২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়: দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ) question answer গুলি নিম্নে দেওয়া হল।

দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়: দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের বড়োলাট লিনলিথগোর ব্রিটেনের পক্ষ অবলম্বনের প্রস্তাবের ব্যাপারে কংগ্রেস শর্ত দেয় –

(ক) ২ টি

(খ) ৪টি

(গ) ৬টি

(ঘ) ৮টি

উত্তর – (ক) ২ টি

২. ক্রিপস মিশন ভারতে আসে –

(ক) ১৯৪১ খ্রি.

(খ) ১৯৪২ খ্রি.

(গ) ১৯৪৩ খ্রি.

(ঘ) ১৯৪৪ খ্রি.

উত্তর – (খ) ১৯৪২ খ্রি.

৩. কোন প্রস্তাবটিকে গান্ধিজি একটি ফেলপড়া ব্যাংকের আগাম তারিখের চেকের সঙ্গে তুলনা করেছিলেন?

(ক) আগস্ট প্রস্তাব

(খ) রাজাজি প্রস্তাব

(গ) ক্রিপস প্রস্তাব

(ঘ) লাহোর প্রস্তাব

উত্তর – (গ) ক্রিপস প্রস্তাব

৪. ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল কোন রাজনৈতিক দল?

(ক) হিন্দু মহাসভা

(খ) জাতীয় কংগ্রেস

(গ) র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি

(ঘ) মুসলিম লিগ

উত্তর – (গ) র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি

৫. গান্ধিবুড়ি নামে পরিচিত ছিলেন –

(ক) কনকলতা বড়ুয়া

(খ) মাতঙ্গিনী হাজরা

(গ) বাসন্তী দেবী

(ঘ) সরোজিনী নাইডু

উত্তর – (খ) মাতঙ্গিনী হাজরা

৬. গান্ধিজির নেতৃত্বে সর্ববৃহৎ গণ আন্দোলন হল –

(ক) খিলাফৎ আন্দোলন

(খ) অসহযোগ আন্দোলন।

(গ) আইন অমান্য আন্দোলন

(ঘ) ভারত ছাড়ো আন্দোলন

উত্তর – (ঘ) ভারত ছাড়ো আন্দোলন

৭. গান্ধিজি সম্পাদিত পত্রিকাটি হল –

(ক) দীনবন্ধু

(খ) সমাচার দর্পন

(গ) হরিজন

(ঘ) কেশরি

উত্তর – (গ) হরিজন

৮. ভারতে গান্ধিজির প্রথম রাজনৈতিক আন্দোলন ছিল –

(ক) চম্পারন সত্যাগ্রহ

(খ) আমেদাবাদ সত্যাগ্রহ

(গ) খেড়া সত্যাগ্রহ

(ঘ) অহিংস অসহযোগ আন্দোলন

উত্তর – (ক) চম্পারন সত্যাগ্রহ

৯. “করেঙ্গে ইয়া মরেঙ্গে।” গান্ধিজির এই উক্তিটি যুক্ত ছিল –

(ক) খিলাফৎ আন্দোলনে

(খ) অসহযোগ আন্দোলনে

(গ) আইন অমান্য আন্দোলনে

(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে

উত্তর – (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে

১০. “ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও, না হলে তাকে নৈরাজ্যের হাতে ছেড়ে চলে যাও।” এই উক্তিটি গান্ধিজি যে পত্রিকায় উল্লেখ করেন তা হল –

(ক) যুগান্তর পত্রিকা

(খ) বন্দেমাতরম্ পত্রিকা

(গ) হরিজন পত্রিকা

(ঘ) স্টেটসম্যান পত্রিকা

উত্তর – (গ) হরিজন পত্রিকা

১১. ভারত ছাড়ো আন্দোলন চলাকালে মেদিনীপুরের তমলুকে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের গুলিতে শহিদ হন –

(ক) বীণা দাস

(খ) মাতঙ্গিনী হাজরা

(গ) শ্রীমতী অ্যানি বেসান্ত

(ঘ) কল্পনা চৌধুরি

উত্তর – (খ) মাতঙ্গিনী হাজরা

১২. স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) জওহরলাল নেহরু

(খ) সুভাষচন্দ্র বসু

(গ) চিত্তরঞ্জন দাশ

(ঘ) মুজাফ্ফর আহমেদ

উত্তর – (গ) চিত্তরঞ্জন দাশ

১৩. ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু-র প্রতিদ্বন্দ্বী ছিলেন –

