২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

পেশাদারি ইতিহাস বলতে কী বোঝ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী?

পেশাদারি ইতিহাস বলতে কী বোঝ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী?

পেশাদারি ইতিহাস বলতে কী বোঝ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী?

প্রশ্ন:- পেশাদারি ইতিহাস বলতে কী বোঝ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী?

ভূমিকা :- সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হল ইতিহাস। ঐতিহাসিক E. H. Carr -এর মতে, ইতিহাস থেকে যে সমস্ত সাধারণ সূত্র গড়ে ওঠে সেগুলি মানুষের খুব কাজে লাগে। তাই বলা হয়, ইতিহাস হল মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ।

পেশাদারি ইতিহাস

পেশাদারি ইতিহাস হল ইতিহাসের সেই শাখা যা ঘটনার সত্যতা ও বাস্তবতা বজায় রেখে, পক্ষপাতহীন ভাবে, সুসংবদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাস রচনা করে থাকে।

পেশাদারি ইতিহাসের বৈশিষ্ট্যতা

  • i) প্রাথমিক উপাদানের উপর নির্ভর করে যথেষ্ট যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে পেশাদারি ইতিহাস লেখা হয়। তাই এর গ্রহণযোগ্যতা অনেক বেশি।
  • ii) মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ও ধর্মীয়জীবনসহ মানব সভ্যতার সমগ্র বিষয়ই পেশাদারি ইতিহাসের আলোচনার বিষয় হয়ে থাকে।

পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য                                                                 

বিষয়অপেশাদারি ইতিহাসপেশাদারি ইতিহাস
লিখন পদ্ধতিএই ধরণের ইতিহাস লেখার ক্ষেত্রে ব্যক্তিগত ভাবাবেগ ও পক্ষপাতিত্বের প্রভাব থাকে।যুক্তিনিষ্ঠ, ভাবাবেগ বর্জিত, নিরপেক্ষ, সুসংবদ্ধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ইতিহাস লেখা হয়।
ইতিহাসগত চেতনাবুদ্ধিজীবীদের ইতিহাসগত ভাবনা-চেতনা পুরণের ক্ষেত্রে এই ইতিহাসের উপাদানগুলি অক্ষম। পেশাদারি ইতিহাস এক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারে।
যুগোত্তীর্ণএই ইতিহাসের উপাদানগুলি ইতিহাসের আকর হিসাবে কাজ করে। কিন্তু যুগোত্তীর্ণ হতে পারে না ।এই ধরণের ইতিহাস শুধুমাত্র বর্তমানের জ্ঞানভান্ডারকেই সমৃদ্ধ করে না, ভবিষ্যতের চলার পথের দিশা দেখায়।
সৃষ্টির রীতিনীতিইতিহাসের সৃষ্টি, সৃষ্টির রীতিনীতি জানার ক্ষেত্রে এই ইতিহাসের বিশেষ কোন গুরুত্ব নেই।এক্ষেত্রে এই ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
বিশ্বাসযোগ্যতাএই ইতিহাসের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা খুবই কম।বৃত্তিমূলক শাখা হিসাবে এই ইতিহাসের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অনেক বেশি।
যাচাই ও বিশ্লেষণএখানে ঐতিহাসিক তথ্য যাচাই ও বিশ্লেষণ না করেই ইতিহাসে স্থান দেওয়া হয়।এক্ষেত্রে যাচাই ও বিশ্লেষণ করেই ইতিহাসে স্থান দেওয়া হয়।
ধারাবাহিকতা ও কালানুক্রমধারাবাহিকতা ও কালানুক্রম এখনে গুরুত্বপূর্ণ নয়।এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা যে-কোনো ঘটনার বর্ননার ক্ষেত্রে সেই ঘটনার সময়কাল উল্লেখ করা।
অর্থনীতিএই ধরণের ইতিহাসে অর্থনীতি নিতান্তই গৌণ ব্যাপার।মানবসমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনীতি। তাই পেশাদারি ইতিহাস একে বিশেষভাবে গুরুত্ব দেয়।
পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য 

Leave a Comment