একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা থেকে বহুবৈকল্পিক MCQ প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠক্রম (2024) অনুসারে।
একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা থেকে বহুবৈকল্পিক MCQ প্রশ্ন উত্তর
১। প্রাচীনকালে কোথায় পলিসের বিকাশ ঘটে? –
(ক) পাকিস্তানে
(খ) রাশিয়ায়
(গ) গ্রিসে
(ঘ) পারস্যে
উত্তর – (গ) গ্রিসে
২। নগর-রাষ্ট্রের অপর নাম হল –
(ক) অ্যাপেলা
(খ) আক্কাদ
(গ) পলিস
(ঘ) ইফোর
উত্তর – (গ) পলিস
৩। গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য হল তাদের –
(ক) ক্ষুদ্রায়তন
(খ) শক্তিশালী রাজতন্ত্র
(গ) নাগরিক ও বিদেশিদের মধ্যে সমানাধিকার
(ঘ) শক্তিশালী নৌবাহিনী
উত্তর – (ক) ক্ষুদ্রায়তন
৪। প্রথমদিকে গড়ে-ওঠা রাষ্ট্রগুলির আকৃতি কেমন ছিল –
(ক) বৃহৎ
(খ) ক্ষুদ্র
(গ) মাঝারি
(ঘ) অতিবৃহৎ
উত্তর – (খ) ক্ষুদ্র
৫। কার্ল মার্কসের মতে, আদিম সমাজ ছিল –
(ক) সাম্যবাদী
(খ) পুঁজিবাদী
(গ) সামন্ততান্ত্রিক
(ঘ) পুরোহিততান্ত্রিক
উত্তর – (ক) সাম্যবাদী
৬। গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য পলিস দুটি ছিল –
(ক) এথেন্স ও সিরাকিউজ
(খ) এথেন্স ও স্পার্টা
(গ) এথেন্স ও থিবস
(ঘ) স্পার্টা ও সিরাকিউজ
উত্তর – (খ) এথেন্স ও স্পার্টা
৭। কত বছর ধরে গ্রিসে নগর-রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলেছিল? –
(ক) ১৫০ বছর
(খ) ৭০০ বছর
(গ) ১৫০০ বছর
(ঘ) ৩০০ বছর
উত্তর – (ঘ) ৩০০ বছর
৮। অ্যারিস্টটল বর্ণিত পলিস উদ্ভবের প্রথম স্তর হল –
(ক) গ্রাম
(খ) রাষ্ট্র
(গ) পরিবার
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) গ্রাম
৯। “Men are the Polis” কথাটি কে বলেছেন? –
(ক) থুকিডিডিস
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) সক্রেটিস
উত্তর – (ক) থুকিডিডিস
১০। ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক কে? –
(ক) হেসিয়ড
(খ) হোমার
(গ) অ্যারিস্টটল
(ঘ) প্লেটো
উত্তর – (ঘ) প্লেটো
১১। গ্রিসের গণতান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ হল –
(ক) সিরাকিউজ
(খ) আরগস
(গ) এথেন্স
(ঘ) স্পার্টা
উত্তর – (গ) এথেন্স
১২। প্রাচীন গ্রিসের নগর-রাষ্ট্রগুলিকে ‘Perfect Community’ বলে অভিহিত করেছেন কে? –
(ক) হোপার
(খ) ভিক্টর এরনবার্গ
(গ) অ্যারিস্টটল
(ঘ) প্লেটো
উত্তর – (গ) অ্যারিস্টটল
১৩। ‘Politics’ গ্রন্থের লেখক কে? –
(ক) প্লেটো
(খ) হেরোডোটাস
(গ) অ্যারিস্টটল
(ঘ) সক্রেটিস
উত্তর – (গ) অ্যারিস্টটল
১৪। প্লেটোর মতে, একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত? –
(ক) ১০,০০০
(খ) ২০,০০০
(গ) ৫০০০
(ঘ) ৪০০০
উত্তর – (গ) ৫০০০
১৫। এথেন্সের ম্যাজিস্ট্রেটরা পরিচিত ছিল –
