উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস, দ্বিতীয় অধ্যায়, ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতা বাদ ও সাম্রাজ্যবাদের প্রসার হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ) Short Question Answer গুলি নিম্নে দেওয়া হল।
দ্বাদশ শ্রেণীর ইতিহাস, সপ্তম অধ্যায়, ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতা বাদ ও সাম্রাজ্যবাদের প্রসার হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ)
১. উপনিবেশবাদের অর্থ লেখো।
উত্তর – উপনিবেশবাদ বা Colonialism কথাটি এসেছে লাতিন শব্দ Colonia থেকে, যার অর্থ হল বিশাল সম্পত্তি বা এস্টেট।
২. ‘উপনিবেশবাদ’ বলতে কী বোঝ?
উত্তর – উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা।
৩. উপনিবেশ কাকে বলে? অথবা, উপনিবেশ কী?
উত্তর – সাধারণভাবে বলা যায়, কোনো দেশ যদি অন্য দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয়, তাহলে সেই অঞ্চলটিকে বলা হয় বিজয়ী দেশটির উপনিবেশ।
৪. কলম্বাস কখন আমেরিকা মহাদেশে পৌঁছোন?
উত্তর – ১৪৯২ খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা মহাদেশে পৌঁছোন।
৫. নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনের দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর – নতুন বিশ্বে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপনের উদ্দেশ্য ছিল (i) সোনা, রূপো ও খনিজ সম্পদ সংগ্রহ করা, এবং (ii) খ্রিস্টধর্মের প্রসার ঘটানো।
৬. কোন ঘটনার পর ঔপনিবেশিক সাম্রাজ্যবিরোধী সংগ্রাম গতিশীল হয়ে ওঠে?
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন উপনিবেশে জাতীয় মুক্তিসংগ্রাম শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ঔপনিবেশিক সাম্রাজ্যবিরোধী এই মুক্তিসংগ্রাম চরমে পৌঁছোয়।
৭. ক্যাপটেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?
উত্তর – ক্যাপটেন কুক অস্ট্রেলিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ আবিষ্কার করেন।
৮. শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?
উত্তর – শিল্পবিপ্লব সর্বপ্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে।
৯. টলেমির মানচিত্রের ভিত্তিতে কে বিশ্বমানচিত্র তৈরি করেন?
উত্তর – টলেমির মানচিত্রের ভিত্তিতে ১৪৪৮ খ্রিস্টাব্দে আন্দ্রে ওয়ার্লপারজার একটি বিশ্ব মানচিত্র তৈরি করেন।
১০. টলেমির ভূগোল অনুসরণে কে প্রথম ইউরোপের মানচিত্র আঁকেন?
উত্তর – টলেমির ভূগোল অনুসরণে জেরাডাস মার্কেটর প্রথম ইউরোপের মানচিত্র আঁকেন।
১১. ‘আফ্রিকা কাড়াকাড়ি’ বলতে কী বোঝ?
উত্তর – শিল্পবিপ্লবের পর ইউরোপের শিল্পোন্নত দেশগুলি কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রয়ের জন্য উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় মেতে ওঠে। নব আবিষ্কৃত আফ্রিকায় ইউরোপীয়রা উপনিবেশ দখলের যে লড়াই শুরু করে তাকে ‘আফ্রিকা কাড়াকাড়ি’ বলে।
১২. কাদের মধ্যে তেল এল কবির-এর যুদ্ধ বাঁধে?
উত্তর – ১৮৮২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনা ও আহমেদ উরাবি নেতৃত্বাধীন মিশরের মধ্যে তেল এল কবির-এর যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে মিশরকে পরাজিত করে সেখানে ব্রিটিশরা নিজেদের আধিপত্য কায়েম করে।
১৩. কানাগাওয়ার চুক্তি কখন ও কাদের মধ্যে হয়?
উত্তর – ১৮৫৪ খ্রিস্টাব্দে জাপানের সোগুন সরকার ও আমেরিকার মধ্যে কানাগাওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়।
১৪. কোন যুদ্ধে হেরে যাওয়ায় ফ্রান্সের ঔপনিবেশিক সাম্রাজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর – সপ্তবর্ষব্যাপী যুদ্ধে হেরে যাওয়ায় ফ্রান্সের ঔপনিবেশিক সাম্রাজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেন্ট লরেন্স ও মিসিসিপি অঞ্চল ফ্রান্সের হাতছাড়া হয়।
১৫. কার আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্যের উত্থান ঘটে?
উত্তর – ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্যের উত্থান ঘটে।
১৬. কত খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়?
উত্তর – ১৬৬৪ খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়।
১৭. আফ্রিকার কোন্ কোন্ অঞ্চল ফরাসি সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তর – আফ্রিকার আলজিয়ার্স ও টিউনিস অঞ্চল, পশ্চিম উপকূল এবং সেনেগল ফরাসি সাম্রাজ্যভুক্ত হয়।
১৮. সিংহল কাদের উপনিবেশ ছিল?
উত্তর – সিংহল ব্রিটিশদের উপনিবেশ ছিল।
১৯. কোন অঞ্চল ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত?
উত্তর – ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত।
২০. ইন্দোনেশিয়াতে কোন্ ঔপনিবেশিক শক্তি আধিপত্য প্রতিষ্ঠা করে?
উত্তর – জাভা, সুমাত্রা, বোর্নিয়ো এবং বালি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া (ইস্ট ইন্ডিজ)- তে ওলন্দাজরা আধিপত্য প্রতিষ্ঠা করে।
২১. আফ্রিকায় ওলন্দাজ শক্তির কয়েকটি ঔপনিবেশিক অঞ্চলের নাম লেখো।
উত্তর – আফ্রিকায় ওলন্দাজ শক্তির উপনিবেশগুলি ছিল নাটাল, অরেঞ্জ উপত্যকা অঞ্চল এবং ট্রান্সভাল।
২২. কোন্ মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
উত্তর – জাপানে সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডোর ম্যাথু পেরি পদার্পণ করেন (১৮৫৪ খ্রি.)।
২৩. উনিশ শতকে মধ্যপ্রাচ্যের কোন্ অঞ্চলের দখলকে কেন্দ্র করে ইঙ্গ-রুশ দ্বন্দ্ব বাধে?
উত্তর – উনিশ শতকে মধ্যপ্রাচ্যের পারস্য দখলকে কেন্দ্র করে ইঙ্গ-রুশ দ্বন্দ্ব বাধে।
২৪. ইঙ্গ-রুশ কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর – ১৯০৭ খ্রিস্টাব্দে ইঙ্গ-রুশ কনভেনশন স্বাক্ষরিত হয়।
২৫. কোন সময়কাল উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ নামে চিহ্নিত?
উত্তর – ১৭৮৩ খ্রিস্টাব্দ থেকে ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ নামে পরিচিত।
২৬. দক্ষিণ আফ্রিকার কোথায় ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তোলে?
উত্তর – দক্ষিণ আফ্রিকার ‘কেপ অব গুড হোপ’-এ ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তোলে।
২৭. দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ উপনিবেশগুলির নাম লেখো।
উত্তর – দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ উপনিবেশগুলি হল কেপ অব গুড হোপ, কেপ কলোনি, নাটাল, অরেঞ্জ, মিশর, সুদান, উগান্ডা, বেচুয়ানাল্যান্ড, রোডেশিয়া, গাম্বিয়া, সিয়েরা লিয়ন, গোল্ড কোস্ট, নাইজিরিয়া ও সোমালিল্যান্ডের একাংশ।
২৮. প্রথম আফিম যুদ্ধ কবে ঘটেছিল?
