নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়-ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতিঃ নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ) question answer গুলি নিম্নে দেওয়া হল।


ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য থেকে হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ), দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় mcq, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় mcq প্রশ্ন উত্তর, উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় mcq

নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)

১. ঔরঙ্গজেব -এর মৃত্যু হয় –

  • (ক) ১৭০৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭০৮ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭০৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭০৬ খ্রিস্টাব্দে                    

উত্তরঃ- (গ) ১৭০৭ খ্রিস্টাব্দে।

২. বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন –

উত্তরঃ- (ক) মুর্শিদকুলি খাঁ

৩. হায়দ্রাবাদে স্বাধীন ভাবে রাজত্ব শুরু করেন –

  • (ক) হায়দার আলি
  • (খ) নিজাম উল মুলক/চিন্ কিলিচ্ খাঁ
  • (গ) সাদাত খাঁ
  • (ঘ) ওয়াজেদ আলি

উত্তরঃ- (খ) নিজাম উল মুলক/চিন্ কিলিচ্ খাঁ।

৪. অযোধ্যায় স্বাধীন ভাবে রাজত্ব শুরু করেন –

  • (ক) হায়দার আলি
  • (খ) নিজাম উল মুলক/চিন্ কিলিচ্ খাঁ
  • (গ) সাদাত খাঁ
  • (ঘ) ওয়াজেদ আলি

উত্তরঃ- (গ) সাদাত খাঁ।

৫. ইংরেজরা ভারতে প্রথম তাদের বাণিজ্যকুঠি স্থাপন করে –

  • (ক) ব্রোচে
  • (খ) আগ্রায়
  • (গ) মাদ্রাজে
  • (ঘ) সুরাটে

উত্তরঃ- (ঘ) সুরাটে।

৬. ফারুকশিয়ারের ফরমান জারি করেন –

  • (ক) ১৭২৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭১৭ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭২৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭২৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (খ) ১৭১৭ খ্রিস্টাব্দে।

৭. দস্তক কথাটির অর্থ –

  • (ক) সাম্রাজ্য
  • (খ) রাজস্ব
  • (গ) বাণিজ্য
  • (ঘ) বাণিজ্যিক ছাড়পত্র

উত্তরঃ- (ঘ) বাণিজ্যিক ছাড়পত্র।

৮. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ১৭৫৭ খ্রিস্টাব্দের –

  • (ক) ৯ ফেব্রুয়ারি
  • (খ) ৯ জুলাই
  • (গ) ৯ আগস্ট
  • (ঘ) ৯ মার্চ

উত্তরঃ- (ক) ৯ ফেব্রুয়ারি।

৯. পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ খ্রীষ্টাব্দের –

  • (ক) ২১ ফেব্রুয়ারি
  • (খ) ২৩ জুলাই
  • (গ) ২৩ জুন
  • (ঘ) ১৯ মার্চ

উত্তরঃ- (গ) ২৩ জুন।

১০. সিরাজ উদ দৌলার পরাজয়ের পর বাংলার সিংহাসনে বসেন –

উত্তরঃ- (খ) মিরজাফর।


ইংরেজ কোম্পানি কলকাতায় আশ্রয় দিয়েছিল, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, ক্লাস 12 ইতিহাস তৃতীয় অধ্যায়, জোসেফ ডুপ্লে কে ছিলেন, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর, দ্বাদশ শ্রেণীর, ইতিহাস তৃতীয় অধ্যায়, দ্বাদশ শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়


১১. পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা ছিলেন –

  • (ক) কাউন্ট লালী
  • (খ) জোসেফ ডুপ্লে
  • (গ) ওয়াটসন
  • (ঘ) ওয়াজেদ আলি

উত্তরঃ- (খ) জোসেফ ডুপ্লে।

১২. বন্দীবাসের যুদ্ধ হয় –

  • (ক) ১৭৭০ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৮ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে।

