Class XI History Question Paper 2014

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2014, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৪ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

Class XI History Question Paper 2014 (একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৪)

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন কর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)।

(i) ‘প্রাক-ইতিহাস’ শব্দটির অর্থ কী?

  • (a) ‘প্রায় ইতিহাস’ ও ‘ইতিহাস’ এর মধ্যবর্তী সময়কাল
  • (b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
  • (c) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
  • (d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত

উত্তর:- (b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না।

(ii) ইন্ডিকার রচয়িতা ছিলেন –

  • (a) মেগাস্থিনিস
  • (b) কোটিল্য
  • (c) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (d) সেলুকাস

উত্তর:- (a) মেগাস্থিনিস।

(iii) সুলতানী যুগের ঐতিহাসিকরা হলেন –

I. সন্ধ্যাকর নন্দী

II. জিয়াউদ্দিন-বরণী

III. আমীর খসরু

IV. আফিফ

বিকল্প সমূহ

  • (a) I, III, IV সঠিক ও II ভুল
  • (b) I, II, III সঠিক ও IV ভুল
  • (c) I, II, IV সঠিক ও III ভুল
  • (d) II, III, IV সঠিক ও I ভুল

উত্তর:- (d) II, III, IV সঠিক ও I ভুল।

(iv) এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে –

  • (a) অস্ট্রেলিয়ায়
  • (b) উঃ আমেরিকায়
  • (c) দঃ আমেরিকায়
  • (d) আফ্রিকায়

উত্তর:- (d) আফ্রিকায়।

(v) মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত –

  • (a) জাঁ ফ্রাঁসোয়া জারিজ
  • (b) রমেশচন্দ্র মজুমদার
  • (c) ভিনসেন্ট স্মিথ
  • (d) যদুনাথ সরকার

উত্তর:- (a) জাঁ ফ্রাঁসোয়া জারিজ।

(vi) মেসোপটামিয়ার মন্দিরগুলিকে বলা হত –

  • (a) জিওরাট
  • (b) পিরামিড
  • (c) স্টোনহেনজ
  • (d) মঠ

উত্তর:- (a) জিওরাট।

(vii) প্রাচীন ভারতের খৃঃ পূঃ ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল –

I. মগধ সাম্রাজ্যের উত্থান

II. রামায়ণ ও মহাভারতের রচনা।

III. জনপদের উত্থান

IV. মহাজনপদের উত্থান

বিকল্পসমূহ

  • (a) I, IV সঠিক ও II, III ভুল
  • (b) I, II সঠিক ও III, IV ভুল
  • (c) II, III, IV সঠিক ও I ভুল
  • (d) II, III সঠিক ও I, IV ভুল

উত্তর:- (c) II, III, IV সঠিক ও I ভুল।

(viii) এক্রোপলিস কী?

  • (a) গ্রীসের নগররাষ্ট্র
  • (b) স্পার্টার সমাধিস্থল
  • (c) গ্রীসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র
  • (d) ইতালীর একটি বিশ্ববিদ্যালয়

উত্তর:- (c) গ্রীসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র।

(ix) ‘দি ম্যাগনিফিসেন্ট’ নামে কোন অটোমান সুলতান পরিচিত?

  • (a) সুলতান ওসমান
  • (b) সুলতান সালাদিন
  • (c) সুলতান সুলেমান
  • (d) সুলতান দ্বিতীয় মহম্মদ

উত্তর:- (c) সুলতান সুলেমান।

(x) ফাতাওয়া-ই-জাহান্দারির লেখক ছিলেন –

  • (a) বদায়ুনী
  • (b) জিয়াউদ্দিন বরনী
  • (c) আবুল ফজল সিসেরো ছিলেন
  • (d) ইবন বতুতা

উত্তর:- (b) জিয়াউদ্দিন বরনী।

(xi) সিসেরো ছিলেন –

  • (a) একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ
  • (b) একজন রোমান সমাজ সংস্কারক
  • (c) একজন রোমান সম্রাট
  • (d) একজন রোমান বিচারক

উত্তর:- (a) একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ।

(xii) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

      স্তম্ভ কস্তম্ভ খ
(i) পারস্য(A) ম্যান্ডারিন
(ii) চীন সাম্রাজ্য(B) ইক্তাদার
(iii) দিল্লীর সুলতানী(C) মনসবদার
(iv) মুঘল সাম্রাজ্য(D) ক্ষত্রপ

বিকল্পসমূহ

  • (a) i A, ii D, iii B, iv C
  • (b) i D, ii A, iii B, iv C
  • (c) i D, ii C, iii A, iv B
  • (d) i B, ii C, iii D, iv A.

