উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় – ঠান্ডা লড়াইয়ের যুগ হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ) Short Question Answer গুলি নিম্নে দেওয়া হল।
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়- ঠান্ডা লড়াইয়ের যুগ হতে ছোটো প্রশ্ন উত্তর (SAQ)
১. ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর:- ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান।
২. ‘The Cold War’ গ্রন্থটির কারণে লেখা?
উত্তর:- ‘The Cold War’ গ্রন্থটি লেখেন ওয়াল্টার লিপম্যান।
৩. ‘The cold war and it’s origins 1917-1960’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- ‘The cold war and it’s origins 1917-1960’ গ্রন্থটির রচয়িতা ডি .এফ.ফ্লেমিং।
৪. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
উত্তর:- ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার এক জাতীয়তাবাদী নেতা এবং কিউবার রাষ্ট্রপতি।
৫. ঠান্ডা লড়াইয়ের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:- আমেরিকা ও রাশিয়া দুই পক্ষই যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করলেও বাস্তবে কিন্তু যুদ্ধ হয়নি।
৬. ট্রুম্যান নীতি কি?
উত্তর:- ১৯৪৭ খ্রিঃ ১২ মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ট্রুম্যান নীতি নামে পরিচিত ।
৭. ফালটন(Fulton) বক্তৃতা কী?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ -এর পরবর্তীকালে ইউরোপ -এর বিভিন্ন দেশে কমিউনিস্ট প্রভাব বৃদ্ধি পেলে ১৯৪৭ খিঃ ৫ ই মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনের West minster college -এ এক বক্তৃতায় সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে দিয়েছিলেন। চার্চিলের এই বক্তৃতা ফালটন বক্তৃতা নামে পরিচিত।
৮. মার্শাল পরিকল্পনা কী?
উত্তর:- ১৯৪৭ খ্রিঃ ৫ ই জুন মার্কিন রাষ্ট্র সচিব জর্জ সি. মার্শাল হার্বাট বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতায় ঘোষণা করেছিলেন যে ,যুদ্ধ বিদ্ধস্ত ইউরোপে সাম্যবাদকে রক্ষা করতে হলে , গ্রিস সহ সাম্যবাদ বিরোধী সকল দেশকে আর্থিক ও অন্যান্য সাহায্য দেওয়া হবে। মার্শালের এই বক্তৃতা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।
৯. লং মার্চ কী?
উত্তর:- চিন -এ গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে সরকারি বাহিনীর অবরোধ ভেঙে মাও-সে-তুং এর নেতৃত্বে এক লক্ষ কমিউনিস্ট বহু দুঃখ – কষ্ট সহ্য করে দীর্ঘ ৬০০০ মাইল পথ অতিক্রম করে তাদের গন্তব্যস্থল শেনসি প্রদেশে পৌঁছেছিল। এই ঘটনা লং মার্চ নামে পরিচিত ।
১০. তৃতীয় বিশ্ব কী?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলি আমেরিকা কিংবা সোভিয়েত শিবিরে জোটবদ্ধ না হয়ে স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করেছিল। এই দেশগুলিই তৃতীয় বিশ্ব নামে পরিচিত।
১১. বেষ্টনী নীতির জনক কে ? তার ছদ্ম নাম কি?
উত্তর:- বেষ্টনী নীতির জনক বলা হয় জর্জ কেন্নানকে। তাঁর ছদ্মনাম ছিল MR. X
১২. হাঙ্গেরির রাষ্ট্র প্রধান কে ছিলেন?
উত্তর:- হাঙ্গেরির রাষ্ট্র প্রধান ছিলেন ইমরে নেগি।
১৩. দাঁতাত কী?