(ক) একলেজিয়া নামে
(খ) আরকন নামে
(গ) ইথার নামে
(ঘ) অ্যাগোরা নামে
উত্তর – (খ) আরকন নামে
১৬। গ্রিসের অভিজাততান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ হল –
(ক) আরগস
(খ) রোম
(গ) এথেন্স
(ঘ) স্পার্টা
উত্তর – (ঘ) স্পার্টা
১৭। এথেন্সের ক্রীতদাসরা কি নামে পরিচিত ছিল? –
(ক) হেলট
(খ) মেটিক
(গ) থিটিস
(ঘ) পেরিওকয়
উত্তর – (গ) থিটিস
১৮। স্পার্টায় ক্রীতদাসরা পরিচিত ছিল –
(ক) হেলট নামে
(খ) থিটিস নামে
(গ) মেটিক নামে
(ঘ) পেরিওকয় নামে
উত্তর – (ক) হেলট নামে
১৯। এথেন্সের শাসনকাঠামো ছিল –
(ক) রাজতান্ত্রিক
(খ) অভিজাততান্ত্রিক
(গ) প্রজাতান্ত্রিক
(ঘ) গণতান্ত্রিক
উত্তর – (ঘ) গণতান্ত্রিক
২০। কত বছর ধরে পেলোপনেসীয় যুদ্ধ চলেছিল? –
(ক) ৩৭ বছর
(খ) ২৭ বছর
(গ) ১৬ বছর
(ঘ) ৭ বছর
উত্তর – (খ) ২৭ বছর
২১। স্পার্টার পরিষদ কি নামে পরিচিত ছিল? –
(ক) গেরুসিয়া
(খ) একলেজিয়া
(গ) ইফর
(ঘ) আরকন
উত্তর – (ক) গেরুসিয়া
২২। এথেন্সে বিদেশিরা যে নামে পরিচিত ছিল তা হল –
(ক) থেটিস
(খ) মেটিক
(গ) হেলট
(ঘ) ইফর
উত্তর – (খ) মেটিক
২৩। স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কারা? –
(ক) হেলট
(খ) স্পার্টান
(গ) পেরিওসি
(ঘ) মেটিক
উত্তর – (খ) স্পার্টান
২৪। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হত –
(ক) আরকন
(খ) ইথার
(গ) গেরুসিয়া
(ঘ) একলেজিয়া
উত্তর – (ক) আরকন
২৫। পলিসের মূল কেন্দ্র হল –
(ক) অ্যাক্রোপলিস
(খ) কাউন্সিল
(গ) অ্যাগারো
(ঘ) বুলে
উত্তর – (ক) অ্যাক্রোপলিস
২৬। প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটে –
(ক) ডোরিয়ান বিজয়ের পূর্বে
(খ) ইভোমিনিয়ান্স-এর রাজত্বকালে
(গ) ধ্রুপদি যুগে (খ্রি.পু. পঞ্চম থেকে খ্রি.পূ. চতুর্থ শতক)
(ঘ) মাইসেনীয় যুগের শুরুতে
উত্তর – (গ) ধ্রুপদি যুগে (খ্রি.পু. পঞ্চম থেকে খ্রি.পূ. চতুর্থ শতক)
২৭। পলিসগুলির রাজনৈতিক সংগঠন সম্পর্কে বলা যায় যে –
(ক) পলিসের রাজনৈতিক সংগঠনের প্রধান তিনটি অংশ ছিল
(খ) স্পার্টার পরিষদ অ্যারিওপাগাসের কাউন্সিল নামে পরিচিত ছিল
(গ) এথেন্সের পরিষদ গেরুসিয়া নামে পরিচিত ছিল
(ঘ) পলিসের রাজনৈতিক সংগঠনে ম্যাজিস্ট্রেটদের কোনো স্থান ছিল না
উত্তর – (ক) পলিসের রাজনৈতিক সংগঠনের প্রধান তিনটি অংশ ছিল
২৮। পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলিকে বলা হত –
(ক) চোরা
(খ) অ্যাক্রোপলিস
(গ) অক্টোপলিস
(ঘ) অ্যাগোরা
উত্তর – (ঘ) অ্যাগোরা
২৯। এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন –
(ক) জিউস
(খ) এথেনা
(গ) অ্যাপোলো
(ঘ) ডিমিটার
উত্তর – (ক) জিউস
৩০। গ্রিক পলিসগুলির মধ্যে –
(ক) এথেন্সের আয়তন ছিল সবচেয়ে ক্ষুদ্র