১৩. মাদ্রাজে সেন্ট জর্জ দূর্গ নির্মাণ করে –

  • (ক) ইংরেজরা
  • (খ)ডাচরা
  • (গ) পোর্তুগিজরা
  • (ঘ) ফরাসিরা

উত্তরঃ- (ক) ইংরেজরা।

১৪. বিদরার যুদ্ধে (১৭৫৯) ইংরেজরা পরাজিত করে –

  • (ক) ডাচদের
  • (খ) ওলন্দাজদের
  • (গ) ফরাসিদের
  • (ঘ) দিনেমারদের

উত্তরঃ- (গ) ফরাসিদের।

১৫. স্যার টমাস রো ভারত -এ আসেন –

  • (ক) ১৬৭০ খ্রিস্টাব্দে
  • (খ) ১৬১৫ খ্রিস্টাব্দে
  • (গ) ১৬১০ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৬০৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (খ) ১৬১৫ খ্রিস্টাব্দে।

১৬. ইংরেজ কোম্পানি কলকাতায় আশ্রয় দিয়েছিল –

  • (ক) কৃষ্ণদাসকে
  • (খ) রাজবল্লভকে
  • (গ) জগৎবল্লভকে
  • (ঘ) নারায়ণ দাসকে

উত্তরঃ- (ক) কৃষ্ণদাসকে।

১৭. মিরকাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেন –

  • (ক) পলাশিতে
  • (খ) দৌলতপুরে
  • (গ) মুঙ্গেরে
  • (ঘ) দেবগিরিতে

উত্তরঃ- (গ) মুঙ্গেরে।

১৮. বক্সারে যুদ্ধ হয়েছিল –

  • (ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে।

১৯. বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন –

  • (ক) মেজর অ্যাডাম
  • (খ) কর্নেল মুনরো
  • (গ) ওয়াটসন
  • (ঘ) রবার্ট ক্লাইভ

উত্তরঃ- (ক) মেজর অ্যাডাম।

২০. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে –

  • (ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

২১. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ -এর সময় মোঘল সম্রাট ছিলেন –

উত্তরঃ- (গ) দ্বিতীয় শাহ আলম।


দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, তৃতীয় অধ্যায় ইতিহাস দ্বাদশ শ্রেণীর, মারাঠা সাম্রাজ্য mcq, উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, ইতিহাস তৃতীয় অধ্যায় mcq, ক্লাস 12 ইতিহাস অধ্যায় 3 প্রশ্নোত্তর


২২. কোম্পানি দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন –

  • (ক) নজম উদ দৌলা
  • (খ) মিরজাফর
  • (গ) মিরকাশিম
  • (ঘ) কৃষ্ণদাস

উত্তরঃ- (ক) নজম উদ দৌলা।

২৩. দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় –

  • (ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

২৪. বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন –

  • (ক) মিরজাফর
  • (খ) রবার্ট ক্লাইভ
  • (গ) লর্ড ওয়েলেসলি
  • (ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ- (খ) রবার্ট ক্লাইভ।

২৫. ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান –

  • (ক) মিরজাফর
  • (খ) রবার্ট ক্লাইভ
  • (গ) লর্ড ওয়েলেসলি
  • (ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তরঃ- (ঘ) ওয়ারেন হেস্টিংস।

২৬. কোম্পানি ও হায়দার আলির মধ্যে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয় –

  • (ক) ১৭৬৩-৬৫ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৪-৬৬ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬৭-৬৯ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬৫-৬৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (গ) ১৭৬৭-৬৯ খ্রিস্টাব্দে।

২৭. কোম্পানি ও হায়দার আলির মধ্যে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৭৬৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ক) ১৭৬৯ খ্রিস্টাব্দে।

২৮. দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ -এর সময়কাল –

  • (ক) ১৭৮৩-৮৫ খ্রিস্টাব্দ
  • (খ) ১৭৮০-৮৪ খ্রিস্টাব্দ
  • (গ) ১৭৮৭-৮১ খ্রিস্টাব্দ
  • (ঘ) ১৭৮৫-৮৯ খ্রিস্টাব্দ

উত্তরঃ- (খ) ১৭৮০-৮৪ খ্রিস্টাব্দ।

২৯. সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৭৭৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে।

৩০. ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৭৮৪ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ক) ১৭৮৪ খ্রিস্টাব্দে।

৩১. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ -এর সময়কাল –

  • (ক) ১৭৮৩-৮৫ খ্রিস্টাব্দ
  • (খ) ১৭৮৭-৮৯ খ্রিস্টাব্দ
  • (গ) ১৭৯০-৯২ খ্রিস্টাব্দ
  • (ঘ) ১৭৯২-৯৪ খ্রিস্টাব্দ