(ক) গোবিন্দ বল্লভপন্থ

(খ) চক্রবর্তী রাজাগোপালাচারী

(গ) পট্টভি সীতারামাইয়া

(ঘ) জওহরলাল নেহরু

উত্তর – (গ) পট্টভি সীতারামাইয়া

১৪. সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা –

(ক) মহাত্মা গান্ধি

(খ) মৌলানা আবুল কালাম আজাদ

(গ) জওহরলাল নেহরু

(ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তর – (ঘ) বল্লভভাই প্যাটেল

১৫. “বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে” গানটি রচনা করেন –

(ক) নজরুল ইসলাম

(খ) বিজন ভট্টাচার্য

(গ) সুকান্ত ভট্টাচার্য

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর – (গ) সুকান্ত ভট্টাচার্য

১৬. র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন –

(ক) গান্ধিজি

(খ) জওহরলাল নেহরু

(গ) বল্লভভাই প্যাটেল

(ঘ) মানবেন্দ্রনাথ রায়

উত্তর – (ঘ) মানবেন্দ্রনাথ রায়

১৭. সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি।” এই উক্তিটি করেছেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) দ্বিজেন্দ্রলাল রায়

(গ) অন্নদাশঙ্কর রায়

(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি

উত্তর – (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

১৮. সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন –

(ক) ১৯৪০ খ্রি. ১৭ জানুয়ারি

(খ) ১৯৪০ খ্রি. ২ জুলাই

(গ) ১৯৪১ খ্রি. ১৭ জানুয়ারি

(ঘ) ১৯৪১ খ্রি. ২ জুলাই

উত্তর – (গ) ১৯৪১ খ্রি. ১৭ জানুয়ারি

১৯. সুভাষচন্দ্র বার্লিনে ‘ফ্রি ইন্ডিয়া সেন্টার’ গঠন করেন –

(ক) ১০ জন ভারতীয়কে নিয়ে

(খ) ১৫ জন ভারতীয়কে নিয়ে

(গ) ২০ জন ভারতীয়কে নিয়ে

(ঘ) ২৫ জন ভারতীয়কে নিয়ে

উত্তর – (গ) ২০ জন ভারতীয়কে নিয়ে

২০. ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে নেতাজি দেশত্যাগ করেন –

(ক) জিয়াউদ্দিনের ছদ্মবেশে

(খ) মইনুদ্দিনের ছদ্মবেশে

(গ) আলাউদ্দিনের ছদ্মবেশে

(ঘ) সফিউদ্দিনের ছদ্মবেশে

উত্তর – (ক) জিয়াউদ্দিনের ছদ্মবেশে

২১. সিঙ্গাপুরে আয়োজিত এক জনসভায় রাসবিহারী বসুর হাত থেকে সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন –

(ক) ১৯৪০ খ্রি., ২৫ আগস্ট

(খ) ১৯৪১ খ্রি., ২৫ আগস্ট

(গ) ১৯৪২ খ্রি., ২৫ আগস্ট

(ঘ) ১৯৪৩ খ্রি., ২৫ আগস্ট

উত্তর – (ঘ) ১৯৪৩ খ্রি., ২৫ আগস্ট

২২. সুভাষ ব্রিগেডের প্রধান ছিলেন –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) শাহনওয়াজ খান

(গ) জি. এস. ধীলন

(ঘ) রসিদ আলি

উত্তর – (খ) শাহনওয়াজ খান

২৩. নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেন –

(ক) ১৯৪৩ খ্রি., ২১ অক্টোবর

(খ) ১৯৪১ খ্রি., ২১ অক্টোবর

(গ) ১৯৪২ খ্রি., ২১ অক্টোবর

(ঘ) ১৯৪৪ খ্রি., ২১ অক্টোবর

উত্তর – (ক) ১৯৪৩ খ্রি., ২১ অক্টোবর

২৪. শাহনওয়াজ খান ছিলেন –

(ক) কংগ্রেস দলের নেতা

(খ) ভারত সরকারের একজন মন্ত্রী

(গ) মুসলিম লিগের নেতা

(ঘ) আজাদ হিন্দ ফৌজের সেনাপতি

উত্তর – (ঘ) আজাদ হিন্দ ফৌজের সেনাপতি

২৫. সুভাষচন্দ্র আন্দামান দ্বীপের নাম রাখেন –

(ক) স্বদেশ দ্বীপ

(খ) স্বাধীনতা দ্বীপ

(গ) স্বরাজ দ্বীপ

(ঘ) শহিদ দ্বীপ

উত্তর – (ঘ) শহিদ দ্বীপ

২৬. সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন –

(ক) হরিপুরা অধিবেশনে

(খ) ত্রিপুরি অধিবেশনে

(গ) লাহোর অধিবেশনে

(ঘ) কলকাতা অধিবেশনে

উত্তর – (খ) ত্রিপুরি অধিবেশনে

২৭. ‘রশিদ আলি দিবস’ পালিত হয় –

(ক) ২ জানুয়ারি

(খ) ১২ ফ্রেব্রুয়ারি

(গ) ১৬ মার্চ

(ঘ) ২২ মে

উত্তর – (খ) ১২ ফ্রেব্রুয়ারি

২৮. কোন্ স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়?