(খ) স্পার্টার আয়তন ছিল এথেন্সের তুলনায় বৃহৎ
(গ) স্পার্টায় নাগরিকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি
(ঘ) অ্যাটিকার জনসংখ্যা ছিল সবচেয়ে কম
উত্তর – (খ) স্পার্টার আয়তন ছিল এথেন্সের তুলনায় বৃহৎ
৩১। অ্যাক্রোপলিস হল –
(ক) গ্রিসের নগর-রাষ্ট্র
(খ) গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র
(গ) স্পার্টার সমাধিস্থল
(ঘ) ইটালির একটি বিশ্ববিদ্যালয়
উত্তর – (খ) গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র
৩২। পলিসগুলিতে বসবাসকারী মানুষদের সম্পর্কে বলা হয় যে –
(ক) পলিসে একমাত্র নাগরিকরা বসবাসের অধিকারী ছিল
(খ) বিদেশিরা অনাগরিক হলেও মহিলারা সকল পলিসেই নাগরিক বলে গণ্য হত
(গ) ক্রীতদাসরা আধা-নাগরিক বলে গণ্য হত
(ঘ) নাগরিকরা পলিসের প্রশাসনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পেত
উত্তর – (ঘ) নাগরিকরা পলিসের প্রশাসনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পেত
৩৩। বৈদিক যুগে ভারতে গড়ে-ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতিগোষ্ঠীর বসতিকে বলা হত –
(ক) গ্রাম
(খ) শহর
(গ) জনপদ
(ঘ) পলিস
উত্তর – (গ) জনপদ
৩৪। প্রাচীন এথেন্সের আদালতকে কি বলা হত? –
(ক) ইফর
(খ) গেরুসিয়া
(গ) হেলাইয়া
(ঘ) আরকন
উত্তর – (গ) হেলাইয়া
৩৫। গ্রামের শাসনকার্য পরিচালনাকারীকে কি বলা হত? –
(ক) গ্রামণী
(খ) গ্রামপতি
(গ) গোষ্ঠীপতি
(ঘ) রাজা
উত্তর – (ক) গ্রামণী
৩৬। পলিসগুলির পতনের একটি অন্যতম কারণ হল –
(ক) সামরিক শক্তি হ্রাস
(খ) গণতান্ত্রিক শাসনকাঠামো
(গ) এথেন্সবাসীর বিদ্রোহ
(ঘ) রোমান সাম্রাজ্যের আক্রমণ
উত্তর – (ক) সামরিক শক্তি হ্রাস
৩৭। গ্রিক পলিসগুলির গঠন বিন্যাস সম্পর্কে বলা হয় যে –
(ক) পলিসের শাসনকেন্দ্রটিকে নেক্রোপলিস বলা হত
(খ) পলিসে জনসাধারণের জন্য ‘অ্যাগোরা’ নামে একটি বাজার প্রতিষ্ঠিত হত
(গ) কোনো পলিসে গ্রামীণ অঞ্চল থাকত না
(ঘ) পলিসের নগরটিকে ‘চোরা’ বলা হত
উত্তর – (খ) পলিসে জনসাধারণের জন্য ‘অ্যাগোরা’ নামে একটি বাজার প্রতিষ্ঠিত হত।
৩৮। ভারতে ঋগ্বেদিক যুগের আর্যরা ছিল –
(ক) যাযাবর
(খ) পশুচারণকারী
(গ) পশুশিকারি
(ঘ) অর্ধ যাযাবর
উত্তর – (খ) পশুচারণকারী
৩৯। আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন –
(ক) চিনের নাগরিক
(খ) ভারতের নাগরিক
(গ) এথেন্সের নাগরিক
(ঘ) মিশরের নাগরিক
উত্তর – (গ) এথেন্সের নাগরিক
৪০। প্রাচীন ভারতে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল –
(ক) বিশ বা জন
(খ) পরিবার
(গ) মহাজনপদ
(ঘ) জনপদ
উত্তর – (ক) বিশ বা জন
৪১। মহাজনপদগুলির উত্থান হয় কখন? –
(ক) খ্রি. পূ. ষোড়শ শতকে
(খ) খ্রি. পূ. ষষ্ঠ শতকে
(গ) খ্রি. পূ. চতুর্থ শতকে
(ঘ) খ্রি. পূ. পঞ্চম শতকে
