২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

মিউজিয়ামের প্রকারভেদ

মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করা হল উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়-অতীত স্মরণ হতে । এটি ইতিহাসের গুরুত্ব এবং আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির অন্তর্গত জাদুঘর বিকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা ও জাদুঘর এর প্রকারভেদ, ব্যক্তিগত সংগ্রহ।

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ হতে মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করা হল ।

Table of Contents

মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা

ইতিহাসের গুরুত্ব এবং আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির অন্তর্গত জাদুঘর বিকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা ও জাদুঘর এর প্রকারভেদ ও মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা।

প্রশ্ন:- মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা কর।  (২০১৯)

সূচনা :- পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য জাদুঘরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। বিভিন্ন জাদুঘরে বিভিন্ন ধরনের সামগ্রী বা নিদর্শন সংরক্ষণ করা হয়। কোনো কোনো জাদুঘর শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি বিভিন্ন বিষয়ের সামগ্রী সংরক্ষণ করে সেই সব বিষয়ের প্রতি আলোকপাত করে। আবার কোনো কোনো জাদুঘর নির্দিষ্ট কোনো একটি বা গুটিকয়েক বিষয়ের সামগ্রী সংগ্রহ করে সেগুলির প্রতি আলোকপাত করে। প্রদর্শনের উদ্দেশ্যে সংরক্ষিত বস্তু গুলির ভিত্তিতে এই সব জাদুঘরকে বিভিন্ন ভাবে বিভক্ত করে আলোচনা করা হয়।

প্রত্নতাত্ত্বিক জাদুঘর / মিউজিয়াম

প্রত্নতাত্ত্বিক জাদুঘরে মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকে এবং সেগুলি জনগণের উদ্দেশ্যে প্রদর্শিত হয়।  তবে অনেক প্রত্নতাত্ত্বিক জাদুঘর মুক্ত পরিবেশে গড়ে তোলা হয়। যেমন – এথেন্সের অ্যাগোরা অব এথেন্স, রোমান ফোরাম প্রভৃতি। ভারতবর্ষ -এর জাতীয় সংগ্রহশালাতেও বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত হয়েছে।

প্রত্নতাত্ত্বিক জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

পশ্চিম অস্ট্রেলিয় সংগ্ৰহশালা এই শ্রেণীর জাদুঘর।

বিশ্বকোষ জাদুঘর / মিউজিয়াম

বিশ্বকোষ জাদুঘর বলতে সুবৃহৎ, বিশেষ করে বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরকে বোঝায়, যেখানে বিপুল সংখ্যক দর্শকের প্রবেশের সুযোগ থাকে এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বিপুল ও অসাধারণ সংগ্রহ থাকে।

বিশ্বকোষ জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

বিশ্বকোষ জাদুঘরের শ্রেষ্ঠ উদাহরণ হল ব্রিটিশ মিউজিয়াম।

শিল্প জাদুঘর / মিউজিয়াম

এই জাদুঘরে বিভিন্ন ধরনের শিল্পকলা সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়। যেমন মৃৎশিল্প, আসবাবপত্র, ভাস্কর্য, চিত্র, নকশা,শিল্প সংক্রান্ত পুস্তক, প্রাচীন মুদ্রণ প্রভৃতি।

শিল্প জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসমোলিয়ান জাদুঘর হল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্প জাদুঘরের উদাহরণ।

ঐতিহাসিক গৃহ জাদুঘর / মিউজিয়াম

কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে যে জাদুঘর প্রতিষ্ঠিত হয় তা ঐতিহাসিক গৃহ জাদুঘর নামে পরিচিত। ঐতিহাসিক গৃহ বলতে কোনো বিশেষ স্থাপত্য রীতি সমন্বিত অট্টালিকা বা কোনো খ্যাতনামা ব্যক্তির জন্মস্থান বা কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিল এমন বাড়ি হতে পারে। এই জাদুঘরে বিভিন্ন নথিপত্র, মানুষের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রভৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা হয়।

ঐতিহাসিক গৃহ জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত হাজার দুয়ারি একটি ঐতিহাসিক গৃহ জাদুঘরের উদাহরণ।

জীবন্ত জাদুঘর / মিউজিয়াম

ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রা অনুকরণ করে যেসব জাদুঘরে দেখানো হয় সেগুলি জীবন্ত জাদুঘর নামে পরিচিত। এই ধরনের জাদুঘরে প্রাচীন সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ, ঐতিহাসিক সময়কাল ইত্যাদি কৃত্রিমভাবে সৃষ্টি করে দর্শকদের দেখানো হয়।

জীবন্ত জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

প্রথম জীবন্ত জাদুঘর হল সুইডেনের স্টকহোমের কাছে অবস্থিত স্কানসেন মিউজিয়াম। ব্রিটেনের দুটি জীবন্ত জাদুঘর হল কলোনিয়াল উইলিয়ামসবার্গ ও প্লিমথ প্লানটেসন।

