ঠান্ডা লড়াইয়ের যুগ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়: ঠান্ডা লড়াইয়ের যুগ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ) দেওয়া হল।

দ্বাদশ শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়: ঠান্ডা লড়াইয়ের যুগ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

১. ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের যে কলেজটিতে তাঁর বিখ্যাত ফালটন বক্তৃতা দেন, সেই কলেজটির নাম হল –

(ক) ট্রিনিটি

(খ) ওয়েস্টমিনস্টার

(গ) হার্ভার্ড

(ঘ) ওয়েলিংটন

উত্তর – (খ) ওয়েস্টমিনস্টার

২. মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান, মি. এক্স ছদ্মনামে আমেরিকার যে পত্রিকায় তাঁর ‘বেষ্টনী তত্ত্ব’ প্রকাশ করেন সেই পত্রিকার নাম হল –

(ক) ফরেন অ্যাফেয়ার্স

(খ) দ্য ডন

(গ) দ্য সানডে এক্সপ্রেস

(ঘ) কারেন্ট অ্যাফেয়ার্স

উত্তর – (ক) ফরেন অ্যাফেয়ার্স

৩. ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয় –

(ক) ১৯৫২ খ্রিস্টাব্দের ১৪ মে

(খ) ১৯৫৩ খ্রিস্টাব্দের ১৪ মে

(গ) ১৯৫৪ খ্রিস্টাব্দের ১৪ মে

(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ মে

উত্তর – (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ মে

৪. পটসডাম সম্মেলনে যে সংকটের বীজ বোনা হয়, তা হল –

(ক) সুয়েজ সংকট

(খ) ভিয়েতনাম সংকট

(গ) বার্লিন সংকট

(ঘ) কঙ্গো সংকট

উত্তর – (গ) বার্লিন সংকট

৫. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –

(ক) ১৯৪৩ সালে

(খ) ১৯৪৪ সালে

(গ) ১৯৪৫ সালে

(ঘ) ১৯৪৬ সালে

উত্তর – (গ) ১৯৪৫ সালে

৬. বিশ্বরাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা ঘটান –

(ক) রেগন

(খ) রুজভেল্ট

(গ) ট্রুম্যান

(ঘ) কেনেডি

উত্তর – (গ) ট্রুম্যান

৭. ‘Churchill’s Secret War’ গ্রন্থটির রচয়িতা –

(ক) মধুশ্রী মুখার্জী

(খ) চার্চিল

(গ) গান্ধিজি

(ঘ) আর. সি. মজুমদার

উত্তর – (ক) মধুশ্রী মুখার্জী

৮. হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন –

(ক) প্রধানমন্ত্রী

(খ) অর্থমন্ত্রী

(গ) রাষ্ট্রপতি

(ঘ) কোনোটিই নয়

উত্তর – (গ) রাষ্ট্রপতি

৯. ফুলটন বক্তৃতা দিয়েছিলেন –

(ক) চার্চিল

(খ) রুজভেল্ট

(গ) স্ট্যালিন

(ঘ) কেন্নান

উত্তর – (ক) চার্চিল

১০. জর্জ মার্শাল ছিলেন –

(ক) মার্কিন প্রেসিডেন্ট

(খ) মার্কিন পররাষ্ট্র সচিব

(গ) মার্কিন অর্থমন্ত্রী

(ঘ) মার্কিন বাণিজ্য সচিব

উত্তর – (খ) মার্কিন পররাষ্ট্র সচিব

১১. বার্লিন অবরোধ শুরু হয় –

(ক) ২৪ জুন, ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ২৪ জুন, ১৯৪৭ খ্রিস্টাব্দে

(গ) ২৪ জুন, ১৯৪৮ খ্রিস্টাব্দে

(ঘ) ২৪ জুন, ১৯৪৬ খ্রিস্টাব্দে

উত্তর – (গ) ২৪ জুন, ১৯৪৮ খ্রিস্টাব্দে

১২. বার্লিন অবরোধ প্রত্যাহৃত হয় –

(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দের ১২ মে

(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ১২ মে

(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মে

(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ মে

উত্তর – (ক) ১৯৪৯ খ্রিস্টাব্দের ১২ মে

১৩. যে দেশটি পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ অবরোধ করে সেটি হল –

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র

(খ) ফ্রান্স

(গ) জাপান

(ঘ) সোভিয়েত রাশিয়া

উত্তর – (ঘ) সোভিয়েত রাশিয়া

১৪. বার্লিন প্রাচীর গড়া হয়েছিল –

(ক) ১৯৬১ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

(খ) ১৯৬০ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

(গ) ১৯৫৯ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

উত্তর – (ক) ১৯৬১ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট

১৫. বার্লিন প্রাচীর ভাঙা হয় –

(ক) ১৯৮৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৯০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে

উত্তর – (ক) ১৯৮৯ খ্রিস্টাব্দে

১৬. ১৯৪৯ খ্রিস্টাব্দে সোভিয়েত-বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল –

(ক) ব্রাসেলস

(খ) সিয়েটো

(গ) ওয়ারশ

(ঘ) ন্যাটো

উত্তর – (ঘ) ন্যাটো

১৭. দুই জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয় –

(ক) ১৯৮৭ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর

(খ) ১৯৮৮ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর

(গ) ১৯৮৯ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর

(ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর

উত্তর- (ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর

১৮. NATO গঠিত হয় –

(ক) ১৯৪৮ খ্রি.

(খ) ১৯৪৯ খ্রি.

(গ) ১৯৫০ খ্রি.

(ঘ) ১৯৫২ খ্রি.

উত্তর – (খ) ১৯৪৯ খ্রি.

১৯. ন্যাটো জোটের সদস্য ছিল না এমন একটি দেশ হল –

(ক) ব্রিটেন

(খ) ফ্রান্স

(গ) ইটালি

(ঘ) কিউবা

উত্তর – (ঘ) কিউবা

২০. জার্মান ফেডারেল রিপাবলিক বলা হয় যে দেশকে তা হল –

(ক) পূর্ব জার্মানি

(খ) পশ্চিম জার্মানি

(গ) জাপান

(ঘ) ইটালি

উত্তর – (খ) পশ্চিম জার্মানি

২১. কমিনফর্মে অন্তর্ভুক্ত হয়েছিল –

(ক) ভারত

(খ) পাকিস্তান

(গ) শ্রীলঙ্কা

(ঘ) যুগোশ্লাভিয়া

উত্তর – (ঘ) যুগোশ্লাভিয়া

২২. সোভিয়েত ইউনিয়ন ১৯৪৯ খ্রিস্টাব্দে গঠন করে –

(ক) ওপেক

(খ) সম্মিলিত জাতিপুঞ্জ

(গ) কমিকন

(ঘ) জাতিসংঘ

উত্তর – (গ) কমিকন

২৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে পূর্ব ইউরোপীয় দেশগুলিতে সাম্যবাদের বিস্তার ঘটায় –

(ক) সোভিয়েত ইউনিয়ন

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র

(গ) জার্মানি

(ঘ) চিন

উত্তর – (ক) সোভিয়েত ইউনিয়ন

২৪. রুমানিয়ার একজন কৃষক নেতা ছিলেন –

(ক) নগুয়েন আই কুয়োক

(খ) আইওন মিহালেক

(গ) আনোয়ার সাদাত

(ঘ) মেনাচিম বেগিন

উত্তর – (খ) আইওন মিহালেক

২৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –

(ক) উড্রো উইলসন

(খ) হুভার

(গ) রুজভেল্ট

(ঘ) টুম্যান

উত্তর – (গ) রুজভেল্ট

২৬. কোন্ রুশ রাষ্ট্রপ্রধানের আমলে রুমানিয়ায় রুশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় –

(ক) লেনিন

(খ) ব্রেজনেভ

(গ) কুশ্চেভ

(ঘ) স্টালিন

উত্তর – (ঘ) স্টালিন

২৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে চেকোশ্লোভাকিয়ার একজন কমিউনিস্ট নেতা ছিলেন –

(ক) ক্লিমেন্ট গটওয়াল্ড

(খ) ভ্যাকলাভ নোসেক

(গ) আলেকজান্ডার ডুবচেক

(ঘ) গুস্তাভ হুসাক

উত্তর – (গ) আলেকজান্ডার ডুবচেক

২৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর চেকোশ্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হন –

(ক) গুস্তাভ হুসাক

(খ) ক্লিমেন্ট গটওয়াল্ড

(গ) ভ্যাকলাভ নোসেক

(ঘ) এডওয়ার্ড বেনেস

উত্তর – (খ) ক্লিমেন্ট গটওয়াল্ড

২৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর চেকোশ্লোভাকিয়ার রাষ্ট্রপতি হন –

(ক) ভ্যাকলাভ নোসেক

(খ) গুস্তাভ হুসাক

(গ) এডওয়ার্ড বেনেস

(ঘ) ক্লিমেন্ট গেটওয়াল্ড

উত্তর – (গ) এডওয়ার্ড বেনেস

৩০. পূর্ব ইউরোপের কোন্ দেশে সোভিয়েত রাশিয়ার প্রত্যক্ষ মদত ছাড়াই রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ঘটে?