উত্তর – প্রথম অহিফেন বা আফিম যুদ্ধ ১৮৩৯ খ্রিস্টাব্দে ঘটেছিল।
২৯. কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ ঘটেছিল?
উত্তর – চিন সরকারের সঙ্গে ইংরেজদের প্রথম অহিফেন বা আফিম যুদ্ধ বাধে।
৩০. কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন যুদ্ধ বাধে?
উত্তর – ব্রিটিশ ও ফরাসি জোটের সঙ্গে চিনের দ্বিতীয় অহিফেন যুদ্ধ বাধে (১৮৫৬ খ্রি.)।
৩১. প্রথম ও দ্বিতীয় অহিফেন বা আফিম যুদ্ধে হেরে গিয়ে চিন কোন্ কোন্ সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়?
উত্তর – প্রথম অহিফেন বা আফিম যুদ্ধে হেরে গিয়ে চিন নানকিং সন্ধি এবং দ্বিতীয় অহিফেন বা অফিম যুদ্ধে হেরে গিয়ে চিন তিয়েনসিন সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়।
৩২. কীভাবে চিনে সাম্রাজ্যবাদের ক্ষেত্র প্রস্তুত হয়?
উত্তর – নানকিং ও তিয়েনসিন-এই দুই সন্ধি স্বাক্ষরের পর চিনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয় এবং চিনে সাম্রাজ্যবাদের ক্ষেত্র প্রস্তুত হয়।
৩৩. আফিম যুদ্ধের আগে চিনের কোন্ বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত ছিল?
উত্তর – আফিম যুদ্ধের আগে চিনের ক্যান্টন বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত ছিল।
৩৪. মুক্তদ্বার নীতিটিকে ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ কে বলেছেন?
উত্তর – জওহরলাল নেহরু মুক্তদ্বার নীতিটিকে ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন।
৩৫. রুশ-জাপান যুদ্ধে (১৯০৪-১৯০৫ খ্রি.) কে জয়লাভ করে?
উত্তর – রুশ-জাপান যুদ্ধে (১৯০৪-১৯০৫ খ্রি.) জাপান জয়লাভ করে।
৩৬. পোর্টসমাউথের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর – ১৯০৫ খ্রিস্টাব্দে রাশিয়া ও জাপানের মধ্যে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়।
৩৭. জাপান কোরিয়াকে কখন আক্রমণ করে?
উত্তর – ১৯১১ খ্রিস্টাব্দে জাপান কোরিয়াকে আক্রমণ করে।
৩৮. কোন্ যুদ্ধজয়ের মাধ্যমে ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তর – তৃতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধজয়ের মাধ্যমে (১৮৮৫ খ্রি.) ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়।
৩৯. কোন্ কোন্ অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়?
উত্তর – জাভা, সুমাত্রা, বোর্নিয়ো এবং বালি দ্বীপপুঞ্জ নিয়ে ইন্দোনেশিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়।
৪০. ফিলিপিনস দ্বীপপুঞ্জের ওপর কোন্ দেশ নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল?
উত্তর – ফিলিপিনস দ্বীপপুঞ্জের ওপর স্পেন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল।
৪১. ইঙ্গ-রুশ কনভেনশনের মাধ্যমে পারস্যের কোন্ কোন্ অংশে রাশিয়া ও ইংল্যান্ডের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়?
উত্তর – ইঙ্গ-রুশ কনভেনশনের মাধ্যমে পারস্যের উত্তর অংশে রাশিয়া এবং দক্ষিণে ইংল্যান্ডের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়।
৪২. আফ্রিকা কেন ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ (Dark Continent) নামে পরিচিত ছিল?
উত্তর – উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকাই অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত ছিল।
৪৩. বুল বা নির্দেশনামা কে, কখন জারি করেন?
উত্তর – ১৪৯৩ খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার বুল বা নির্দেশনামা জারি করেন।
৪৪. নানকিং সন্ধির ফল কী হয়েছিল?
উত্তর – নানকিং সন্ধির শর্তানুযায়ী ইংরেজরা হংকং লাভ করে এবং চিনের ক্যান্টন-সহ পাঁচটি বন্দর ইউরোপীয় বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়।
৪৫. শিমোনোসেকি সন্ধির ফলাফল কী ছিল?
উত্তর – জাপান চিনের কাছ থেকে মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াও টুং উপদ্বীপ, ফরমোজা ও পেসকাডোরেস দ্বীপপুঞ্জ লাভ করে, পাশাপাশি জাপানি বণিকরা চিনে বাণিজ্যিক অধিকার এবং শিল্পপতিরা চিনে শিল্প কারখানা গড়ে তোলার অধিকার লাভ করে।
৪৬. মুক্তদ্বার নীতি কী? অথবা, উন্মুক্ত দ্বার নীতি কী? কে এর প্রবক্তা?
উত্তর – চিনে বাণিজ্যিক আধিপত্য গড়ে তোলার লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে মুক্তদ্বার (উন্মুক্তদ্বার) নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয় চিন সমস্ত দেশের কাছেই সমান, তাই চিনে সমস্ত বৈদেশিক রাষ্ট্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমস্ত দেশে একটি নির্দিষ্ট হারে পোত ও বাণিজ্য শুল্ক ধার্য হবে।
৪৭. কোন্ প্রেক্ষাপটে জন হে মুক্তদ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন?
উত্তর – চিনকে যেভাবে তরমুজের ফালির মতো টুকরো করে ইউরোপীয় দেশগুলি দখল করে নিয়েছিল তাতে মার্কিন বাণিজ্যের সুযোগ হারানোর আশঙ্কায় জন হে বিচলিত হয়ে মুক্তদ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন।
৪৮. পঞ্চদশ শতকে মূলত কাদের প্রচেষ্টায় বিশ্বের ভৌগোলিক আবিষ্কার সম্ভব হয়?
উত্তর – পঞ্চদশ শতক থেকে মূলত ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো-দা-গামা, ভাস্কো নুনেজ বালবোয়া, আমেরিগো ভেসপুচি প্রমুখের প্রচেষ্টায় বিশ্বের ভৌগোলিক আবিষ্কার সম্ভব হয়।
৪৯. জুরারা ক্রনিকল কী?
উত্তর – ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কালে সামুদ্রিক তথা ভৌগোলিক অভিযানের এক বিবরণমূলক গ্রন্থের নাম হল জুরারা ক্রনিকল।
৫০. ভৌগোলিক আবিষ্কারে অগ্রণী ভূমিকা নিয়েছিল এমন কয়েকটি দেশের নাম লেখো।
উত্তর – ভৌগোলিক আবিষ্কারে অগ্রণী ভূমিকা নিয়েছিল এমন কয়েকটি দেশ হল পোর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স ও ইংল্যান্ড।
৫১. কার ভৌগোলিক অভিযানের মধ্যে দিয়ে প্রমাণিত হয় পৃথিবী গোলাকার?
উত্তর – পোর্তুগিজ নাবিক ফার্দেনান্দ ম্যাগেলানের ভৌগোলিক অভিযানের মধ্যে দিয়ে প্রমাণ হয় পৃথিবী গোলাকার।
৫২. ভৌগোলিক আবিষ্কারের ফলাফল লেখো।
উত্তর – ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের দেশগুলি ইউরোপের বাইরে বেরিয়ে ব্যাবসাবাণিজ্য ও ধর্মপ্রচারের সুযোগ পায়। সামুদ্রিক পথের আবিষ্কারের ফলে বিশ্বের কোনো অংশই আর দূরে রইল না।
৫৩. টমাস রো কে ছিলেন?