উত্তর:- (b) i D, ii A, iii B, iv C

(xiii) হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে –

  • (a) আলমগীরপুরে
  • (b) ধোলাভিরায়
  • (c) লোথালে
  • (d) কালিবঙ্গানে

উত্তর:- (c) লোথালে।

(xiv) প্রাচীন ভারতে তৃতীয় নগরায়ণ কবে শুরু হয়?

  • (a) খৃঃ পূঃ তৃতীয় শতক
  • (b) খৃঃ পূঃ প্রথম শতক
  • (c) খ্রীষ্টীয় পঞ্চম শতক
  • (d) খ্রীষ্টীয় দশম শতক

উত্তর:- (d) খ্রীষ্টীয় দশম শতক।

(xv) সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইথ করটি ছিল –

  • (a) ভূমিকর
  • (b) ধর্মকর
  • (c) বেগারশ্রম
  • (d) পরোক্ষ কর

উত্তর:- (b) ধর্মকর।

(xvi) নিষাদ কাদের বলা হত?

  • (a) শূদ্র
  • (b) অরণ্যভূমির উপজাতি
  • (c) পার্বত্য উপজাতি
  • (d) দ্রাবিড় জাতি

উত্তর:- (b) অরণ্যভূমির উপজাতি।

(xvii) প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি –

  • (a) পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন
  • (b) মিশরের শেষ ফারাও ছিলেন
  • (c) আখেতাতেন শহর নির্মাণ করেন
  • (d) আখেনাতেনের প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন

উত্তর:- (d) আখেনাতেনের প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন।

(xviii) স্পার্টার ক্রীতদাসদের বলা হত

  • (a) হেলট
  • (b) পেনেসটাই
  • (c) মেটিক
  • (d) পেরিওকাই

উত্তর:- (a) হেলট।

(xix) দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?

  • (a) কুতুবউদ্দিন আইবক
  • (b) নাসিরউদ্দিন কুবাচা
  • (c) ইলতুৎমিস
  • (d) বলবন

উত্তর:- (c) ইলতুৎমিস।

শুন্যস্থান পূরণ কর:

(xx) পোপ তৃতীয় লিও___________কে রোমান সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

  • (a) কনস্টানটাইন
  • (b) শার্লামেন
  • (c) রোমুলাস অগাসটাস
  • (d) ট্রাজান

উত্তর:- (b) শার্লামেন।

(xxi) জৈনধর্ম কি কি ভাগে বিভক্ত হয়েছিল ?

  • (a) হীনযান-মহাযান
  • (b) হীনযান-শ্বেতাম্বর
  • (c) মহাযান-দিগম্বর
  • (d) শ্বেতাম্বর-দিগম্বর

উত্তর:- (d) শ্বেতাম্বর-দিগম্বর।

(xxii) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

            স্তম্ভ-কস্তম্ভ-খ
(i) কাগজের আবিষ্কার(A) জাইলোগ্রাফি
(ii) কাঠের ব্লকের দ্বারা মুদ্রণ(B) চীন
(iii) জোহানেস গুটেনবার্গ(C) পশুর চামড়া
(iv) পার্চমেন্ট(D) মুদ্রণযন্ত্র

বিকল্পসমূহ

  • (a) i B, ii A, iii D, iv C
  • (b) i C, ii D, iii A, iv B
  • (c) i C, ii A, iii D, iv B
  • (d) i C, ii B iii A, iv D.

উত্তর:- (a) i B, ii A, iii D, iv C

(xxiii) উড়ন্ত মাকু আবিষ্কার করেন –

  • (a) জেমস হারগ্রীভস
  • (b) হামফ্রি ডেভি
  • (c) কোপারনিকাস
  • (d) জেমস্ ওয়াট

উত্তর:- (b) হামফ্রি ডেভি।

(xiv) ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন –

  • (a) বার্থোলোমিউ ডিয়াজ
  • (b) ভাস্কো-ডা-গামা
  • (c) কলম্বাস
  • (d) জন কেব্রাল

উত্তর:- (b) ভাস্কো-ডা-গামা।

GROUP – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

(i) প্রায়-ইতিহাস’ (Proto-History) কাকে বলে?

উত্তর:- যে ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি, সেই যুগের ইতিহাসকে ‘প্রায়-ইতিহাস’ বলে।  হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা।

অথবা, লেখমালা (epigraphy) বলতে কি বোঝো?