(ক) রুমানিয়া

(খ) হাঙ্গেরি

(গ) যুগোশ্লাভিয়া

(ঘ) চেকোশ্লোভাকিয়া

উত্তর – (গ) যুগোশ্লাভিয়া

৩১. জার্মানির হাত থেকে মুক্তিলাভের পর স্বাধীনোত্তর যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান হন –

(ক) ইমরে নেগি

(খ) জর্জ, এফ. কেন্নান

(গ) মার্শাল জোসিপ ব্রোজ টিটো

(ঘ) কেনেথ কাউন্ডা

উত্তর – (গ) মার্শাল জোসিপ ব্রোজ টিটো

৩২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কার নেতৃত্বে পূর্ব পোল্যান্ডে সোভিয়েতপন্থী সরকার গঠিত হয়?

(ক) গোমুলকা

(খ) বলেশলাভ বেরাট

(গ) এডওয়ার্ড বেনেস

(ঘ) ভ্যাকলাভ নোসেক

উত্তর – (খ) বলেশলাভ বেরাট

৩৩. কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয় –

(ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দে

উত্তর – (গ) ১৯৬২ খ্রিস্টাব্দে

৩৪. দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ চলাকালে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –

(ক) কেনেডি

(খ) হ্যারি ট্রুম্যান

(গ) বুশ

(ঘ) রোনাল্ড রেগন

উত্তর – (খ) হ্যারি ট্রুম্যান

৩৫. কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল –

(ক) আমেরিকা

(খ) ব্রিটেন

(গ) ফ্রান্স

(ঘ) রাশিয়া

উত্তর – (ঘ) রাশিয়া

৩৬. কিউবা থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ‘কিউবা সংকটের’ অবসান ঘটান –

(ক) মাও-সে-তুঙ

(খ) স্টালিন

(গ) মলোটভ

(ঘ) কুশ্চেভ

উত্তর – (ঘ) কুশ্চেভ

৩৭. দিয়েন-বিয়েন-ফু’ ঘটনায় বিজয়ী ভিয়েতনাম সেনাপতি ছিলেন –

(ক) ম্যাক আর্থার

(খ) কিম উল সুং

(গ) জেনারেল গিয়াপ

(ঘ) ড. সিংম্যান রি

উত্তর – জেনারেল গিয়াপ

৩৮. ইন্দোচিন সমস্যার সমাধানকল্পে কত খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন বসেছিল?

(ক) ১৯৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৬২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

উত্তর – (ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

৩৯. কোরিয়াকে যে অক্ষরেখা বরাবর ভাগ করা হয় সেটি হল –

(ক) ৩০

(খ) ৩৮

(গ) ৪০

(ঘ) ৪১

উত্তর – (খ) ৩৮

৪০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়া বলতে কোন্ অঞ্চলকে বোঝানো হয়?

(ক) ৩৮° অক্ষরেখার দক্ষিণাংশকে

(খ) ২২° অক্ষরেখার দক্ষিণাংশকে

(গ) ৩৮° অক্ষরেখার উত্তরাংশকে

(ঘ) ২২° অক্ষরেখার উত্তরাংশকে

উত্তর – (গ) ৩৮° অক্ষরেখার উত্তরাংশকে

৪১. প্রজাতান্ত্রিক কোরিয়া (দক্ষিণ কোরিয়া) সরকারের প্রধানমন্ত্রী ছিলেন –

(ক) ড. সিংম্যান রি

(খ) কিম উল সুঙ

(গ) চিয়াং-কাই-শেক

চৌ এন লাই

(ঘ) চৌ এন লাই

উত্তর – (ক) ড. সিংম্যান রি

৪২. কার নেতৃত্বে উত্তর কোরিয়ায় সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়?

(ক) ড. সিংম্যান রি

(খ) কিম ইল সুঙ

(গ) চিয়াং-কাই-শেক

(ঘ) চৌ এন লাই

উত্তর – (খ) কিম ইল সুঙ

৪৩. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীরা কত বছর লড়াই চালানোর পর স্বাধীনতা লাভ করে –

(ক) ২৫ বছর

(খ) ৩০ বছর

(গ) ৩৫ বছর

(ঘ) ৪০ বছর

উত্তর – (খ) ৩০ বছর

৪৪. ভিয়েতমিন কে গঠন করেন?

(ক) সুকর্ণ

(খ) ম্যাক আর্থার

(গ) হো-চি-মিন

(ঘ) মাও-সে-তুঙ

উত্তর – (গ) হো-চি-মিন

৪৫. ঠান্ডা লড়াই রাজনীতির প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছিল –

(ক) সমাজতান্ত্রিক আন্দোলন

(খ) নির্জোট আন্দোলন

(গ) গণতান্ত্রিক আন্দোলন

(ঘ) পুঁজিবাদী আন্দোলন

উত্তর – (খ) নির্জোট আন্দোলন

৪৬. ঠান্ডা লড়াই-এর ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি ছিল –

(ক) ফ্রান্স ও ইংল্যান্ড

(খ) গ্রেট ব্রিটেন ও জার্মানি

(গ) জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র

(ঘ) সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর – (ঘ) সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র

৪৭. মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান তার বেষ্টনী তত্ত্বে –

(ক) সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার তত্ত্ব পেশ করেন

(খ) জাপানি প্রভাবকে সীমাবদ্ধ রাখার তত্ত্ব পেশ করেন

(গ) জার্মান প্রভাবকে সীমাবদ্ধ রাখার তত্ত্ব পেশ করেন

(ঘ) ইটালির প্রভাবকে সীমাবদ্ধ রাখার তত্ত্ব পেশ করেন

উত্তর – (ক) সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার তত্ত্ব পেশ করেন

৪৮. Mr. X কার ছদ্মনাম ছিল?

(ক) জর্জ ওয়াশিংটন-এর

(খ) জর্জ হ্যারিস-এর

(গ) ট্রুম্যান-এর

(ঘ) জর্জ কেন্নান-এর

উত্তর – (ঘ) জর্জ কেন্নান-এর

৪৯. ‘ঠান্ডা লড়াই’ কথাটি প্রথম ব্যবহার করেন –

(ক) ডেভিড টমসন

(খ) এ. জে. পি. টেলর

(গ) ওয়াল্টার লিপম্যান

(ঘ) ফ্রান্‌জ ফ্যানন

উত্তর – (গ) ওয়াল্টার লিপম্যান

৫০. ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা ঘটে –

(ক) কেন্নানের বেষ্টনী তত্ত্বের মাধ্যমে

(খ) চার্চিলের ফালটন বক্তৃতার মাধ্যমে

(গ) টুম্যান নীতির মাধ্যমে

(ঘ) মার্শাল পরিকল্পনার মাধ্যমে

উত্তর – (গ) টুম্যান নীতির মাধ্যমে

৫১. বেষ্টনী নীতির প্রবক্তা কে?

(ক) মার্শাল

(খ) কেন্নান

(গ) চার্চিল

(ঘ) টুম্যান

উত্তর – (খ) কেন্নান

৫২. মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিলেন –

(ক) আমেরিকা

(খ) ব্রিটেন

(গ) রাশিয়া

(ঘ) ফ্রান্স

উত্তর – (ক) আমেরিকা

৫৩. মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা অর্থাৎ MEDO-এর পরবর্তীকালে নাম হয় –

(ক) আর্থিক সহায়তা পরিষদ বা COMECON

(খ) উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা NATO

(গ) দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা SEATO

(ঘ) মধ্য এশিয়া চুক্তি সংস্থা বা CENTO

উত্তর – (ঘ) মধ্য এশিয়া চুক্তি সংস্থা বা CENTO

৫৪. কোন্ দেশটি অ্যানজাস (১৯৫১) দেশভুক্ত ছিল না?

(ক) অস্ট্রেলিয়া

(খ) নিউজিল্যান্ড

(গ)  মার্কিন যুক্তরাষ্ট্র

(ঘ) সোভিয়েত রাশিয়া

উত্তর – (ঘ) সোভিয়েত রাশিয়া

৫৫. ‘The Cold War and Its Origin’ গ্রন্থের লেখক হলেন –

(ক) ওয়াল্টার লিপম্যান

(খ) ডি. এফ. ফ্লেমিং

(গ) জর্জ কেন্নান

(ঘ) উইনস্টন চার্চিল

উত্তর – (খ) ডি. এফ. ফ্লেমিং

৫৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন্ দেশের সেনারা সমগ্র পূর্ব ও মধ্য ইউরোপকে জার্মানির কবল থেকে মুক্ত করে?