উত্তরঃ- (গ) ১৭৯০-৯২ খ্রিস্টাব্দ।

৩২. শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৯৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে।

৩৩. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয় –

  • (ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৯৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৭৯৯ খ্রিস্টাব্দে।

৩৪. টিপু সুলতান -এর রাজধানী ছিল –

  • (ক) শ্রীরঙ্গপত্তনমে
  • (খ) কেরলে
  • (গ) কলকাতায়
  • (ঘ) মহীশূরে

উত্তরঃ- (ক) শ্রীরঙ্গপত্তনমে।

৩৫. মারাঠা শক্তির প্রতিষ্ঠা করেছিলেন –

  • (ক) শাহুজী
  • (খ) শম্ভুজী
  • (গ) শিবাজি
  • (ঘ) রাজারাম

উত্তরঃ- (গ) শিবাজি

৩৬. মারাঠাদের প্রথম পেশোয়া ছিলেন –

উত্তরঃ- (খ) বালাজী বিশ্বনাথ

৩৭. মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন –

  • (ক) বালাজী বাজিরাও
  • (খ) বালাজী বিশ্বনাথ
  • (গ) প্রথম বাজিরাও
  • (ঘ) দ্বিতীয় বাজিরাও

উত্তরঃ- (ঘ) দ্বিতীয় বাজিরাও।

৩৮. পানিপথের তৃতীয় যুদ্ধ হয় –

  • (ক) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ক) ১৭৬১ খ্রিস্টাব্দে।

৩৯. ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় –

  • (ক) রঘুনাথ রাওকে
  • (খ) শাহুজীকে
  • (গ) নানা ফড়নবিশকে
  • (ঘ) শিবাজীকে

উত্তরঃ- (গ) নানা ফড়নবিশকে।


উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, যোসেফ ডুপ্লে কে ছিলেন, প্রথম পেশোয়া কে ছিলেন, class 12 history chapter 3 mcq questions and answers, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়


৪০. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ -এর সময়কাল –

  • (ক) ১৭৭৫-৮২ খ্রিস্টাব্দ
  • (খ) ১৭৮০-৮৪ খ্রিস্টাব্দ
  • (গ) ১৭৮৭-৯১ খ্রিস্টাব্দ
  • (ঘ) ১৭৭২-৭৯ খ্রিস্টাব্দ

উত্তরঃ- (ক) ১৭৭৫-৮২ খ্রিস্টাব্দ।

৪১. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ -এর সময়কাল –

  • (ক) ১৮০০-০২ খ্রিস্টাব্দ
  • (খ) ১৮০৩-০৫ খ্রিস্টাব্দ
  • (গ) ১৮০৫-০৭ খ্রিস্টাব্দ
  • (ঘ) ১৮০৭-০৯ খ্রিস্টাব্দ

উত্তরঃ- (খ) ১৮০৩-০৫ খ্রিস্টাব্দ।

৪২. বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮০০ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮০২ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৯৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (গ) ১৮০২ খ্রিস্টাব্দে।

৪৩. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ -এর সময়কাল –

  • (ক) ১৮২০-২২ খ্রিস্টাব্দ
  • (খ) ১৮১৩-১৫ খ্রিস্টাব্দ
  • (গ) ১৮১৫-১৭ খ্রিস্টাব্দ
  • (ঘ) ১৮১৭-১৯ খ্রিস্টাব্দ

উত্তরঃ- (ঘ) ১৮১৭-১৯ খ্রিস্টাব্দ। 

৪৪. পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন –

  • (ক) লর্ড ডালহৌসি
  • (খ) লর্ড রিপন
  • (গ) লর্ড ময়রা
  • (ঘ) লর্ড বেন্টিংক 

উত্তরঃ- (ক) লর্ড ডালহৌসি।

1 thought on “নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য হতে ছোটো প্রশ্ন উত্তর (MCQ)”

  1. প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক Saq গুলোও যদি দেওয়া হতো তাহলে প্রশংসার সীমা রাখেনা
    One of the best ❤️💯💯💯💯

    Reply

Leave a Comment