উত্তর – (খ) খ্রি. পূ. ষষ্ঠ শতকে
৪২। প্রাচীন ভারতের জনপদগুলি সম্পর্কে বলা হয় যে –
(ক) জনপদিন নামে জনপদের শাসক ছিলেন রাজার সমতুল
(খ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে জনপদগুলির উত্থান ঘটতে থাকে
(গ) জনপদের ভিত্তি ছিল অনার্য সংস্কৃতি
(ঘ) প্রাচীন মহাকাব্যগুলিতে জনপদের কোনো উল্লেখ পাওয়া যায় না
উত্তর – (ক) জনপদিন নামে জনপদের শাসক ছিলেন রাজার সমতুল।
৪৩। কোশল মহাজনপদটির রাজধানী হল –
(ক) বারাণসী
(খ) অস্মক
(গ) শ্রাবস্তী
(ঘ) বৃজি
উত্তর – (গ) শ্রাবস্তী
৪৪। মহাভারতে জনপদের উল্লেখ আছে –
(ক) ২০ টি
(খ) ২৫ টি
(গ) ৩৫ টি
(ঘ) ৩০ টি
উত্তর – (খ) ২৫ টি
৪৫। প্রাচীন ভারতে বিভিন্ন উপজাতিগোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ হলে সর্বপ্রথম প্রতিষ্ঠা হয় –
(ক) জনপদের
(খ) পলিসের
(গ) মহাজনপদের
(ঘ) সাম্রাজ্যের
উত্তর – (ক) জনপদের
৪৬। প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল –
(ক) খ্রিস্টপূর্ব ১ম শতকে
(খ) খ্রিস্টপূর্ব ৩য় শতকে
(গ) খ্রি. পূ. ষষ্ঠ শতকে
(ঘ) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে
উত্তর – (গ) খ্রি. পূ. ষষ্ঠ শতকে
৪৭। রামায়ণে জনপদের উল্লেখ রয়েছে –
(ক) ১৬ টি
(খ) ১৮ টি
(গ) ২৭ টি
(ঘ) ২৫ টি
উত্তর – (গ) ২৭ টি
৪৮। বৃজি ও মল্ল মহাজনপদ দুটি হল –
(ক) স্বৈরতান্ত্রিক
(খ) প্রজাতান্ত্রিক
(গ) রাজতান্ত্রিক
(ঘ) অভিজাততান্ত্রিক
উত্তর – (খ) প্রজাতান্ত্রিক
৪৯। তক্ষশিলা কোন মহাজনপদের রাজধানী ছিল? –
(ক) মগধ
(খ) কম্বোজ
(গ) অস্মক
(ঘ) গান্ধার
উত্তর – (ঘ) গান্ধার
৫০। বৈশালী কোন মহাজনপদের রাজধানী ছিল? –
(ক) বৎস
(খ) কোশল
(গ) বৃজি
(ঘ) মল্ল
উত্তর – (গ) বৃজি
৫১। প্রাচীন ভারতের মহাজনপদগুলি সম্পর্কে বলা হয় যে –
(ক) মহাকাব্যের যুগে মহাজনপদগুলির উদ্ভব ঘটেছিল
(খ) বিভিন্ন মহাজনপদের মধ্যে তক্ষশিলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল
(গ) বৌদ্ধ গ্রন্থগুলিতে ২৫টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়
(ঘ) দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ ছিল অস্মক
উত্তর – (ঘ) দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ ছিল অস্মক
৫২। কুশিনগর বা পাবা পুরী কোন মহাজনপদের রাজধানী ছিল? –
(ক) বৃজি
(খ) কুরু
(গ) মল্ল
(ঘ) পাঞ্চাল
উত্তর – (গ) মল্ল
৫৩। মহাজনপদগুলির মধ্যে অধিকাংশই ছিল –
(ক) গণতান্ত্রিক
(খ) স্বৈরতান্ত্রিক
(গ) প্রজাতান্ত্রিক
(ঘ) রাজতান্ত্রিক
উত্তর – (ঘ) রাজতান্ত্রিক
৫৪। মহাজনপদগুলির যে শহর জলবেষ্টিত নিরাপত্তার জন্য ‘জলদুর্গ’ নামে পরিচিত ছিল, তা হল –
(ক) উজ্জয়িনী
(খ) পাটলিপুত্র
(গ) তক্ষশিলা
(ঘ) চম্পা
উত্তর – (খ) পাটলিপুত্র