সামরিক জাদুঘর / মিউজিয়াম

এই ধরনের জাদুঘরে কোনো দেশের সামরিক বাহিনী ও যুদ্ধ সংক্রান্ত নানা নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এই জাদুঘরে যুদ্ধকালীন অস্ত্র-শস্ত্র, সেনাদের পোশাক, যুদ্ধকালীন প্রচার কর্মসূচি প্রভৃতি নিদর্শন সংগ্ৰহ, সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

সামরিক জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

‘The national first world War museum’, ‘Kanadian war museum’ প্রভৃতি হল সামরিক জাদুঘরের উদাহরণ।

প্রাকৃতিক ইতিহাস জাদুঘর / মিউজিয়াম

প্রাকৃতিক ইতিহাস জাদুঘর প্রাকৃতিক পৃথিবীর বিভিন্ন নিদর্শন সংগ্ৰহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে। এই ধরনের জাদুঘর গুলি বিশ্বপ্রকৃতি ও সাংস্কৃতির ওপর বেশি আলোকপাত করে। এখানে জীববিদ্যা, সমুদ্রবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা মূলক বিষয়ের প্রদর্শনী করা হয়।

প্রাকৃতিক ইতিহাস জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

লণ্ডনের ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’, নিউ ইয়র্কের ‘আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি’ প্রভৃতি প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের উদাহরণ।

বিজ্ঞান জাদুঘর / মিউজিয়াম

বিজ্ঞান জাদুঘর বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন, বিজ্ঞানের অগ্ৰগতি, বিস্ময় প্রভৃতি বিষয়ের নিদর্শন সংগ্ৰহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে। বিভিন্ন বিজ্ঞান জাদুঘর আবার বায়ুযান, কম্পিউটার, রেলপথ, পদার্থবিদ্যা প্রভৃতি বিশেষ বিষয়ের ওপর আলোকপাত করে থাকে।

বিজ্ঞান জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

শিকাগোর ‘মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ হল একটি বিজ্ঞান জাদুঘর।

চলমান জাদুঘর / মিউজিয়াম

যখন কোনো চলমান যানের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঐতিহাসিক বা দুর্লভ নিদর্শন সমূহ দর্শকদের সামনে উপস্থিত করা হয়, তখন তাকে চলমান জাদুঘর বলে। ট্রেন, মোটর ভ্যান প্রভৃতি যানে চলমান জাদুঘর তৈরি করে তা স্থান থেকে স্থানান্তরে পাঠানো হয়।

চলমান জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

২০১১ খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর -এর জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁর জীবনকাহিনীকে কেন্দ্র করে ভারতীয় রেল একটি ট্রেনে জাদুঘর তৈরি করে।

ব্যক্তিগত জাদুঘর / মিউজিয়াম

বিভিন্ন ধনী ব্যক্তি বা পরিবার নিজস্ব উৎসাহ ও ব্যয়ে ঐতিহাসিক উপাদান সংগ্ৰহ করে জাদুঘর প্রতিষ্ঠা করেন। এগুলি ব্যক্তিগত জাদুঘর নামে পরিচিত।

ব্যক্তিগত জাদুঘর / মিউজিয়ামের দৃষ্টান্ত

নদীয়া জেলার কৃষ্ণনগরে মোহিত রায়ের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত জাদুঘর এপ্রসঙ্গে উল্লেখযোগ্য।

শেষ কথা :- উপরোক্ত প্রধান জাদুঘর গুলি ব্যতীত সমুদ্র জাদুঘর, খোলা আকাশের নীচে জাদুঘর, নেট জাদুঘর, ক্ষণস্থায়ী জাদুঘর, প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত জাদুঘর, বিশেষ ধরনের জাদুঘর, জৈব পার্ক ও বৃক্ষের বাগান সম্পর্কিত জাদুঘর, স্থানীয় জাদুঘর প্রভৃতি জাদুঘর বিশেষ উল্লেখযোগ্য।

(FAQ) জাদুঘর / মিউজিয়াম সম্পর্কে জিজ্ঞাস্য ?

  1. একটি চলমান জাদুঘরের উদাহরণ দাও ?

    ভারতের ‘সংস্কৃতি এক্সপ্রেস’ চলমান জাদুঘরের নিদর্শন। ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে ভারতীয় রেল এই জাদুঘর চালু করেন।

  2. টয় মিউজিয়াম কি ধরনের জাদুঘর ?

    বিশেষ যাদুঘর

  3. বিশ্বকোষ জাদুঘর কী ?

    বিশ্বকোষ জাদুঘর বলতে সুবৃহৎ, বিশেষ করে বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরকে বোঝায়, যেখানে বিপুল সংখ্যক দর্শকের প্রবেশের সুযোগ থাকে এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বিপুল ও অসাধারণ সংগ্রহ থাকে।

Leave a Comment