উত্তর – টমাস রো ছিলেন একজন ব্রিটিশ রাজদূত। তিনি মোগল সম্রাট জাহাঙ্গিরের দরবারে আসেন (১৬০৫ খ্রি.)।
৫৪. ত্রয়োদশ উপনিবেশ বলতে কী বোঝ?
উত্তর – ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজবংশের আমলে অনুদার রাজনৈতিক ও ধর্মীয় নীতির দরুণ অনেকেই ইংল্যান্ড থেকে আমেরিকার উপনিবেশে এসে বসবাস শুরু করে। উপনিবেশবাসীরা এভাবে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ১৩ টি উপনিবেশ গড়ে তোলে, যেগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত।
৫৫. আধা উপনিবেশ বলতে কী বোঝ?
উত্তর – উনিশ শতক নাগাদ চিনের বেশকিছু অঞ্চলে ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্সের মতো দেশগুলি প্রাধান্য গড়ে তোলে, কিন্তু শাসনক্ষমতা কায়েম করতে পারে নি। তাই সমকালীন চিনকে পূর্ণাঙ্গ উপনিবেশ না বলে আধা উপনিবেশ বলা হয়।
৫৬. ষোড়শ-সপ্তদশ শতকের ইউরোপের নিরিখে ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝ? অথবা, ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝ? অথবা, নতুন বিশ্ব কাকে বলে?
উত্তর – ষোড়শ-সপ্তদশ শতক নাগাদ স্পেন, পোর্তুগাল, ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি ‘নতুন বিশ্ব’ নামে পরিচিত।
৫৭. ‘নতুন বিশ্ব’ বলতে কোন্ মহাদেশকে বোঝানো হয়েছে?
উত্তর – ‘নতুন বিশ্ব’ বলতে আমেরিকা মহাদেশকে বোঝানো হয়েছে।
৫৮. উনিশ শতক থেকে কাদের প্রচেষ্টায় একের পর এক উপনিবেশ গড়ে উঠতে লাগল?
উত্তর – উনিশ শতক থেকে ব্রিটিশ, ফরাসি, পোর্তুগিজ, স্পেনীয়, ডাচ বা ওলন্দাজদের প্রচেষ্টায় একের পর এক উপনিবেশ গড়ে উঠতে লাগল। এই ঔপনিবেশিক প্রতিযোগিতায় পরবর্তীকালে জার্মানি, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রও শামিল হয়।
৫৯. ‘ইম্পিরিয়ালিজম’ শব্দটির অর্থ কী?
উত্তর – ইম্পিরিয়ালিজম’ শব্দের প্রথম অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে এর অর্থ দাঁড়ায় বৃহৎ রাষ্ট্রের দ্বারা দুর্বল রাষ্ট্রের ওপর ঔপনিবেশিক শাসন।
৬০. প্রথম ইঙ্গ-চিন যুদ্ধ (অহিফেন যুদ্ধ)-এর ফল কী ছিল?
উত্তর – প্রথম ইঙ্গ-চিন যুদ্ধ বা প্রথম অহিফেন যুদ্ধে (১৮৩৯-৪২ খ্রি.) ইংরেজদের কাছে মাঞ্চু শাসকরা হেরে যান এবং নানকিং সন্ধি স্বাক্ষরে বাধ্য হন।
৬১. পোর্টসমাউথের সন্ধির ফলাফল কী ছিল?
উত্তর – পোর্টসমাউথের সন্ধির ফলে জাপান পুনরায় মাঞ্চুরিয়ার লিয়াও টুং উপদ্বীপ লাভ করে।
৬২. টিউনিসিয়ায় কবে ফরাসি উপনিবেশ গঠিত হয়?
উত্তর – ১৮৮১ খ্রিস্টাব্দে টিউনিসিয়ায় ফরাসি উপনিবেশ গঠিত হয়।
৬৩. ফরাসিরা কবে মরক্কো দখল করে?
উত্তর – ১৯১২ খ্রিস্টাব্দে ফরাসিরা মরক্কো দখল করে।
৬৪. মার্কিন যুক্তরাষ্ট্রের মনরো নীতি প্রয়োগের ফল কী ছিল?
উত্তর – মার্কিন যুক্তরাষ্ট্র মনরো নীতি প্রয়োগের মাধ্যমে দক্ষিণ আমেরিকাতে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপন নিষিদ্ধ করে। তাই ইউরোপীয় দেশগুলি আফ্রিকায় উপনিবেশ গড়ে তোলার জন্য উদ্যোগী হয়।
৬৫. কার নেতৃত্বে কঙ্গো অঞ্চলটি আবিষ্কৃত হয়?
উত্তর – বেলজিয়াম রাজ দ্বিতীয় লিওপোল্ড-এর সহযোগিতায় ও অভিযাত্রী স্ট্যানলির নেতৃত্বে কঙ্গো অঞ্চল আবিষ্কৃত হয়।
৬৬. নৌ-শক্তিতে শক্তিশালী কোন্ কোন্ দেশগুলি এশিয়া ও আফ্রিকায় সর্বপ্রথম উপনিবেশ স্থাপনে উদ্যোগ নিয়েছিল?
উত্তর – নৌ-শক্তিতে শক্তিশালী ইংল্যান্ড, স্পেন, পোর্তুগাল, ফ্রান্স, হল্যান্ড ইত্যাদি দেশগুলি এশিয়া ও আফ্রিকায় সর্বপ্রথম উপনিবেশ স্থাপনে উদ্যোগ নিয়েছিল।
৬৭. ইন্দোচিনের বর্তমান নাম কী?
উত্তর – ইন্দোচিনের বর্তমান নাম হল ভিয়েতনাম।
৬৮. টরডিসিল্লাসের চুক্তি কখন, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর – ১৪৯৪ খ্রিস্টাব্দে স্পেন ও পোর্তুগালের মধ্যে টরডিসিল্লাসের চুক্তি স্বাক্ষরিত হয়।
৬৯. দূরপ্রাচ্য বলতে কী বোঝায়?
উত্তর – এশিয়া মহাদেশে চিন ও জাপান এই দুই রাষ্ট্রের অঞ্চলসমূহকে মূলত দূরপ্রাচ্য বলা হয়।
৭০. আজটেক সভ্যতা কে ধ্বংস করেন?
উত্তর – হার্নান্দো কোর্টেস আজটেক সভ্যতা ধ্বংস করেন।
৭১. ভৌমিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?
উত্তর – সতেরো ও আঠারো শতকের মধ্যে ইউরোপের স্পেন, পোর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড প্রভৃতি নৌ-শক্তিধর দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্যবাদ হল ভৌমিক সাম্রাজ্যবাদ।
৭২. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
উত্তর – ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন (১৪৯২ খ্রি.)।
৭৩. ভাস্কো দা গামা কবে ভারতে আসেন?
উত্তর – ১৪৯৮ খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে আসেন
৭৪. ভারতের কোন্ কোন্ স্থানে পোর্তুগিজ বাণিজ্যকুঠি ছিল?
উত্তর – ভারতের বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, দিউ, হুগলি ইত্যাদি স্থানে পোর্তুগিজ বাণিজ্যকুঠি ছিল।
৭৫. ১৬১২ খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয়?
উত্তর – ১৬১২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে সুরাট বাণিজ্য বন্দরে প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয়।
৭৬. কোন্ ইউরোপীয় দেশ চিনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?
