫১ খ্রিস্টপূর্বাব্দে (খ) ৬৩-৬১ খ্রিস্টপূর্বাব্দে (গ) ৭৩-৭১ খ্রিস্টপূর্বাব্দে (ঘ) ৮৩-৮১ খ্রিস্টপূর্বাব্দে

উত্তর – (গ) ৭৩-৭১ খ্রিস্টপূর্বাব্দে

৪০। প্রাচীন রোমের হিংস্র পশুর সাথে গ্ল্যাডিয়েটার নামে লড়াইয়ে অংশগ্রহণ করত – (ক) কুস্তিগীরগণ (খ) কৃষকগণ (গ) শ্রমিকগণ (ঘ) ক্রীতদাসগণ

উত্তর – (ঘ) ক্রীতদাসগণ

৪১। রোমান আইনসভার নাম কি? – (ক) সিনেট (খ) ডায়েট (গ) পার্লামেন্ট (ঘ) অ্যাসেম্বলি

উত্তর – (ক) সিনেট

৪২। রোমান সাম্রাজ্যে প্রতিদিন কত ঘন্টা ধরে দাসদের কাজ করানো হত? – (ক) ১০-১২ ঘণ্টা (খ) ১৪-১৬ ঘণ্টা (গ) ১২-১৪ ঘণ্টা (ঘ) ১৬-১৮ ঘণ্টা

উত্তর – (ঘ) ১৬-১৮ ঘণ্টা

৪৩। রোমে দাস বিদ্রোহ দমনে নেতৃত্ব দেন কে? – (ক) ক্রসমুস ও পম্পেই (খ) পম্পেই ও স্পার্টাকাস (গ) ক্রসমুস ও স্পার্টাকাস (ঘ) ক্লডিয়াস ও স্পার্টাকাস

উত্তর – (ক) ক্রসমুস ও পম্পেই

৪৪। দাস বিদ্রোহে নেতৃত্ব দানকারী স্পার্টাকাস ছিলেন – (ক) মিশরের বাসিন্দা (খ) গ্রিসের বাসিন্দা (গ) বলকানের বাসিন্দা (ঘ) ইরানের বাসিন্দা

উত্তর – (গ) বলকানের বাসিন্দা

৪৫। দাস বিদ্রোহের নেতা স্পার্টাকাস নিহত হন – (ক) ৫০ খ্রিস্টপূর্বাব্দে (খ) ৭১ খ্রিস্টপূর্বাব্দে (গ) ৬০ খ্রিস্টপূর্বাব্দে (ঘ) ৮০ খ্রিস্টপূর্বাব্দে

উত্তর –

৪৬। গ্ল্যাডিয়েটারের লড়াইয়ের এলাকাটিকে কি বলা হত? – (ক) এরিনা (খ) ডায়াস (গ) ডেলোস (ঘ) ভার্নি

উত্তর – (ক) এরিনা

৪৭। প্রাচীন রোমের সবথেকে বড় অ্যাম্ফিথিয়েটারটির নাম কি? – (ক) পম্পেই (খ) ফ্যালেরিয়া (গ) কলোসিয়াম (ঘ) ক্যাপুয়া

উত্তর – (গ) কলোসিয়াম

৪৮। ম্যাসিডনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ইউরোপে প্রতিষ্ঠিত হয় – (ক) আসিরীয় সাম্রাজ্য (খ) হান্ সাম্রাজ্য (গ) রোমান সাম্রাজ্য (ঘ) আকিমেনীয় সাম্রাজ্য

উত্তর – (গ) রোমান সাম্রাজ্য

৪৯। পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য হল – (ক) আক্কাদীয় সাম্রাজ্য (খ) রোমান সাম্রাজ্য (গ) অটোমান সাম্রাজ্য (ঘ) পিড়িয়ান সাম্রাজ্য

উত্তর – (খ) রোমান সাম্রাজ্য

৫০। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন? – (ক) ৪৭২ খ্রিস্টাব্দে (খ) ৪৭৬ খ্রিস্টাব্দে (গ) ৪৭৪ খ্রিস্টাব্দে (ঘ) ৪৭৮ খ্রিস্টাব্দে

উত্তর – (খ) ৪৭৬ খ্রিস্টাব্দে

৫১। পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন? – (ক) ১৪৫১ খ্রিস্টাব্দে (খ) ১৪৫৫ খ্রিস্টাব্দে (গ) ১৪৫৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৪৫৭ খ্রিস্টাব্দে