উত্তর:- দাঁতাত একটি ফরাসি শব্দ। এর অর্থ ‘উত্তেজনা প্রশমন’। ১৯৬০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারস্পরিক তিক্ততা ভুলে সহাবস্থানের নীতি অনুসরন করেছিল,যা ঠান্ডা লড়াইকে প্রশমিত করেছিল। এই অবস্থাকে দাঁতাত বলা হয়।
১৪. জোট নিরপেক্ষতা কী?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঠান্ডা যুদ্ধের আবহে এশিয়া, আফ্রিকার স্বাধীন ও সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি, ধনতান্ত্রিক আমেরিকা বা সমাজতান্ত্রিক রাশিয়া কোনো জোটে যোগ না দিয়ে উভয়ের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে যে স্বাধীন বিদেশ নীতি পরিচালনা করেছিল তাকে জোট নিরপেক্ষ নীতি বলে।
১৫. জিওনিস্ট আন্দোলন কী?
উত্তর:- প্যালেস্টাইনে স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উনিশ শতকের শেষ দিকে যে আন্দোলন হয়েছিল তা জিওনিস্ট আন্দোলন নামে পরিচিত ।
১৬. পঞ্চশীল নীতি কি?উত্তর:- ১৯৫৪ খ্রিঃ শান্তিপূর্ণ সহাবস্থানের শর্ত মেনে চীনের প্রধানমন্ত্রী চৌ – এন- লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে যে পাঁচটি নীতি স্থির হয়েছিল তা পঞ্চশীল নীতি নামে পরিচিত ।
১৭. ব্যালফুর ঘোষণা কী?
উত্তর:- ১৯১৭ খ্রিঃ ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফুর একটি ঘোষণার মাধ্যমে বলেন যে ,ব্রিটিশ সরকার প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহানুভূতিশীল এবং তারা সঠিক সময়ে সহযোগিতা করবে। এই ঘোষনা ব্যালফুর ঘোষণা নামে পরিচিত ।
১৮. উপসাগরীয় সংকট কী?
উত্তর:- বিংশ শতকের সত্তরের দশকের শেষ দিকে মধ্য প্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে পারস্য উপসাগরীয় অঞ্চলে যে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তা উপসাগরীয় সংকট নামে পরিচিত।
১৯. আনজাস চুক্তি স্বাক্ষর করে কোন, কোন দেশ?
উত্তর:- প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে ১৯৫১ খ্রিঃ আমেরিকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এর সাথে আনজাস চুক্তি স্বাক্ষর করে ।
২০. NATO কথাটির অর্থ কী?
উত্তর:- NATO হল মার্কিন নেতৃত্বাধীন একটি সামরিক জোট। এর পুরো নাম North Atlantic Treaty Organisation
২১. SEATO -এর পুরো নাম কি ? এটি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- SEATO -এর পুরো নাম হল South-East Asian Treaty Organisation . ১৯৫৪ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় ।
২২. জোট নিরপেক্ষ আন্দোলনের চারজন নেতার নাম লিখ।
উত্তর:- জোট নিরপেক্ষ আন্দোলনের চারজন নেতা হলেন জওহরলাল নেহরু, গামাল আবদেল নাসের, মার্শাল টিটো, ড. সুকর্ণ, নক্রুমা।
২৩. কবে কেন জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল?
উত্তর:- দিয়েন- বিয়েন -ফু যুদ্ধে ফ্রান্স -এর চূড়ান্ত পরাজয়ের পর ইন্দোচিন সমস্যা সমাধানের উদ্দেশ্যে আলাপ- আলোচনার জন্য ১৯৫৪ খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল।
২৪. COMECON এর পুরো কথাটি কি?
উত্তর:- আমেরিকার নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে রাশিয়া ১৯৪৯ খ্রিস্টাব্দে COMECON গঠন করেছিল। এর পুরো কথা হল Council of Mutual Economic Assistance.
২৫. কবে কী উদ্দেশ্যে MEDO গঠিত হয়েছিল?
উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দে আমেরিকার সাহায্যে মধ্যপ্রাচ্যে রুশ আগ্রাসন প্রতিরোধ করা এবং মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য MEDO (Middle East Defence Organisation ) তৈরি হয়েছিল ।
২৬. কবে, কাদের মধ্যে ওয়ারশ (Warsaw) চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ই মে কমিউনিস্ট প্রভাবিত রাষ্ট্রগুলি ( রাশিয়া, পোল্যান্ড, রুমানিয়া, বুলগেরিয়া) নিয়ে রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে একটি আর্থিক পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।
২৭. বার্লিন অবরোধ বলতে কী বোঝা?
উত্তর:- ১৯৪৮ খ্রিস্টাব্দে ২৪ শে জুলাই সমগ্র বার্লিনে সোভিয়েত ইউনিয়ন তার আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বার্লিনে প্রবেশের সড়ক পথগুলিতে যে অবরোধ করেছিল তা বার্লিন অবরোধ নামে পরিচিত ।
২৮. কবে, কোথায় জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৬১ খ্রিঃ ১-৬ সেপ্টেম্বর যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৯. ঠান্ডা লড়াই কী?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমি ধনতান্ত্রিক রাষ্ট্র জোট ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র জোটের মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘকাল ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বা ছায়াযুদ্ধ চলতে থাকে। এই ঘটনাই ঠান্ডা লড়াই নামে পরিচিত ।
৩০. মলোটভ কে ছিলেন?
উত্তর:- মলোটভ ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
৩১. রিও চুক্তি স্বাক্ষরিত হয় কখন?
উত্তর:- রিও চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দে।
৩২. ইয়াল্টা সম্মেলনে অনুষ্ঠিত হয় কখন?
উত্তর:- ইয়াল্টা সম্মেলন -এ অনুষ্ঠিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে।
৩৩. বার্লিন এয়ারলিফট কি?
উত্তর:- রাশিয়ার বার্লিন অবরোধের সময় দীর্ঘ ১১ মাস আমেরিকা আকাশপথে বার্লিনে খাদ্য, ঔষধ, তেল, কয়লা প্রভৃতির জোগান দেয়। এই ঘটনা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত।
৩৪. বার্লিন প্রাচীর ধ্বংস হয় কবে?
উত্তর:- ১৯৮৯ খ্রিস্টাব্দের ৯ ই নভেম্বর বার্লিন প্রাচীর ধ্বংস হয়।
৩৫. পশ্চিম ও পূর্ব জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয় কখন?
উত্তর:- ১৯৯০ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর পশ্চিম ও পূর্ব জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয়।
৩৬. বুলগেরিয়ার জাতীয়তাবাদী নেতার নাম লেখ।
উত্তর:- বুলগেরিয়ার একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন নিকোলা পেটকভ।
৩৭. যুগোশ্লাভিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- যুগোশ্লাভিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মার্শাল টিটো।
৩৮. এনভার হোক্সা কে?
উত্তর:- আলবেনিয়ার একজন কমিউনিস্ট নেতা ছিলেন এনভার হোক্সা।
৩৯. UAR এর পুরো নাম কি?
উত্তর:- UAR এর পুরো নাম United Arab Republic .
৪০. কিম-উল-সুঙ কে ছিলেন?
উত্তর:- উত্তর কোরিয়ার একজন কমিউনিস্ট নেতা ।
৪১. বিভাজন হওয়ার সময় দুই কোরিয়ার রাজধানীর নাম কি ছিল?
উত্তর:- বিভাজন হওয়ার সময় উত্তর কোরিয়ার রাজধানী ছিল পানমুনজম এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী ছিল সিওল।
৪২. কত ডিগ্রি অক্ষ রেখা বরাবর দুই কোরিয়া বিভক্ত হয়ে যায়?
উত্তর:- ৩৮ ডিগ্রি অক্ষরেখা বরাবর দুই কোরিয়া বিভক্ত হয়ে যায়।
৪৩. কত ডিগ্রি অক্ষ রেখা বরাবর ভিয়েতনাম বিভক্ত হয়?