উত্তর:- প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত পাথর, বিভিন্ন ধাতু প্রভৃতির ফলকে খোদিত বিভিন্ন লিপি প্রাচীন কালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। লিপি-সহ এইসব ফলকগুলিকে লেখমালা বলা হয়। যেমন সমুদ্রগুপ্তের ‘এলাহাবাদ প্রশস্তি’

(ii) ‘ইতিহাস পুরাণ’ কী?

উত্তর:- প্রাচীন ভারতীয়, গ্রিক-সহ বিভিন্ন প্রাচীন সভ্যতার বিভিন্ন ‘পুরাণ’ অর্থাৎ পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে। এই সব কাহিনীতে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সন্ধান পাওয়া যায়। ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ এসব পুরাণকে তাই ‘ইতিহাস-পুরাণ’ বলা হয়।

 (iii) প্রবাহমান কাল বলতে কি বোঝো?

উত্তর:- প্রবাহমান কাল হল কাল সম্পর্কিত এক ধারণা। এই ধারণা অনুসারে ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে রৈখিক ধারায় একটি সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যায়।

(iv) ‘নগর রাষ্ট্র’ বলতে কি বোঝায় ?

উত্তর:- খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকের মধ্যে গ্রিসে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব ছিল যেসব রাষ্ট্রে নাগরিকরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কাজকর্মে অংশগ্রহণ করতে পারত। এই সব ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে বাংলায় ‘নগর-রাষ্ট্র’ এবং গ্রিক ভাষায় “পলিস’ বলা হয়। প্রাচীন গ্রিসের এরূপ নগর-রাষ্ট্র হল এথেন্স ও স্পার্টা।

অথবা, জনপদ কি?

উত্তর:- সংস্কৃত ‘জন’ শব্দের অর্থ হল ‘উপজাতি’ এবং ‘পদ’ শব্দের অর্থ হল ‘পা’। এই অর্থ অনুসারে, ‘জনপদ’ বলতে সেইসব স্থানকে বোঝায় যেসব স্থানে কোনো নির্দিষ্ট উপজাতি বা জনগোষ্ঠী বা ‘জন’ তার ‘পদ’ বা পা রেখেছে। অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতিগোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতিই হল ‘জনপদ’।

(v) ম্যাসিডোনিয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ কর।

উত্তর:- মৌর্য ও ম্যাসিডনীয় উভয় সাম্রাজ্যই আয়তনের দিক থেকে সুবিশাল ছিল। উভয় সাম্রাজ্যেরই প্রকৃতি ছিল বংশানুক্রমিক রাজতন্ত্র। উভয় সাম্রাজ্যেই স্থাপত্য, শিল্পকলা ও জ্ঞানবিজ্ঞানের উন্নতি ঘটেছিল।

(vi) অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল ?

উত্তর:- কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা, রাজস্বব্যবস্থা, বিচারব্যবস্থা, ভারতীয় সমাজজীবন, নারীদের অবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ের আলোচনা রয়েছে। কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে রাজার প্রতি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন।

 (vii) ‘ইক্তা’ শব্দের অর্থ কী ?

উত্তর:- ‘ইক্তা’ একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ ‘এলাকা’ বা ‘এক অংশ’ বা ‘ভাগ’।

অথবা, চীনে কেন ম্যাডারিন ব্যবস্থার প্রচলন ঘটে?

উত্তর:- প্রাচীন চিনে উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা আমলারা অনেক সময় সম্রাটকে এড়িয়ে জনগণকে বেশি গুরুত্ব দিত। তাই এই আমলাতন্ত্রের পরিবর্তে চিনা সম্রাট ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটান।

(viii) টমাস ক্রমওয়েল কে ছিলেন

উত্তর:- টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডে টিউডর রাজবংশের আমলের উল্লেখযোগ্য একজন মন্ত্রী। ইংল্যান্ডের চার্চের ক্ষমতা ধ্বংস করে রাজার ক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

(ix) প্রাচীন ভারতে অগ্ৰহার প্রথা বলতে কী বোঝায়?

উত্তর:- ভারতে খ্রিস্টীয় তৃতীয় শতকের পর পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ ও ধর্মপ্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করার প্রথা চালু হয়। এই প্রথা ‘অগ্রহার প্রথা’ বা ‘ব্রহ্মদেয় নামে পরিচিত।

অথবা, গুপ্তযুগের শেষভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় কর।

উত্তর:- গুপ্তযুগের শেষভাগে শিল্প ও বাণিজ্যের অবক্ষয়ের ফলে নগরজীবনের অবক্ষয় শুরু হয়।

(x) মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হত ?