উত্তর – (গ) ১৪৫৩ খ্রিস্টাব্দে

৫২। ২০৬ খ্রিস্টপূর্বাব্দে হান সাম্রাজ্য গড়ে উঠেছিল – (ক) জাপানে (খ) মালেশিয়ায় (গ) ইন্দোনেশিয়ায় (ঘ) চিনে

উত্তর – (ঘ) চিনে

৫৩। চতুর্দশ শতকে তুর্কি মুসলিমদের দ্বারা প্রতিষ্ঠিত সাম্রাজ্য হল – (ক) অটোমান সাম্রাজ্য (খ) আরমেনীয় সাম্রাজ্য (গ) আক্কাদীয় সাম্রাজ্য (ঘ) রোমান সাম্রাজ্য

উত্তর – (ক) অটোমান সাম্রাজ্য

৫৪। ইংরেজিতে ‘এম্পায়ার’ শব্দটি এসেছে ইম্পেরিয়াম থেকে, যেটি একটি – (ক) ফারসি শব্দ (খ) হিব্রু শব্দ (গ) ল্যাটিন শব্দ (ঘ) রুশ শব্দ

উত্তর – (গ) ল্যাটিন শব্দ

৫৫। সাম্রাজ্য শব্দের অর্থ হল – (ক) প্রভাব বিস্তার (খ) শাসন (গ) বিস্তৃত রাজ্য (ঘ) শোষণ

উত্তর – (গ) বিস্তৃত রাজ্য

৫৬। পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি হল – (ক) আক্কাদীয় সাম্রাজ্য (খ) আসিরীয় সাম্রাজ্য (গ) মেদীয় সাম্রাজ্য (ঘ) আকামেনীয় সাম্রাজ্য

উত্তর – (গ) মেদীয় সাম্রাজ্য

৫৭। রোমান সাম্রাজ্যে রাজতান্ত্রিক যুগে সিনেট-এর কি কাজ ছিল? – (ক) রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা নির্বাচন (খ) আইনকানুন তৈরি করা (গ) সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা (ঘ) সাম্রাজ্য পরিচালনায় রাজাকে সাহায্য করা।

উত্তর – (ক) রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা নির্বাচন

৫৮। রোমে ব্যবস্থাপক সভার সদস্যদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিল – (ক) ইতালীয় পরিবারের সদস্য (খ) স্পেনীয় পরিবারের সদস্য (গ) মিশরীয় পরিবারের সদস্য (ঘ) জার্মান পরিবারের সদস্য

উত্তর – (ক) ইতালীয় পরিবারের সদস্য

৫৯। গ্রিক বীর আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? – (ক) রোমানিয়ার (খ) ম্যাসিডোনিয়ার (গ) এথেন্সের (ঘ) রোমের

উত্তর – (খ) ম্যাসিডোনিয়ার

৬০। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক নাগাদ রোম ছিল – (ক) একটি উপজাতি গোষ্ঠী শাসিত রাষ্ট্র (খ) একটি ধনতান্ত্রিক রাষ্ট্র (গ) একটি রাজতান্ত্রিক রাষ্ট্র (ঘ) একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র

উত্তর – (ঘ) একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র

৬১। রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা হল – (ক) আরবি (খ) হিব্রু (গ) ল্যাটিন (ঘ) স্প্যানিশ

উত্তর – (গ) ল্যাটিন

৬২। খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে রোমান সাম্রাজ্য এখনকার ব্রিটেন ও জার্মানি পর্যন্ত প্রসারিত হয়েছিল কার নেতৃত্বে? – (ক) জুলিয়াস সিজার (খ) অগাস্টাস (গ) রোমুলাস (ঘ) আলেকজান্ডার

উত্তর – (ক) জুলিয়াস সিজার

৬৩। রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য হল (ক) বড়ো পরিবারের উপস্থিতি (খ) মাতৃতান্ত্রিক পরিবারের উপস্থিতি (গ) ছোটো পরিবারের উপস্থিতি (ঘ) পিতৃতান্ত্রিক পরিবারের উপস্থিতি

উত্তর – (গ) ছোটো পরিবারের উপস্থিতি

৬৪। রোমান পরিবারে মহিলারা আইনত – (ক) বাবার সম্পত্তির অধিকারী ছিলেন (খ) একাধিক বিবাহের অধিকারী ছিলেন (গ) বাবার সম্পত্তির অধিকারী ছিলেন না (ঘ) একাধিক বিবাহের অধিকারী ছিলেন না

