রোমান সাম্রাজ্যের উদ্ভব সম্পর্কে আলোচনা

বিশাল রোমান সাম্রাজ্যের উদ্ভব প্রসঙ্গে রোমান সাম্রাজ্যের উদ্ভবের ক্ষেত্রে পৌরাণিক কাহিনী, রোম নগরীর উদ্ভব সম্পর্কে অতিকথন, রোমান মহাকাব্য ভার্জিলের ‘ইনিড’, কিংবদন্তি, রোমের ইতিহাস, ট্রয় নগরী ধ্বংস ও রোম নগরীর উদ্ভব সম্পর্কে জানব।

বিষয়ইতিহাস
বিশ্ববিদ্যালয়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টসবি.এ. জেনারেল
সেমিস্টারদ্বিতীয়
প্রশ্নরোমান সাম্রাজ্যের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লেখো।
প্রশ্নমান
রোমান সাম্রাজ্যের উদ্ভব সম্পর্কে আলোচনা

রোমান সাম্রাজ্যের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লেখো।

ভার্জিল খ্রিস্ট-পূর্ব প্রথম শতাব্দীতে ল্যাটিন পৌরাণিক কাহিনী বা ‘ইনিড’ লিখেছিলেন। রোম বা রোমান সাম্রাজ্য-এর উদ্ভবের বিষয়টি ‘ইনিড’ থেকে জানতে পারা গিয়েছিল। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী কুইনটাস এনিয়াস ‘অ্যানালস’ লিখেছিলেন। এই ‘অ্যানালস’ থেকেও রোমের ইতিহাস সংক্রান্ত বহু বিষয় জানা সম্ভব হয়েছিল। সিলিয়াস ইটালিকাস ‘পুনিকা’ লিখেছিলেন। ‘পুনিকা’ থেকেও রোমান সাম্রাজ্যের ইতিহাস জানা গিয়েছিল। রোমের ইতিহাসের সূচনার বিষয়টি রোমান মহাকাব্য ভার্জিলের ‘ইনিডে’ রয়েছে। এই রোমান মহাকাব্যে ট্রোজান বীর ইনিসের কাহিনী রয়েছে। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাওয়ার পর ইনিস নতুন অঞ্চলের সন্ধানে ঘুরতে গিয়ে ইতালির টাইবার নদীর তীরে এসে উপস্থিত হয়েছিল। এখানকার রাজকন্যা লেভিনিয়ার সাথে ইনিসের বিবাহ হয়েছিল। ইনিস আর লেভেনিয়ার সন্তান রোমুলাসই নতুন নগরী রোমা বা রোম গড়ে তুলেছিলেন। এই অঞ্চলের অধিবাসীরা ‘রোমান’ নামে পরিচিতি লাভ করেছিল। কিংবদন্তি অনুসারে ইতালির টাইবার নদীর তীরবর্তী অঞ্চলে এবং মোহনা থেকে ২৫ কিলোমিটার দূরে রোম নগরীর উদ্ভব হয়েছিল।

রোম নগরীর উদ্ভব সম্পর্কে ‘Myth’ বা ‘অতিকথন’ রয়েছে। যে অতিকথনগুলি কিংবদন্তি হিসাবে পরিচিত হয়েছিল। যেমন – ল্যাটিন ভাষাভাষী রাজ্যের মধ্যে কোনো একজন রাজা নিজের আত্মীয়ার দুই শিশু সন্তান রোমুলাস ও রেমুসকে টাইবার নদীতে ফেলে দেওয়ার নির্দেশ জারী করেছিলেন। কারণ তাঁর ভীতি ছিল, এই দুই শিশু সন্তান পরবর্তী সময়কালে বড় হয়ে তাঁকে সিংহাসনচ্যুত করতে পারে। টাইবার নদীতে ফেলে দেওয়ার পরে বন্যা আসবার কারণে যে ঝুড়িতে করে শিশু দুটিকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তা বন্যার জলে ভেসে গিয়ে একটা গাছের ডালে আটকে গিয়েছিল। এইভাবে শিশু দুটি বেঁচে গিয়েছিল। এরপর তারা একটি নেকড়ে বাঘের হাতে পড়েছিল এবং তারা নেকড়ে মায়ের দুধ খেয়েই বড় হচ্ছিল।

পরবর্তী সময়ে এক রাখাল তাদের দেখতে পেয়ে নিজের বাড়ীতে নিয়ে এসে দুই ভাইকে বড় করে তুলেছিল। দুই ভাই পারদর্শী যোদ্ধা হিসাবে বড় হয়ে উঠেছিল। এরপর দুই ভাই ওই রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে রাজাকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত তারা দুজনেই নগর পত্তন করতে চেয়েছিল। কিন্তু কোন জায়গাতে নগর তৈরী করা হবে এবং এই নগর পরিচালনার দায়িত্ব কে নেবে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছিল। এই সংঘাতের পরিণতি হিসাবে রোমুলাস রেমুসকে হত্যা করেছিল। যে জায়গাটিতে রাখাল দুই শিশুকে খুঁজে পেয়েছিল। তার কাছাকাছি অঞ্চলে রোম নগরী গড়ে উঠেছিল। ল্যাটিন ভাষায় যাকে বল হোত ‘রোমা’ (Roma)। এইভাবে খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দে রোম নগরীর উদ্ভব হয়েছিল।

(FAQ) রোমান সাম্রাজ্যের উদ্ভব সম্পর্কে জিজ্ঞাস্য?

১. রোম নগরীর উদ্ভব হয় কখন?

খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দে।

২. রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?

রোমুলাস।

৩. কোন নদীর তীরে রোম নগরী অবস্থিত?

টাইবার নদীর তীরে।

Leave a Comment