(ক) ইটালির ব্ল‍্যাক শার্টস বাহিনী

(খ) সোভিয়েত রাশিয়ার লাল ফৌজ

(গ) হিটলারের ব্রাউন শার্টস বাহিনী

(ঘ) ভিয়েতনামের ভিয়েতমিন বাহিনী

উত্তর – (খ) সোভিয়েত রাশিয়ার লাল ফৌজ

৫৭. রুমানিয়ান ওয়ার্কার্স পার্টি গঠিত হয় –

(ক) রুমানিয়ার কমিউনিস্ট অনুগামীদের নিয়ে

(খ) রুমানিয়ার শ্রমিক শ্রেণিকে নিয়ে

(গ) রুমানিয়ার অকমিউনিস্ট অনুগামীদের নিয়ে

(ঘ) রুমানিয়ার কৃষক শ্রেণিকে নিয়ে

উত্তর – (ক) রুমানিয়ার কমিউনিস্ট অনুগামীদের নিয়ে

৫৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে সোভিয়েত রাশিয়ার প্রত্যক্ষ মদতে হাঙ্গেরিতে গঠিত হয় –

(ক) দক্ষিণপন্থী হাঙ্গেরীয় গণপ্রজাতন্ত্র

(খ) হাঙ্গেরীয় গণপ্রজাতন্ত্র

(গ) হাঙ্গেরীয় গণতন্ত্র

(ঘ) হাঙ্গেরীয় প্রজাতন্ত্র

উত্তর – (খ) হাঙ্গেরীয় গণপ্রজাতন্ত্র

৫৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে হাঙ্গেরিতে ক্ষমতায় আসে –

(ক) সমাজতন্ত্রী দল ও কমিউনিস্ট দলের মিলিত জোট

(খ) স্মল ল্যান্ড হোল্ডার্স দল এবং সমাজতন্ত্রী দলের মিলিত জোট

(গ) স্মল ল্যান্ড হোল্ডার্স দল এবং কমিউনিস্ট দলের মিলিত জোট

(ঘ) গণতন্ত্রী দল এবং ন্যাশনাল ইনডিপেন্ডেন্স জোট

উত্তর – গ) স্মল ল্যান্ড হোল্ডার্স দল এবং কমিউনিস্ট দলের মিলিত জোট

৬০. মিশরের সুয়েজ খালকে কেন্দ্র করে সুয়েজ সংকট তৈরি হয় –

(ক) মিশরের শাসক কামাল আতাতুর্কের আমলে

(খ) মিশরের রাষ্ট্রপতি আব্দুল গামাল নাসেরের আমলে

(গ) মিশরের রাজা মিনেসের আমলে

(ঘ) আনোয়ার সাদাতের আমলে

উত্তর – (খ) মিশরের রাষ্ট্রপতি আব্দুল গামাল নাসেরের আমলে

৬১. সুয়েজ খাল জাতীয়করণ করেন –

(ক) নেহরু

(খ) নাসের

(গ) টিটো

(ঘ) চার্চিল

উত্তর – (খ) নাসের

৬২. মিশরের সুয়েজ খালটি ১৯ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় –

(ক) ডাচ ক্যানাল কোম্পানি

(খ) পোর্তুগিজ ক্যানাল কোম্পানি

(গ) সুয়েজ ক্যানাল কোম্পানি

(ঘ) সুইডিশ ক্যানাল কোম্পানি

উত্তর – (ক) ডাচ ক্যানাল কোম্পানি

৬৩. সুয়েজ ক্যানাল কোম্পানিতে –

(ক) ব্রিটেনের শেয়ার ছিল শতকরা ৮৮ ভাগ

(খ) মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার ছিল শতকরা ২৫ ভাগ

(গ) ফ্রান্সের শেয়ার ছিল শতকরা ১৫ ভাগ

(ঘ) জার্মানির শেয়ার ছিল শতকরা ১৬ ভাগ

উত্তর – (ক) ব্রিটেনের শেয়ার ছিল শতকরা ৮৮ ভাগ

৬৪. নাসেরের সুয়েজ খাল জাতীয়করণের ক্ষেত্রে ইজরায়েলের প্রতিক্রিয়া ছিল –

(ক) মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরের বিরোধিতা

(খ) মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরকে সমর্থন

(গ) মধ্যপ্রাচ্যে নাসেরের প্রাধান্য খর্বের দ্বারা ব্রিটেন ও ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সাহায্য

(ঘ) সুয়েজ ক্যানাল কোম্পানিতে ইজরায়েলের প্রাপ্তির দাবি উত্থাপন

উত্তর – (ক) মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরের বিরোধিতা

৬৫. সুয়েজ খাল যুক্ত করেছে –

(ক) পারস্য উপসাগর ও আরব সাগরকে

(খ) লোহিত সাগর ও পারস্য উপসাগরকে

(গ) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

(ঘ) ভূমধ্যসাগর ও পারস্য উপসাগরকে

উত্তর – (গ) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

৬৬. ডা. জেনারেল নেগুইব কোন্ দেশের সেনানায়ক ছিলেন?

(ক) মিশর

(খ) ইজরায়েল

(গ) ভিয়েতনাম

(ঘ) কোরিয়া

উত্তর – (ক) মিশর

৬৭. কোন্ সরকারের পতন ঘটিয়ে কিউবায় কাস্ত্রো ক্ষমতায় আসেন?

(ক) বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে

(খ) মহম্মদ তারাকি সরকারের পতন ঘটিয়ে

(গ) চে গুয়েভারা সরকারের পতন ঘটিয়ে

(ঘ) আয়াতুল্লা খোমেইনির সরকারের পতন ঘটিয়ে

উত্তর – (ক) বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে

৬৮. তৃতীয় বিশ্বে ঠান্ডা লড়াইয়ের মূলকেন্দ্র ছিল –

(ক) আলজেরিয়া

(খ) লিবিয়া

(গ) ভিয়েতনাম

(ঘ) ইজরায়েল

উত্তর – (গ) ভিয়েতনাম

৬৯. ন-দিন-দিয়েম (Ngo-Dinh-Diem) সরকারের পতনের পর দক্ষিণ ভিয়েতনামের ভাগ্যনিয়ন্ত্রা হয়ে ওঠে –

(ক) উত্তর ভিয়েতনামের সোভিয়েত অনুগ্রহপুষ্ট রাষ্ট্রপতি

(খ) রাষ্ট্রসংঘ কর্তৃক গঠিত ভিয়েতনাম নিয়ন্ত্রণ পর্ষদ

(গ) দক্ষিণ ভিয়েতনামের মার্কিন অনুগ্রহপুষ্ট রাষ্ট্রপতি

(ঘ) সোভিয়েত মদতে গঠিত জনগণতান্ত্রিক কোরিয়া নামে সরকার

উত্তর – (গ) দক্ষিণ ভিয়েতনামের মার্কিন অনুগ্রহপুষ্ট রাষ্ট্রপতি

৭০. রাষ্ট্রসংঘের উদ্যোগে কোরিয়া সমস্যার সমাধানের লক্ষ্যে গঠিত অস্থায়ী কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন –

(ক) ব্রিটিশ কূটনীতিবিদ এ.ভি. আলেকজান্ডার

(খ) ভারতীয় কূটনীতিবিদ কে. পি. এস. মেনন

(গ) মার্কিন কূটনীতিবিদ বারুচ

(ঘ) জার্মানি কূটনীতিবিদ রিবেনট্রপ

উত্তর – (খ) ভারতীয় কূটনীতিবিদ কে. পি. এস. মেনন

৭১. হো চি-মিন ‘লিগ ফর দি ইনডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম’ গঠন করেন –

(ক) ভিয়েতনামের কৃষক শ্রেণিকে নিয়ে

(খ) ভিয়েতনামের শ্রমিক শ্রেণিকে নিয়ে

(গ) ভিয়েতনামের মুক্তিকামীদের নিয়ে

(ঘ) ভিয়েতনামের বুদ্ধিজীবীদের নিয়ে

উত্তর – (গ) ভিয়েতনামের মুক্তিকামীদের নিয়ে

৭২. দিয়েন-বিয়েন-ফু ঘটনা ঘটেছিল –

(ক) ১৯৭২ খ্রি.

(খ) ১৯৫৩ খ্রি.

(গ) ১৯৭৬ খ্রি.

(ঘ) ১৯৫৪ খ্রি.

উত্তর – (ঘ) ১৯৫৪ খ্রি.