উত্তর – (ক) বাবার সম্পত্তির অধিকারী ছিলেন

৬৫। রোমান সমাজে পুরুষদের বিয়ের বয়স কত ছিল? – (ক) ১৮-৩০ বছর (খ) ২০-৩০ বছর (গ) ১৯-৩০ বছর (ঘ) ২১-৩০ বছর

উত্তর – (খ) ২০-৩০ বছর

৬৬। রোমান সমাজে মহিলাদের বিয়ের বয়স কত ছিল? – (ক) ১০-২০ বছর (খ) ১২-২০ বছর (গ) ১১-২০ বছর (ঘ) ১৩-২০ বছর

উত্তর – (ক) ১০-২০ বছর

৬৭। নিকট প্রাচ্যে বিশেষত ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রভাবশালী একটি ভাষাগোষ্ঠী হল – (ক) ইন্দো-ইরানীয় (খ) ইন্দো-আর্য (গ) অ্যারামিক (ঘ) ল্যাটিন

উত্তর – (গ) অ্যারামিক

৬৮। মিশরের কথ্য ভাষা কি ছিল? – (ক) কপটিক (খ) হিব্রু (গ) অ্যারামিক (ঘ) পুনিক

উত্তর – (ক) কপটিক

৬৯। উত্তর আফ্রিকার কথ্য ভাষা কি ছিল? – (ক) তামিল (খ) পুনিক (গ) আরবি (ঘ) কপটিক

উত্তর – (খ) পুনিক

৭০। স্পেনের অধিবাসীদের ভাষা কি ছিল? – (ক) কেলটিক (খ) হিব্রু (গ) কপটিক (ঘ) আরবি

উত্তর – (ক) কেলটিক

৭১। রোমান সাম্রাজ্যভুক্ত নুমিডিয়ার (আধুনিক আলজিরিয়ার) পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুঁড়েঘর গুলিকে কি বলা হত? – (ক) মেলিয়া (খ) ক্যাস্টেলা (গ) মেপালিয়া (ঘ) অ্যাম্ফোরি

উত্তর – (গ) মেপালিয়া

৭২। রোমান সাম্রাজ্যভুক্ত স্পেনের উত্তরাঞ্চলের কেলটিক-ভাষী কৃষকদের গ্রামগুলির নাম কি ছিল? – (ক) মেলুহা (খ) ক্যাস্টেলা (গ) অ্যাম্ফোরি (ঘ) মেপালিয়া

উত্তর – (খ) ক্যাস্টেলা

৭৩। রোমান সমাজে ‘হিউমিলিওরিস’রা ছিল – (ক) অভিজাত শ্রেণি (খ) নিম্ন শ্রেণি (গ) পুরোহিত শ্রেণি (ঘ) বণিক শ্রেণি

উত্তর – (খ) নিম্ন শ্রেণি

৭৪। রোমান ঐতিহাসিক তথা রাজদূত অলিম্পিওডোরাসের লেখা থেকে জানা যায় রোমের কুলীন পরিবারদের সম্পদ থেকে বার্ষিক আয় ছিল – (ক) হাজার পাউন্ড সোনার সমান (খ) ২ হাজার পাউন্ড সোনার সমান (গ) ৩ হাজার পাউন্ড সোনার সমান (ঘ) ৪ হাজার পাউন্ড সোনার সমান

উত্তর – (ঘ) ৪ হাজার পাউন্ড সোনার সমান

৭৫। প্রথমদিকে সাম্রাজ্য বিস্তারের অন্যতম উদ্দেশ্য কি ছিল? – (ক) সম্পদ লুণ্ঠন (খ) শিক্ষার প্রসার (গ) ধর্ম প্রচার (ঘ) এলাকা দখল

উত্তর – (ক) সম্পদ লুণ্ঠন

৭৬। প্রথম ও দ্বিতীয় শতাব্দীর শেষার্ধে এবং তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে রোমান প্রশাসনিক প্রদেশগুলি থেকে কাদের তুলে আনা হয়েছিল? – (ক) প্রশাসনিক কর্মচারীদের (খ) রাজত্ব কর্মচারীদের (গ) সেনাদের (ঘ) বিচারকদের

৭৭। তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যে ৪৭ বছরের ব্যবধানে কত জন সম্রাট হয়েছিলেন? – (ক) ২১ জন (খ) ২৫ জন (গ) ২৩ জন (ঘ) ২৭ জন