৫৫। আর্যাবর্তের ১৬টি মহাজনপদের নাম পাওয়া যায় –
(ক) অঙ্গুত্তরনিকায়তে
(খ) মহাভারতে
(গ) চারিতাভিযানে
(ঘ) বেদে
উত্তর – (ক) অঙ্গুত্তরনিকায়তে
৫৬। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য ক-টি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল –
(ক) মগধ
(খ) গান্ধার
(গ) মল্ল
(ঘ) অবন্তী
উত্তর – (ক) মগধ
৫৭। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল –
(ক) বৃজি
(খ) কম্বোজ
(গ) অস্মক
(ঘ) শূরসেন
উত্তর – (গ) অস্মক
৫৮। ভারতের ষোড়শ মহাজনপদ সম্পর্কে বলা হয় যে –
(ক) চূড়ান্ত পর্যায়ে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে সাম্রাজ্য গড়ে উঠেছিল
(খ) মগধের প্রথম রাজবংশের নাম হল মৌর্য বংশ
(গ) গান্ধার মহাজনপদটির রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ
(ঘ) কোশল মহাজনপদটি ছিল প্রজাতান্ত্রিক
উত্তর – (ক) চূড়ান্ত পর্যায়ে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে সাম্রাজ্য গড়ে উঠেছিল
৫৯। প্রাচীন যুগে ভারতে সর্বপ্রথম কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়? –
(ক) মৌর্য সাম্রাজ্য
(খ) কুষাণ সাম্রাজ্য
(গ) গুপ্ত সাম্রাজ্য
(ঘ) পাল সাম্রাজ্য
উত্তর – (ক) মৌর্য সাম্রাজ্য
৬০। সুদূর অতীতে মেসোপটেমিয়ায় বৃহৎ আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) তৃতীয় থুটমোস
(খ) সারাগন
(গ) তৃতীয় আলেকজান্ডার
(ঘ) দ্বিতীয় ফিলিপ
উত্তর – (খ) সারাগন
৬১। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্যে কটি প্রদেশ ছিল? –
(ক) চারটি
(খ) আটটি
(গ) ছয়টি
(ঘ) দশটি
উত্তর – (ক) চারটি
৬২। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন –
(ক) চন্দ্রগুপ্ত মৌর্য
(খ) বিম্বিসার
(গ) অজাতশত্রু
(ঘ) অশোক
উত্তর – (ক) চন্দ্রগুপ্ত মৌর্য
৬৩। মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম হল –
(ক) গিরিব্রজ
(খ) ইন্দ্রপ্রস্থ
(গ) হস্তিনাপুর
(ঘ) কাশী
উত্তর – (ক) গিরিব্রজ
৬৪। সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল –
(ক) রাজতন্ত্র
(খ) সমাজতন্ত্র
(গ) প্রজাতন্ত্র
(ঘ) উদারতন্ত্র
উত্তর – (ক) রাজতন্ত্র
৬৫। নিম্নলিখিত যে শাসক ‘সম্রাট’ পদবাচ্য ছিলেন না –
(ক) চন্দ্রগুপ্ত মৌর্য
(খ) আকবর
(গ) নেপোলিয়ন
(ঘ) মেটারনিক
উত্তর – (ঘ) মেটারনিক
৬৬। সিন্ধু ও পাঞ্জাব থেকে গ্রিক শাসনের উচ্ছেদ করেন –
(ক) বিম্বিসার
(খ) বিন্দুসার
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(ঘ) অশোক
উত্তর – (গ) চন্দ্রগুপ্ত মৌর্য
৬৭। অশোক যে সব ধর্মদূত পাঠিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন –
(ক) সংঘমিত্রা
(খ) রক্ষিত
(গ) ধর্মরক্ষিত
(ঘ) মহারক্ষিত
উত্তর – (ক) সংঘমিত্রা