(ক) কলকাতা

(খ) বোম্বাই

(গ) মাদ্রাজ

(ঘ) লাহোর

উত্তর – (খ) বোম্বাই

২৯. নৌবিদ্রোহ প্রথম শুরু হয় –

(ক) কাসেল ব্যারাকে

(খ) কোমাগাতামারু জাহাজে

(গ) তলোয়ার জাহাজে

(ঘ) আমেরিকান জাহাজে

উত্তর – (গ) তলোয়ার জাহাজে

৩০. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হল –

(ক) কোহিমা

(খ) ইম্ফল

(গ) গৌহাটি

(ঘ) দিসপুর

উত্তর – (ক) কোহিমা

৩১. আজাদি সেনানায়কদের বিচার শুরু হয় –

(ক) কলকাতায়

(খ) বোম্বাইতে

(গ) দিল্লিতে

(ঘ) মাদ্রাজে

উত্তর – (গ) দিল্লিতে

৩২. বড়োলাট ওয়াভেলের পরিকল্পনা মেনে সিমলায় আয়োজিত হয় –

(ক) প্রথম গোলটেবিল বৈঠক

(খ) দ্বিতীয় গোলটেবিল বৈঠক

(গ) তৃতীয় গোলটেবিল বৈঠক

(ঘ) সিমলা বৈঠক

উত্তর – (ঘ) সিমলা বৈঠক

৩৩. ভারতে অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন –

(ক) জওহরলাল নেহরু

(খ) আবুল কালাম আজাদ

(গ) মহম্মদ আলি জিন্না

(ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তর – (ক) জওহরলাল নেহরু

৩৪. বাংলার ভারত ছাড়ো আন্দোলনে যে নারী শহিদ হন –

(ক) বীণা দাশ

(খ) শান্তি ঘোষ

(গ) মাতঙ্গিনী হাজরা

(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার

উত্তর – (গ) মাতঙ্গিনী হাজরা

৩৫. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন –

(ক) ড. রাজেন্দ্র প্রসাদ

(খ) রাজাগোপালাচারী

(গ) লর্ড মাউন্টব্যাটেন

(ঘ) স্যার পেথিক লরেন্স

উত্তর – (গ) লর্ড মাউন্টব্যাটেন

৩৬. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন –

(ক) বি. আর. আম্বেদকর

(খ) জওহরলাল নেহরু

(গ) গান্ধিজি

(ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ

উত্তর – (ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ

৩৭. গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল –

(ক) ৩৮৯

(খ) ১৮৯

(গ) ৪৮৯

(ঘ) ৫৮৯

উত্তর – (ক) ৩৮৯

৩৮. গণপরিষদ গঠন করার জন্য এক নির্বাচন অনুষ্ঠিত হয় –

(ক) ১৯৪৩ খ্রি., জুলাই

(খ)১৯৪৪ খ্রি., জুলাই

(গ) ১৯৪৫ খ্রি.. জুলাই

(ঘ) ১৯৪৬ খ্রি., জুলাই

উত্তর – (ঘ) ১৯৪৬ খ্রি., জুলাই

৩৯. ভারতের স্বাধীনতা আইন পাস হয় –

(ক) ১৯৪৬-এর ৪ জুলাই

(খ) ১৯৪৭-এর ১৪ আগস্ট

(গ) ১৯৪৬-এর ১৪ আগস্ট

(ঘ) ১৯৪৭-এর ৪ জুলাই

উত্তর – (ঘ) ১৯৪৭-এর ৪ জুলাই

৪০. ভারতের বড়োলাট লিনলিথগো এক ঘোষণায় উল্লেখ করেন যে ভারত ব্রিটেনের পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছে, যার প্রতিক্রিয়া হিসেবে –

(ক) মুসলিম লিগ মন্ত্রীসভাগুলি থেকে পদত্যাগ করে

(খ) জাতীয় কংগ্রেস মন্ত্রীসভাগুলি থেকে পদত্যাগ করে

(গ) কমিউনিস্ট দল মন্ত্রীসভায় যোগদান করে

(ঘ) কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ব্রিটিশবিরোধী আন্দোলন গড়ে তোলে