৭৩. দিয়েন-বিয়েন-ফু ঘটনাটি ঘটেছিল –

(ক) ভিয়েতনামে

(খ) চিনে

(গ) জাপানে

(ঘ) কোরিয়ায়

উত্তর – (ক) ভিয়েতনামে

৭৪. দিয়েন-বিয়েন-ফুর যুদ্ধে জয়ী হয়েছিল –

(ক) ফ্রান্স

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র

(গ) ভিয়েতনাম

(ঘ) কাম্বোডিয়া

উত্তর – (গ) ভিয়েতনাম

৭৫. দিয়েন-বিয়েন-ফুর যুদ্ধে পরাজিত হয় –

(ক) ইংল্যান্ড

(খ) নেদারল্যান্ড

(গ) ফ্রান্স

(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর – (গ) ফ্রান্স

৭৬. ভিয়েতনামের মুক্তিযুদ্ধের পথিকৃৎ হলেন –

(ক) হো-চি-মিন

(খ) সুকর্ণ

(গ) বেন বেল্লা

(ঘ) মাও-সে-তুঙ

উত্তর – (ক) হো-চি-মিন

৭৭. ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) নাসের

(খ) সুকর্ণ

(গ) গিয়াপ

(ঘ) হো-চি-মিন

উত্তর – (ঘ) হো-চি-মিন

৭৮. ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে –

(ক) রুশ সাম্যবাদের প্রসার ঘটতে শুরু করে

(খ) জাপানি সমরবাদের প্রসার ঘটতে শুরু করে

(গ) মার্কিন পুঁজিবাদের প্রসার ঘটতে শুরু করে

(ঘ) তৃতীয় বিশ্বের নেতৃত্বে নির্জোট আন্দোলনের প্রসার ঘটতে শুরু করে

উত্তর – (ঘ) তৃতীয় বিশ্বের নেতৃত্বে নির্জোট আন্দোলনের প্রসার ঘটতে শুরু করে

৭৯. টেট অভিযান কবে সংঘটিত হয়?

(ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৬৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭০ খ্রিস্টাব্দে

উত্তর – (খ) ১৯৬৮ খ্রিস্টাব্দে

৮০. ‘কোরিয়া সংকট’ সমাধানের লক্ষ্যে রাষ্ট্রসংঘ যে অস্থায়ী কমিশনটি গঠন করে তার নাম হল –

(ক) United Nations Commission on Korea

(খ) Commission on Korea Crisis

(গ) United Nations Commission on Korea Crisis

(ঘ) United Nations Temporary Commission on Korea

উত্তর – (ঘ) United Nations Temporary Commission on Korea

৮১. কোরিয়া যুদ্ধের শেষে যুদ্ধবন্দি সমস্যা সমাধানের জন্য ভারতের জেনারেল থিমাইয়ার সভাপতিত্বে গঠিত কমিশনটির নাম ছিল –

(ক) নিরপেক্ষ প্রত্যাবাসন কমিশন

(খ) নিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রত্যাবাসন কমিশন

(গ) প্রত্যাবাসন কমিশন

(ঘ) জোটনিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রত্যাবাসন কমিশন

উত্তর – (খ) নিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রত্যাবাসন কমিশন

৮২. ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি পরবর্তীকালে পরিচিত হয় –

(ক) ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি

(খ) ভিয়েতনাম কংগ্রেস পার্টি

(গ) ভিয়েতমিন পার্টি

(ঘ) ভিয়েতনাম সমাজতান্ত্রিক পার্টি

উত্তর – (গ) ভিয়েতমিন পার্টি

৮৩. দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম ও ইন্দোচিনে সাম্রাজ্যবাদ কায়েম করেছিল –

(ক) ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি

(খ) ফরাসি সাম্রাজ্যবাদী শক্তি

(গ) ডাচ সাম্রাজ্যবাদী শক্তি

(ঘ) ওলন্দাজ সাম্রাজ্যবাদী শক্তি

উত্তর – (খ) ফরাসি সাম্রাজ্যবাদী শক্তি

৮৪. ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করেছিল কারণ আমেরিকা চেয়েছিল –

(ক) তৃতীয় বিশ্বে জোটনিরপেক্ষতার প্রসার ঘটাতে

(খ) ভিয়েতনামে বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে

(গ) সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করতে

(ঘ) পুঁজিবাদের অগ্রগতি রোধ করতে

উত্তর – (খ) ভিয়েতনামে বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে

৮৫. ১৯৭৫ খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে আত্মপ্রকাশ করে –

(ক) স্বাধীন গণতান্ত্রিক ভিয়েতনাম

(খ) সমাজতান্ত্রিক ভিয়েতনাম রাষ্ট্র

(গ) ভিয়েতনাম গণতান্ত্রিক রাষ্ট্র

(ঘ) সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্র

উত্তর – (ঘ) সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্র

৮৬. ‘ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) ডেভিড হরোউইজ

(খ) গ্যাব্রিয়েল কলকো

(গ) জি. অ্যালপারোভিচ

(ঘ) জর্জ কেন্নান

উত্তর – (ক) ডেভিড হরোউইজ

৮৭. পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন –

(ক) ক্রুশ্চেভ

(খ) লেনিন

(গ) স্তালিন

(ঘ) গর্বাচেভ

উত্তর – (ঘ) গর্বাচেভ

৮৮. মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ ছিলেন –

(ক)একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী

(খ) একজন জনপ্রিয় ক্রীড়াবিদ

(গ) একজন সুবিখ্যাত রাজনীতিবিদ

(ঘ) একজন বিশিষ্ট শিল্পপতি

উত্তর – (ঘ) একজন বিশিষ্ট শিল্পপতি

৮৯. U-2 কোন্ দেশের গোয়েন্দা বিমান?

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র

(খ) সোভিয়েত রাশিয়া

(গ) জার্মানি

(ঘ) ফ্রান্স

উত্তর – (ক) মার্কিন যুক্তরাষ্ট্র

৯০. পেন্টাগন কোন্ দেশের সমর দপ্তর?

(ক) রাশিয়া

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র

(গ) ইংল্যান্ড

(ঘ) ফ্রান্স

উত্তর – (খ) মার্কিন যুক্তরাষ্ট্র

৯১. ‘USSR’ বলতে বোঝায় –

(ক) United States of Soviet Republic

(খ) United States of Soviet Russia

(গ) Union of Soviet Socialist Republic

(ঘ) United States of Siberian Republic

উত্তর – (গ) Union of Soviet Socialist Republic

৯২. সোভিয়েত রাশিয়া পশ্চিমি জোটের কাছে দ্বিতীয় রণাঙ্গন খোলার অনুরোধ রাখলে ব্রিটিশ প্রধানমন্ত্রী –

(ক) উইনস্টন চার্চিল দুমুখো নীতি নেন

(খ) আইজেনহাওয়ার দুমুখো নীতি নেন

(গ) ট্রুম্যান দুমুখো নীতি নেন

(ঘ) মার্শাল দুমুখো নীতি নেন

উত্তর – (ক) উইনস্টন চার্চিল দুমুখো নীতি নেন

৯৩. পোল সীমান্ত নিয়ে সোভিয়েত রাশিয়ার সঙ্গে পশ্চিমি দেশগুলির মতপার্থক্য দেখা দেয় –

(ক) পটসডাম সম্মেলনে

(খ) ইয়াল্টা সম্মেলনে

(গ) বান্দুং সম্মেলনে

(ঘ) প্যারিস সম্মেলনে

উত্তর – (ক) পটসডাম সম্মেলনে

৯৪. ইয়াল্টা সম্মেলন আয়োজিত হয় –

(ক) তুরস্কে

(খ) পারস্যে

(গ) রাশিয়ায়

(ঘ) জার্মানিতে

উত্তর – (গ) রাশিয়ায়

৯৫. ইয়াল্টা সম্মেলন আহূত হয় –

(ক) ১৯৪৩ খ্রি.

(খ) ১৯৪৪ খ্রি.

(গ) ১৯৪৫ খ্রি.

(ঘ) ১৯৪৬ খ্রি.

উত্তর – (গ) ১৯৪৫ খ্রি

৯৬. ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল –

(ক) এশিয়া মহাদেশে

(খ) ইউরোপ মহাদেশে

(গ) উত্তর আমেরিকা মহাদেশে

(ঘ) আফ্রিকা মহাদেশে

উত্তর – (খ) ইউরোপ মহাদেশে

৯৭. ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দু-পক্ষের প্রধান শক্তিগুলি ছিল –

(ক)  ফ্রান্স ও গ্রেট ব্রিটেন

(খ) ব্রিটেন ও জার্মানি

(গ) সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র

(ঘ) জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর – (গ) সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র

৯৮. আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তার স্বার্থে অ্যানজাস নামে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় –

(ক) আটলান্টিক মহাসাগর অঞ্চলে

(খ) আরব মহাসাগর অঞ্চলে

(গ) প্রশান্ত মহাসাগর অঞ্চলে

(ঘ) ভারত মহাসাগর অঞ্চলে

উত্তর – (গ) প্রশান্ত মহাসাগর অঞ্চলে

৯৯. ঠান্ডা লড়াই চলাকালে কোন সংকটকে কেন্দ্র করে আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে প্রথম যুদ্ধের উপক্রম হয়?

(ক) কোরিয়া সংকটকে

(খ) বার্লিন সংকটকে

(গ) কিউবা সংকটকে

(ঘ) সুয়েজ সংকটকে

উত্তর – (গ) কিউবা সংকটকে

১০০. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কত খ্রিস্টাব্দে (ইয়াল্টা সম্মেলন থেকে) সোভিয়েত ইউনিয়নকে নিয়ে গড়ে ওঠা মহাশক্তি জোটে ভাঙন দেখা দেয়?

