২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

ভারতীয় সভ্যতার ওপর হিমালয় পর্বতের প্রভাব

বি. এ. জেনারেল (1st Semister) ইতিহাস প্রথম অধ্যায়: প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতের ইতিহাসের উপাদান থেকে ৫ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন – হিমালয়কে কি কি নামে অভিহিত করা হয় ও ভারতীয় সভ্যতার ওপর হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করা হল।

হিমালয়কে কি কি নামে অভিহিত ও ভারতীয় সভ্যতার ওপর হিমালয় পর্বতের প্রভাব

প্রশ্ন:- হিমালয়কে কি কি নামে অভিহিত করা হয়েছে? ভারতীয় সভ্যতার ওপর হিমালয় পর্বতের প্রভাব বর্ণনা কর।

উত্তর:- হিমালয়কে ‘নগাধিরাজ’, ‘দেবতাত্মা হিমালয়’, ‘পৃথিবীর মানদণ্ড’,  ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে।

ভারতের উত্তরে অবস্থিত সুউচ্চ হিমালয় পর্বতমালা ভারতকে এশিয়া মহাদেশের অন্যান্য দেশ থেকে পৃথক করেছে। এর ফলে মধ্য-এশিয়ার যাযাবর জাতিগুলি অবাধে ভারতে প্রবেশ করতে পারেনি, ভারত বহিঃশক্রর আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। মধ্য-এশিয়ার শুদ্ধ ও শীতল বাতাসও ভারতে প্রবেশ করতে পারে নি হিমালয়ের জন্যই। তাই ভারতের আবহাওয়া হয়েছে নাতিশীতোষ্ণ। আবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটিয়ে ভারতকে করে তুলেছে শস্যশ্যামলা।

হিমালয়ের বরফগলা জলে পুষ্ট হয়েছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র – ভারতের তিন প্রধান নদ-নদী। উত্তর-ভারতের গঙ্গা বিধৌত সমভূমিকেও তাই হিমালয়ের দান বলা চলে। হিমালয় বহিঃশত্রুর আক্রমণ রুখলেও, বহিরাগত জাতির আগমনের দ্বার সম্পূর্ণ রুদ্ধ করেনি। হিমালয়ের খাইবার, বোলান, গোমাল, প্রভৃতি গিরিপথ দিয়ে আর্য, ইন্দোগ্রীক, শক, কুষাণ, পরবর্তীকালে পাঠান, মুঘল প্রভৃতি জাতিগুলি ভারতে এসেছে এবং ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আবার ঐ সব গিরিপথ দিয়েই ভারতীয় সভ্যতা, বৌদ্ধধর্ম ভারত থেকে চীন, তিব্বত, মধ্য-এশিয়ায় বিস্তৃত হয়েছে। তাই বলা যায়, ইতিহাসের ওপর হিমালয়ের প্রভাব অসীম।

Leave a Comment