উত্তর – (খ) জাতীয় কংগ্রেস মন্ত্রীসভাগুলি থেকে পদত্যাগ করে

৪১. বড়োলাট লিনলিথগোর প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয় –

(ক) জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে

(খ) জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে

(গ) জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে

(ঘ) জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনে

উত্তর – (ঘ) জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনে

৪২. বড়োলাট লিনলিথগোর ঘোষণার প্রতিবাদ হিসেবে গান্ধিজি –

(ক) ব্যক্তিগত সত্যাগ্রহের উদ্যোগ নেন

(খ) আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত নেন

(গ) অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত নেন

(ঘ) আগস্ট আন্দোলনের সিদ্ধান্ত নেন

উত্তর – (ক) ব্যক্তিগত সত্যাগ্রহের উদ্যোগ নেন

৪৩. ক্রিপস মিশনের সদস্য স্ট্যাফোর্ড ক্লিপস ছিলেন –

(ক) ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য

(খ) ফরাসি মন্ত্রীসভার সদস্য

(গ) জাপানি মন্ত্রীসভার সদস্য

(ঘ) মার্কিন মন্ত্রীসভার সদস্য

উত্তর – (ক) ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য

৪৪. বড়োলাট লিনলিথগোর পরে ভারতের নতুন বড়োলাট হন –

(ক) ক্যানিং

(খ) আর্চিবল্ড ওয়াভেল

(গ) মাউন্টব্যাটেন

(ঘ) আরউইন

উত্তর – (খ) আর্চিবল্ড ওয়াভেল

৪৫. ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠানো হয় –

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

উত্তর – (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

৪৬. ভারতের সংবিধান রচনার লক্ষ্যে সংবিধান খসড়া রচনা করে –

(ক) ভারতীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত খসড়া কমিটি

(খ) ইংরেজ কর্মচারীদের নিয়ে পঠিত খসড়া কমিটি

(গ) ভারতে ব্রিটিশ সরকারে কর্মরত ইউরোপীয় কর্মচারীদের নিয়ে গঠিত খসড়া কমিটি

(ঘ) ইউরোপীয় ও ভারতীয় কর্মচারীদের নিয়ে গঠিত খসড়া কমিটি

উত্তর – (ক) ভারতীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত খসড়া কমিটি

৪৭. ভারতের লৌহমানব বলা হয় –

(ক) দাদাভাই নৌরজিকে

(খ) জওহরলাল নেহরুকে

(গ) মৌলানা আবুল কালাম আজাদকে

(ঘ) সর্দার বল্লভভাই প্যাটেলকে

উত্তর – (ঘ) সর্দার বল্লভভাই প্যাটেলকে

৪৮. ভারতীয় সংবিধান কার হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করেছে?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) রাজ্যপাল

(ঘ) মুখ্যমন্ত্রী

উত্তর – (খ) রাষ্ট্রপতি

৪৯. ১৯৪৬ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় –

(ক) আবুল কালাম আজাদের নেতৃত্বে

(খ) সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে

(গ) জওহরলাল নেহরুর নেতৃত্বে

(ঘ) বাবু রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে

উত্তর – (গ) জওহরলাল নেহরুর নেতৃত্বে

৫০. অন্তর্বর্তী সরকারের মন্ত্রীসভার সদস্য ছিল –

(ক) ১০ জন

(খ) ১২ জন

(গ) ১৮ জন

(ঘ) ৮ জন

উত্তর – (খ) ১২ জন

৫১. ‘যখনই প্রস্তাবগুলি আমি প্রথম পড়লাম, আমি ভীষণভাবে হতাশ হয়েছিলাম”। ক্রিপস প্রস্তাব প্রসঙ্গে এই বক্তব্যটি কে বলেন?

(ক) জওহরলাল নেহরু

(খ) বল্লভভাই প্যাটেল

(গ) আবুল কালাম আজাদ

(ঘ) মহম্মদ আলি জিন্না

উত্তর – (ক) জওহরলাল নেহরু

৫২. প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন –

(ক) মৌলানা আবুল কালাম আজাদ

(খ) আগা খাঁ

(গ) মহম্মদ আলি জিন্না

(ঘ) আবদুল রসুল

উত্তর – (গ) মহম্মদ আলি জিন্না

৫৩. “দেশভাগ হল এক দৈব দুর্বিপাক।”এই উক্তিটি করেন –

(ক) মৌলানা আবুল কালাম আজাদ

(খ) মহাত্মা গান্ধি

(গ) জওহরলাল নেহরু

(ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল

উত্তর – (ক) মৌলানা আবুল কালাম আজাদ

৫৪. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন –

(ক) ক্যানিং

(খ) ওয়ারেন হেস্টিংস

(গ) মাউন্টব্যাটেন

(ঘ) এটলি

উত্তর – (গ) মাউন্টব্যাটেন

৫৫. মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারত বিভক্ত হয় ও ভারত স্বাধীনতা পায় –

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট

(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ আগস্ট

উত্তর – (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট

৫৬. মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারত বিভক্ত হয় ও পাকিস্তান স্বাধীনতা পায় –