(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

উত্তর – (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

১০১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও তার পরবর্তীকালে পূর্ব ইউরোপের আটটি দেশে কাদের প্রভাবাধীনে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়?

(ক) রুশদের

(খ) মার্কিনদের

(গ) ব্রিটিশদের

(ঘ) জার্মানদের

উত্তর – (ক) রুশদের

১০২. ফালটন বক্তৃতা প্রদান করেন –

(ক) রুজভেল্ট

(খ) টুম্যান

(গ) চার্চিল

(ঘ) স্টালিন

উত্তর – (গ) চার্চিল

১০৩. ঠান্ডা লড়াইয়ের ধারণা ও বিষয়বস্তু আমেরিকার মস্তিষ্ক-প্রসূত হলেও এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন –

(ক) রুজভেল্ট

(খ) চার্চিল

(গ) লিনলিথগো

(ঘ) মাউন্টব্যাটেন

উত্তর – (খ) চার্চিল

১০৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্ধে কার নেতৃত্বে রুমানিয়ান রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়?

(ক) রাজা আলেকজান্ডার

(খ) রাজা মাইকেল

(গ) রাজা নিকোলাস

(ঘ) রাজা ভিক্টর ইমান্যুয়েল

উত্তর – (খ) রাজা মাইকেল

১০৫. প্যাট্রিক লুমুম্বা কোন্ রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন?

(ক) ঘানা

(খ) মরক্কো

(গ) কঙ্গো

(ঘ) সাল্টা

উত্তর – (গ) কঙ্গো

১০৬. কত খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে?

(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৭৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭৪ খ্রিস্টাব্দে

উত্তর – (খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

১০৭. কোন্ দেশের উদ্যোগে ১৯৫৩ খ্রিস্টাব্দে কোরিয়ায় যুদ্ধ বিরতি ঘোষিত হয়?

(ক) ব্রিটেনের

(খ) সোভিয়েত রাশিয়ার

(গ) স্পেনের

(ঘ) জার্মানির

উত্তর – (খ) সোভিয়েত রাশিয়ার

১০৮. জেনেভা চুক্তি অনুসারে ভিয়েতনামকে দু-ভাগে ভাগ করা হয় –

(ক) ২২° অক্ষরেখা বরাবর

(খ) ২০° অক্ষরেখা বরাবর

(গ) ১৯° অক্ষরেখা বরাবর

(ঘ) ১৭° অক্ষরেখা বরাবর

উত্তর – (ঘ) ১৭° অক্ষরেখা বরাবর

১০৯. SEATO গঠিত হয় –

(ক) ১৯৫০ খ্রি.

(খ) ১৯৫২ খ্রি.

(গ) ১৯৫৪ খ্রি.

(ঘ) ১৯৫৬ খ্রি

উত্তর – (গ) ১৯৫৪ খ্রি

১১০. মার্কিন সেনারা ‘বে অব পিগস’ অভিযান চালায় –

(ক) CBI-এর পরিকল্পনা মেনে

(খ) CIA-র পরিকল্পনা মেনে

(গ) CID-র পরিকল্পনা মেনে

(ঘ) RAW-এর পরিকল্পনা মেনে

উত্তর – (খ) CIA-র পরিকল্পনা মেনে

১১১. ফিদেল কাস্ত্রো সরকার ৫০ লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য কোন্ দেশের সাহায্য নিয়ে কিউবাতে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার সিদ্ধান্ত নেয়?

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র

(খ) ব্রিটেন

(গ) সোভিয়েত রাশিয়া

(ঘ) ফ্রান্স

উত্তর – (গ) সোভিয়েত রাশিয়া

১১২. দক্ষিণ আমেরিকার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল –

(ক) কিউবা

(খ) ব্রাজিল

(গ) চিলি

(ঘ) আর্জেন্টিনা

উত্তর – (ক) কিউবা

১১৩. ‘মাই লাই’ ঘটনাটি ঘটে –

(ক) কোরিয়াতে

(খ) জাপানে

(গ) ভিয়েতনামে

(ঘ) কিউবাতে

উত্তর – (গ) ভিয়েতনামে

১১৪. উত্তর আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়েছিল?

(ক) ১৯৫১ খ্রি.

(খ) ১৯৫০ খ্রি.

(গ) ১৯৪৯ খ্রি.

(ঘ) ১৯৪৮ খ্রি.

উত্তর – (গ) ১৯৪৯ খ্রি

১১৫. NATO গড়ে ওঠে কয়টি দেশ নিয়ে?

(ক) ২০টি

(খ) ১৫টি

(গ) ১২টি

(ঘ) ১০টি

উত্তর – (গ) ১২টি

১১৬. বিশ্বে ন্যাটোর সদস্য রাষ্ট্র ছিল –

(ক) ২৪টি

(খ) ২৬টি

(গ) ২৯টি

(ঘ) ৩০টি

উত্তর – (গ) ২৯টি

১১৭. মার্শাল পরিকল্পনার মাধ্যমে ইউরোপের দেশগুলিকে –

(ক) অর্থনৈতিক সাহায্য দেওয়া হয়

(খ) সামরিক সাহায্য দেওয়া হয়

(গ) রাজনৈতিক সাহায্য দেওয়া হয়

(ঘ) প্রযুক্তিগত সাহায্য দেওয়া হয়

উত্তর – (ক) অর্থনৈতিক সাহায্য দেওয়া হয়

১১৮. জেনেভা সম্মেলন হয় –

(ক) ১৯৫৭ খ্রি.

(খ) ১৯৫৬ খ্রি.

(গ) ১৯৫৫ খ্রি.

(ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

উত্তর – (ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

১১৯. ১৯৭৩ খ্রিস্টাব্দে প্যারিস শান্তি বৈঠকে এক যুদ্ধবিরতি চুক্তি অনুসারে –

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সরে আসে

(খ) জাপান ভিয়েতনাম থেকে সরে আসে

(গ) সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনাম থেকে সরে আসে

(ঘ) ব্রিটেন ভিয়েতনাম থেকে সরে আসে

উত্তর – (ক) মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সরে আসে

১২০. MAD (Mutually Assured Destruction) তত্ত্ব হল –

(ক) পারমাণবিক যুদ্ধের পরিণতিতে বিশ্বের ধ্বংসসাধন তত্ত্ব

(খ) পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে মানবকল্যাণতত্ত্ব

(গ) পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে কৃষিজ ভূমির পরিমাণ বৃদ্ধির তত্ত্ব

(ঘ) জনসংখ্যা নিধন তত্ত্ব

উত্তর – (ক) পারমাণবিক যুদ্ধের পরিণতিতে বিশ্বের ধ্বংসসাধন তত্ত্ব

১২১. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে গঠিত হয় –

(ক) ন্যাটো

(খ) আনরা

(গ) মিডো

(ঘ) অ্যানজাস

উত্তর – (ঘ) অ্যানজাস

১২২. পারমাণবিক অস্ত্র সংবরণ করে বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয় মূলত –

(ক) সতেরো শতকের মাঝামাঝি সময়কাল থেকে

(খ) উনিশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে

(গ) আঠারো শতকের মাঝামাঝি সময়কাল থেকে

(ঘ) কুড়ি শতকের মাঝামাঝি সময়কাল থেকে

উত্তর – (ঘ) কুড়ি শতকের মাঝামাঝি সময়কাল থেকে

১২৩. ঠান্ডা লড়াই রাজনীতির অবলুপ্তি –

(ক) আঁতাত নামে পরিচিত

(খ) অ্যালায়েন্স নামে পরিচিত

(গ) দাঁতাত নামে পরিচিত

(ঘ) মৈত্রী নামে পরিচিত

উত্তর – (গ) দাঁতাত নামে পরিচিত

১২৪. ‘দাঁতাত’ কথার অর্থ হল –

(ক) ঠান্ডা লড়াই

(খ) বিদ্রোহ

(গ) উত্তেজনা প্রশমন

(ঘ) উত্তেজনা বৃদ্ধি

উত্তর – (গ) উত্তেজনা প্রশমন

১২৫. 17° সমাক্ষরেখায় বিভক্ত দেশটি হল –

(ক) ভিয়েতনাম

(খ) কোরিয়া

(গ) মায়ানমার

(ঘ) চিন

উত্তর – (ক) ভিয়েতনাম

১২৬. শান্তিপূর্ণ সহাবস্থান নীতির প্রবক্তা ছিলেন –

(ক) বুলগানিন

(খ) ক্রুশ্চেভ

(গ) ব্রেজনেভ

(ঘ) গর্বাচেভ

উত্তর – (খ) ক্রুশ্চেভ

১২৭. ‘White House’ বলতে বোঝায় –

(ক) ফরাসি রাষ্ট্রপতির বাসস্থানকে

(খ) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসস্থানকে

(গ) ভারতের রাষ্ট্রপতির বাসস্থানকে

(ঘ) জার্মান চ্যান্সেলরের বাসস্থানকে

উত্তর – (খ) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসস্থানকে

১২৮. দলাই লামা হলেন —।

(ক) রাজনীতিবিদ

(খ) ধর্মগুরু

(গ) খেলোয়াড়

(ঘ) অভিনেতা

উত্তর – (খ) ধর্মগুরু

১২৯. বিদেশের মাটিতে সোভিয়েত রাশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি — অবস্থিত ছিল।