উত্তর – ইউরোপের দেশগুলির মধ্যে পোর্তুগাল চিনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল।
৭৭. ‘পোর্তোলান মানচিত্র’ বলতে কী বোঝ?
উত্তর – পঞ্চদশ শতকে ইউরোপে রেনেসাঁসের সময়কালে টলেমির ভূগোল বইটির ভিত্তিতে ইউরোপের নৌশক্তিধর পোর্তুগাল, স্পেন, হল্যান্ড-সহ বিভিন্ন দেশের নাবিকরা ভূগোলের মানচিত্রগুলি পুনরায় তৈরি করেন ও নৌপথের এক তালিকা বানান। এর নাম ছিল ‘পোর্তোলান মানচিত্র’।
৭৮. পাপাল বুল বা বুল-এর নির্দেশনামাটি কী? অথবা, বুল-এর নির্দেশনামা কী?
উত্তর – ষোড়শ শতক থেকে শুরু হওয়া সামুদ্রিক অভিযানের প্রথমদিকে স্পেন ও পোর্তুগাল এগিয়ে যায়। এই দুই দেশই বিশ্বের বেশির ভাগ জায়গায় নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। উপনিবেশ দখলকে কেন্দ্র করেই উভয় দেশের মধ্যে বিরোধ শুরু হয়, যা মেটানোর লক্ষ্যে পোপ ষষ্ঠ আলেকজান্ডার নিজের মুদ্রা আঁকা এক নির্দেশনামা জারি করেন। বিভিন্ন দিক নির্দেশ করা এই নির্দেশনামার একটি দিক ছিল স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা স্থির করা। এই নির্দেশনামার নাম ‘পাপাল বুল’ বা বুল-এর নির্দেশনামা।
৭৯. অতিরাষ্ট্রিক অধিকার বলতে কী বোঝ?
উত্তর – সামুদ্রিক অভিযানের সূত্রে ইংল্যান্ড চিনের ওপর হস্তক্ষেপ করে। চিনের সঙ্গে ইংল্যান্ডের প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে নানকিং চুক্তির মাধ্যমে। এই চুক্তিবলে ব্রিটেন বেশকিছু বিশেষ সুযোগসুবিধা পায়, যেমন – চিনে থাকা ব্রিটিশ কনসালের ইংরেজদের বিচারের অধিকার লাভ, চিনের পাঁচটি বন্দরে ব্রিটিশ যুদ্ধ জাহাজে বাণিজ্যিক পাহারাদার নিয়োগ করার অধিকার লাভ, চিনে বসবাসকারী হলেও ইংরেজ নাগরিকরা চিন সম্রাটের নিয়ন্ত্রণাধীন না থাকা ইত্যাদি। চিনে আগত বিদেশি দেশগুলির মধ্যে সর্বাধিক অনুগৃহীত দেশের মর্যাদালাভ চিনে ইংল্যান্ডের অতিরাষ্ট্রিক অধিকার নামে পরিচিত।
৮০. পৃথিবীর প্রাচীনতম উপনিবেশটির নাম কী?
উত্তর – পৃথিবীর প্রাচীনতম উপনিবেশটির নাম পুয়ের্তোরিকো।
৮১. চিন দেশে কোন্ ইউরোপীয় শক্তি প্রথম উপনিবেশ তৈরি করেছিল?
উত্তর – চিন দেশে পোর্তুগিজরা প্রথম উপনিবেশ তৈরি করেছিল।
৮২. ফিলিপাইন দ্বীপপুঞ্জ কে আবিষ্কার করেন?
উত্তর – ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন পোর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান।
৮৩. এশিয়ায় ওলন্দাজদের প্রধান ঘাঁটির নাম কী?
উত্তর – এশিয়ায় ওলন্দাজদের প্রধান ঘাঁটির নাম ছিল জাভা দ্বীপের বাটাভিয়া অঞ্চল।
৮৪. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন কে?
উত্তর – অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন ইংল্যান্ডের অভিযাত্রী ক্যাপটেন কুক।
৮৫. ইনকা সভ্যতা আবিষ্কার করেন কে?
উত্তর – পেরুতে অবস্থিত ইনকা সভ্যতা আবিষ্কার করেন ফ্রান্সিকো পিজারো।
৮৬. নীলনদের উৎস আবিষ্কার করেছিলেন কে?
উত্তর – সুবিখ্যাত ব্রিটিশ চিকিৎসক ডেভিড লিভিংস্টোন নীলনদের উৎস আবিষ্কার করেন।
৮৭. ইউরোপ থেকে এশিয়া আসার জলপথ কে প্রথম আবিষ্কার করেন?
উত্তর – পোতুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান ইউরোপ থেকে এশিয়া আসার জলপথ প্রথম আবিষ্কার করেন।
৮৮. নৌপথে সর্বপ্রথম কে পৃথিবী ভ্রমণ করেন?
উত্তর – পোর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান সর্বপ্রথম নৌপথে পৃথিবী ভ্রমণ করেন।
৮৯. কে প্রথম নিউফাউন্ডল্যান্ডে পৌঁছোন?
উত্তর – ব্রিটিশ অভিযাত্রী জন ক্যাবট প্রথম উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ডে পৌছোন (১৪৯৮ খ্রি.)।
৯০. মিশরে কোন্ ইউরোপীয় শক্তি উপনিবেশ গড়ে তুলেছিল?
উত্তর – মিশরে ইউরোপীয় শক্তি ইংল্যান্ড প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল।
৯১. কে প্রথম জাপানে অভিযান চালান?
উত্তর – মার্কিন নৌবাহিনীর কমোডর ম্যাথু পেরি সর্বপ্রথম জাপানে অভিযান চালান।
৯২. মালয়ে প্রথম কারা উপনিবেশ স্থাপন করে?
উত্তর – মালয়ে পোর্তুগিজরা প্রথম উপনিবেশ স্থাপন করে।
৯৩. আজটেক সভ্যতাকে কে, কবে ধ্বংস করেন?
উত্তর – স্পেনীয় নাবিক হারমান্দো কোর্টেস ১৫২১ খ্রিস্টাব্দে অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেন।
৯৪. ‘টরডিসিল্লাসের চুক্তি’ কী?
উত্তর – ১৪৯৪ খ্রিস্টাব্দে স্পেন ও পোর্তুগালের মধ্যে সামুদ্রিক অভিযানের জন্য অঞ্চল নির্দিষ্ট করার লক্ষ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হল ‘টরডিসিল্লাসের চুক্তি’।
৯৫. নিউ ইয়র্কের পূর্বেকার নাম কী ছিল?
উত্তর – নিউ ইয়র্কের পূর্বেকার নাম ছিল নিউ আমস্টারডাম।
৯৬. লাতিন আমেরিকার দেশগুলিকে এই নামে ডাকা হয় কেন?
উত্তর – ষোড়শ শতকে ভৌগোলিক অভিযান ও তার পরবর্তী সময়ে উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয় স্পেন ও পোর্তুগাল। ইউরোপীয় ভাষাগুলির মধ্যে অন্যতম প্রধান ভাষা এবং ইউরোপীয় ভাষার জনক হল লাতিন ভাষার মধ্যে স্প্যানিশ, পোর্তুগিজ ভাষা ও তাদের সংস্কৃতি মেক্সিকো এবং এই ভাষার থেকে উদ্গত ভাষাগুলির-সহ দক্ষিণ আমেরিকার দেশগুলিতে কয়েকশো বছর ধরে প্রচলিত রয়েছে। এই বিচারে এই সমস্ত দেশগুলিক লাতিন আমেরিকার দেশ বলা হয়।
৯৭. প্রথম ও দ্বিতীয় ব্রিটিশ সাম্রাজ্য বলতে কী বোঝ?