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট

(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ আগস্ট

উত্তর – (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

৫৭. গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় –

(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর

(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর

(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর

(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর

উত্তর – (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর

৫৮. গণপরিষদের প্রথম অধিবেশন বসে –

(ক) কলকাতায়

(খ) দিল্লিতে

(গ) বোম্বাইতে

(ঘ) মাদ্রাজে

উত্তর – (খ) দিল্লিতে

৫৯. স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন –

(ক) বল্লভভাই প্যাটেল

(খ) মৌলানা আবুল কালাম আজাদ

(গ) ড. রাজেন্দ্র প্রসাদ

(ঘ) সর্বপল্লি রাধাকৃষ্ণান

উত্তর – (গ) ড. রাজেন্দ্র প্রসাদ

৬০. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন –

(ক) জওহরলাল নেহরু

(খ) ড. রাজেন্দ্র প্রসাদ

(গ)  আবুল কালাম আজাদ

(ঘ) এস. রাধাকৃষ্ণাণ

উত্তর – (ক) জওহরলাল নেহরু

৬১. ‘Discovery of India’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) আবুল কালাম আজাদ

(গ) জওহরলাল নেহরু

(ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ

উত্তর – (গ) জওহরলাল নেহরু.

৬২. ‘দ্য স্পিরিট অব ইসলাম’ গ্রন্থটির লেখক ছিলেন –

(ক) মন্তেস্কু

(খ) চৌধুরি রহমত আলি

(গ) আবুল কালাম আজাদ

(ঘ) সৈয়দ আমির আলি

উত্তর – (ঘ) সৈয়দ আমির আলি

৬৩. ‘India Wins Freedom’ নামক গ্রন্থটি রচনা করেন –

(ক) মহাত্মা গান্ধি

(খ) জওহরলাল নেহরু

(গ) মৌলানা আবুল কালাম আজাদ

(ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু

উত্তর – (গ) মৌলানা আবুল কালাম আজাদ

৬৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়োলাট ছিলেন –

(ক) লর্ড আরউইন

(খ) ওয়াভেল

(গ) মাউন্টব্যাটেন

(ঘ) লিনলিথগো

উত্তর – (ঘ) লিনলিথগো

৬৫. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল –

(ক) ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট

(খ) ১৯৪২ খ্রিস্টাব্দের ৬ মে

(গ) ১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ মার্চ

উত্তর – (ক) ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট

৬৬. ভারত ছাড়ো আন্দোলনকে ‘অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছেন –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) স্ট্যাফোর্ড ক্রিপস

(গ) মাউন্টব্যাটেন

(ঘ) বি. আর. আম্বেদকর

উত্তর – (ঘ) বি. আর. আম্বেদকর

৬৭. ‘জাগরী’ উপন্যাসের রচয়িতা হলেন –

(ক) তারাশংকর বন্দোপাধ্যায়

(খ) মানিক বন্দোপাধ্যায়

(গ) বিভূতিভূষণ মুখোপাধ্যায়

(ঘ) সতীনাথ ভাদুড়ি

উত্তর – (ঘ) সতীনাথ ভাদুড়ি

৬৮. তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে –

(ক) অসহযোগ আন্দোলনের সময়

(খ) ভারত ছাড়ো আন্দোলনের সময়

(গ) আইন অমান্য আন্দোলনের সময়

(ঘ) স্বাধীনতার সময়

উত্তর – (খ) ভারত ছাড়ো আন্দোলনের সময়

৬৯. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন –

(ক) অজয় মুখোপাধ্যায়

(খ) সতীশচন্দ্র সামন্ত

(গ) মাতঙ্গিনী হাজরা

(ঘ) চৈতু পান্ডে

উত্তর – (খ) সতীশচন্দ্র সামন্ত

৭০. ভারত থেকে সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক মহানিষ্ক্রমণ ঘটে –

(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৮ খ্রিস্টাব্দে

উত্তর – (গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

৭১. সুভাষচন্দ্র বসু ‘ইন্ডিয়ান লিজিয়ন’ প্রতিষ্ঠা করেন –

(ক) কাবুলে

(খ) জার্মানিতে

(গ) জাপানে

(ঘ) সিঙ্গাপুরে

উত্তর – (খ) জার্মানিতে

৭২. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে সমুদ্রপথে সাবমেরিনে কয়েক হাজার মাইল অতিক্রম করে সুভাষচন্দ্রের জাপানে আসতে সময় লাগে –

