প্রাচীন গ্রিসে পলিসের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদ প্রসঙ্গে পলিসের পতন, এথেন্সের সাম্রাজ্যবাদ, এথেন্স নগররাষ্ট্র, এথেন্সের নৌবহর, এথেনইয় সাম্রাজ্যবাদ, ডেলীয় রাষ্ট্রসংঘ, পারিপার্শ্বিক আক্রমণ, পলিসের মূল বৈশিষ্ট্য হ্রাস ও পতনের দিকে গ্রিক পলিস বা নগররাষ্ট্র গুলির অগ্রসর সম্পর্কে আলোচনা।
গ্রিস নগররাষ্ট্র বা পলিসের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদ
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া |
আর্টস | বি. এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
বিষয় | ইতিহাস |
প্রশ্ন | পলিসের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? |
প্রশ্ন : পলিসের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
পলিসের পতনের ক্ষেত্রে এথেন্সের সাম্রাজ্যবাদের ভূমিকাকে অস্বীকার করা যায় না। মধ্য গ্রিসের পার্বত্য ও অনুর্বর অ্যাটিকা অঞ্চলে এথেন্স নগর রাষ্ট্রটি গড়ে উঠেছিল। এই এথেন্স নগর রাষ্ট্রেই ছিল সবথেকে শক্তিশালী নৌ বাহিনী। পার্শ্বিক যুদ্ধের সময় পলিসগুলির ওপর আক্রমণের সম্ভাবনা দেখা দিলে এথেন্সের নৌবহর গ্রিক পলিসগুলিকে রক্ষা করেছিল।
এই পার্শ্বিক আক্রমণ ও অন্যান্য আক্রমণের হাত থেকে সমগ্র গ্রিক পলিসগুলিকে সাহায্যের অজুহাতে এথেন্স ক্রমশ পলিসগুলির ওপর নিজ কর্তৃত্ব সুদৃঢ় করতে উদ্যত হয়। এর জন্য এথেন্সের নেতৃত্বে ডেলিয় রাষ্ট্র সংঘ প্রতিষ্ঠিত হয় এবং এথেন্স এইসব রাষ্ট্রগুলিকে ধীরে ধীরে করদ রাষ্ট্রে পরিণত করে। শুধু তাই নয় এইসব রাষ্ট্রগুলি থেকে প্রতি বছর বিভিন্ন ধরনের কর ও সুযোগ সুবিধা আদায় করতে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো পারসিক আক্রমণ বা যুদ্ধ সংগঠিত না হলেও এথেন্স প্রতিবেশী ডেলিয় রাষ্ট্রগুলির থেকে বাধ্যতামূলকভাবে কর আদায় করতে থাকে। এককথায় এথেন্স ডেলিয় সদস্য রাষ্ট্রগুলিকে নিজের উপনিবেশে পরিণত করে।
কোনো কোনো ডেলিয় সদস্য রাষ্ট্র প্রত্যেক বৎসর কর দিতে অসম্মত হলে এথেন্স তার ওপর অত্যাচার শুরু করে। এমনকি সেনা দিয়ে সেই সব রাষ্ট্রকে দমিয়ে রাখার চেষ্টা করে। এই অত্যাচারের মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে এথেনিয় সাম্রাজ্যবাদের কাছে ক্ষুদ্র গ্রিক পলিসগুলি আত্মসমর্পন করতে বাধ্য হয়। ঐতিহাসিক জিবি গ্রান্ডি মনে করেন এথেন্সের সাম্রাজ্যবাদের জন্যই পলিসের পতন ঘটে। আবার ঐতিহাসিক জে বি বারি এবং জর্জ গ্রোট মনে করেন পলিসের পতন এথেন্সের সাম্রাজ্যবাদের কারণে ঘটে নি। কারণ এথেন্স গ্রিক রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নি। অন্যদিকে থুকিডিডিস ও অ্যারিস্টটল মনে করেন এথেন্স তার মিত্র রাষ্ট্রগুলির স্বাধীনতাকে হরণ করেছিল। ফলে পলিসগুলি তার মূল বৈশিষ্ট্য হারিয়ে ফেলে এবং পতনের দিকে অগ্রসর হয়।
(FAQ) পলিসের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদ সম্পর্কে জিজ্ঞাস্য?
১. পলিস বা নগররাষ্ট্রের অবস্থান কোথায় ছিল?
প্রাচীন গ্রিসে।
২. পলিসের উদাহরণ দাও।
এথেন্স ও স্পার্টা।
৩. পলিসের পতনের জন্য এথেন্সের কোন বিষয়কে দায়ী করা হয়?
এথেন্সের সাম্রাজ্যবাদ।