উত্তর – (খ) ২৫ জন

৭৮। আদি রোমানদের বাসস্থান কোথায় ছিল? – (ক) আপুলিয়ায় (খ) ক্যাম্পানিয়ায় (গ) লুকানিয়ায় (ঘ) রোমে

উত্তর – (ঘ) রোমে

৭৯। শেষ পর্যন্ত রোম ও ল্যাটিয়ামের অধিবাসীরা কি নামে পরিচিত হয়েছিল? – (ক) রোমান নামে (খ) ইতালীয় নামে (গ) (গ) লাতিন নামে (ঘ) ল্যাটিয়াম নামে

উত্তর – (ক) রোমান নামে

৮০। প্রাচীন রোমে কত রাজা রাজত্ব করেছিলেন? – (ক) ৪ জন (খ) ৬ জন (গ) ৫ জন (ঘ) ৭ জন

উত্তর – (ঘ) ৭ জন

৮১। ৭৫৩ খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা করেন কে? – (ক) নুমা পম্পিলিয়াস (খ) রোমুলাস (গ) টুল্লাস হসটিলাস (ঘ) আনকাস মরসিয়াস

উত্তর – (খ) রোমুলাস

৮২। রোমের প্রথম রাজা ছিলেন কে? – (ক) সারভিয়াস টিউলিয়াস (খ) আনকাস মরসিয়াস (গ) রোমুলাস (ঘ) নুমা পম্পিলিয়াস

উত্তর – (গ) রোমুলাস

৮৩। রোমের সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা কে ছিলেন? – (ক) লুসিয়াস টারকুইনাস সুপারবাস (খ) রোমুলাস (গ) টুল্লাস হসটিলাস (ঘ) আনকাস মরসিয়াস

৮৪। রোমে রাজতন্ত্রের অবসান ঘটে – (ক) ৫০৭ খ্রিস্টপূর্বাব্দে (খ) ৫০৮ খ্রিস্টপূর্বাব্দে (গ) ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে (ঘ) ৫১০ খ্রিস্টপূর্বাব্দে

উত্তর – (গ) ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে

৮৫। রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয় – (ক) ৫১০ খ্রিস্টপূর্বাব্দে (খ) ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে (গ) ৫০৭ খ্রিস্টপূর্বাব্দে (ঘ) ৫০৫ খ্রিস্টপূর্বাব্দে

উত্তর – (খ) ৫০৯ খ্রিস্টপূর্বাব্দে

৮৬। রোমের প্রথম ৭ জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা কে ছিলেন – (ক) নুমা পম্পিলিয়াস (খ) রোমুলাস (গ) টারকুইনাস প্রিসকাস (ঘ) টুল্লাস হসটিলাস

উত্তর – (ঘ) টুল্লাস হসটিলাস

৮৭। রোম সাম্রাজ্যের সীমানা সর্বপ্রথম বিস্তার ঘটানোর চেষ্টা করেছিলেন রোমের তৃতীয় রাজা – (ক) টুল্লাস হসটিলাস (খ) রোমুলাস (গ) আনকাস মরসিয়াস (ঘ) নুমা পম্পিলিয়াস

উত্তর – (ক) টুল্লাস হসটিলাস

৮৮। আলবালোঙ্গার স্বৈর শাসক কে ছিলেন? – (ক) আরনেস টারক্যুইনিয়াস (খ) রোমুলাস (গ) মেট্রিয়াস ফুফেটিয়াস (ঘ) আনকাস মরসিয়াস

উত্তর – (গ) মেট্রিয়াস ফুফেটিয়াস

৮৯। রোমের কোন রাজা ল্যাটিন উপজাতির বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিলেন? – (ক) আনকাস মরসিয়াস (খ) টারকুইনাস প্রিসকাস (গ) রোমুলাস (ঘ) সারভিয়াস টিউলিয়াস

উত্তর – (ক) আনকাস মরসিয়াস

৯০। রোমের প্রথম কারাগার মামেরটাইন কারাগার নির্মাণ করেন কে? – (ক) টুল্লাস হসটিলাস (খ) আনকাস মরসিয়াস (গ) নুমা পম্পিলিয়াস (ঘ) সারভিয়াস টিউলিয়াস

উত্তর – (খ) আনকাস মরসিয়াস

৯১। রোমের পঞ্চম রাজা লুসিয়াস টারকুইনাস প্রিসকাস রোমান সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে অধিকার করেন ল্যাটিন নগরী – (ক) ক্যাম্পানিয়া (খ) টাস্কানি (গ) আপুলিয়া (ঘ) অ্যাপিওলী

