Council of 500 সম্পর্কে টীকা

প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এথেন্সের Council of 500 সম্পর্কে টীকা প্রসঙ্গে Council of 500 -এর প্রতিষ্ঠাতা, Council of 500 -এর অন্য নাম, এথেনীয় রাষ্ট্র পরিচালনায় Council of 500 -এর দায়িত্ব ও Council of 500-এর কার্যাবলী সম্পর্কে জানব।

এথেন্সের Council of 500 সম্পর্কে টীকা

বিষয় ইতিহাস
বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টস বি.এ. জেনারেল
সেমিস্টার দ্বিতীয়
প্রশ্ন টীকা লেখো : Council of 500।
প্রশ্নমান
টীকা লেখো : Council of 500।

ক্লেইস্থিনিস এর শাসন ক্ষমতা অর্পিত হয়েছিল তাঁর প্রতিষ্ঠিত একটি পরিষদের উপর। এর নাম ছিল Boule বা পাঁচশ জনের পরিষদ। অবশ্য এই পরিষদ শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করলেও আইন প্রণয়নের ক্ষমতা ভোগ করত না। তবু শেষ বিচারে এই Council of 500 এথেনীয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিত। 

Boule-এর পাঁচশ জন সদস্যকে দশটি ফাইলি থেকে সমান করে নেওয়া হত। প্রত্যেকের বয়স তিরিশ বছরের বেশি হওয়া বাধ্যতামূলক ছিল। নগর উপকূল, আন্তর্দেশীয় অঞ্চলের প্রতিনিধিত্বের দায়িত্ব থাকত Boule-এর উপর। এর কার্যকরি কালের মেয়াদ ছিল এক বছর এবং এর কাজ শুরু হত গ্রীষ্মের মাঝামাঝি। একই ব্যক্তি পর পর দু বছর Council of 500-এর সদস্য হতে পারতেন না এবং সারাজীবন দুবারের বেশিও হতে পারতেন না। 

আইনসভার যাবতীয় অধিবেশনের আলোচ্য সূচী তৈরী, বিদেশী প্রতিনিধিদের অভ্যর্থনা করা, একলেসিয়ার গৃহীত নীতিকে বাস্তবায়িত করা ছিল Boule-এর কাজ। রাষ্ট্রের অর্থনীতি জনসেবামূলক দায়িত্ব বলতে গেলে গোটা নব্য গণতান্ত্রিক ব্যবস্থাটাই দাঁড়িয়েছিল Council of 500-এর উপর।

(FAQ) Council of 500 সম্পর্কে জিজ্ঞাস্য?

১. Council of 500 কোথায় প্রচলিত ছিল?

প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে।

২. Council of 500 কে গঠন করেন?

ক্লেইস্থিনিস।

৩. Council of 500 -এর অন্য নাম কী?

Boule (বাউল)।

Leave a Comment