সোলন ও ক্লেইস্থিনিসের সংস্কারের পার্থক্য আলোচনা

প্রাচীন গ্রিসে সোলন ও ক্লেইস্থিনিসের সংস্কারের পার্থক্য আলোচনা প্রসঙ্গে সোলন ও ক্লেইস্থিনিসের পরিচিতি, সংস্কারক হিসেবে রক্ষণশীল সোলন, সোলনের সংস্কারের বিভিন্ন দিক ও ক্লেইস্থিনিসের সংস্কারের বিভিন্ন দিক সম্পর্কে জানব।

গ্রিসের সোলন ও ক্লেইস্থিনিসের সংস্কারের পার্থক্য আলোচনা

বিষয় ইতিহাস
বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টস বি.এ. জেনারেল
সেমিস্টার দ্বিতীয়
প্রশ্ন সোলন ও ক্লেইস্থিনিসের সংস্কারের পার্থক্য লেখো।
প্রশ্নমান
সোলন ও ক্লেইস্থিনিসের সংস্কারের পার্থক্য লেখো।

গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর হয়েছিল সোলনের হাত ধরে। আর ক্লেইস্থিনিস তার উপর ইমারত গড়েন। সোলন ছিলেন সংস্কারক হিসেবে রক্ষণশীল। তিনি বিপ্লবাত্মক কর্মপন্থা এড়িয়ে চলতেন। তিনি থিটিসদের ভোটদান, Boule ও Areopagas-এর ক্ষমতা সংকোচ এবং হিলিয়ার বিচারক হবার যোগ্যতা সাধারণ মানুষকে দিয়েছিলেন। তবে এটা ঠিক যে তিনি বিত্তবানদের প্রকৃত ক্ষমতার অধিকারী করেন ঋণগ্রস্তদের ক্রীতদাসত্ব থেকে মুক্তি দিলেও সার্বিক ভাবে দাস প্রথার উচ্ছেদের চেষ্টা করেন নি।

কিন্তু ক্লেইস্থিনিস অঞ্চলভিত্তিক নাগরিক বিভাজন করে জাতীয় সংহতি প্রতিষ্ঠা করেন। Boule-কে প্রতিনিধিত্বমূলক ভিত্তিতে পুনর্গঠন করে এবং একলেসিয়ার অধিকার বাড়িয়ে সমস্ত শ্রেণীর মানুষকে রাজনৈতিক অধিকার দেওয়ার চেষ্টা করেন। লটারীর ভিত্তিতে প্রতিনিধি মনোনয়ন করে সব শ্রেণীর মানুষকে রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ করে দেন। তার সংস্কারের গুরুত্বপূর্ণ দিক ছিল Ostracism প্রথা বা নির্বাচন প্রথা। এর দ্বারা তিনি স্বৈরশাসনকে দূরীভূত করেন। আসলে অভিজাতদের প্রাধান্য খর্ব, স্বৈরশাসনের সম্ভাবনা দূরীভূত করা, নাগরিকদের রাষ্ট্রীয় কাজে যুক্ত করা, এগুলির দ্বারা তিনি এথেনীয় গণতন্ত্রকে আরও সুসংহত করেন। এ্যান্ড্রুজ বলেন সোলন স্বৈরশাসনের সম্ভাবনা দূর করতে পারেন নি, ত্রিশ বছরের জন্য পিছিয়ে দিয়েছিলেন। 

বিউরির মতে সোলনের সংস্কার ছিল একটা আপোষ-মীমাংসার প্রচেষ্টামাত্র। আসলে তিনি মধ্য পন্থা অনুসরণ করে সর্বত্র একটা ভারসাম্য বজায় রাখতে চেয়েছিলেন। মূলত যে এথেনীয় গণতন্ত্রের বীজ সোলন বপন করে গিয়েছিলেন। ক্লেইস্থিনিসের সময় তা অঙ্কুরিত হয়েছিল এবং প্লেরিক্লিসের সময় তা ফুলে ফলে ভরে উঠেছিল। তাই এথেনীয় গণতন্ত্রের রচয়িতা হিসেবে যে ব্যাক্তির নাম উঠে আসে তিনি ক্লেইস্থিনিস ছাড়া অন্য কেউ না। হেরোডোটাস এই জন্যই তাকে এথেনীয় গণতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন।

(FAQ) সোলন ও ক্লেইস্থিনিসের সংস্কারের পার্থক্য আলোচনা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. এথেন্সে গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর হয়েছিল কার হাত ধরে?

সোলন ।

২. সোলনের সংস্কারের উপর ইমারত গড়ে তোলেন কে?

ক্লেইস্থিনিস।

৩. সংস্কারক হিসেবে কে রক্ষণশীল ছিলেন?

সোলন।

Leave a Comment