উত্তর:- ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চবংশীয় যোদ্ধাদের নিয়ে সামন্তপ্রভুর জন্য প্রতিরক্ষা বাহিনী গঠিত হত। এই যোদ্ধারা নাইট নামে পরিচিত ছিল। একুশ বছর বয়সে একজন যুবক নাইট হিসেবে গণ্য হতে পারত

(xi) মৌর্য পরবর্তী যুগে ভারত-রোম বাণিজ্যের যে কোন একটি প্রভাব উল্লেখ কর।

উত্তর:- মৌর্য পরবর্তীতে রোম বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। এই বাণিজ্যের দ্বারা ভারতীয় মশলা, চাল, গম, সুগন্ধি দ্রব্য, দামি পাথর, দামি কাঠ, মসলিন, রেশম প্রভৃতি রোমে রপ্তানি হয়।

অথবা, মধ্যযুগে ইওরোপে গিল্ড প্রথা কি ছিল? 

উত্তর:- মধ্যযুগের ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণি নিজেদের স্বার্থে আলাদা আলাদা সংগঠন গড়ে তুলত। এই সংগঠনগুলির নাম ছিল গিল্ড। সাধারণত বিভিন্ন বণিক ও কারিগররা একই বাণিজ্য বা শিল্পে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে এক-একটি গিল্ড গড়ে তুলত।

(xii) প্রাচীন ভারতে ‘দ্বিজ’ নামে কারা পরিচিত ছিল?

উত্তর:- বৈদিক যুগে আর্যদের চতুর্বর্ণ প্রথার প্রথম তিনটি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা উপনয়ন ধারণ করত। উপনয়ন ধারণের সংস্কারকে তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করা হত। এজন্য তারা ‘দ্বিজ’ নামে পরিচিত ছিল।

অথবা, ‘মেটিক’ কাদের বলা হয় ?

উত্তর:- প্রাচীন গ্রিসের এথেন্স নামে অন্যতম পলিস বা নগর-রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের ‘মেটিক’ বলা হত।

(xiii) রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি তত্ত্বের নাম লেখ।

উত্তর:- রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত উল্লেখযোগ্য দুটি তত্ত্ব হল অগ্নিকুল তত্ত্ব এবং আর্যজাতি তত্ত্ব।

(xiv) মহাবিশ্বের সৌর-কেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো?

উত্তর:- আধুনিককালে কোপারনিকাস, ব্রুনো, গ্যালিলিয়ো, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী অভিমত দেন যে, বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ-উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব নামে পরিচিত।

অথবা, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তিনি কোন দেশের মানুষ ছিলেন ?

উত্তর:- নিকোলাস কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়।

কোপারনিকাস পোল্যান্ডের মানুষ ছিলেন।

(xv) অপরসায়ন বিদ্যা কি?

উত্তর:- প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে ইউরোপে যুক্তি ও আধুনিক বিজ্ঞান-নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা ‘অপরসায়নবিদ্যা’ বা ‘অ্যালকেমি’ নামে পরিচিত।

(xvi) পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝাত

উত্তর:- পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে বর্তমানকালের আমেরিকা মহাদেশকে বোঝাত। স্পেনের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দে বর্তমানকালের আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। ১৫০৩ খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত নতুন মহাদেশের নামকরণ করেন ‘নতুন বিশ্ব |

অথবা, ‘নাবিক হেনরি’ কে ছিলেন?

উত্তর:- ‘নাবিক হেনরি’ ছিলেন পোর্তুগিজ নাবিক প্রিন্স হেনরি বা রাজকুমার হেনরি। তাঁর আসল নাম ছিল ইনফ্যান্টি হেনরি। তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে অভিযান চালান।

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

(a) মধ্য প্রস্তরযুগের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল ?

অথবা, হরপ্পা সভ্যতার নগর জীবনের উপর একটি টীকা লেখ। এই সভ্যতার পতনের কারণগুলি কি ছিল?

(b) এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় ? গ্রীক পলিসগুলির পতন কেন হয়?

অথবা, জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্ত্বের আদর্শ কি ছিল? দিল্লী সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল ?

(c) প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও।

অথবা, মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি ছিল? ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা কর।

(d) বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী? ‘বর্ণ’ ও ‘জাতি’র ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ কর।

অথবা, প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা কর।

(e) ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কর।

Leave a Comment