উত্তর – ষোড়শ থেকে সপ্তদশ শতকে ইংল্যান্ডের অধিকারে আসা উত্তর আমেরিকার উপনিবেশগুলি প্রথম ব্রিটিশ সাম্রাজ্য নামে পরিচিত। আবার আঠারো থেকে উনিশ শতকে ইংল্যান্ডের অধিকারে আসা এশিয়া মহাদেশের উপনিবেশগুলি দ্বিতীয় ব্রিটিশ সাম্রাজ্য নামে পরিচিত।
৯৮. কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
উত্তর – ১৭৭৬ খ্রিস্টাব্দে ৯ সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়।
৯৯. কলম্বাস কোথাকার মানুষকে ‘রেড ইন্ডিয়ান’ বলেছেন?
উত্তর – কলম্বাস দক্ষিণ আমেরিকার মানুষকে ‘রেড ইন্ডিয়ান’ বলেছেন।
১০০. ফরাসি বাণিজ্যকুঠী ভারতে কোথায় ছিল?
উত্তর – ফরাসি বাণিজ্যকুঠী ভারতে চন্দননগর, কারিকল, পন্ডিচেরি, মাহে ইত্যাদি অঞ্চলে ছিল।
১০১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়?
উত্তর – ১৬০০ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
১০২. ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন?
উত্তর – ভারতে আসার জলপথ পোর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আবিষ্কার করেন।
১০৩. মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন?
উত্তর – মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন।
১০৪. আমেরিগো ভেসপুচি কে ছিলেন?
উত্তর – জন্মসূত্রে ইতালীয় হলেও স্পেনের নৌ-অভিযাত্রী ছিলেন আমেরিগো ভেসপুচি। তাঁর নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়।
১০৫. ভারতের কোন্ কোন্ অঞ্চলে ইংরেজ বাণিজ্য কুঠি ছিল?
উত্তর – ভারতের কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, বিশাখাপটনম, মুসলিপটনম, আহমদনগর, সুরাট, আগ্রা, ব্রোচ প্রভৃতি অঞ্চলে ব্রিটিশ বাণিজ্যকুঠি ছিল।
১০৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে কোন্ দুই শক্তিশালী রাষ্ট্রের আবির্ভাব ঘটে?
উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে দুই শক্তিশালী রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব ঘটে।
১০৭. কীভাবে উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়?
উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠলে উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
১০৮. ঊনবিংশ শতকে ইংল্যান্ড কীভাবে মিশরের ওপর। সাম্রাজ্যবাদী আধিপত্য স্থাপন করে?
উত্তর – ১৮৭৬ খ্রিস্টাব্দে মিশরের সুয়েজ খাল এলাকায় ইঙ্গ-ফরাসি যৌথ নিয়ন্ত্রণ স্থাপিত হলেও ১৮৮২ খ্রিস্টাব্দে এককভাবে ইংল্যান্ড মিশর দখল করে এবং খেদিভের নেতৃত্বে একটি পুতুল সরকার গঠন করে মিশর ও সুয়েজ খালের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ১৯৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজরা মিশরের ওপর তাদের এই কর্তৃত্ব ধরে রাখতে সক্ষম হয়।
১০৯. নির্জোট আন্দোলনের সফলতা কোথায়?
উত্তর – নির্জেটি আন্দোলন এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা থেকে উপনিবেশবাদকে মুছে ফেলায় বিশেষ সাহায্য করে।
১১০. ‘ওয়েলথ অব নেশনস’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর – অ্যাডাম স্মিথ ‘ওয়েলথ অব নেশনস’ গ্রন্থটি রচনা করেন।
১১১. উনিশ শতকের বিশ্বরাজনীতির প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর – উনিশ শতকের বিশ্বরাজনীতির প্রধান বৈশিষ্ট্য হল ইউরোপের বাইরে ইউরোপীয় শক্তিগুলির বিস্তারলাভ।
১১২. উপনিবেশবাদের প্রভাব লেখো।
উত্তর – উপনিবেশবাদের প্রভাবে একদিকে যেমন বাণিজ্যিক শক্তিগুলি শাসক শক্তিতে রূপান্তরিত হয়, অপরদিকে তেমন স্বাধীন দেশগুলির অর্থনীতি ও রাজনীতি ঔপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে।
১১৩. উপনিবেশবাদের অবসানের কয়েকটি কারণ লেখো।
উত্তর – উপনিবেশবাদের অবসানের কয়েকটি কারণ হল জাতীয় মুক্তি আন্দোলন, জাতীয়তাবাদী চেতনা, বিশ্বযুদ্ধের ক্ষতিকর প্রভাব, মার্কিন ও সোভিয়েত ভূমিকা, রাষ্ট্রসংঘের গঠন, নির্জোট আন্দোলন ইত্যাদি।
১১৪. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?
উত্তর – কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।
১১৫. লেনিনের মতে পুঁজিবাদের সম্প্রসারিত রূপ কী?
উত্তর – লেনিনের মতে পুঁজিবাদের সম্প্রসারিত রূপ হল সাম্রাজ্যবাদ।
১১৬. নয়া সাম্রাজ্যবাদ’ কোন্ সময়কালকে বলা হয়?
উত্তর – ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ‘নয়া সাম্রাজ্যবাদের যুগ’ বলা হয়।
১১৭. সাম্রাজ্যবাদী দেশগুলির আসল লক্ষ্য কী ছিল?
উত্তর – উপনিবেশগুলি থেকে অর্থ শোষণ ও সম্পদ লুণ্ঠন ছাড়াও কাঁচামালের আমদানি ও পণ্যের রপ্তানিই ছিল সাম্রাজ্যবাদী দেশগুলির আসল লক্ষ্য।
১১৮. সামরিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী?
উত্তর – সামরিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হল সামরিক অভিযান চালিয়ে বা যুদ্ধজয়ের মাধ্যমে অন্য দেশকে নিজের অধীনে আনা।
১১৯. অর্থনৈতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী?
উত্তর – অর্থনৈতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হল উপনিবেশগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করা, উপনিবেশগুলিতে শিল্পপণ্য বিক্রয় করা এবং সেখানে বিনিয়োগ নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখা।
১২০. সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী?
উত্তর – সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্য হল সাংস্কৃতিক ভাববিনিময়ের মধ্য দিয়ে নিজ নিজ দেশের সাংস্কৃতিক প্রসার ঘটানো।
১২১. বাণিজ্যিক পুঁজি কী? অথবা, বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? অথবা, বাণিজ্যিক পুঁজি কাকে বলে?
উত্তর – যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যাবসাবাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয়, তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব।
১২২. কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বা সশস্ত্র সাম্রাজ্যবাদের যুগ বলা হয়?
উত্তর – ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়
১২৩. জার্মানির সাম্রাজ্যবাদের চরিত্র কী ছিল?
উত্তর – জার্মানির সাম্রাজ্যবাদের প্রথম ও শেষ কথা ছিল রাজনৈতিক আধিপত্য স্থাপন।
১২৪. পুঁজিবাদ কী?
