প্রাচীন গ্রিসে মিটিলিন বিদ্রোহ প্রসঙ্গে মিটিলিন বিদ্রোহের সময়কাল, মিটিলিন বিদ্রোহের সূত্রপাত, মিটিলিন বিদ্রোহে বিবাদমান পক্ষ, মিটিলিন বিদ্রোহের কারণ, মিটিলিন বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে জানব।
গ্রিসের মিটিলিন বিদ্রোহ সম্পর্কে আলোচনা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | মিটিলিন (Mytilene) বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। |
প্রশ্নমান | ১০ |
পেলোপনেসীয় যুদ্ধের চতুর্থ বছরের উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে অন্যতম ছিল মিটিলিন বিদ্রোহ। এথেন্সের অ্যাসেম্বলিতে মিটিলিন নগররাষ্ট্রের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ৪২৭ খ্রিস্ট পূর্বাব্দে এই ঘটনার সূত্রপাত ঘটে। থুকিডিডিস তাঁর ‘History of the Peloponnesian War’ গ্রন্থের তৃতীয় খণ্ডে এই বিষয়টির বিস্তৃত বিবরণ দিয়েছেন।
ঐতিহাসিক Ronald P. Legon দেখিয়েছেন যে, মিটিলিন ছিল ডেলীয় লীগের সদস্য রাষ্ট্র যারা কোনো কর দিত না। এদের নিজস্ব সেনাবাহিনী ছিল এবং তারা এথেনীয় নৌবাহিনীর সঙ্গে যুদ্ধে অংশ নিত। মিটিলিন এথেন্সের অন্য সহযোগী রাষ্ট্রগুলির মতো তাদের অধিকার হারানোর ভয়ে ভীত ছিল। তাছাড়া এথেন্সের অন্যান্য সহযোগী রাষ্ট্রের তুলনায় এদের শাসনব্যবস্থার মধ্যে পার্থক্য ছিল। সেখানে অভিজাততান্ত্রিক শাসন চালু ছিল। তাই মিটিলিন এথেন্সের সঙ্গে তাদের সম্পর্কের অবসান ঘটিয়ে স্পার্টার সঙ্গে মিত্রতা গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু স্পার্টা পেলোপনেসীয় যুদ্ধের পূর্বে এই বিষয়ে রাজি হয় নি। থুকিডিডিস দেখিয়েছেন স্পার্টার সমর্থন ছাড়া মিটিলিনের এথেন্সের বিরুদ্ধে তখন বিদ্রোহে সাফল্য লাভের কোনো সম্ভাবনা ছিল না। তাই তারা পেলোপনেসীয় যুদ্ধের সময়কে নিজেদের সঠিক সময় হিসাবে বেছে নিয়েছিল।
ঐতিহাসিক Kagan তাঁর ‘The Peloponnesian war’ গ্রন্থে বলেছেন মিটিলিনের বিদ্রোহের পিছনে মূল কারণ ছিল লেসবস দ্বীপ রাষ্ট্রগুলির উপর প্রাধান্য প্রতিষ্ঠা করা। এই সময় লেসবস চারটি বৃহৎ দ্বীপে নগররাষ্ট্র ছিল। মিটিলিন বাকি রাষ্ট্র গুলিকে নিজের অধীনে আনতে চেয়েছিল। আর এর পিছনে প্রধান বাধা ছিল এথেন্স। এথেন্স তার সাম্রাজ্য-এর মধ্যে এই ধরনের ঐক্যবদ্ধ রাষ্ট্রসংঘের গঠনের বিরোধী ছিল। তাই লেসবসকে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে এথেন্স সম্মতি দেয় নি।
ঐতিহাসিক Legon দেখিয়েছেন যে, মিটিলিন স্বাধীন রাষ্ট্রের অধিকার ভোগ করত এবং নিজের নৌবাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। তাই মিটিলিন এথেনীয় সাম্রাজ্যের মধ্যে নিজেদের নেতৃত্ব স্থাপন করতে চেয়েছিল। পেলোপনেসীয় যুদ্ধ চলাকালে তাই মিটিলিন চিন্তা করে যে, এই সময় এথেন্স নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধে ব্যস্ত আছে এবং অন্যদের প্রতি তার নজর কম। এখন যদি না বিদ্রোহ করা যায় তাহলে ভবিষ্যতে মিটিলিন এথেন্সের করদ রাষ্ট্রে পরিণত হবে। সুতরাং এই বিদ্রোহ ছিল পরিকল্পিত। ঐতিহাসিক জে বি বিউরির মতে, “It was a protest of the Hellenic instinct for absolute autonomy against an empire such as the Athenian.”
(FAQ)
১. মিটিলিন বিদ্রোহের সূচনা হয় কখন?
৪২৭ খ্রিস্ট পূর্বাব্দে।
২. মিটিলিন নগররাষ্ট্র কার বিরুদ্ধে বিদ্রোহ করে?
এথেন্স।
৩. মিটিলিন কার সঙ্গে মিত্রতা স্থাপন করে?
স্পার্টার সঙ্গে।