প্রাচীন গ্রিসের পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রসঙ্গে গ্রিসের নগররাষ্ট্র, গ্রিসের পলিস, পলিসের কাঠামোগত বৈশিষ্ট্য, পলিসগুলির রাজনৈতিক ও সামাজিক অস্তিত্ব, পলিস গুলির বিভিন্ন বৈচিত্র্য, গুরুত্বপূর্ণ পলিস এথেন্স ও স্পার্টা সম্পর্কে জানব।
গ্রীসের পলিস বা নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য আলোচনা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো। |
প্রশ্নমান | ৫ |
গ্রীসের নগর রাষ্ট্রগুলির বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন –
প্রথমত, পলিসের কাঠামোগত কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। হোমারের বর্ণনায় চিত্রিত হয়েছে যে, এখানে এ্যাকলেসিয়ার মতো রাজা থাকবেন যিনি প্রজাদের স্বার্থের কথা ভেবে শাসন করবেন। এই মহান রাজা প্রজাদের স্বার্থের কথা ভেবে শাসন করবেন।
দ্বিতীয়ত, গ্রিক নগর রাষ্ট্রের কেন্দ্র ছিল অ্যাক্রোপলিস। পলিসের নগর রাষ্ট্রের আকার ছিল ছোটো এবং জনসংখ্যা ছিল খুব কম। তবে বৃহৎ রাষ্ট্রের অস্তিত্ব ছিল। ছোটো নগর রাষ্ট্রকে কেন্দ্র করে স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটানো সম্ভব হয়নি।
তৃতীয়ত, অ্যারিস্টটল ১৫৮ টি পলিসের কথা বলেছেন। এই পলিসগুলির রাজনৈতিক ও সামাজিক অস্তিত্ব ছিল। তবে ভৌগোলিক এবং ধর্মীয় দিক থেকে তাদের কোনো অস্তিত্ব ছিল না। ফলে গ্রীসের নগর রাষ্ট্রগুলিতে কখনো ঐক্যবদ্ধ জাতীয় চেতনা লক্ষ্য করা যায় নি।
চতুর্থত, নগর রাষ্ট্রগুলি শহর ও গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। পলিস বা নগর রাষ্ট্রগুলিতে বিভিন্ন পেশা ও বৃত্তির মানুষেরা বসবাস করে। এর ফলে এখানে বিভিন্ন পেশার মানুষের এক অদ্ভুত সমন্বয় গড়ে উঠেছিল।
পঞ্চমত, এথেন্স এবং স্পার্টা ছিল পলিস নগর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি রাষ্ট্র গ্রীসের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেছিল। তবে অন্যান্য রাষ্ট্রগুলিও কমবেশি সুবিধা পেত।
ষষ্ঠত, পলিসের নগর রাষ্ট্রগুলিতে বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করা যায়। জনসংখ্যাগত তারতম্যও ছিল।
সপ্তমত, নগর রাষ্ট্রগুলিতে শাসন ব্যবস্থার বিভিন্ন বৈচিত্র্য ধরা পড়ে। প্রাথমিক পর্বে গ্রীসের নগর রাষ্ট্রগুলিতে রাজতন্ত্র থাকলেও পরবর্তীকালে স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটে। এছাড়া অভিজাত ও গণতন্ত্র হিসেবে গ্রীসের নগর রাষ্ট্রগুলির অস্তিত্ব ছিল।
অষ্টমত, গ্রীসের নগর রাষ্ট্রগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ছিল গ্রামকেন্দ্রিক। গ্রাম্য জীবন আদর্শ নগর রাষ্ট্রগুলিতে প্রতিফলিত হয়েছিল। কৃষি ছিল এখানে প্রধান জীবিকা তবে চারণক্ষেত্র ও জলপাই গাছের বাগান প্রভৃতির কথা জানা যায়। তাছাড়াও এখানে বাণিজ্য হস্তশিল্প এবং কারিগরি বিদ্যায় গ্রীকরা শিক্ষিত হত।
(FAQ) পলিস বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা সম্পর্কে জিজ্ঞাস্য?
১. পলিস বা নগররাষ্ট্র কোথায় গড়ে উঠেছিল?
প্রাচীন গ্রিসে।
২. দুটি গুরুত্বপূর্ণ পলিসের নাম লেখ।
এথেন্স ও স্পার্টা।
৩. পলিস গুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল?
রাজনৈতিক ও সামাজিক অস্তিত্ব।