৬৮। সেলুকাস কখন সিন্ধু অঞ্চলে উপস্থিত হয়েছিলেন? –
(ক) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩১২ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ২৩৭ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর – (গ) ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে
৬৯। সেলুকাস কার সঙ্গে নিজ কন্যা হেলেনের বিবাহ দেন? –
(ক) বিম্বিসার
(খ) বিন্দুসার
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(ঘ) অশোক
উত্তর – (গ) চন্দ্রগুপ্ত মৌর্য
৭০। অশোক কোন প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন? –
(ক) উত্তরাপথ
(খ) প্রাচ্য
(গ) অবন্তীপথ
(ঘ) কলিঙ্গ
উত্তর – (ঘ) কলিঙ্গ
৭১। আলেকজান্ডার ভারত অভিযান করেন কখন? –
(ক) ৩২০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর – (গ) ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে
৭২। মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানীর নাম হল –
(ক) তোষালি
(খ) মগধ
(গ) রাজগৃহ
(ঘ) পাটলিপুত্র
উত্তর – (ক) তোষালি
৭৩। গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন? –
(ক) ৫টি
(খ) ৪টি
(গ) ৭টি
(ঘ) ৬টি
উত্তর – (গ) ৭টি
৭৪। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? –
(ক) পুষ্যমিত্র
(খ) বিন্দুসার
(গ) বৃহদ্রথ
(ঘ) বিম্বিসার
উত্তর – (খ) বিন্দুসার
৭৫। দক্ষিণ-পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেছিলেন চোল রাজা –
(ক) প্রথম রাজেন্দ্র চোল
(খ) বিজয়ালয়
(গ) বীর রাজেন্দ্র
(ঘ) প্রথম রাজরাজ
উত্তর – (ক) প্রথম রাজেন্দ্র চোল
৭৬। মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বলা হয় যে –
(ক) কোশল মহাজনপদকে কেন্দ্র করে মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল
(খ) মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার
(গ) সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শ্রেষ্ঠ অবদান ছিল শান্তিবাদী নীতি প্রচার
(ঘ) মৌর্য সম্রাট অশোক কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যভুক্ত করেছিলেন
উত্তর – (ঘ) মৌর্য সম্রাট অশোক কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যভুক্ত করেছিলেন
৭৭। প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল –
(ক) রাজাধিরাজ
(খ) গঙ্গইকোণ্ড
(গ) সকলোত্তরপথনাথ
(ঘ) চক্রবর্তী সম্রাট
উত্তর – (খ) গঙ্গইকোণ্ড
৭৮। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন –
(ক) বিম্বিসার
(খ) মহাপদ্মনন্দ
(গ) অজাতশত্রু
(ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর – (খ) মহাপদ্মনন্দ
৭৯। শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠান চোল রাজা –