(ক) পোল্যান্ডে

(খ) কিউবাতে

(গ) হাঙ্গেরিতে

(ঘ) রুমানিয়ায়

উত্তর – (খ) কিউবাতে

১৩০. মার্কিন গুপ্তচর সংস্থার নাম হল –

(ক) CBI

(খ) CID

(গ) CIA

(ঘ) ISI

উত্তর – (গ) CIA

১৩১. ‘First Lightning’ নামে — পরিচিত।

(ক) সোভিয়েত ইউনিয়নের প্রথম সফল পারমাণবিক বিস্ফোরণ

(খ) আমেরিকা কর্তৃক হিরোসিমায় বোমা বিস্ফোরণ

(গ) আমেরিকার প্রথম সফল পারমাণবিক বিস্ফোরণ

(ঘ) ভারতের পোখরানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ

উত্তর – (ক) সোভিয়েত ইউনিয়নের প্রথম সফল পারমাণবিক বিস্ফোরণ

১৩২. — ‘বাগদাদের কসাই’ নামে নিন্দিত হন।

(ক) হোসনি মোবারক

(খ) ফিদেল কাস্ত্রো

(গ) আয়াতোল্লা খোমেইনি

(ঘ) সাদ্দাম হুসেন

উত্তর – (ঘ) সাদ্দাম হুসেন

১৩৩. — খ্রিস্টাব্দে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘটে।

(ক) ১৯৫১

(খ) ১৯৫২

(গ) ১৯৫৩

(ঘ) ১৯৫৪

উত্তর – (ক) ১৯৫১

১৩৪. ‘নক্ষত্র যুদ্ধ’ (Star-War)-এর কর্মসূচি ঘোষণা করেন –

(ক) মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার

(খ) রুশ রাষ্ট্রপতি ব্রেজনেভ

(গ) রুশ রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ

(ঘ) মার্কিন রাষ্ট্রপতি রেগান

উত্তর – (ঘ) মার্কিন রাষ্ট্রপতি রেগান

১৩৫. মলোটভ ছিলেন –

(ক) সোভিয়েত রাষ্ট্রদূত

(খ) সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী

(গ) সোভিয়েত স্বরাষ্ট্রমন্ত্রী

(ঘ) সোভিয়েত অর্থমন্ত্রী

উত্তর – (খ) সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী

১৩৬. জোটনিরপেক্ষ নীতির উদ্ভাবক ছিলেন –

(ক) মাও-সে-তুঙ

(খ) জওহরলাল নেহরু

(গ) চৌ-এন-লাই

(ঘ) নাসের

উত্তর – (খ) জওহরলাল নেহরু

১৩৭. জোটনিরপেক্ষ কায়রো সম্মেলনে সভাপতিত্ব করেন –

(ক) জোসিপ ব্রোজ টিটো

(খ) গামাল আবদেল নাসের

(গ) কেনেথ কাউন্ডা

(ঘ) ফিদেল কাস্ত্রো

উত্তর – (খ) গামাল আবদেল নাসের

১৩৮. জোটনিরপেক্ষ লুসাকা সম্মেলন আয়োজিত হয় –

(ক) জাম্বিয়ায়

(খ) মিশরে

(গ) যুগোশ্লাভিয়ায়

(ঘ) কিউবায়

উত্তর – (ক) জাম্বিয়ায়

১৩৯. জোটনিরপেক্ষ হাভানা সম্মেলন আয়োজিত হয় –

(ক) জিম্বাবোয়েতে

(খ) জাম্বিয়াতে

(গ) কিউবাতে

(ঘ) যুগোশ্লাভিয়াতে

উত্তর – (গ) কিউবাতে

১৪০. জোটনিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না –

(ক) ভারত

(খ) ফ্রান্স

(গ) মিশর

(ঘ) যুগোশ্লাভিয়া

উত্তর – (খ) ফ্রান্স

১৪১. প্রথম নির্জেটি বেলগ্রেড সম্মেলনে –

(ক) ৩৫টি সদস্যরাষ্ট্র যোগদান করে

(খ) ৩০টি সদস্যরাষ্ট্র যোগদান করে

(গ) ২৫টি সদস্যরাষ্ট্র যোগদান করে

(ঘ) ২০টি সদস্যরাষ্ট্র যোগদান করে

উত্তর – (গ) ২৫টি সদস্যরাষ্ট্র যোগদান করে

১৪২. নির্জোট আন্দোলনের সূচনাকারী সম্মেলনটি ছিল –

(ক) হাভানা

(খ) বান্দুং

(গ) কলম্বো

(ঘ) নিউ দিল্লি

উত্তর – (খ) বান্দুং

১৪৩. প্রথম নির্জোটি বেলগ্রেড সম্মেলনে সভাপতিত্ব করেন –

(ক) জোসেফ টিটো

(খ) নাসের

(গ) কেনেথ কাউন্ডা

(ঘ) মেনন

উত্তর – (ক) জোসেফ টিটো

১৪৪. ২৭ দফা দাবি পেশ করা হয়েছিল কোন্ সম্মেলনে?

(ক) তেহরান

(খ) নতুন দিল্লি

(গ) বান্দুং

(ঘ) বেলগ্রেড

উত্তর – (গ) বান্দুং

১৪৫. লুসাকা নির্জোট সম্মেলনের প্রস্তুতি হিসেবে কিছু কর্মসূচি স্থির করা হয়, যেমন –

(ক) আর্থিক সহযোগিতা ও উন্নয়নের রূপরেখা তৈরি

(খ) বিশ্বায়নের লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ

(গ) নিরস্ত্রীকরণের লক্ষ্যে কিছু কর্মসূচি গ্রহণ

(ঘ) বাণিজ্যায়নের লক্ষ্যে কিছু সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ

উত্তর – (ক) আর্থিক সহযোগিতা ও উন্নয়নের রূপরেখা তৈরি

১৪৬. আন্তর্জাতিক রাজনীতিতে বান্দুং সম্মেলনে গৃহীত দশটি নীতি –

(ক) বিশ্ববাসীর নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে স্বীকৃতি পেয়েছিল

(খ) বিশ্বে ঐক্য ও শান্তিপ্রতিষ্ঠায় সাহায্য করেছিল

(গ) বিশ্ববাণিজ্যের সম্প্রসারণে সাহায্য করেছিল

(ঘ) বিশ্বায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল

উত্তর – (খ) বিশ্বে ঐক্য ও শান্তিপ্রতিষ্ঠায় সাহায্য করেছিল

১৪৭. বান্দুং সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করেন –

(ক) মাও-সে-তুঙ

(খ) চৌ-এন-লাই

(গ) সান-ইয়াৎ-সেন

(ঘ) চিয়াং-কাই-শেক

উত্তর – (খ) চৌ-এন-লাই

১৪৮. প্রথম নির্জোট বেলগ্রেড সম্মেলনে –

(ক) দক্ষিণ এশিয়ার দেশগুলির আধিক্য ছিল

(খ) দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলির আধিক্য ছিল

(গ) উত্তর আফ্রিকার দেশগুলির আধিক্য ছিল

(ঘ) উত্তর এশিয়া ও দক্ষিণ আফ্রিকার দেশগুলির আধিক্য ছিল

উত্তর – (খ) দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলির আধিক্য ছিল

১৪৯. যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে আয়োজিত নবম নির্জোট সম্মেলনে জাতিপুঞ্জের নেতৃত্বে যে পরিবেশরক্ষা-বিষয়ক তহবিল গঠনের প্রস্তাব রাখা হয়, সেটি হল –

(ক) প্ল্যানেট প্রোটেকশন ফান্ড

(খ) আর্থ প্রোটেকশন ফান্ড

(গ) নেচার প্রোটেকশন ফান্ড

(ঘ) এনভায়রনমেন্ট প্রোটেকশন ফান্ড

উত্তর – (ক) প্ল্যানেট প্রোটেকশন ফান্ড

১৫০. নির্জোট আন্দোলনের ইতিহাসে নবম নির্জোট বেলগ্রেড সম্মেলনে সর্বপ্রথম –

(ক) ঠান্ডা লড়াই আদর্শ থেকে মুক্ত থাকার প্রবণতা দেখা যায়

(খ) মতাদর্শগত বিরোধ থেকে বিমুক্ত হওয়ার প্রবণতা লক্ষ করা যায়

(গ) সংঘর্ষমূলক পরিস্থিতি থেকে সরে যাওয়ার প্রবণতা লক্ষ করা যায়

(ঘ) বন্ধুত্বমূলক পরিবেশ থেকে সরে যাওয়ার প্রবণতা লক্ষ করা যায়

উত্তর – (গ) সংঘর্ষমূলক পরিস্থিতি থেকে সরে যাওয়ার প্রবণতা লক্ষ করা যায়

১৫১. মার্শাল টিটো ছিলেন –

(ক) পোল্যান্ডের প্রধানমন্ত্রী

(খ) বুলগেরিয়ার প্রধানমন্ত্রী

(গ) চেকোশ্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

(ঘ) যুগোশ্লাভিয়ার প্রধানমন্ত্রী

উত্তর – (ঘ) যুগোশ্লাভিয়ার প্রধানমন্ত্রী

১৫২. লুমুম্বা কে ছিলেন?

