এ্যারিস্টোফ্যানিস সম্পর্কে টীকা

প্রাচীন গ্রিসের কমেডি রচয়িতা এ্যারিস্টোফ্যানিস সম্পর্কে এ্যারিস্টোফ্যানিসের পরিচিতি, এ্যারিস্টোফ্যানিসের সময়কাল, এ্যারিস্টোফ্যানিসের বাসস্থান, এ্যারিস্টোফ্যানিসের নাটক ও এ্যারিস্টোফ্যানিসের সাহিত্যকর্ম সম্পর্কে জানব।

কমেডি রচয়িতা এ্যারিস্টোফ্যানিস সম্পর্কে টীকা

বিষয় ইতিহাস
বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টস বি.এ. জেনারেল
সেমিস্টার দ্বিতীয়
প্রশ্ন টীকা লেখো : এ্যারিস্টোফ্যানিস।
প্রশ্নমান
টীকা লেখো : এ্যারিস্টোফ্যানিস।

ভলতেয়ার মন্তব্য করেছেন, যথার্থ কমেডি মানে একটি জাতির নানা মুর্খামি ও নির্বুদ্ধিতা এবং দুর্বলতার কথাচিত্র। একথা উল্লেখ করার সময় প্রাচীন গ্রিস-এর এ্যারিস্টোফ্যানিসের কথা তাঁর মাথায় এসেছিল। এডিথ হ্যামিলটনের ভাষায় এথেন্সে প্রাচীন কমেডির এটিও বড় উদাহরণ। এ্যারিস্টোফ্যানিস পড়ার অর্থ হল এথেনীয় কমিক পেপার পড়া। তাঁর নাটকে সমকালীন রাজনীতি ও রাজনীতিক যুদ্ধ বিরোধী দল শান্তিবাদ, নারীদের ভোটাধিকার, অবাধ বাণিজ্য, বাজার সংস্কার, শিক্ষানীতি ধর্মীয় ও সাহিত্যিক ভাবনা সবকিছুই হাজির। সব কিছুই তার ঠাট্টা তামাশার বস্তু। তাঁর বেশীর ভাগ নাটকই মেজাজের দিক থেকে রাজনৈতিক। 

Will Durant বলেছেন, এ্যারিস্টোফ্যানিস হলেন সৌন্দর্য, প্রজ্ঞা ও অশ্লীলতার এক অবিভাজ্য মিশ্রণ। তাঁর নাটকের কথাবার্তা এতই প্রাণবন্ত ও বলিষ্ঠ যে মনে হয় যেন জীবন নিজেই তাঁর নাটকে উদ্ভাসিত হয়ে উঠেছে। তিনি আরও বলেছেন যে এ্যারিস্টোফ্যানিসকে বাড়াবাড়ি রকমের অমার্জিত মনে হয়। তাঁর নাটকের মূল কাহিনীগুলি উদ্ভট, তাঁর ব্যঙ্গকৌতুকগুলি সাধারণত নিম্নপর্যায়ের। এ্যারিস্টটল এ্যারিস্টোফ্যানিসের প্রাচীন কমেডি উপভোগ করতে পারেন নি। Ethics এ তিনি লিখেছেন জীবনের হাস্যপরিহাসের স্থান নিশ্চয় থাকে, কিন্তু তা কখনো জীবনের স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বে হতে পারে না। 

প্লুটার্ক মন্তব্য করেন যে অ্যারিস্টোফ্যানিসের কদর্য থিয়েটারী ভাষা রাস্তার লোকজন পছন্দ করলেও সংস্কৃতিবান মানুষকে তা আহত করবে। তিনি আরও লিখেছেন যে এ্যারিস্টোফ্যানিসের সাহিত্যকর্ম ঠিক যেন এক প্রৌঢ় গণিকার মত, যে তার সেরা সময় পার করে এসে বার্ধক্যে পৌঁছে কোনো সম্ভ্রান্ত রমণীকে অক্ষমভাবে অনুকরণ করে। গিলবার্ট মারে বলেছেন এ্যারিস্টোফ্যানিসের সময়কাল অতি প্রাচীন, তাঁর লেখার আর্ট একালের থেকে একেবারেই আলাদা এবং তাঁর অশোভনতা আধুনিক রুচির পরিপন্থী। কিন্তু আজও তিনি সমান সজীব, আর কৌতুকগুলি যেন আমাদেরই কৌতুক।

(FAQ) এ্যারিস্টোফ্যানিস সম্পর্কে জিজ্ঞাস্য?

১. এ্যারিস্টোফ্যানিস কে ছিলেন?

প্রাচীন গ্রিসের বিখ্যাত নাট্যকার।

২. ‘এ্যারিস্টোফ্যানিস হলেন সৌন্দর্য, প্রজ্ঞা ও অশ্লীলতার এক অবিভাজ্য মিশ্রণ।’ – কে বলেছেন?

উইল ডুরান্ট।

৩. এ্যারিস্টোফ্যানিসের প্রাচীন কমেডি উপভোগ করতে পারেন নি কে?

এ্যারিস্টটল।

Leave a Comment