(ক) প্রথম পরান্তক চোল
(খ) প্রথম রাজরাজ
(গ) প্রথম রাজেন্দ্র চোল
(ঘ) প্রথম রাজাধিরাজ চোল
উত্তর – (গ) প্রথম রাজেন্দ্র চোল
৮০। ‘বৃহৎসংহিতা’ গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) আর্যভট্ট
(খ) বরাহমিহির
(গ) ব্রহ্মগুপ্ত
(ঘ) দ্বিতীয় আর্যভট্ট
উত্তর – (খ) বরাহমিহির
৮১। সামুদ্রিক কার্যকলাপ শুরু করেন চোল রাজা –
(ক) সুন্দর চোল
(খ) রাজাধীরাজ চোল
(গ) প্রথম রাজরাজ
(ঘ) রাজেন্দ্র চোল
উত্তর – (গ) প্রথম রাজরাজ
৮২। ম্যাসিডনীয় সাম্রাজ্য সম্পর্কে বলা হয় যে –
(ক) তৃতীয় আলেকজান্ডার ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন
(খ) দ্বিতীয় ফিলিপ ছিলেন ম্যাসিডনের শ্রেষ্ঠ সম্রাট
(গ) ম্যাসিডনের প্রথম পর্বের রাজধানী ছিল পেল্লা
(ঘ) ম্যাসিডন পেলোপনেসীয় যুদ্ধে যোগদানে বিরত ছিল
উত্তর – (গ) ম্যাসিডনের প্রথম পর্বের রাজধানী ছিল পেল্লা
৮৩। চোলদের স্বর্ণমুদ্রার নাম হল –
(ক) ক্যাশু
(খ) কুররম
(গ) নাত্তার
(ঘ) কোট্টম
উত্তর – (ক) ক্যাশু
৮৪। সম্রাট অশোকের সময়কালে বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল –
(ক) মৌর্য সাম্রাজ্য
(খ) ম্যাসিডনীয় সাম্রাজ্য
(খ) গ্রিক সাম্রাজ্য
(ঘ) রোমান সাম্রাজ্য
উত্তর – (খ) ম্যাসিডনীয় সাম্রাজ্য
৮৫। মৌর্য ও ম্যাসিডনীয় সাম্রাজ্যের যোগসূত্রের একটি উদাহরণ হল –
(ক) আলেকজান্ডার মেগাস্থিনিসকে দূত হিসেবে ভারতে পাঠিয়েছিলেন
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে কয়েকটি স্থান প্রদান করেছিলেন
(গ) সেলুকাসের কন্যা হেলেনকে চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেছিলেন
(ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য নিজ পুত্রকে দূত হিসেবে গ্রিসে পাঠিয়েছিলেন
উত্তর – (গ) সেলুকাসের কন্যা হেলেনকে চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেছিলেন।
৮৬। ম্যাসিডনের রাজনৈতিক অগ্রগতি সম্পর্কে বলা হয় যে –
(ক) দ্বিতীয় ফিলিপ পুরোনো হপলাইট সেনাদলকে ঢেলে সাজান
(খ) সম্রাট দ্বিতীয় ফিলিপ নররাই-এর যুদ্ধে বিরোধী শক্তিজোটকে পরাজিত করেন
(গ) তৃতীয় আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে পুরুর কাছে পরাজিত হন
(ঘ) আলেকজান্ডারের ব্যর্থতার ফলে চন্দ্রগুপ্ত মৌর্য সিন্ধু ও পাঞ্জাব থেকে গ্রিকদের বিতাড়িত করতে সক্ষম হন
উত্তর – (ক) দ্বিতীয় ফিলিপ পুরোনো হপলাইট সেনাদলকে ঢেলে সাজান
৮৭। ম্যাসিডনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে? –
(ক) আর্কিমিডিস
(খ) হিপার্কাস
(গ) সক্রেটিস
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (ক) আর্কিমিডিস
৮৮। ইন্ডিকা’ গ্ৰন্থের রচয়িতা হলেন –
(ক) মেগাস্থিনিস
