গ্রিসের অলিম্পিক সম্পর্কে আলোচনা

প্রাচীন গ্রিসের অলিম্পিক সম্পর্কে আলোচনা প্রসঙ্গে অলিম্পিকের উৎপত্তি, অলিম্পিক সম্পর্কে প্রচলিত লোককথা, অলিম্পিক উৎসবের সূচনাকাল, অলিম্পিক অনুষ্ঠানে প্রথম বিজয়ীদের নাম নথিভুক্ত, প্রধান অলিম্পিক বিজয়ী ও অলিম্পিক বিজয়ীদের পুরস্কার প্রদান সম্পর্কে জানব।

খ্রিস্টপূর্ব যুগে গ্রিসের অলিম্পিক সম্পর্কে আলোচনা

বিষয়ইতিহাস
বিশ্ববিদ্যালয়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টসবি.এ. জেনারেল
সেমিস্টারদ্বিতীয়
প্রশ্নগ্রিসের অলিম্পিক সম্পর্কে আলোচনা করো।
প্রশ্নমান১০
গ্রিসের অলিম্পিক সম্পর্কে আলোচনা করো।

অলিম্পিকের উৎপত্তি খুব একটা জানা ঘটনা নয়। লোককথা অনুসারে অলিম্পিক সম্পর্কে অনেক লোককথা প্রচলিত। প্রথমটি হল দেবতা জিউস ক্রোনাসের সঙ্গে যুদ্ধে জয়লাভ করলে সেই জয়লাভকে স্মরণীয় করে রাখার জন্য অলিম্পিক উৎসবের সূচনা হয়। আবার অন্য কাহিনীটি হল টিটিয়ানদের বিরুদ্ধে জিউসের জয়লাভ উপলক্ষ্যে স্মরণীয় উৎসব। আরেকটি কাহিনী হল দেবতা অ্যাপোলো হারকিউলিসকে শাস্তি দিতে গেলে উভয়ের মধ্যে যুদ্ধ বাঁধে, জিউস-এর মধ্যস্থতা করে হারকিউলিসকে ১২টি কঠিন কাজ দেন। এগুলিকে একত্রে “অ্যাথেলো” বলা হয়। এই বারোটি কাজের একটি কাজ ছিল রাজা এগিয়াসের পশুশালা একদিনের মধ্যে পরিষ্কার করা। হারকিউলিস তা করেছেন এবং এগিয়াসকে হত্যা করে তার রাজ্য দখল করেন। এই বিজয়কে স্মরণীয় করার জন্য দেবতা জিউসের প্রতি কৃতজ্ঞতা বশত এই উৎসবের আয়োজন করেন। 

অলিম্পিকের উৎপত্তির অন্যতম একটি কাহিনী হল পিসা রাজ্যের রাজা ওয়েনোমাস ঘোষণা করেন রথ চালানোর প্রতিযোগিতায় তাঁকে কেউ হারাতে পারলে তাকেই তাঁর সুন্দরী কন্যা সম্প্রদান করবেন। একে একে বারোজন প্রার্থী পরাস্ত হন। পেলোপস ওয়েনোমাসের রথের পরিচালককে ঘুষ দিয়ে রথের চাকার বিকল ঘটিয়ে যুদ্ধে ইয়োনোমাসকে পরাস্ত করে তাঁর রাজ্য দখল করেন এবং তার রাজকন্যাকে বিবাহ করেন। এই ঘটনাটি স্মরণীয় করে রাখার জন্য পেলোপস অলিম্পিয়ার বিস্তীর্ণ প্রান্তরে অলিম্পিক অনুষ্ঠান শুরু করেন।

অলিম্পিক উৎসবের সূচনাকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় নি। খ্রিঃ পূঃ ১৫০০ অব্দে-এর সূচনা ঘটেছিল। এলিসের রাজধানী অলিম্পিয়া উপত্যকায় প্রথম অলিম্পিকের আসর বসেছিল বলে এই প্রতিযোগিতা ‘অলিম্পিক’ নামে পরিচিত। গ্রিস-এ অলিম্পিক ক্রীড়ার প্রসারে যাদের অবদান সেই সব মনীষীরা হলেন ক্লীসথেনেস, স্পার্টার লিকুর্গস, এলিসের ইফিটাস প্রমুখ রাজন্যবর্গের সম্মিলিত চেষ্টার ফলে প্রাচীন গ্রীসে অলিম্পিক খেলার প্রসার ঘটে।