উত্তর – (ঘ) অ্যাপিওলী

৯২। রোমে প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান কে? – (ক) লুসিয়াস টারকুইনাস সুপারবাস (খ) আনকাস মরসিয়াস (গ) সারভিয়াস টিউলিয়াস (ঘ) নুমা পম্পিলিয়াস

উত্তর – (গ) সারভিয়াস টিউলিয়াস

৯৩। যুদ্ধ এবং পৌর-নিগমবিষয়ক রোমান প্রতীকের প্রচলন ঘটান কোন রাজা? – (ক) রোমুলাস (খ) টুল্লাস হসটিলাস (গ) লুসিয়াস টারকুইনাস প্রিসকাস (ঘ) সারভিয়াস টিউলিয়াস

উত্তর – (গ) লুসিয়াস টারকুইনাস প্রিসকাস

৯৪। রোমে প্যাট্রিসিয়ানদের আপত্তি উপেক্ষা করে নিম্নশ্রেণির ভোটাধিকার সম্প্রসারণ করেন কে? – (ক) আনকাস মরসিয়াস (খ) সারভিয়াস টিউলিয়াস (গ) রোমুলাস (ঘ) নুমা পম্পিলিয়াস

উত্তর – (খ) সারভিয়াস টিউলিয়াস

৯৫। রোমান সেনেটরদের ক্ষমতা সঙ্কুচিত করেছিলেন কোন রাজা? – (ক) লুসিয়াস টারকুইনাস প্রিসকাস (খ) টুল্লাস পম্পিলিয়াস (গ) লুসিয়াস টারকুইনাস সুপারবাস (ঘ) সারভিয়াস টিউলিয়াস

উত্তর – (গ) লুসিয়াস টারকুইনাস সুপারবাস

৯৬। রোমান সম্রাট অগাস্টাসের শাসনকালে রোমান সাম্রাজ্যভুক্ত ইটালির ৭.৫ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ক্রীতদাসের সংখ্যা কত ছিল? – (ক) ১ মিলিয়ন (খ) ২ মিলিয়ন (গ) ৩ মিলিয়ন (ঘ) ৪ মিলিয়ন

উত্তর – (গ) ৩ মিলিয়ন

৯৭। প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক হলেন – (ক) ট্যাসিটাস (খ) হেরোডোটাস (গ) ই এইচ কার (ঘ) স্পার্টাকাস

উত্তর – (ক) ট্যাসিটাস

৯৮। রোমান সাম্রাজ্যে প্রথম শতাব্দী থেকে ক্রীতদাসদের সংখ্যা কমে যাওয়ার কারণ কি ছিল? – (ক) অন্য দেশ থেকে ক্রীতদাসদের সরবরাহ কমে যাওয়া (খ) ম্যালেরিয়ার মতো রোগে ক্রীতদাসদের মৃত্যু (গ) যুদ্ধবিগ্রহে ক্রীতদাসদের মৃত্যু (ঘ) ক্রীতদাস প্রথার ওপর নিষেধাজ্ঞা জারি

উত্তর – (ক) অন্য দেশ থেকে ক্রীতদাসদের সরবরাহ কমে যাওয়া

৯৯। রোমান সাম্রাজ্যের বিভিন্ন সরকারি নির্মাণ কাজে স্বাধীন শ্রমিকদের ব্যবহার করার কারণ হল – (ক) স্বাধীন শ্রমিকরা দক্ষ ছিল (খ) স্বাধীন শ্রমিকরা শিক্ষিত ছিল (গ) দাস শ্রমিকদের নিয়োগ ব্যয়বহুল ছিল (ঘ) দাস শ্রমিকরা সরকারি নির্মাণ কাজে আগ্রহী ছিল না

উত্তর – (গ) দাস শ্রমিকদের নিয়োগ ব্যয়বহুল ছিল

১০০। দাস শ্রমিক বা স্বাধীন শ্রমিকদের ব্যাবসা চালানোর জন্য পুঁজি লগ্নি করতেন কারা? – (ক) সামন্তপ্রভুগণ (খ) ব্যবসায়ীগণ (গ) দাসমালিকগণ (ঘ) ম্যানর-এর প্রভুগণ

উত্তর – (গ) দাসমালিকগণ

আরোও পড়ুন

Leave a Comment