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য
(গ) কৌটিল্য
(ঘ) সেলুকাস
উত্তর – (ক) মেগাস্থিনিস
৮৯। ম্যাসিডনীয় সাম্রাজ্য সম্পূর্ণ রোমানদের দখলে চলে যায় কখন? –
(ক) ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ১৬৮ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ১২৩ খ্রিস্টপূর্বাব্দ
(ঘ) ১৪৬ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর – (ঘ) ১৪৬ খ্রিস্টপূর্বাব্দে
৯০। ‘সীতা’ হল মৌর্য যুগের একটি –
(ক) প্রথা
(খ) কর
(গ) দেবী
(ঘ) দল
উত্তর – (খ) কর
৯১। মেগাস্থিনিস ছিলেন –
(ক) আলেকজান্ডারের দূত
(খ) সিজারের দূত
(গ) পুরুর দূত
(ঘ) সেলুকাসের দূত
উত্তর – (ঘ) সেলুকাসের দূত
৯২। চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন –
(ক) প্রথম রাজরাজ
(খ) প্রথম কুলোতুঙ্গ
(গ) প্রথম রাজেন্দ্র চোল
(ঘ) কারিকল
উত্তর – (ঘ) কারিকল
৯৩। ম্যাসিডনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর পরবর্তীকালে গড়ে উঠেছিল –
(ক) আক্কাদীয় সাম্রাজ্য
(খ) মিডিয়ান সাম্রাজ্য
(গ) রোমান সাম্রাজ্য
(ঘ) অটোমান সাম্রাজ্য
উত্তর – (গ) রোমান সাম্রাজ্য
৯৪। রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেন –
(ক) রাজেন্দ্র চোল
(খ) বীর রাজেন্দ্র চোল
(গ) প্রথম রাজরাজ
(ঘ) বিজয়ালয়
উত্তর – (গ) প্রথম রাজরাজ
৯৫। ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন –
(ক) আরগিড
(খ) পারডিক্কাস
(গ) ক্যারানাস
(ঘ) অ্যামিনটাস
উত্তর – (ক) আরগিড
৯৬। চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন –
(ক) প্রথম রাজেন্দ্র চোল
(খ) প্রথম পরান্তক
(গ) প্রথম রাজরাজ
(ঘ) সুন্দর চোল
উত্তর – (ক) প্রথম রাজেন্দ্র চোল
৯৭। সুপ্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠা হয়েছিল কখন? –
(ক) ৭৫৩ খ্রি.পূ.
(খ) ২৪৩ খ্রি.পূ.
(গ) ৩২৩ খ্রি.পূ.
(ঘ) ১৮৫ খ্রি.পূ.
উত্তর – (ক) ৭৫৩ খ্রি.পূ.
৯৮। বঙ্গোপসাগর ‘চোল হ্রদে’ পরিণত হয়েছিল –
(ক) প্রথম রাজরাজের শাসনকালে
(খ) প্রথম রাজাধিরাজের শাসনকালে
(গ) প্রথম আদিত্যের শাসনকালে
(ঘ) প্রথম রাজেন্দ্র চোলের শাসনকালে
উত্তর – (ঘ) প্রথম রাজেন্দ্র চোলের শাসনকালে
৯৯। ভারতে প্রাচীন মৌর্য যুগে –
(ক) শিল্পের ক্ষেত্রে সার্বিক অগ্রগতি ঘটেনি
(খ) গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন
(গ) ভারতীয় সমাজে আটটি জাতির অস্তিত্ব ছিল বলে মেগাস্থিনিস উল্লেখ করেছেন
(ঘ) সম্রাট অশোক সিন্ধু ও পাঞ্জাব থেকে গ্রিকদের বিতাড়িত করেন
উত্তর – (খ) গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন
১০০। মৌর্য বংশের পতন ঘটান কে? –
(ক) পুষ্যমিত্র শুঙ্গ
(খ) বৃহদ্রথ
(গ) ধননন্দ
(ঘ) মহাপদ্মনন্দ
উত্তর – (ক) পুষ্যমিত্র শুঙ্গ