উত্তর:- ১৭° ডিগ্রি অক্ষ রেখা বরাবর ভিয়েতনাম বিভক্ত হয়।
৪৪. ভিয়েতমিন দল প্রতিষ্ঠা করেন কে?
উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দে ভিয়েতমিন দল প্রতিষ্ঠা করেন হো- চি – মিন।
৪৫. নগুয়েন গিয়াপ কে ছিলেন?
উত্তর:- নগুয়েন গিয়াপ ছিলেন ভিয়েতমিন বাহিনীর সেনাপতি ।
৪৬. হাইফং – এ বোমা বর্ষণ করে কোন দেশ?
উত্তর:- হাইফং – এ বোমা বর্ষণ করে ফ্রান্স।
৪৭. মাই-লাই ঘটনা কী?
উত্তর:- ভিয়েতনামের মাই-লাই গ্রামে ১৯৬৮ খ্রিস্টাব্দে মার্কিন সেনারা বিষাক্ত গ্যাস ও বিস্ফোরকের দ্বারা শিশু ও বৃদ্ধ সহ ৪০০ – ৪৫০ জনকে হত্যা করে। এই ঘটনা মাই – লাই ঘটনা নামে পরিচিত ।
৪৮. ঐকবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর:- ঐকবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ফাম ভান দং।
৪৯. বারুস পরিকল্পনা কী?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র নিরস্ত্রীকরণের উদ্দেশ্য ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৫ ই জুন জাতিপুঞ্জ -এর আণবিক শক্তি বিষয়ক একটি কমিশনের কাছে একটি পরিকল্পনা পেশ করেন যা বারুস পরিকল্পনা নামে পরিচিত ।
৫০. NPT – এর পুরো নাম কি?
উত্তর:- NPT – এর পুরো নাম Nuclear non – Proliferation Treaty .
৫১. কবে, কোথায় বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৮-২৬ শে এপ্রিল এশিয়া – আফ্রিকার ২৯ দেশ ইন্দোনেশিয়ার বান্দুং শহরে একটি সম্মেলনে মিলিত হয়, যা বান্দুং সম্মেলন নামে পরিচিত।
৫২. NAM – এর পুরো নাম কি?
উত্তর:- NAM – এর পুরো নাম Non -alignment Movement .
৫৩. বান্দুং সম্মেলনে যোগদানকারী ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- বান্দুং সম্মেলনে যোগদানকারী ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন আলি শস্ত্রো মিদযোযো ।
৫৪. আরব লীগ প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তর:- আরব লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দে ।
৫৫. স্বাধীন ইহুদী রাষ্ট্র গঠনের কথা সর্বপ্রথম কে প্রচার করেন?
উত্তর:- জনৈক রুশ-ইহুদী চিকিৎসক লিওন পিয়ান্সকার সর্বপ্রথম স্বাধীন ইহুদী রাষ্ট্র গঠনের কথা প্রচার করেন।
৫৬. ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কে রাজনৈতিক আন্দোলন শুরু করে?
উত্তর:- ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে থিওডোর হারজল রাজনৈতিক আন্দোলন শুরু করে।
৫৭. ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তর:- ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড.ওয়েইজম্যান।
৫৮. ইজরায়েলের রাজধানীর নাম কি?
উত্তর:- ইজরায়েলের রাজধানীর নাম তেল আভিভ।
৫৯. তৈল কূটনীতি কী?
উত্তর:- বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে আমেরিকা প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আমেরিকার এই কূটনৈতিক পদক্ষেপ তৈল কূটনীতি ( Oil Diplomacy ) নামে পরিচিত।
৬০. চিনের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর:- চিনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন চৌ – এন – লাই ।
৬১. আধুনিক মিশরের জনক কে?
উত্তর:- গামাল আবদেল নাসেরকে আধুনিক মিশর -এর জনক বলা হয়।
৬২. বাগদাদের কসাই বলা হয় কাকে?
উত্তর:- সাদ্দাম হোসেনকে বাগদাদের কসাই বলা হয়।