(ক) ৩৭ দিন

(খ) ৫৭ দিন

(গ) ৭৭ দিন

(ঘ) ৯৭ দিন

উত্তর – (ঘ) ৯৭ দিন

৭৩. নৌবিদ্রোহে নেতৃত্ব দেন –

(ক) সরোজিনী নাইডু

(খ) শাহনওয়াজ খান

(গ) এম. এস. খান

(ঘ) অরুণা আসফ আলি

উত্তর – (গ) এম. এস. খান

৭৪. মন্ত্রী মিশনের প্রধান নেতা ছিলেন –

(ক) স্ট্যাফোর্ড ক্রিপস

(খ) এ. ভি. আলেকজান্ডার

(গ) পেথিক লরেন্স

(ঘ) মেকলে

উত্তর – (গ) পেথিক লরেন্স

৭৫. যে পরিকল্পনার চূড়ান্ত পরিণাম হল দেশভাগ তা হল –

(ক) সিমলা পরিকল্পনা

(খ) আরউইন পরিকল্পনা

(গ) ওয়াভেল পরিকল্পনা

(ঘ) মাউন্টব্যাটেন পরিকল্পনা

উত্তর – (ঘ) মাউন্টব্যাটেন পরিকল্পনা

৭৬. ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন বড়োলাট –

(ক) আরউইন

(খ) মাউন্টব্যাটেন

(গ) লিনলিথগো

(ঘ) ওয়াভেল

উত্তর – (খ) মাউন্টব্যাটেন

৭৭. পাঞ্জাবে কোন্ দলের নেতা ছিলেন সিকান্দর হায়াৎ খাঁ?

(ক) অকালি

(খ) কংগ্রেস

(গ) কমিউনিস্ট

(ঘ) ইউনিয়নিস্ট

উত্তর – (ঘ) ইউনিয়নিস্ট

৭৮. ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়?

(ক) রেঙ্গুন-এ

(খ) টোকিও-তে

(গ) ব্যাংকক-এ

(ঘ) সিঙ্গাপুর-এ

উত্তর – (ঘ) সিঙ্গাপুর-এ

৭৯. ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

(ক) উইনস্টন চার্চিল

(খ) লিনলিথগো

(গ) ক্লেমেন্ট এটলি

(ঘ) স্ট্যাফোর্ড ক্রিপস

উত্তর – (ক) উইনস্টন চার্চিল

৮০. কোন্ জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়?

(ক) র‍্যাভেন

(খ) তলোয়ার

(গ) সমুদ্র কন্যা

(ঘ) টাইটানিক

উত্তর – (খ) তলোয়ার

৮১. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস লিগের সভাপতি নিযুক্ত হন –

(ক) মোহন সিং

(খ) সুভাষচন্দ্র বসু

(গ)  রাসবিহারী বসু

(ঘ) লক্ষ্মী স্বামীনাথন

উত্তর – (খ) সুভাষচন্দ্র বসু

৮২. আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের অগ্রগতি ঘটেছিল –

(ক) বাংলায়

(খ) তামিলনাডুতে

(গ) অন্ধ্রপ্রদেশে

(ঘ) কেরালায়

উত্তর – (ক) বাংলায়

৮৩. প্রতিষ্ঠাকালে ভারতীয় স্বাধীনতা সংঘ বা ‘ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স লিগ’-এর সদস্য সংখ্যা ছিল –

(ক) ১০ হাজার

(খ) ১৫ হাজার

(গ) ২০ হাজার

(ঘ) ২৫ হাজার

উত্তর – (ঘ) ২৫ হাজার

৮৪. লিনলিথগো প্রস্তাবটি — প্রস্তাব নামে পরিচিত।

(ক) জুলাই প্রস্তাব

(খ) আগস্ট প্রস্তাব

(গ) ক্রিপস প্রস্তাব

(ঘ) লাহোর প্রস্তাব

উত্তর – (খ) আগস্ট প্রস্তাব

৮৫. জাতীয় কংগ্রেসের হরিপুরা ও ত্রিপুরি অধিবেশনে পরপর দুবার — সভাপতি নির্বাচিত হন।

(ক) পট্টভি সীতারামাইয়া

(খ) জওহরলাল নেহবু

(গ) রাজেন্দ্র প্রসাদ

(ঘ) সুভাষচন্দ্র বসু

উত্তর – (ঘ) সুভাষচন্দ্র বসু

৮৬. ক্লেমেন্ট এটলি ছিলেন ব্রিটেনের

(ক) সমাজতান্ত্রিক দলের নেতা

(খ) গণতান্ত্রিক দলের নেতা

(গ) শ্রমিক দলের নেতা

(ঘ) কমিউনিস্ট দলের নেতা

উত্তর – (গ) শ্রমিক দলের নেতা

৮৭. ভারত ছাড়ো আন্দোলন চলার সময় নাগপুর ‘হিন্দুস্থান রেড আমি’ গঠন করেন –

(ক) মদনলাল বাগড়ি

(খ) মদনলাল ধিংড়া

(গ) মানবেন্দ্রনাথ রায়

(ঘ) ভগৎ সিং

উত্তর – (ক) মদনলাল বাগড়ি

৮৮. ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে –

(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে

(খ) ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৫ জুলাই নাৎসিদের অস্ট্রিয়ায় সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দের ২২ জুন হিটলারের রাশিয়া আক্রমণের মধ্য দিয়ে

(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দের ১০ মে হিটলারের নেতৃত্বে জার্মানির বেলজিয়াম আক্রমণের মধ্য দিয়ে

