গ্রিক পলিসের পতনের মূল কারণ প্রসঙ্গে গ্রিক নগর রাষ্ট্র বা পলিসের ভৌগোলিক বৈচিত্র্য, ম্যাসিডনের রাজা আলেকজান্ডার কর্তৃক গ্রিসের উপর আধিপত্য বিস্তার, গ্রিক সমাজে দাসদের চূড়ান্ত অবমূল্যায়ন, রোমান আধিপত্য বিস্তারের জন্য গ্রিকের পলিসগুলির পতন সম্পর্কে জানব।
নগররাষ্ট্র বা পলিসের পতনের মূল কারণ সম্পর্কে আলোচনা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | পলিসের পতনের মূল কারণগুলি আলোচনা করো। |
প্রশ্নমান | ১০ |
গ্রিক নগর রাষ্ট্র বা পলিস গড়ে উঠেছিল ভৌগোলিক বৈচিত্র্য, আর্থ সামাজিক বা সামরিক বিভিন্ন কারণে। কিন্তু এই পলিস হেলেনিয় যুগের প্রথম ভাগে পতনের সম্মুখীন হয়েছিল। গ্রিস-এর উপর রোমানদের আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে পলিসের পতনের প্রক্রিয়া সমাপ্ত হয়। খ্রি. পূ. তৃতীয় শতাব্দীতে পলিসগুলি ধ্বংসপ্রাপ্ত হয়। পলিসের পতনের পিছনে বেশ কিছু কারণ ছিল।
ম্যাসিডনের রাজা আলেকজান্ডার কর্তৃক গ্রিসের উপর আধিপত্য বিস্তারের ফলে গ্রিসের পলিসগুলির পতন ত্বরান্বিত হয়। খ্রি. পূ. পঞ্চম-চতুর্থ শতক থেকে গ্রিক সাম্রাজ্য-এর আকার পরিবর্তিত হয়। ফলে পলিসের মূল কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে, যা পলিসের পতনকে ত্বরান্বিত করে।
পলিসগুলি তাদের জন্ম লগ্ন থেকেই নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত। ঐতিহাসিক আর্নল্ড জে টয়েম্বি মনে করেন যে, পারসিক যুদ্ধ বিগ্রহ পলিসগুলির মধ্যে ঐক্য, সহযোগিতা ও বীরত্বের ভাব জাগিয়ে তুলেছিল ঠিকই কিন্তু এর পাশাপাশি পলিসগুলির সাম্য ও স্বাধিকারকে আঘাত করেছিল। ফলে এক একটি নগর রাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পায় এবং অন্যান্য নগর রাষ্ট্রগুলিকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। যার ফলে নিজেদের মধ্যে আত্মঘাতী যুদ্ধের সূচনা হয়।
নিম্ন শ্রেণির নাগরিকরা পলিসের জীবন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু পরবর্তীকালে দেখা যায় ধনী নাগরিকরা অন্যান্য শ্রেণির মানুষদেরকে সরিয়ে ক্ষমতা দখল করে। ফলে সরকারি কর্মচারী ও ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বৃদ্ধি পায় গণপরিষদ-এর নিয়ন্ত্রণের জন্য।
ঐতিহাসিক পামার মনে করেন, পলিসের পতন সর্বত্র একইভাবে হয় নি। উত্তর গ্রিস ও দক্ষিণ গ্রিসের মধ্যে এই অবক্ষয়ের চিত্রটির মধ্যে কিছু পার্থক্য থাকলেও পার্শ্বিক আক্রমণ, গ্রিসের সামাজিক ঐক্য সাধনের প্রবণতা এবং রাজনৈতিক ও সামাজিক দুর্বলতা পলিসগুলির পতনকে ত্বরান্বিত করে। পেলোপনেসিয় যুদ্ধের পর থেকেই পলিসের সামরিক ও অসামরিক ক্ষেত্র দুটি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সেনাপতিরা শুধু সামরিক দায়িত্ব পালন করত। সেনাদের জন্য প্রচুর পরিমাণে বেতন দিতে গিয়ে পলিসগুলির আর্থিক অবস্থা ভেঙে পড়ে।
গ্রিক সমাজে দাসদের চূড়ান্ত অবমূল্যায়ন করা হয়েছিল। দাসদের উপর পলিসগুলির উৎপাদন নির্ভরশীল ছিল। গ্রিসের মানুষ শ্রমের সঞ্চয় ও উৎপাদন বৃদ্ধির কৌশল আয়ত্ত করতে পারেনি। ফলে গ্রিসের উৎপাদন ব্যবস্থা যুদ্ধ, লুঠ, পররাজ্য জয় এবং সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। অর্থনৈতিক ও উৎপাদনের উপর অসামঞ্জস্যতা গ্রিক পলিসগুলোকে দুর্বল করে তুলেছিল। যুদ্ধের সময় এথেনিয় নৌ বহর গ্রিক পলিসগুলিকে রক্ষা করত। সেই সাহায্যের অজুহাতে এথেন্স ক্রমশ পলিসগুলোর উপর নিজ প্রভুত্ব সুদৃঢ় করতে উদ্যত হয়। এরই চূড়ান্ত পরিণতি ঘটে এথেন্স কর্তৃক ডেলিয় রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই ঘটনা পলিসের পতনের পথকে অনিবার্য করে তুলেছিল বলেই থুকিভিডিস ও অ্যারিস্টটল মনে করেন। যদিও এই মতকে জর্জ গ্রোট সমর্থন করেন না।
রোমান আধিপত্যের প্রভাব ঐতিহাসিক সাঁ ক্রোয়া মনে করেন রোমান আধিপত্য বিস্তারের জন্য গ্রিকের পলিসগুলির পতন ঘটে। সংবিধান সংশোধন ও ধনী সম্প্রদায়কে প্রাদেশিক শাসন ব্যবস্থায় নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করায় পলিসের সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করে দেয়।
সাধারণ নাগরিক পলিসের চেয়ে ব্যক্তিগত স্বতন্ত্রে আগ্রহী হয়ে ওঠে। সৎ-জীবন যাপনের প্রাথমিক শর্তগুলিকে সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব ছিল না। ন্যায় বিচার, আত্মসংযম, সাহসিকতা গ্রিক নৈতিকতার মূল নীতিগুলিকে অনেক পরিবর্তন সাধন করে। গ্রিক নৈতিকতায় নেতিবাচক পরিবর্তন গ্রিক পলিসগুলিকে শক্তিহীন করে তুলেছিল। অপরদিকে ব্যক্তির স্বাতন্ত্র বোধের দিক থেকে পলিসগুলি দুর্বল হয়ে পড়ে।
(FAQ) পলিসের পতনের মূল কারণ সম্পর্কে জিজ্ঞাস্য?
১. পলিস কোথায় গড়ে উঠেছিল?
প্রাচীন গ্রিসে।
২. গ্রিসের দুটি বিখ্যাত পলিসের নাম লেখ।
এথেন্স ও স্পার্টা।
৩. পলিসের পতনের দুটি কারণ লেখ।
এথেনীয় সাম্রাজ্যবাদ ও দাসদের চূড়ান্ত অবমূল্যায়ন।