(ক) এ্যাঙ্গোলার নেতা

(খ) কঙ্গোর প্রধানমন্ত্রী

(গ) নাইজেরিয়ার নেতা

(ঘ) টাঙ্গানিকার নেতা

উত্তর – (খ) কঙ্গোর প্রধানমন্ত্রী

১৫৩. দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশে বান্দুং সম্মেলন আয়োজিত হয়?

(ক) ভিয়েতনাম

(খ) ইন্দোনেশিয়া

(গ) মায়ানমার

(গ) থাইল্যান্ড

উত্তর – (খ) ইন্দোনেশিয়া

১৫৪. ১৯৬৪ খ্রিস্টাব্দের ২৭ মে ভারতের কোন্ প্রধানমন্ত্রীর মৃত্যু হলে নির্জোট আন্দোলন দুর্বল হয়ে পড়ে?

(ক) জওহরলাল নেহরুর

(খ) ইন্দিরা গান্ধির

(গ) লালবাহাদুর শাস্ত্রীর

(ঘ) মোরারজি দেশাইয়ের

উত্তর – (ক) জওহরলাল নেহরুর

১৫৫. ১৯৮৯ খ্রিস্টাব্দে নবম নির্জোট সম্মেলনটি আয়োজিত হয় যুগোশ্লাভিয়ার –

(ক) বান্দুং অঞ্চলে

(খ) বেলগ্রেড অঞ্চলে

(গ) কলম্বো অঞ্চলে

(ঘ) কায়রো অঞ্চলে

উত্তর – (খ) বেলগ্রেড অঞ্চলে

১৫৬. কোন দেশের রাজধানী জাকার্তায় ১৯৯২ খ্রিস্টাব্দে দশম নির্জোট সম্মেলন আয়োজিত হয়?

(ক) শ্রীলঙ্কা

(খ) ইন্দোনেশিয়া

(গ) কোরিয়া

(ঘ) চিন

উত্তর – (খ) ইন্দোনেশিয়া

১৫৭. পঞ্চশীল নীতি ঘোষণা করেন –

(ক) মাও-সে-তুঙ

(খ) জওহরলাল নেহরু

(গ) জিমি কার্টার

(ঘ) মার্শাল টিটো

উত্তর – (খ) জওহরলাল নেহরু

১৫৮. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন –

(ক) জওহরলাল নেহরু

(খ) মার্শাল টিটো

(গ) ড. সুকর্ণ

(ঘ) গামাল আবদেল নাসের

উত্তর – (ক) জওহরলাল নেহরু

১৫৯. প্রথম জোটনিরপেক্ষ সম্মেলনটি আয়োজিত হয় –

(ক) শ্রীলঙ্কায়

(খ) যুগোশ্লাভিয়ায়

(গ) কিউবায়

(ঘ) মিশরে

উত্তর – (খ) যুগোশ্লাভিয়ায়

১৬০. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল — খ্রিস্টাব্দে।

(ক) ১৯৫৫

(খ) ১৯৫৬

(গ) ১৯৫৭

(ঘ) ১৯৫৮

উত্তর – (ক) ১৯৫৫

১৬১. প্রথম নির্জোট সম্মেলনে সভাপতিত্ব করেন –

(ক) জোসিপ ব্রোজ টিটো

(খ) গামাল আবদেল নাসের

(গ) কেনেথ কাউন্ডা

(ঘ) হাওয়ারি বৌমেডিয়েন

উত্তর – (ক) জোসিপ ব্রোজ টিটো

১৬২. দ্বিতীয় নির্জোট সম্মেলনে সভাপতিত্ব করেন –

(ক) জোসিপ ব্রোজ টিটো

(খ) গামাল আবদেল নাসের

(গ) কেনেথ কাউন্ডা

(ঘ) হাওয়ারি বৌমেডিয়েন

উত্তর – (খ) গামাল আবদেল নাসের

১৬৩. — নির্জোট সম্মেলন থেকে রুশ-মার্কিন সমঝোতার পরিবেশ গড়ে উঠতে শুরু করে।

(ক) বেলগ্রেড

(খ) আলজিয়ার্স

(গ) হাভানা

(ঘ) কলম্বো

উত্তর – (ক) বেলগ্রেড

১৬৪. মধ্যপ্রাচ্যের দেশগুলি পেট্রোপণ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে যে সংগঠনটি গঠন করে তার নাম হল –

(ক) কমিকন

(খ) ওপেক

(গ) ওয়ারশ

(ঘ) আরব লিগ

উত্তর – (খ) ওপেক

১৬৫. সুয়েজ খাল জাতীয়করণ করেন –

(ক) নেহরু

(খ) নাসের

(গ) চার্চিল

(ঘ) টিটো

উত্তর – (খ) নাসের

১৬৬. জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন –

(ক) নাসের

(খ) বেন গুরিয়ান

(গ) ওয়াইজম্যান

(ঘ) আরাফত

উত্তর – (গ) ওয়াইজম্যান

১৬৭. আরব ইজরায়েল সংঘর্ষ চলাকালীন মিশরের রাষ্ট্রপতি নাসের টিরান প্রণালী দিয়ে –

(ক) লেবাননের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন

(খ) জর্ডনের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন

(গ) ইরাকের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন

(ঘ) ইজরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন

উত্তর – (ঘ) ইজরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন

১৬৮. আরব লিগের অধীন ছিল না –

(ক) ইরাক

(খ) মিশর

(গ) লেবানন

(ঘ) ইজরায়েল

উত্তর – (ঘ) ইজরায়েল

১৬৯. প্যালেস্টাইনে আরব-ইহুদি বিবাদ মেটানোর লক্ষ্যে গঠিত পিল কমিশন তার রিপোর্টে বলে –

(ক) আরবদের জন্য গঠিত হবে স্বাধীন রাষ্ট্রজোট

(খ) ইহুদিদের জন্য গঠিত হবে স্বাধীন ইহুদি রাষ্ট্র

(গ) অমুসলিমদের নিয়ে গঠিত হবে স্বাধীন সার্বভৌম একটি অঞ্চল

(ঘ) ইজরায়েলবাসীর জন্য গঠিত হবে বৃহৎ ইজরায়েল মুক্তাঞ্চল

উত্তর – (খ) ইহুদিদের জন্য গঠিত হবে স্বাধীন ইহুদি রাষ্ট্র

১৭০. ১৯৪৫ খ্রিস্টাব্দে সাতটি আরব রাষ্ট্র একজোট হয়ে কায়রোতে –

(ক) আরব লিগ গঠন করে

(খ) মধ্যপ্রাচ্য লিগ গঠন করে

(গ) সৌদি লিগ গঠন করে

(ঘ) আফ্রিকান লিগ গঠন করে

উত্তর – (ক) আরব লিগ গঠন করে

১৭১. ইরানের পার্লামেন্টের নাম হল –

(ক) মজলিস

(খ) হোয়াইট হাউস

(গ) ক্রেমলিন

(ঘ) রাইখস্ট্যাগ

উত্তর – (ক) মজলিস

১৭২. ইরাকে সমাজবাদী আদর্শে বিশ্বাসী দলের নাম –

(ক) সোশ্যালিস্ট পার্টি

(খ) ডেমোক্রেটিক পার্টি

(গ) বাথ পার্টি

(ঘ) লেবার পার্টি

উত্তর – (গ) বাথ পার্টি

১৭৩. ১৯৫৬ খ্রিস্টাব্দের দ্বিতীয় আরব-ইজরায়েল যুদ্ধের মূল কারণ ছিল –

(ক) সুয়েজ সংকট

(খ) ভিয়েতনাম সংকট

(গ) প্যালেস্টাইন সংকট

(ঘ) কোরিয়া সংকট

উত্তর – (ক) সুয়েজ সংকট

১৭৪. ইয়মকিপুর যুদ্ধ (১৯৭৩ খ্রি.) কাদের মধ্যে সংঘটিত হয়?

(ক) আরব-সিরিয়া

(খ) আরব-আমেরিকা

(গ) সিরিয়া-মিশর

(ঘ) আরব-ইজরায়েল

উত্তর – (ঘ) আরব-ইজরায়েল

১৭৫. প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল –

(ক) ইরান ও ইরাকের মধ্যে

(খ) ইরাক ও কুয়েতের মধ্যে

(গ) ইরাক ও আমেরিকার মধ্যে

(ঘ) ইংল্যান্ড ও ইরানের মধ্যে

উত্তর – (গ) ইরাক ও আমেরিকার মধ্যে

১৭৬. ইরানে ‘ইসলামীয় বিপ্লব’এর নেতা ছিলেন –

(ক) খোমেইনি

(খ) সাদ্দাম হুসেন

(গ) ওসামা বিন লাদেন

(ঘ) মোসাদেখ

উত্তর – (ক) খোমেইনি

১৭৭. ইয়মকিপুরের যুদ্ধ বলা হত –

(ক) প্রথম আরব-ইজরায়েলের যুদ্ধকে

(খ) তৃতীয় আরব-ইজরায়েলের যুদ্ধকে

(গ) দ্বিতীয় আরব-ইজরায়েলের যুদ্ধকে

(ঘ) চতুর্থ আরব-ইজরায়েলের যুদ্ধকে

উত্তর – (ঘ) চতুর্থ আরব-ইজরায়েলের যুদ্ধকে

১৭৮. সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণ করেছিলেন –

(ক) ১৯৮০ খ্রি.

(খ) ১৯৮৫ খ্রি.

(গ) ১৯৮৮ খ্রি.

(ঘ) ১৯৯০ খ্রি.

উত্তর – (ঘ) ১৯৯০ খ্রি.

১৭৯. প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

(ক) ১৯৯০

(খ) ১৯৯৫

(গ) ২০০০

(ঘ) ২০০৩

উত্তর – ১৯৯০

১৮০. PLO (Palestine Liberation Organization) গঠিত হয় –

(ক) ১৯৬০ খ্রি.

(খ) ১৯৬২ খ্রি.

(গ) ১৯৬৪ খ্রি.

(ঘ) ১৯৬৬ খ্রি.

উত্তর – (গ) ১৯৬৪ খ্রি.

১৮১. প্যালেস্টাইন সমস্যার সমাধানের লক্ষ্যে জাতিপুঞ্জের ১১টি সদস্যরাষ্ট্র এক বিশেষ কমিটি গঠন করে, যার নাম –

(ক) United Nations Commission on Palestine

(খ) Special Committee on Palestine

(গ) Committee on Palestine

(ঘ) United Nations Special Committee on Palestine

উত্তর – (ঘ) United Nations Special Committee on Palestine

১৮২. ব্রিটিশ বিদেশ-সচিব আর্থার ব্যালফুর তাঁর ঘোষণায় প্যালেস্টাইনে কাদের জাতীয় বাসভূমি গঠনের আশ্বাস দেন?

(ক) ইহুদিদের

(খ) মিশরীয়দের

(গ) ইরানীয়দের

(ঘ) আরবীয়দের

উত্তর – (ক) ইহুদিদের

১৮৩. বিশ্বব্যাপী জিওনিস্ট আন্দোলনের সূচনা করেন –

(ক) ড. ওয়াইজম্যান

(খ) ডেভিড গুরিয়ন

(গ) থিওডোর হারজল

(ঘ) লিওন পিয়ান্সকার

উত্তর – (গ) থিওডোর হারজল

১৮৪. — দেশের উত্তরাংশ থেকে তুর্কিভাষী অধ্যুষিত আলেকজান্দ্রা নামে একটি রাজ্য সৃষ্টি করা হয়।

(ক) সিরিয়া

(খ) মিশর

(গ) সৌদি আরব

(ঘ) প্যালেস্টাইন

উত্তর – (ক) সিরিয়া

১৮৫. মধ্যপ্রাচ্যে ইজরায়েল রাষ্ট্রের জন্মের প্রভাবে –

(ক) এশিয়া মুক্তিমোর্চা গঠিত হয়

(খ) প্যালেস্টাইন মুক্তিমোর্চা গঠিত হয়

(গ) আফ্রিকা মুক্তিমোর্চা গঠিত হয়

(ঘ) আরব মুক্তিমোর্চা গঠিত হয়

উত্তর – (খ) প্যালেস্টাইন মুক্তিমোর্চা গঠিত হয়

১৮৬. স্বাধীন ইজরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয় ১৯৪৮ খ্রিস্টাব্দের –

(ক) ২ ডিসেম্বর

(খ) ২২ মার্চ

(গ) ১৪ মে

(ঘ) ২৬ ফেব্রুয়ারি

উত্তর – (গ) ১৪ মে

১৮৭. ইহুদি সাংবাদিক থিওডোর হারজল ছিলেন –

(ক) জার্মানির

(খ) সিরিয়ার

(গ) মিশরের

(ঘ) অস্ট্রিয়ার

উত্তর – (ঘ) অস্ট্রিয়ার

১৮৮. সাদ্দাম হুসেন ইরান আক্রমণ করেন — খ্রি।

(ক) ১৯৭৯

(খ) ১৯৮২

(গ) ১৯৮০

(ঘ) ১৯৮১

উত্তর – (গ) ১৯৮০

১৮৯. মাও-সে-তুঙ-এর নেতৃত্বে ১৯৪৯ খ্রিস্টাব্দে চিনে –

(ক) রাষ্ট্রপতি শাসিত সরকার গঠিত হয়

(খ) একনায়কতান্ত্রিক সরকার গঠিত হয়

(গ) প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়

(ঘ) সামরিক সরকার গঠিত হয়

উত্তর – (গ) প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়

১৯০. চিনা লাল ফৌজ গঠন করেন –

(ক) চিয়াং-কাই-শেক

(খ) চু-তে

(গ) মাও-সে-তুঙ

(ঘ) দলাই লামা

উত্তর – (গ) মাও-সে-তুঙ

১৯১. চেন-তু-শিউ ছিলেন –

(ক) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

(খ) কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

(গ) কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

(ঘ) পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

উত্তর – (ঘ) পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

১৯২. ঐক্যবন্ধ চিনের রাজধানী ছিল –

(ক) নানকিং

(খ) সাংহাই

(গ) হ্যাতকাও

(ঘ) পিকিং

উত্তর – (ক) নানকিং

১৯৩. চিনে গৃহযুদ্ধের সময়ে মাঞ্চুরিয়া প্রদেশের দখল নিয়েছিল –

(ক) ব্রিটেন

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র

(গ) সোভিয়েত রাশিয়া

(ঘ) জাপান

উত্তর – (ঘ) জাপান

১৯৪. চিনা প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন –

(ক) চিয়াং-কাই-শেক

(খ) চৌ-এন-লাই

(গ) মাও-সে-তুঙ

(ঘ) চেন-তু-শিউ

উত্তর – (খ) চৌ-এন-লাই

১৯৫. কুয়োমিনতাং-এর প্রতিষ্ঠাতা কে?

(ক) চৌ-এন-লাই

(খ) সান-ইয়াৎ-সেন

(গ) চিয়াং-কাই-শেক

(ঘ) মাও-সে-তুঙ

উত্তর – (খ) সান-ইয়াৎ-সেন

১৯৬. মাও-সে-তুঙ গণপ্রজাতান্ত্রিক চিন প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন –

(ক) ১৯৪৭ খ্রি. ১ অক্টোবর

(খ) ১৯৪৮ খ্রি. ১ অক্টোবর

(গ) ১৯৪৯ খ্রি. ১ অক্টোবর

(ঘ) ১৯৫০ খ্রি. ১ অক্টোবর

উত্তর – (গ) ১৯৪৯ খ্রি. ১ অক্টোবর

১৯৭. গণপ্রজাতন্ত্রী চিনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন –

(ক) চিয়াং-কাই-শেক

(খ) সান-ইয়াৎ-সেন

(গ) চেন-তু-শিউ

(ঘ) মাও-সে-তুঙ

উত্তর – (ঘ) মাও-সে-তুঙ

১৯৮. লং মার্চ ঘটনাটি — দেশের সঙ্গে যুক্ত।

(ক) জাপান

(খ) চিন

(গ) রাশিয়া

(ঘ) ভারত

উত্তর – (খ) চিন

১৯৯. কুয়োমিনতাং দলের প্রধান ছিলেন –

(ক) ড. সান-ইয়াৎ-সেন

(খ) মাও-সে-তুঙ

(গ) চৌ-এন-লাই

(ঘ) চিয়াং-কাই-শেক

উত্তর – (ক) ড. সান-ইয়াৎ-সেন

২০০. চিনের — প্রদেশে কমিউনিস্টদের প্রধান ঘাঁটি স্থাপিত হয়।

(ক) সিয়াংফু

(খ) শেনসি

(গ) কিয়াংসি

(ঘ) মাঞ্চুরিয়া

উত্তর – (গ) কিয়াংসি

Leave a Comment