হাস্যরসাত্মক রচনা কমেডি সম্পর্কে টীকা প্রসঙ্গে কমেডি কী? কমেডির উদ্ভব, কমেডির বিষয়, ট্রাজেডির চেয়ে কমেডি অনেক বেশী আচারনিষ্ঠ, কমেডির প্রথম নিদর্শন ও কমেডির বৈশিষ্ট্য সম্পর্কে জানব।
প্রাচীন গ্রিসের কমেডি সম্পর্কে টীকা
বিষয় | ইতিহাস |
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি.এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় |
প্রশ্ন | টীকা লেখো : কমেডি। |
প্রশ্নমান | ৫ |
ট্র্যাজেডির মত কমেডিও হয়ে দাঁড়িয়েছিল এথেনীয়দের একচেটিয়া বিষয়। Comos নামক আচার অনুষ্ঠানের মধ্য থেকে অভিনেতাদের হাত ধরে কমেডির উদ্ভব। Finley লিখেছেন, ট্র্যাজেডির চেয়ে কমেডি অনেক বেশী আচারনিষ্ঠ। ট্রাজিক নাট্যকারদের পায়ে সামাজিক অনুশাসনের যে বেড়ি ছিল, কমিক নাট্যকারদের তা ছিল না। তারা নির্দ্বিধায়, নিঃসংশয়ে সমকালীন নানা ধ্যান ধারণা ও ব্যক্তিত্বকে তুমুল উপহাস করতেন তাঁদের নাটকে। কমেডি প্রথম পর্যায়ে হাস্যরসাত্মক রচনা অর্থেই প্রযুক্ত। Molton বলেন, মেগারীয় প্রহসন বা ফার্সই কমেডির প্রথম নিদর্শন।
কমেডির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার পরিণতি মিলনাত্মক ও আনন্দজনক হবে। কমেডির সমাপ্তির সঙ্গে চরিত্রগুলির আকাঙ্খিত পরিণাম থেকে দর্শকরা পরিতৃপ্তি লাভ করবে। এরিস্টটল কমেডির যে বৈশিষ্ট্য উল্লেখ করেন তা হল নিম্নরূপ। –
(ক) কমেডি নিম্নশ্রেণীর-সাধারণ ব্যক্তির রূপায়ণ।
(খ) কমেডি হাস্যোদ্দীপক ঘটনার উপস্থাপন।
(গ) কমেডি মিলনাত্মক অর্থাৎ-আনন্দ পরিণাম উপসংহারের নাটক।
(FAQ) টীকা লেখো : কমেডি সম্পর্কে জিজ্ঞাস্য?
১. কমেডির উদ্ভব হয় কিভাবে?
Comos নামক আচার অনুষ্ঠানের মধ্য থেকে অভিনেতাদের হাত ধরে কমেডির উদ্ভব হয়।
২. ট্র্যাজেডি ও কমেডির মধ্যে কোনটি বেশি আচারনিষ্ট?
কমেডি।
৩. এরিস্টটল কমেডির কটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?
তিনটি।