উত্তর – (ক) ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে

৮৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –

(ক) উড্রো উইলসন

(খ) হুভার

(গ) রুজভেল্ট

(ঘ) ট্রুম্যান

উত্তর – (গ) রুজভেল্ট

৯০. ইংল্যান্ড মিত্রপক্ষের হয়ে যে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তা হল –

(ক) ইটালি

(খ) স্পেন

(গ) জাপান

(ঘ) জার্মানি

উত্তর – (ঘ) জার্মানি

৯১. হিদেকি তোজো রাষ্ট্রপ্রধান ছিলেন –

(ক) চিনের

(খ) ইটালির

(গ) জার্মানির

(ঘ) জাপানের

উত্তর – (ঘ) জাপানের

৯২. চিনের উল্লেখযোগ্য ঘটনা ছিল –

(ক) লং মার্চ

(খ) দিয়েন বিয়েন ফু-র ঘটনা

(গ) মাই-লাই ঘটনা

(ঘ) কথো সংকট

উত্তর – (ক) লং মার্চ

৯৩. চিনের পিকিং শহরের দক্ষিণে যে সেতুর কাছে জাপানি সেনাবাহিনী চিনা সেনাদের আক্রমণ করে তা হল –

(ক) মার্কোপোলো

(খ) সেচুয়ান

(গ) লুকোচিয়াও

(ঘ) সাংহাই

উত্তর – (ক) মার্কোপোলো

৯৪. পিকিং শহরের নিকটবর্তী যে গ্রামে চিনা ও জাপানি সেনাদের মধ্যে সংঘর্ষ (১৯৩৭ খ্রি.) শুরু হয়, তা হল –

(ক) উয়াং

(খ) লুকো চিয়াও

(গ) লাচু

(ঘ) ক্যান্টন

উত্তর – (খ) লুকো চিয়াও

৯৫. ‘রিয়েলপলিটিক’ নীতির প্রবক্তা ছিলেন –

(ক) মুসোলিনি

(খ) কাইজার দ্বিতীয় উইলিয়াম

(গ) হিটলার

(ঘ) বিসমার্ক

উত্তর – (ঘ) বিসমার্ক

৯৬. আধুনিককালে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলি সবচেয়ে বেশি উপনিবেশ স্থাপন করে –

(ক) এশিয়া ও আফ্রিকায়

(খ) এশিয়া ও আমেরিকায়

(গ) দক্ষিণ আমেরিকায়

(ঘ) আফ্রিকা ও আমেরিকায়

উত্তর  – (ক) এশিয়া ও আফ্রিকায়

৯৭. ২১ (একুশ) দফা দাবি পেশ করে –

(ক) জাপান

(খ) ভিয়েতনাম

(গ) চিন

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তর – (ক) জাপান

৯৮. জাপান পার্ল হারবার আক্রমণ করে –

(ক) ১৯৪১ খ্রি.

(খ) ১৯৪২ খ্রি.

(গ) ১৯৪৪ খ্রি.

(ঘ) ১৯৪৫ খ্রি.

উত্তর – (ক) ১৯৪১ খ্রি.

৯৯. বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় –

(ক) ১৯৪১ খ্রি.

(খ) ১৯৪২ খ্রি.

(গ) ১৯৪৩ খ্রি.

(ঘ) ১৯৪৪ খ্রি.

উত্তর – (গ) ১৯৪৩ খ্রি

১০০. পূর্ব এশিয়ার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় –

(ক) ক্যাপ্টেন মোহন সিংকে

(খ) ভগৎ সিংকে

(গ) রাসবিহারী বসুকে

(ঘ) সুভাষচন্দ্র বসুকে

উত্তর – (গ) রাসবিহারী বসুকে

১০১. হিরোশিমায় আণবিক বোমা ফেলে –

(ক) রাশিয়া

(খ) আমেরিকা যুক্তরাষ্ট্র

(গ) গ্রেট ব্রিটেন

(ঘ) ভারত

উত্তর – (খ) আমেরিকা যুক্তরাষ্ট্র

১০২. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ চালায় –

(ক) রাশিয়া

(খ) ইটালি

(গ) জার্মানি

(ঘ) জাপান

উত্তর – (ঘ) জাপান

১০৩. ‘উদীয়মান সূর্যের দেশ’ হিসেবে পরিচিত –

(ক) জার্মানি

(খ) জাপান

(গ) ভারত

(ঘ) চিন

উত্তর – (খ) জাপান

১০৪. ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ এই স্লোগান তুলেছিল –

(ক) ভারত

(খ) জাপান

(গ) চিন

(ঘ) ভিয়েতনাম

উত্তর – (খ) জাপান

১০৫. ‘বৃহত্তর পূর্ব এশিয়ার যৌথ অগ্রগতি বলয়’ পরিকল্পনার কথা সরকারিভাবে ঘোষণা করেন –