অলিম্পিক অনুষ্ঠানে প্রথম বিজয়ীদের নাম নথিভুক্ত হয় ইফিটাসের আমলে। প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতা আবেগ, উদ্দীপনার সাথে চলতে থাকে। প্রথম দিকে এই প্রতিযোগিতা পেলোপনেসাসবাসীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু ধীরে ধীরে সমগ্র গ্রিসে এই অনুষ্ঠান ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিযোগীরা অংশ গ্রহণ করত। সেই সঙ্গে নানা বর্ণের পোশাকে সজ্জিত হয়ে দর্শকরা আসত। প্রথমদিকে চার বছর অন্তর এই অনুষ্ঠান একদিনে সমাপ্ত হত, কিন্তু পরে এই অনুষ্ঠান পাঁচদিনে সমাপ্ত হয়। জিউসের মন্দির প্রাঙ্গণে শিখা প্রজ্জ্বলিত থাকত। প্রতিযোগীদের চূড়ান্ত বাছাই পর্ব শেষ হওয়ার পর ‘অমর তোরণ’ দিয়ে বেদীতে উপস্থিত হত। এরপর শপথ গ্রহণের পর শুরু হত ক্রীড়ানুষ্ঠান।

প্রথম দিকে অলিম্পিকে কম দূরত্ব, মাঝারি দূরত্ব ও দূরপাল্লার দৌড় প্রতিযোগিতার অন্তর্ভুক্ত ছিল। ক্রমে ক্রমে কুস্তি, মুষ্টিযুদ্ধ, পেন্টাথেলন নামে অনেক খেলা অলিম্পিকে যুক্ত হয়। রথচালনা, দীর্ঘলাফ ছিল আকর্ষণীয় খেলা। এছাড়া ধাতুর বা পাথরের ডিসকাস ব্যবহার করা হত। রথচালনা নামক প্রতিযোগিতাটি হিপ্লোড্রাম ক্রীড়াক্ষেত্রে অনুষ্ঠিত হত।

প্রথমদিকে গরু-ঘোড়া মহিষ এবং শস্য বিজয়ীদের পুরস্কার দেওয়া হত। পরে অলিভ পাতার মুকুট ক্রীড়াভঙ্গী খোদিত ধাতবপাত্র পুরস্কার দেওয়া হত। পুরস্কার বিতরণীতে বিজয়ীদের নাম, পিতার নাম এবং শহরের নাম ঘোষণা করা হত। বিজয়ীরা পেত রাজকীয় সম্মান। সে যুগের প্রধান অলিম্পিক বিজয়ী ছিলেন আগিয়াস, ল্যাডাস, মাইলো কোরিয়াস ও থেয়াগেনেস। দীর্ঘ বারশ বছর ধরে ২৯৩টি অনুষ্ঠান হওয়ার পর অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল।

(FAQ) প্রাচীন গ্রিসের অলিম্পিক সম্পর্কে জিজ্ঞাস্য?

১. অলিম্পিক উৎসবের সূচনা হয় কোথায় ?

প্রাচীন গ্রিসে।

২. কোন গ্রিক দেবতার সম্মানে অলিম্পিক উৎসব অনুষ্ঠিত হত?

গ্রিক দেবতা জিউস।

৩. প্রথম দিকে অলিম্পিকে কী কী প্রতিযোগিতা হত?

কম দূরত্ব, মাঝারি দূরত্ব ও দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা।

৪. প্রথম দিকের প্রধান অলিম্পিক বিজয়ীদের নাম লেখ।

আগিয়াস, ল্যাডাস, মাইলো কোরিয়াস ও থেয়াগেনেস।

Leave a Comment