উত্তর – ব্যক্তিগত উদ্যোগে সম্পদের উৎপাদন, বণ্টন ও বিনিময়ের মাধ্যমে অধিক মুনাফালাভের প্রক্রিয়া পুঁজিবাদ নামে পরিচিত। পুঁজিবাদের মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত উদ্যোগে আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক বাজারে নিজ নিজ পণ্যসামগ্রী বিক্রয়ের। মাধ্যমে অধিক, আরও অধিক মুনাফা অর্জন।
১২৫. লগ্নি পুঁজি কাকে বলে?
উত্তর – শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়।
১২৬. হবসনের তত্ত্ব ও লেনিনের তত্ত্ব-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর – (ক) হবসনের ধারণায় পুঁজিবাদের সংকট দেখা দিলে তা সংস্কারের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু লেনিনের ধারণায় পুঁজিবাদের সংকট মেটানো সম্ভব নয় তাই পুঁজিবাদ অনিবার্যভাবে বিপ্লব ঘটাবে। (খ) হবসন সাম্রাজ্য বিস্তার এবং বলপ্রয়োগের মধ্যে দিয়ে দখলদারি প্রতিষ্ঠাকে সমান বলে মনে করেছেন। কিন্তু লেনিন শুধু দখলদারি নয় কোনো অঞ্চলের ওপর অপ্রত্যক্ষ নিয়ন্ত্রণকেও সাম্রাজ্যবাদের আওতাভুক্ত করেছেন।
১২৭. সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য কি?
উত্তর – সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায়।
১২৮. জে এ হবসন-এর বইটির নাম কী?
উত্তর – জে এ হবসন-এর বইটির নাম হল ‘Imperialism: A Study’।
১২৯. হিলফারডিং-এর বইটির নাম লেখো। অথবা, হিলফারডিং-এর লেখা বিখ্যাত পুস্তকটির নাম কী?
উত্তর – হিলফারডিং-এর বইটির নাম হল ‘Finance Capital’
১৩০. হিলফারডিং ‘Monopoly Capital’ বলতে কী বুঝিয়েছেন?
উত্তর – হিলফারডিং-এর মতে, ১৮৭০-এর দশক থেকে ইউরোপীয় পুঁজির কেন্দ্রীভক। এমনভাবে ঘটে যার দরুন বড়ো বড়ো সংস্থাগুলি পুঁজির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই পর্যায়কেই তিনি ‘Monopoly Capital’ বলেন।
১৩১. ইংল্যান্ডের কোন আইনে সর্বপ্রথম মার্কান্টাইলবাদের উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায়?
উত্তর – ইংল্যান্ডের নেভিগেশন আইনে সর্বপ্রথম মার্কান্টাইলবাদের উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায়।
১৩২. হবসন-লেনিন তত্ত্ব বলতে কী বোঝ?
উত্তর – জে এ হবসন এবং ভি আই লেনিন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাঁদের এই অর্থনৈতিক ব্যাখ্যা ‘হবসন-লেনিন তত্ত্ব’ নামে পরিচিত।
১৩৩. সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত কী?
উত্তর – লেনিনের মতে সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায়।
১৩৪. ‘পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম’-এ কথা কে বলেছিলেন?
উত্তর – ‘পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম’ একথা বলেছিলেন লেনিন।
১৩৫. সাম্রাজ্যবাদ বিষয়ে জে এ হবসন-এর মূল বক্তব্য কী ছিল?
উত্তর – সাম্রাজ্যবাদ বিষয়ে হবসনের মূল বক্তব্য ছিল শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ, নতুন নতুন ক্ষেত্রে মূলধন বিনিয়োগ, শিল্পপণ্য বিক্রির মাধ্যমে বিপুল মুনাফা অর্জন প্রভৃতি উদ্দেশ্যে উপনিবেশ প্রতিষ্ঠা করা হয়।
১৩৬. নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?
উত্তর – আধুনিক যুগে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সেই সমস্ত দেশগুলির অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আধুনিক বিশ্বে উন্নত দেশগুলির এই নতুন কৌশল নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত।
১৩৭. পুঁজিবাদের পরিপূর্ণতার অভাবকে সাম্রাজ্যবাদের মূল কারণ কে বলেছেন?
উত্তর – পুঁজিবাদের পরিপূর্ণতার অভাবকে সাম্রাজ্যবাদের মূল কারণ বলেছেন স্যুম্পিটার।
১৩৮. মার্কেন্টাইলবাদ কী?
উত্তর – ষোলো থেকে আঠারো শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হত। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত।
১৩৯. ব্রাজিল কখন, কার নেতৃত্বে স্বাধীন হয়?
উত্তর – ১৮২২ খ্রিস্টাব্দে ডোম পেড্রোর নেতৃত্বে ব্রাজিল স্বাধীন হয়।
১৪০. নয়া উপনিবেশবাদ কী?
উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিতে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিগুলি অর্থ ও সামরিক সাহায্যদানের মাধ্যমে সে দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলিতে নিয়ন্ত্রণের লক্ষ্যে যে অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তা হল নয়া উপনিবেশবাদ।
১৪১. উন্নয়নশীল দেশগুলি কীভাবে নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে?
উত্তর – উন্নয়নশীল দেশগুলি নির্জেটি আন্দোলন গড়ে তুলে বা সম্মিলিত জাতিপুঞ্জের সাহায্য নিয়ে বা জি-৭৭, জি-১৫ এবং আফ্রিকার ঐক্য সংস্থা প্রভৃতির মাধ্যমে নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
১৪২. শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?
উত্তর – শিল্পবিপ্লব সর্বপ্রথম ইউরোপের ইংল্যান্ডে শুরু হয়েছিল।
১৪৩. হবসনের মত অনুসারে কীভাবে উপনিবেশ দখলের ঘটনাকে প্রতিহত করা সম্ভব হবে?
উত্তর – হবসনের মত অনুসারে সম্পদের সুষম বণ্টন ও অভ্যন্তরীণ সামাজিক সংস্কারের মাধ্যমে উপনিবেশ দখলের ঘটনাকে প্রতিহত করা সম্ভব হবে।
১৪৪. কে ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ?
উত্তর – পোর্তুগালের রাজা হেনরি আফ্রিকার দক্ষিণ অংশের ঝড়ের অন্তরীপের পরিবর্তে নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ।
১৪৫. ব্রিটিশ বণিক কোম্পানি কীভাবে ভারতে তাদের শাসন কায়েম করে?
উত্তর – বাণিজ্যের লক্ষ্য নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পা রাখে। পরে পলাশি ও বক্সারের যুদ্ধে জিতে এবং দেওয়ানি লাভের মাধ্যমে ব্রিটিশ বণিক কোম্পানি এদেশের শাসন নিয়ন্ত্রণ করতে শুরু করে।
১৪৬. মাউন্টব্যাটেন ঘোষণাবলে কীভাবে ভারত স্বাধীনতা পায়?
উত্তর – দীর্ঘ আন্দোলনের ফলে ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুষ্ট আলাদা রাষ্ট্রে ভাগ করে স্বাধীনতা দেওয়া হয়।
১৪৭. দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন্ কোন্ অঞ্চল ব্রিটিশের দখলে আসে?
উত্তর – দক্ষিণ-পূর্ব এশিয়ার সিংহল, সিঙ্গাপুর, মালাক্কা এবং ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটিশ নিজের দখলে আনে।
১৪৮. দক্ষিণ আফ্রিকার কোন্ কোন্ অঞ্চলের ওপর ইংল্যান্ড নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে?
