উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় – ঔপনিবেশিক ভারতের শাসন হতে SAQ Short Question Answer গুলি নিম্নে দেওয়া হল।
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন হতে SAQ
1. কবে কোথায় ভাইকম সত্যাগ্রহ শুরু হয় ?
উত্তর :- কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি ১৯৪২ খ্রিস্টাব্দের ২ মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করে তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত।
2. ৫০-এর মন্বন্তরের পর সরকার কোন কমিশন গঠন করে ?
উত্তর :- ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ) -এর মন্বন্তরের পর ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠন করে। ১৯৪৫ খ্রিস্টাব্দে কমিশন তার রিপোর্ট জমা করে।
3. লক্ষ্ণৌ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো।
উত্তর :- ১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য রচিত হয়। ফলে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পায়।
4. ‘দেশীয় রাজ্য’ কাকে বলা হতো ?
উত্তর :- ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারত -এ কোম্পানির শাসন শেষ হলেও প্রত্যক্ষ শাসনের বাইরে অসংখ্য স্বায়ত্তশাসিত রাজ্য ছিল। এগুলিই দেশীয় রাজ্য নামে পরিচিত।
5. মর্লে-মিন্টো আইনের (১৯০৯) দু’টি ত্রুটি উল্লেখ করো।
উত্তর :- মর্লে-মিন্টো আইন -এর (১৯০৯) দু’টি ত্রুটি হল-
- (ক) এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনে জোর দেওয়া হয়নি।
- (খ) এই আইনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গুরুত্ব পেত না।
6. রাওলাট কমিশন কাকে বলে ?
উত্তর :- ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন দমনের জন্য ১৯১৮ সালে স্যার সিডনি রাওলাট-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়, যা রাওলাট কমিশন নামে পরিচিত।
7. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের নাম লেখো।
উত্তর :- মুজাফফর আহমেদ, পি সি জোশি, অমৃত শ্রীপাদ ডাঙ্গে, ফিলিপ স্প্র্যাট , বেঞ্জামিন ব্রাডলি, গঙ্গাধর অধিকারী প্রমুখ।
8. মর্লে-মিন্টো সংস্কার আইনের একটি প্রধান শর্ত উল্লেখ কর ?
উত্তর :- ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন -এর একটি প্রধান শর্ত হল মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া।
9. কে, কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড -এর প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন।
10. কে কবে মুসলিম লিগ প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- ঢাকার নবাব সলিম উল্লাহ ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিম লিগ প্রতিষ্ঠা করেন।
11. ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম উল্লেখ কর।
উত্তর :- ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্য হল হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর।
12. স্বত্ববিলোপ নীতির মূল শর্ত উল্লেখ কর।
উত্তর :- স্বত্ববিলোপ নীতির মূল শর্ত হল – (ক) কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে।
13. কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?
উত্তর :- হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।
14. ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি চালু হয় ?
উত্তর :- ভারতে পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেন।
15. সিমলা দৌত্য বলতে কী ?
উত্তর :- আগা খানের নেতৃত্বে ৩৫ জনের মুসলিম প্রতিনিধি দল ১৯০৬ খ্রিস্টাব্দের ১ অক্টোবর মুসলিম স্বার্থ রক্ষার দাবি জানিয়ে সিমলায় বড়লাট লর্ড মিন্টোর কাছে একটি স্মারকলিপি জমা দেন। এই ঘটনা সিমলা দৌত্য/সিমলা ডেপুটেশন নামে খ্যাত।
16. রাওলাট আইনের একটি শর্ত উল্লেখ কর।
উত্তর :- রাওলাট আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচার নিষিদ্ধ হবে বলে ঘোষণা করা হয়।
17. মন্টেগু-চেমসফোর্ড আইনের একটি শর্ত উল্লেখ কর।
উত্তর :- মন্টেগু-চেমসফোর্ড আইন -এ কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্টিত হয়।
18. লক্ষ্ণৌ চুক্তির দুটি শর্ত লেখো।
উত্তর :- লক্ষ্ণৌ চুক্তির দুটি শর্ত হল – (ক) কংগ্রেস এবং মুসলিম লিগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়। (খ) মুসলিম লিগের স্বতন্ত্র নির্বাচনের দাবি কংগ্রেস মেনে নেয়।
19. গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কেন ?
উত্তর :- ১৯২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরিচৌরায় একদল আন্দোলনকারী থানায় আগুন লাগিয়ে কয়েকজন পুলিশকে পুড়িয়ে মারে। ফলে সহিংস আচরণের জন্য গান্ধিজি আন্দোলন প্রত্যাহার করেন।
20. ‘চোদ্দো দফা দাবি’ কবে কী উদ্দেশ্যে ঘোষিত হয় ?