(ক) ফুসিয়ারো

(খ) মাৎসুওকা

(গ) শিরটোরি তোসিও

(ঘ) কোনো ফুমিমারো

উত্তর – (খ) মাৎসুওকা

১০৬. বিংশ শতকের গোড়ার দিকে — দেশের জাতীয়তাবাদীরা ‘পূর্বে চলো’ আন্দোলনের ডাক দেন।

(ক) চিন

(খ) জাপান

(গ) ভিয়েতনাম

(ঘ) ইন্দোনেশিয়া

উত্তর – (গ) ভিয়েতনাম

১০৭. জাপান — খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া দখল করে।

(ক) ১৯৩০

(খ) ১৯৩১

(গ) ১৯৩২

(ঘ) ১৯৩৩

উত্তর – (খ) ১৯৩১

১০৮. মিউনিখ চুক্তি সম্পাদিত হয় — খ্রিস্টাব্দে।

(ক) ১৯৩৭

(খ) ১৯৩৮

(গ) ১৯৩৯

(ঘ) ১৯৪০

উত্তর – (খ) ১৯৩৮

১০৯. ১৯৪১ খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে — ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল।

(ক) সোভিয়েত রাশিয়া

(খ) চিন

(গ) জাপান

(ঘ) ফ্রান্স

উত্তর – (গ) জাপান

১১০. স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় –

(ক) ১৯৪৯ খ্রি.

(খ) ১৯৪৮ খ্রি.

(গ) ১৯৪৭ খ্রি

(ঘ) ১৯৫১ খ্রি.

উত্তর – (ক) ১৯৪৯ খ্রি.

১১১. ফরাসি শাসন থেকে মুক্তির পর ইন্দোচিনের নাম হয় –

(ক) থাইল্যান্ড

(খ) ভিয়েতনাম

(গ) ইন্দোনেশিয়া

(ঘ) মাঞ্চুরিয়া

উত্তর – (খ) ভিয়েতনাম

১১২. ইন্দোনেশিয়া কোন্ ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল?

(ক) ইংল্যান্ড

(খ) ফ্রান্স

(গ) স্পেন

(ঘ) হল্যান্ড

উত্তর – (ঘ) হল্যান্ড

১১৩. ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে –

(ক) ১৯৭১ খ্রি.

(খ) ১৯৫০ খ্রি.

(গ) ১৯৫৫ খ্রি.

(ঘ) ১৯৬০ খ্রি.

উত্তর – (খ) ১৯৫০ খ্রি.

১১৪. ‘বাফার’ বা নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃত পায় মধ্য এশিয়ার –

(ক) কোরিয়া

(খ) সিঙ্গাপুর

(গ) আফগানিস্তান

(ঘ) সুইটজারল্যান্ড

উত্তর – (গ) আফগানিস্তান

১১৫. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন –

(ক) হাত্তা

(খ) ড. সুকর্ণ

(গ) হাব্বিবি

(ঘ) সুহার্তো

উত্তর – (খ) ড. সুকর্ণ

১১৬. ড. সুকর্ণ কোন্ দেশের নেতা ছিলেন?

(ক) ইন্দোচিনের

(খ) চিনের

(গ) ইন্দোনেশিয়ার

(ঘ) জাপানের

উত্তর – (গ) ইন্দোনেশিয়ার

১১৭. ভিয়েতনামের হাইফং অঞ্চলে বোমা নিক্ষেপ করে কয়েক হাজার নিরীহ ভিয়েতনামিকে হত্যা করে –

(ক) ইংল্যান্ড

(খ) ফ্রান্স

(গ) মার্কিন যুক্তরাষ্ট্র

(ঘ) জাপান

উত্তর – (খ) ফ্রান্স

১১৮. ‘পূর্ব এশিয়ার নতুন বিধান’ ঘোষণা করেন –

(ক) চিনের প্রধানমন্ত্রী

(খ) ভারতের প্রধানমন্ত্রী

(গ) জাপানের প্রধানমন্ত্রী

(ঘ) ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী

উত্তর – (গ) জাপানের প্রধানমন্ত্রী

১১৯. ইন্দোচায়না কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) মেও-সে-তুং

(খ) হো-চি-মিন

(গ) বাও দাই

(ঘ) মহম্মদ হাত্তা

উত্তর – (খ) হো-চি-মিন

১২০. ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –

(ক) ড. সুকর্ণ

(খ) বেনবেল্লা

(গ) হো-চি-মিন

(ঘ) সান ইয়াৎ-সেন

উত্তর – (গ) হো-চি-মিন

১২১. ভিয়েতমিন গঠন করেন –

(ক) নগুয়েন-গিয়াপ

(খ) হো চি মিন

(গ) বাও-দাও

(ঘ) ন-দিন-দিয়েম

উত্তর – (খ) হো চি মিন

Leave a Comment