উত্তর – দক্ষিণ আফ্রিকার ওলন্দাজদের হারিয়ে প্রথমে নাটাল, অরেঞ্জ, ট্রান্সভাল দখল এবং পরে সুদান, উগান্ডা, বেচুয়ানাল্যান্ড, রোডেশিয়া ইত্যাদি অঞ্চলের ওপর ইংল্যান্ড নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে।
১৪৯. আফ্রিকার আবরণ উন্মোচনে ইউরোপের কোন্ রাজার ভূমিকা ছিল?
উত্তর – বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের উদ্যোগে আফ্রিকার আবরণ উন্মোচিত হয়।
১৫০. আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে? অথবা, আমেরিকায় উপনিবেশ স্থাপনে পথিকৃৎ কাকে বলা হয়?
উত্তর – হামফ্রে গিলবার্ট হলেন আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ।
১৫১. কানাডায় কারা উপনিবেশ স্থাপন করেছিল?
উত্তর – কানাডায় ফরাসিরা উপনিবেশ স্থাপন করেছিল।
১৫২. সাম্রাজ্যবাদী দেশগুলির প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
উত্তর – সাম্রাজ্যবাদী দেশগুলির প্রকৃত লক্ষ্য ছিল উপনিবেশ থেকে যাবতীয় অর্থ, সম্পর শোষণ ও লুণ্ঠন করা। পাশাপাশি সাম্রাজ্যবাদী দেশগুলির লক্ষ্য ছিল উপনিবেশগুনি থেকে কাঁচামাল আমদানি করা এবং উৎপাদিত পণ্যসামগ্রী রপ্তানি করা।
১৫৩. পোর্তুগাল কোথায় কোথায় উপনিবেশ স্থাপন করেছিল?
উত্তর – এশিয়ার শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চিন এবং জাপানের পাশাপাশি দক্ষিণ আমেরিকার ব্রাজিলেও পোর্তুগাল উপনিবেশ স্থাপন করে।
১৫৪. সাম্রাজ্য গড়ে ওঠার পিছনে চারটি উপাদানের নাম লেখো।
উত্তর – সাম্রাজ্য গড়ে ওঠার পিছনে চারটি উপাদান হল ঔপনিবেশিক প্রভুরাষ্ট্র বা ‘নগরকেন্দ্র’, উপনিবেশ বা ‘প্রান্ত’, আন্তর্দেশীয় শক্তিসমূহ এবং আন্তর্জাতিক ব্যবস্থা।
১৫৫. প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটেন এবং ফ্রান্স কেন ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে মর্যাদা লাভ করে?
উত্তর – বিশ্বের বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তুলে সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে ওঠায় ব্রিটেন এবং ফ্রান্স ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে মর্যাদা লাভ করে।
১৫৬. ইউরোপীয় দেশগুলির মধ্যে কোন্ দেশ সর্বাধিক ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে?
উত্তর – ইউরোপীয় দেশগুলির মধ্যে ইংল্যান্ডই বিশ্বে সর্বাধিক ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে।
১৫৭. ভৌগোলিক আবিষ্কারের সুবাদে ইউরোপের কোন্ কোন্ বণিকগোষ্ঠী ভারতে প্রবেশ করে?
উত্তর – ভৌগোলিক আবিষ্কারের সুবাদে ইউরোপের ওলন্দাজ, ব্রিটিশ, ফরাসি, পোর্তুগিজ প্রভৃতি বণিকগোষ্ঠী ভারতে প্রবেশ করে।
১৫৮. পোর্তুগিজরা এশিয়ার কোথায় আধিপত্য বিস্তার করেছিল?
উত্তর – পোর্তুগিজরা পারস্য উপসাগরের হরমুজ থেকে মালয়-এর মালাক্কা এবং ইন্দোনেশিয়ার মশলা দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তার করেছিল।
১৫৯. ভারতের কোথায় কোথায় ওলন্দাজ বণিকদল তাদের বাণিজ্যকেন্দ্র গড়ে তুলেছিল?
উত্তর – ভারতের সুরাট, ব্রোচ, ক্যাম্বে, আমেদাবাদ, বাংলা, বিহার, মাদ্রাজ এবং অন্ধ্র-তে ওলন্দাজরা তাদের বাণিজ্যকেন্দ্র গড়ে তুলেছিল।
১৬০. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তর – ১৬০০ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
১৬১. শেষপর্যন্ত ভারতে কোন্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিপত্য প্রতিষ্ঠা করে?
উত্তর – শেষপর্যন্ত ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিপত্য প্রতিষ্ঠা করে।
১৬২. কোন্ কোন্ আইন প্রণয়নের ফলে ব্রিটিশ উপনিবেশ ভারত থেকে সস্তায় খাদ্যশস্য আমদানি শুরু হয়?
উত্তর – শস্য আইন (Corn Law, ১৮৪৯ খ্রি.), নৌপরিবহণ আইন (Navigation Act, – ১৮৪৬ খ্রি.) প্রভৃতি প্রণয়নের ফলে ব্রিটিশ উপনিবেশ ভারত থেকে সস্তায় খাদ্যশস্য আমদানি শুরু হয়।
১৬৩. কোন্ বিল দ্বারা ব্রিটিশ সরকার ইংল্যান্ডের মহারানিকে ভারতের সাম্রাজ্ঞী বলে ঘোষণা করে?
উত্তর – ১৮৭৬ খ্রিস্টাব্দের ‘Royal Titles Bill’-এর দ্বারা ব্রিটিশ সরকার ইংল্যান্ডের মহারানিকে ভারতের সাম্রাজ্ঞী বলে ঘোষণা করে।
১৬৪. সিপাহি বিদ্রোহের পর ভারত শাসন প্রক্রিয়ার কীরূপ পরিবর্তন হয়?
উত্তর – ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের পর ভারতের শাসনভার চলে যায় কোম্পানির হাত থেকে ইংল্যান্ডের রানির হাতে, যিনি তাঁর মনোনীত প্রতিনিধি অর্থাৎ ভাইসরয়ের মাধ্যমে ভারত শাসন করতে শুরু করেন।
১৬৫. ‘The White Man’s, Burden’-কবিতাটি কে লেখেন?
উত্তর – ‘The White Man’s Burden’ কবিতাটি রুডইয়ার্ড কিপলিং-এর লেখা।
১৬৬. আটলান্টিক ক্রীতদাস ব্যাবসা কী?
উত্তর – আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমেরিকায় রপ্তানি করার লাভজনক ব্যাবসাকে আটলান্টিক ক্রীতদাস ব্যাবসা বলে।
১৬৭. আফ্রিকার কোন্ কোন্ অঞ্চলে ঔপনিবেশিক শক্তি জাতিগত বৈষম্য কায়েম করেছিল?
উত্তর – আফ্রিকার বুরুন্ডি, লিবেরিয়া, ইথিওপিয়া, নামিবিয়া, মাদাগাসকার, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি অঞ্চলে ঔপনিবেশিক শক্তি জাতিগত বৈষম্য কায়েম করেছিল।
১৬৮. হাওয়াই দ্বীপপুঞ্জটি কত খ্রিস্টাব্দে মার্কিন সাম্রাজ্যভুক্ত হয়?
উত্তর – হাওয়াই দ্বীপপুঞ্জটি মার্কিন সাম্রাজ্যভুক্ত হয় ১৮৯৮ খ্রিস্টাব্দে।
১৬৯. উনিশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে (১৮৭৩ খ্রিস্টাব্দের পর থেকে) কারা আফ্রিকায় আসতে শুরু করেন?