উত্তর :- ১৯২৯ খ্রিস্টাব্দে মুসলিম লিগের দিল্লি অধিবেশনে মুসলিম লিগের নেতা মহম্মদ আলি জিন্না তাঁর চোদ্দো দফা দাবি পেশ করেন। ভারতে মুসলিমদের স্বার্থরক্ষাই ছিল এই দাবির উদ্দেশ্য।
21. কে কোন আইন কে “একটি ধাপ্পাবাজি” বলে অভিহিত করেছেন ?
উত্তর :- ঐতিহাসিক বিপান চন্দ্র ১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে “একটি ধাপ্পাবাজি” বলে অভিহিত করেছেন।
22. রাওলাট আইন কবে কি উদ্দেশ্যে পাস হয় ?
উত্তর :- ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ১৯১৯ খ্রিস্টাব্দের ১৮ ই মার্চ রাওলাট আইন পাস করা হয়।
23. মাহাদ মার্চ কি ?
উত্তর :- অস্পৃশ্যরা সাধারণ জলাশয় থেকে যাতে জল নিতে পারে তার দাবিতে ড. বি. আর. আম্বেদকরের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় (১৯২৭ খ্রিস্টাব্দে) তা মাহাদ মার্চ নামে পরিচিত।
24. কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর :- ১৯৩২ খ্রিস্টাব্দের ২৪ সেপ্টেম্বর গান্ধীজী এবং বি আর আম্বেদকর এর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।
25. কবে এবং কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল ?
উত্তর :- ১৯২৭খ্রিস্টাব্দে ভারতীয়দের স্বার্থে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনে সাইমন কমিশন গঠিত হয়েছিল।
26. ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল ?
উত্তর :- ব্রিটিশ সরকার ভারতে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য স্যার জন সাইমনের নেতৃত্বে সাত জন সদস্য বিশিষ্ট যে সাইমন কমিশন গঠন করে তাতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে এই কমিশন বর্জন করেছিল।
27. কবে কেন হুইটলি কমিশন নিয়োগ করা হয় ?
উত্তর :- শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য ১৯২৯ খ্রিস্টাব্দে হুইটলি কমিশন নিয়োগ করা হয়।
28. রাওলাট আইন কী ?
উত্তর :- স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে সিডিশন কমিশন ভারতের কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক বিল পেশ করে এবং ১৯১৯ খ্রিস্টাব্দের ১৮ মার্চ তা আইনে পরিণত হয়। এটিই রাওলাট আইন নামে খ্যাত।
29. মিরাট ষড়যন্ত্র মামলায় তিনজন বিদেশি অভিযুক্তের নাম লেখ।
উত্তর :- মিরাট ষড়যন্ত্র মামলায় তিনজন বিদেশি অভিযুক্তঅভিযুক্ত হলেন ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্রাডলি, লেস্টার হাচিনসন।
30. কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
31. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করা হয় কবে ?
উত্তর :- ১৯৩২ খ্রিস্টাব্দের ১৬ সেপ্টেম্বর সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করা হয়।
32. মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় ?
উত্তর :- মুসলিম লিগের লাহোর অধিবেশনে(১৯৪০) পাকিস্তান দাবি করা হয়।
33. ‘The Indian Musalman’s গ্রন্থটির রচয়িতা কে ছিলেন ?
উত্তর :- ‘The Indian Musalman’s গ্রন্থটির রচয়িতা হলেন উইলিয়াম হান্টার
34. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে ?
উত্তর :- কংগ্রেসের লাহোর অধিবেশনে (১৯৪০) পূর্ণ স্বরাজের দাবি ওঠে।
35. সাইমন কমিশন কখন ভারতে আসে ?
উত্তর :- ১৯২৮ খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসে।
36. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয়র নাম লেখ।
উত্তর :- ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় ছিলেন সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।
37. রাওলাট আইনকে “উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” বলে মন্তব্য করেন কে ?
উত্তর :- মহাত্মা গান্ধি রাওলাট আইনকে “উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” বলে মন্তব্য করেন।
38. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে ‘কাইজার ই হিন্দ’ উপাধি ত্যাগ করেন কে ?
উত্তর :- মহাত্মা গান্ধি জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে ‘কাইজার ই হিন্দ’ উপাধি ত্যাগ করেন।
39. প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দল যোগদান করেনি ?
উত্তর :- প্রথম গোলটেবিল বৈঠক -এ ভারতের জাতীয় কংগ্রেস যোগদান করেনি।
40. মুসলিম লিগ গঠিত হয় কবে ?
উত্তর :- মুসলিম লিগ গঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে।
41. মুসলিম লিগের প্রথম অধিবেশন কোথায় বসে ?
উত্তর :- ঢাকায় মুসলিম লিগের প্রথম অধিবেশন বসে।