উত্তর – উনিশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে (১৮৭৩ খ্রিস্টাব্দের পর থেকে) স্কট, স্পেক, লিভিংস্টোন, স্ট্যানলি, পিটার্স, দিব্রাজা প্রমুখ ধর্মপ্রচারক ও অভিযাত্রীরা আফ্রিকায় আসতে শুরু করেন।
১৭০. কোন্ দেশগুলিকে ঔপনিবেশিকতাবাদের প্রতিকৃতি বলা হয়?
উত্তর – পঞ্চদশ শতক নাগাদ পোর্তুগাল ও স্পেন এই দুই দেশ সমুদ্রপথ ধরে বাণিজ্য প্রসারের লক্ষ্যে উপনিবেশ গড়ে তোলায় সচেষ্ট হয়, তাই এই দুই দেশকে ঔপনিবেশিকতাবাদের প্রতিকৃতি বলা হয়।
১৭১. আফ্রিকার উপনিবেশ দখলকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলিতে কীরূপ অন্তর্দ্বন্দ্ব শুরু হয়?
উত্তর – আফ্রিকার মিশর এবং সুদান দখলকে কেন্দ্র করে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, মরক্কোকে কেন্দ্র করে ফ্রান্স ও জার্মানির মধ্যে, টিউনিস অঞ্চলের দখল নিয়ে ফ্রান্স ও ইটালির মধ্যে বিবাদ বাধে।
১৭২. উপনিবেশবাদের প্রকৃতি লেখো।
উত্তর – প্রকৃতি বিচারে উপনিবেশবাদের তিনটি রূপ প্রত্যক্ষ করা যায়, যথা-রাজনৈতিক রূপ, অর্থনৈতিক রূপ এবং সাংস্কৃতিক রূপ।
১৭৩. ভারতীয়দের সম্পর্কে ব্রিটিশ মনোভাব কী ছিল?
উত্তর – ভারত শাসনকালে শাসিত ভারতীয়রা ছিল শাসক ব্রিটিশদের কাছে কালো চামড়ার অশিক্ষিত মানুষ এবং শাসক ইংরেজ জাতিগত দিক থেকে নিজেদেরকে ভারতীয়দের অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করত।
১৭৪. কোন্ ইংরেজ সাহিত্যিক ভারতীয়দের ‘Half- devil and half-child’ বলেছেন?
উত্তর – ইংরেজ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিং ভারতীয়দের ‘Half-devil and half-child’ বলেছেন।
১৭৫. ব্রিটিশ উপনিবেশগুলির স্বরূপ উল্লেখ করো।
উত্তর – ব্রিটিশ উপনিবেশগুলির দু-ধরনের রূপ ছিল। একদিকে ছিল কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো সাদা চামড়ার মানুষদের ওপর কায়েম হওয়া ব্রিটিশ উপনিবেশ, অপরদিকে ছিল ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশ ও আফ্রিকায় কালো চামড়ার মানুষদের ওপর প্রতিষ্ঠিত ব্রিটিশ সাম্রাজ্যবাদ।
১৭৬. ইটালির ঔপনিবেশিক নীতিতে কী বলা হয়?
উত্তর – ইটালির ঔপনিবেশিক নীতিতে বলা হয় আধুনিক জীবনে আবশ্যিক প্রয়োজন হল জাতীয় মর্যাদার রক্ষা ও তার প্রসার।
১৭৭. নেলসন ম্যান্ডেলা কে ছিলেন?
উত্তর – দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য-বিরোধী আন্দোলনের প্রধান নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা (১৮ জুলাই, ১৯১৮ খ্রি.-৫ ডিসেম্বর, ২০১৩ খ্রি.)। পরবর্তীকালে তিনি স্বাধীন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান হন (১৯৯৪-৯৯ খ্রি.)।
১৭৮. বর্ণবৈষম্য নীতি কী? অথবা, বর্ণবৈষম্য কী?
উত্তর – সাম্রাজ্যবাদী সাদা চামড়া শাসকজাতি কালো চামড়ার শাসিত জাতির প্রতি যে বৈষম্যমূলক বা পক্ষপাতমূলক শাসননীতি কায়েম করে তাকে বর্ণবৈষম্য বলে। দক্ষিণ আফ্রিকার সাদা চামড়ার বিদেশজাতি কালো চামড়ার আফ্রিকাবাসীদের ওপর বর্ণবৈষম্য নীতি কায়েম করেছিল।
১৭৯. বর্ণবৈষম্য নীতি কোন্ দেশে বলবৎ হয়?
উত্তর – বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়।
১৮০. ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলতে কী বোঝানো হয়? অথবা, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝ?
উত্তর – ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে, এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া কৃয়াঙ্গ জাতিগুলির ‘উন্নতির’ দায়িত্ব তাদের পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে কবি রুডইয়ার্ড কিপলিং ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলে অভিহিত করেছেন।
১৮১. ‘জাতি ও জাতি বৈষম্য’ ধারণাটি কোন্ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল?
উত্তর – ‘জাতি ও জাতি বৈষম্য’ ধারণাটি পশ্চিমি উন্নত শ্বেতাঙ্গ জাতিগুলির দ্বারা এশিয়া ও আফ্রিকার পশ্চাদপদ জাতি-অধ্যুষিত দেশগুলিতে উপনিবেশ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল।
১৮২. পুতুল সরকার কাকে বলে?
উত্তর – যখন কোনো আর্থিক বা সামরিক দিক থেকে শক্তিশালী দেশ অপেক্ষাকৃত দুর্বল দেশের ওপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বা সেই দেশের সরকারকে নিজের ইচ্ছামতো পরিচালনা করে, সেই নিয়ন্ত্রিত সরকারকে পুতুল সরকার বলে।
১৮৩. সামাজিক ডারউইনবাদের প্রবক্তা কে?
উত্তর – সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হলেন হার্বার্ট স্পেনসার।
১৮৪. ‘বাঁচার মতো স্থান’ বা ‘লেবেনশ্রউম’ তত্ত্বের সার্থক রূপকার কে ছিলেন?
উত্তর – ‘বাঁচার মতো স্থান’ বা ‘লেবেনশ্রউম’ তত্ত্বের সার্থক রূপকার ছিলেন হিটলার।
১৮৫. ‘A System of Phrenology’ গ্রন্থটি কার লেখা?
উত্তর – ‘A System of Phrenology’ গ্রন্থটি জর্জ কম্বের লেখা।
১৮৬. ইউজেনিক্স (eugenics) তত্ত্ব বলতে কী বোঝ?
উত্তর – ফ্রান্সিস গালটন তাঁর ‘হেরিডিটারি জিনিয়াস’ গ্রন্থে বলেন মানুষ তার গুণগত বৈশিষ্ট্যগুলি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছে। যে-কোনো দুই জাতি সকল বৈশিষ্ট্য ও লক্ষণগত দিক থেকে সমজাতীয় হলে তাদের মধ্যে বেশি বুদ্ধিবৃত্তির অধিকারীরা জীবনযুদ্ধে সাফল্য পান। এই তত্ত্বের নাম ইউজেনিক্স তত্ত্ব।
১৮৭. ‘On the Origin of Species’ গ্রন্থটির লেখক কে?
উত্তর – ‘On the Origin of Species’ গ্রন্থটির লেখক চালর্স ডারউইন।
১৮৮. মার্টিন লুথার কিং-এর আন্দোলনের ভিত্তি কী ছিল?
উত্তর – মার্টিন লুথার কিং-এর আন্দোলনের ভিত্তি ছিল কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ।
১৮৯. ম্যান্ডেলা কীসের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন?
উত্তর – নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন।